নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ধর্মে নারীর অধিকার -

২৭ শে জুন, ২০২২ রাত ১০:৪৪


ইসলাম ধর্মে নারীর অধিকার !
© নূর মোহাম্মদ নূরু

নারী পুরুষ বাড়ছে বিভেদ,
চাইছে সমান অধিকার।
ধর্মে আছে সঠিক নিয়ম,
অভাব শুধু বুঝিবার।

এক পুরুষের স্বাক্ষী সমান
নারীর স্বাক্ষী দুই জনের।
দুই নারীর মর্যাদা পায়,
পুরুষ স্বাক্ষী একজনের।

সৃষ্টি কর্তার বিধান এটি
কেন মিছে বিভেদ ভাই।
সৃষ্টি যাহার বিধান তাহার
এ সত্যটি মানা চাই।

অজ্ঞতায় না বুঝিলে
সত্য কী আর মিথ্যা হয়,
থাকবে নিজের অবস্থানে
কারো সাথে বিরোধ নয়।

থাকলে নিজের অবস্থানে
দৃঢ় হবে অধিকার,
বেশী কিছু পেতে গেলে
বেড়ে যাবে অত্যাচার।

নারী মাতা, নারী প্রিয়া
সকলেরই জানা তা,
তসলিমারা বিবাদ করে
নষ্ট করে সমতা।

নারী পুরুষ বন্ধু সবার
শত্রু কেন ভাবতে হয়?
ভালোবাসায় সংসারটা
স্বর্গ সুখে ভরে রয়।


বিঃদ্রঃ লেখাটি অজ্ঞাত কারণে ডিলিট হয়ে যাবার কারণে পুনঃপ্রকাশ করা হলো।
উৎসর্গঃ ব্লগার মি.বিকেল,তার আজকের "Feminism – নারীবাদ: উৎস, বিকাশ এবং বর্তমান" এর প্রেক্ষিতে।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবার, ২৭ জুন' ২০২২ইং

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



ইসলামে, সাক্ষ্য দেয়ার সময়, ১ পুরুষের সাক্ষ্য ২ জন নারীর সাক্ষ্যের সমান?

২৮ শে জুন, ২০২২ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কথা সত্য!
পুরুষ যদি এক জনে সাক্ষ্য দেয় সেটা গ্রহণ যোগ্য,
ওই একই সাক্ষ্য নারীর ক্ষেত্রে দুই জন হতে হবে।
এটাই ইসলামের বিধান।
যেমন ধরুন যদি কোন পুরুষ
ঈদের চাঁদ দেখে সাক্ষ্য সে ক্ষেত্রে
দুইজন নারীর সাক্ষ্য দিতে হবে।

২| ২৭ শে জুন, ২০২২ রাত ১১:০১

কামাল৮০ বলেছেন: পিতার সম্পত্তি ভাইয়ের অর্ধেক পায় বোন।

২৮ শে জুন, ২০২২ রাত ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জি, কথা সত্য।
একদিকে স্বামীর সম্পত্তি
অন্য দিকে বাবার সম্পত্তির
মালিক হবে নারী।

৩| ২৭ শে জুন, ২০২২ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



এগুলো অধিকার, নাকি বন্চনা?

২৮ শে জুন, ২০২২ রাত ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধম' মানলে অধিকার
না মানলে বঞ্চনা!

৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: কোনো এক সূরায় স্ত্রীকে প্রহার করতে বলা হয়েছে।
স্বামী স্ত্রীকে ডাকলে সাথে সাথে দৌড় দিতে হবে, চুলায় যদি ভাতও থাকে, সে ফেলে দিয়ে আগে স্বামীর কাছে যেতে হবে।
একজন নারীকে সব সময় বাইরের পুরুষদের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে। হাত মোজা, পা মোজা। বোরকা।

নারীদের কি নিজের ইচ্ছা অনিচ্ছা নেই? ধর্ম তাদের ইচ্ছা ঠিক করে দিবে?

২৮ শে জুন, ২০২২ রাত ২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জি খান সাহেব পবিত্র কোরআনের সূরা নিসার ৩৪ নম্বর
আয়াতে স্ত্রী অবাধ্য হলে তাকে মৃদু প্রহার করা জায়েজ।
অবাধ্য স্ত্রীকে সংশোধনে স্বামীর প্রতি কুরআনের নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে অবাধ্য স্ত্রীদের ব্যাপারে করণীয় তুলে ধরে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-‘আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর; তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।’
ধর্ম মানলে তাই করতে হবে যা কুরআনের নির্দেশ।

৫| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

মধ্যপ্রাচ্যের নারীরা কতভাগ তাদের অধিকারে সন্তুষ্ট?

২৮ শে জুন, ২০২২ রাত ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ কি নিজের যা আছে তাই নিয়ে সন্তষ্ট থাকে।
মানুষ যত পায় ততই চায়। আল্লাহর উপরে ভরশা
খুব কম মানুষেরই আছে।

৬| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



মুসলিম দেশগুলোতে নারীকে সুখে শান্তিতে থাকতে দেয় না বলেই দেশগুলো অশান্তিতে আছে।

২৮ শে জুন, ২০২২ রাত ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার ধর্মের প্রতি অবিচল আস্থা আছে
তারা অশান্তিতে নাই। স্বামীর যা আছে
তাই নিয়ে সন্তষ্ট।
যারা তাদের হকের
বেশী প্রত্যাশা করে
তারাই অশান্তিতে ভোগে।
পশ্চিমা দেশগুলোর নারীরা
কি শান্তিতে আছে?

৭| ২৮ শে জুন, ২০২২ রাত ৩:৩৮

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "পশিমা দেশগুলোর নারীরা, কি শান্তিতে আছে? "

-মুসলিম দেশগুলোর তুলনায় বেহেশতে আছে।

২৮ শে জুন, ২০২২ রাত ৩:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরআনের ভাষায় সেটাই হবার কথা।
কারণ দূনিয়া হচ্ছে তাদের জন্য বেহেশত।
পরকালটা হবে তাদের জন্য জাহান্নাম।

৮| ২৮ শে জুন, ২০২২ ভোর ৬:০৪

অগ্নিবেশ বলেছেন: নুরুচাচায় বলেছেন, পরকালটা হবে তাদের জন্য জাহান্নাম।
এই কাল্পনিক বেহস্তের আশায় আপনারা দুনিয়াটারে জাহান্নাম বানায়ে
রাখছেন। নিজেরাও ভালো থাকতে চান না, অন্যকেও ভালো থাকতে দেবেন না।

২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্নিবেশ বাবু,
ইসলাম ধর্মের উপর বিশ্বাসের ব্যাপারে তর্ক নয়;
আত্মসমর্পণই মূলকথা।
আল্লাহ তাআলা বলেন-(হে রাসুল!) আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছ? অথচ তিনিই আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। আমাদের জন্যে আমাদের কর্ম তোমাদের জন্যে তোমাদের কর্ম। এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।’ (সুরা বাক্বারা : আয়াত ১৩৯)
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা আরো বলেন, ‘ধর্মের ব্যাপারে জোরজবরদস্তি নেই। ভ্রান্ত মত ও পথকে সঠিক মত ও পথ থেকে ছাঁটাই করে আলাদা করে দেওয়া হয়েছে। (-সূরা বাকারা :২৫৬)সুতরাং ‘তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ’ (-সূরা কাফিরুন : ৫)

৯| ২৮ শে জুন, ২০২২ সকাল ৮:৩৫

তানভির জুমার বলেছেন: সোনাগাজী বলেছেন: আপনি বলেছেন, "পশিমা দেশগুলোর নারীরা, কি শান্তিতে আছে? " -মুসলিম দেশগুলোর তুলনায় বেহেশতে আছে।

ভুল তথ্য। এখন পশ্চিমের নারীরা সবচেয়ে বেশী অশান্তিতে আছে। ফেমেনিজম, লিবারালিজম ইত্যাদি দিয়ে পশ্চিমে নারীকে শ্রেফ একটি প্রডাক্ট বানিয়ে রেখেছে। আপনার আমেরিকার কথাই ধরেন। ১৯৭৩-এ ‘রো ভার্সেস ওয়েড’ মামল সুপ্রিম কোর্টের গর্ভপাত নিষিদ্ধ করার চেষ্টা , ড্রাগ, পর্নগ্রফি, সমকামিতা, এইসবই তাদের নিত্যদিনের সঙ্গী।

২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই বলতে দিন যার যা খুশি!
পশ্চিমা দেশের মহিলারা যে কি সুখে আছে
তা পত্র পত্রিকা ও নানান সংবাদ মাধ্যম
থেকে আমরা সবাই কম বেশী অবগত।
বেহায়া ও বেলেল্লাপনা কোন সুখ দিতে
পারেনা।

১০| ২৮ শে জুন, ২০২২ সকাল ৯:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাইতো বলি আমার কমেন্টস গেলো কই?

২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুঝতে পারার জন্য ধন্যবাদ।
তবে চাইলে আপনি ওই পোষ্টে
গিয়ে আপনার মন্তব্য ও প্রতি
মন্তব্য দেখতে পারেন।

১১| ২৮ শে জুন, ২০২২ সকাল ১০:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ , শুভ কামনা রইলো

২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বাবন!
প্রথম আমার ব্লগে আসবার
জন্য শুভেচ্ছা।

১২| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: লেখাটার মর্মার্থ ভাল লেগেছে। +

২৮ শে জুন, ২০২২ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ জুল ভার্ন।
সব সময় সাথে থাকার জন্য।

১৩| ২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

কামাল৮০ বলেছেন: আপনি মক্কি সুরাগুলো প্রায় ব্যবহার করেন।যে গুলো মাদানী সুরা দ্বারা বাতিল হয়ে গেছে।তোমার ধর্ম আমার ধর্ম বাতিল সুরা।এক মাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি সব অধর্ম।কোন আয়াত দ্বারা কোন আয়াত বাতিল হয়েছে এটা না বুঝলা আসল ইসলাম জানা হবে না।

২৮ শে জুন, ২০২২ রাত ৯:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামাল ভাই
আমি আগেই বলেছি
"ইসলাম ধর্মের উপর
বিশ্বাসের ব্যাপারে তর্ক নয়;
আত্মসমর্পণই মূলকথা"।

পবিত্র কোরআনের সূরা আল মায়িদায় ইরশাদ হচ্ছে, 'হে কিতাবধারী! নিজেদের ধর্ম নিয়ে অযথা বাড়াবাড়ি করো না। আর (ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে) তোমাদের আগে যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে ও অন্যদের পথভ্রষ্ট করে সহজ-সরল পথচ্যুত হয়েছে, তাদের পথ অবলম্বন করো না।' (আয়াত: ৭৭)
সুতরাং বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার।

১৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

কামাল৮০ কি বলে?
কোরআনের আয়াত বাতিল করতে চায়?

মওদুদী গোলাম আযমও একই কথা বলতেন।
নিজের দলের স্বার্থে ইসলামী রাজনীতি নির্বিঘ্ন করতে বলেছিলেন কোরআন কিছু আয়াত বাদ দিয়ে রচনা করাই উচিত ছিল।
এরা কোরআন পরিবর্তন খোদার উপর খোদগারি করলেও কেউ খ্যাপে না। কারণ দাড়ি টুপি আছে।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশী বুঝলে যা হয়।
কথায় আছেনা,
"অল্প বিদ্যা হয়
ভয়ংকর"

১৫| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো কিরেছেন,
আসুন, দেখুন বিচার করুন!

১৬| ২৯ শে জুন, ২০২২ রাত ৩:৪১

কামাল৮০ বলেছেন: @ হাসান কালবৈশাখী,আমি কোরানের আয়াত বাদ দিতে বলিনাই।কোরানই কোরানের অনেক আয়াত বাদ দিয়াছে।মদ বাতিলের জন্য তিনটা আয়াত আছে।ইদ্দতের পালনের জন্য তিনটা আয়াত আছে। দেখুন কোরান কি বলছে।

২: ১০৬: “আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান?”

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিবী (সঃ) মক্কায় থাকতে তার উপর যে সূরা
নাজিল হয়েছে তা মাক্কী আর নবী (সঃ) মদীনায়
হিজরত করার পরে যে সূরা তার উপরে নাজিল
হয়েছে তা মাদানী সূরা। মক্কায় নাজিল হওয়া
কোন সূরাটি মাদানী সূরা দিয়ে বাতিল করা
হয়েছে বলবেন কি?

১৭| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
'মদ খাওয়া বৈধ ' কোন আয়াত কোরানে দেখিনি যা বাতিল করা লাগবে।
যাষ্ট বলা হয়েছে মদ হারাম।
"তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার" বাতিল হয় নি।
'কুফরি বাতিলুন' হয়েছে। সেটা সুধু ইসলাম ধর্ম গ্রহনকারি মুসলমানদের জন্য।

অন্য ধর্ম নিষিদ্ধ হলে মক্কা দখলের পর রক্তগংগা বয়ে যেত, বরং উল্টোটা হয়েছে।
রসুলের দল ভারি শক্তিশালী হওয়ার সত্তেও মক্কাবাসী ভিন্নধর্মি পৌতলিকদের সাথে আপোষ হয়েছে, প্রবেশাধিকার দেয়া হয়েছিল, মক্কা কাবার সব মুর্তি ফেলে দেয়া হলেও কাবা ঘরের ভেতরে প্রধান কয়েকটি মুর্তি অটুট রাখা হয়েছিল। পরে শত বছর পর মুসলিমদের ভেতর বিভিন্ন যুদ্ধে কাবা ঘর ধ্বংশ নিশ্চিহ্ন করা হলে পুননির্মানের পর ভেতরে আর কোন মুর্তি রাখা হয় নি, বা খুজে পাওয়া যায় নি। তবে একটু বাহিরে দুটি ভাষ্কর্য এখনো অটুট আছে, একটি কালো পাথর, আরেকটি শয়তানকে ঢিল মারার স্তম্ভ।

কামাল ভাই।
মওদুদী গোলাম আযমদের কট্টর মতবাদে বিভ্রান্ত হবেন না প্লিজ



৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কালবৈশাখী ভাই।
আশা করি কামাল সাহেব তার ভ্রান্ত
ধারণা পরিহার করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.