নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

Women rights in Islam

০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:১৯


Women rights in Islan
© Nur Mohammad Nuru

Growing segregation between men and women,
seeking equal rights.
Religion has the right rules,
just lack to understand.

Equal to the witness of one man
the woman witnessed two people.
Gets the status of two women,
one of the male witnesses.

This is the provision of the Creator
why false division brother.
Creation belongs to him
we have to accept this fact.

If you do not understand in ignorance
what is true and what is false,
Will be in its own position
not in conflict with anyone.

If in your own position
right will be strong,
If you want to get more
torture will increase.

Women Mother, Women lover
everyone knows that,
Taslimas group raising dispute
and destroys equality.

Male and female friends each other
then why is the enemy to think?
The world is in love,
heaven is full of happiness..

Publicatiin date in english version: 5th July 2022 eng

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা একটা মেয়ের দিকে কেন সম্মানের চোখে তাকাতে পারিনা ? কেন আমরা তাদের ছেলে বন্ধুর মতোই বন্ধু মনে করতে পারিনা। কেন এই নারী পুরুষ বৈষম্য। কোরানের নির্দেশ অনুযায়ী তো এই দেশ চলছেনা। তাহলে কেন মেয়েদের গালি দেয়া হবে?

০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলামের যথাযথ শিক্ষা আমরা লালন
করতে পারি নাই বলেই আমরা নারীকে
সম্মান করতে পারিনা। অথচ ইসলাম
আমাদের শিখিয়েছে মায়ের পদতলে
সন্তানের বেহেশত!

২| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভাইডি, হঠাত করে ইংরেজিতে কবিতা লিখতে শুরু করলেন কেন?
বাংলা ছড়া পড়েই বেশি তৃপ্তি পেতাম।

০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রুচির পরিবত'ন!
পোলাও বিরিয়ানি খেতে
খেতে রুচি চলে গেলে রুচি
ফেরাতে একটু ভতা' ভাজির
আয়োজন!!

৩| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: দেয়ার আর লটস অফ ছাগুস এরাউন্ড।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Yes, it is!

৪| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


Why English? Spelling mistake visible!

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
English for englis men.
Where are you seen the
word "visible"?

৫| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



ইসলামে যেসব অধিকারের কথা বলেছে, সেগুলো তখনকার বেদুইন গোত্রের জন্যও যথেষ্ঠ ছিলো না; আজকের জন্য কি বলবো!

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলামের যত বিধান আছে তা তখনকার
সময় এবং আজকের সময়ের জন্য সমান
প্রযোজ্য।

৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।
যদি বলেন তো আমি বাংলায় অনুবাদ করি।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যিই, অনুমতি প্রদান করা হলো!
আশা করি শিঘ্রই তা পাঠ করার
সৌভাগ্য হবে।
ভালো থাকবেন।

৭| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৮

কামাল৮০ বলেছেন: মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত,ইসলামের আলোকে কথাটি সত্য নয়।ইসলামের নামে মিথ্যা প্রচার করলে কঠিন সাজা।কোন ভালো আলেমের কাছে যেনে নিয়েন।

০৬ ই জুলাই, ২০২২ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


মাওলানা কামাল সাহেব, আমি
আপনার মতো হক্কানী আলেম নই।
আপনাদের মতো আলেমদের মুখে
যা শুনি তাই একিন করি।

প্রশ্ন : ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’—কথাটি কতটুকু সত্য?
উত্তর : হ্যাঁ, এই বক্তব্যটুকু শুদ্ধ। রাসূল (সা.) মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের কথা উল্লেখ করেছেন।
সুনির্দিষ্টভাবে রাসূল (সা.) তাঁর সাহাবিকে বলেছেন, ‘তোমার মায়ের খেদমত করো। কারণ, মায়ের পায়ের নিচেই জান্নাত রয়েছে।’
সুতরাং এটি সহিহ হাদিস এবং এ বক্তব্যটুকু রাসূল (সা.) দিয়েছেন.
ভিডিও দেঝুনঃ
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত

৮| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১:৪৫

কামাল৮০ বলেছেন: এটা একটা জাল হাদিস।সহি হাদিস থেকে দেখান। )
قَالَ الشَّيْخُ: وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ بِهَذَا الإِسْنَادِ يرويه، عَن أَبِي المليح مُوسَى بْن مُحَمد، وأَبُو المليح لا بأس به.
حَدَّثَنَا عُمَر بْنُ سِنَانٍ، حَدَّثَنا عباس بن الوليد الخلال، حَدَّثَنا مُوسَى بْنُ مُحَمد بْنِ عطاء، حَدَّثَنا أَبُو الْمُلَيْحِ عَنْ مَيْمُونَ بْنِ مَهْرَانَ، عنِ ابْنِ عَبَّاسٍ، قَال: قَال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الأمهات من شئن أدخلن، ومَنْ شئن أخرجن
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, মায়ের পায়ের নিচে (সন্তানের) বেহেস্ত। যে চায়, সে যেন তাতে প্রবেশ করে আর না চাইলে যেন বের হয়ে যায়। আল কামেল লি ইবনে আদী-৮/৬৪।
❁ হাদীসটির মান : ❀
❀ ‘‘আল্লামা ইবনু আদী (রহ.) উক্ত হাদীসটিকে উল্লেখ করে বলেন-وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ উক্ত হাদীসটি মুনকার তথা অস্বীকৃত।’’ আল কামেল লি ইবনে আদী-৮/৬৪।

❐ হাদীসটি যয়ীফ হওয়ার কারণ হলো, উক্ত হাদীস এর একজন বর্ণনাকারী হলেন ‘‘মুসা ইবনে মুহাম্মদ’’ তিনি অধিক দুর্বল বর্ণনাকারী।

০৬ ই জুলাই, ২০২২ রাত ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে কার কথা সঠিক?
এনটিভির জবাব দেয়া হুজুর
কি আমার চেয়ে বেশী জানেন না?

৯| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন:


Why English? Spelling mistake visible!


কামাল ভাই@ ডুন্ট বি সিরিয়াস। টেক ইট ইজি।

০৬ ই জুলাই, ২০২২ রাত ২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূন্য সারমর্ম যা বলেছেন তা খুঁজে
পেলাম না।
কামাল সাহেব সব সময় সিরিয়াস!
ইট ইজ গুড টু বি পজেটিভ।

১০| ০৬ ই জুলাই, ২০২২ রাত ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সেন্টেন্স মেকিং একটু সেকেলে হয়ে গেসে। স্পেলিং সব ঠিকঠাক।

০৬ ই জুলাই, ২০২২ রাত ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই আমি ডিজিটাল নই, সেকেলে মানুষ!
আমার কাছ থেকে ডিজিটাল সেন্টেন্স আশা করা কি
ঠিক হবে? কোন মতে চালিয়ে নিননা!
আল্লাহ আপনাদের ভালো করবে।

১১| ০৬ ই জুলাই, ২০২২ রাত ২:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে আপনার ইংলিশ ছড়া জাস্ট ওয়াও । খুবই মজা হচ্ছে তো । চলুক।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই
ওয়াও হোক আর ফোয়াও হোক
একটা কিছু যে হচ্ছে সেটাই বড়
কথা! মাঝে মাঝে চলবে.......

১২| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


Religicon "- Religion

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সারমর্ম ভাই এইবার ঠিক আছে!
মাঝে মাঝে ধরিয়ে দিবেন তা হলে
আর ঝোলা শূণ্য রবেনা!

১৩| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ইংরেজি কবিতা দেখে আমার ভয় হচ্ছে; আপনি হয়তো আর আমাদের মাঝে বেশিদিন থাকবেনা না। :D

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারওতো ভয় লাগছে!
কোথায় পাঠাবেন?

১৪| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাগাজীর কাছে চলে যান কিনা?

১৫| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৫

সাসুম বলেছেন: অনেক দিন পর কোন লিখা পইড়া বমি আসল।

ধন্যবাদ দাদু এরকম ফালতু কোবতে লিখার জন্য।

১৬| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ইনবক্সে আমাকে কবিতাট্টি দিয়ে রাখবেন। প্লীজ।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওকে ব্রো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.