নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সবাইতো সুখী হতে চায়, তবু.....

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৭


সবাইতো সুখী হতে চায়, তবু.....
কেউ সুখী হয়, কেউ হয় না।
জানি না লোকে যা বলে, সত্য কী না,
কপালে সবার নাকি সুখ সয় না।


সুখ খুঁজতে গিয়ে মান্না দে গেয়েছিলেন কালজয়ী এ গান। জা্নিনা তিনি সুখের সন্ধান পেয়েছিলেন কিনা তার জীবদ্দশায়! তবে সুখের সংজ্ঞা কী সে প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ নয়। কারণ সুখ একটি আপেক্ষিক বিষয়। কেউ মদ বিক্রি করে দুধ পান করে এটাই তার সুখ আবার কেউ দুধ বিক্রি করে মদ পান করে তাতেই তার সুখ।

তা্ই তো কবি বলেনঃ সুখ তুমি কি বড় জানতে ইচ্ছা করে !!

সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বাস। এই সাড়ে সাতশো কোটি মানুষের সুখের সংজ্ঞা হয়তো সাড়ে সাতশো রকমের। কারণ মানুষ সুখের সংজ্ঞা যে যার মতো করে সাজিয়ে নেয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যক্তি কী চান? তার সন্তুষ্টি ও পরিতৃপ্তি কোথায়? তিনি তার জীবনকে কীভাবে দেখতে চান? কীভাবে উপভোগ করতে চান? মনোবিদদের মতে, সুখ মানে এমন কিছু যা কল্যাণকর। মোদ্দা কথায় সুখ হলো মনের এমন একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখের মূল উদ্দেশ্যই হলো আনন্দকে বাড়ানো, আর কষ্টকে কমানো। কবি কামীনি রায় তার ‘সুখ’ কবিতায় লিখেছেন-
‘নাই কিরে সুখ? নাই কিরে সুখ?
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?’

তবে কে সুখি মানুষ তা উপলদ্ধি করা যাবে যখন তার ভিতেরে প্রকাশ পাবে নিচের ছয়টি বিশেষ গুনাবলী যথাঃ
। ক্ষমা করার মানসিকতা থাকা
২। আত্মবিশ্বাস থাকা
৩। কৃতজ্ঞতা বোধ থাকা
৪। জানার কৌতুহল থাকা
৫। নিজের যোগ্যতাকে মূল্যায়ন করা
৬। বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা থাকা।


ইতিবাঁচক অনুভূতি জীবনে পরিতৃপ্ত থাকতে শেখায় এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সুখের জন্য নেতিবাচক অনুভূতি কমানো, চিন্তা ও হতাশা দূর করা জরুরী। জীবন আপনাকে যা দিয়েছে তাকে গ্রহণ করা এবং জীবন যে রকম তাকে সেভাবেই আত্তীকরণ করার যে সামর্থ্য তার মধ্যেই সুখের চাবিকাঠি লুকিয়ে আছে।

পুনঃপ্রকাশ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:


আপনার ছবি সঠিক হয়নি; আপনি আজকাল তাল হারাচ্ছেন?

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা আপনার চোখের অবস্থা আগের চেয়েও খারাপ!
ছবিতে একজন মনের সুখে দোল খাচ্ছে আর একজন মনের
দুঃখে আত্মহননের পথ বেছে নিয়েছে। এতে প্রমাণিত হয় যে
"জীবনে কেউ সুখী হয়, কেউ হয় না"।

২| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:


আনি অনেক লম্বা ব্যাখ্যা দিয়ে যা বলেছেন, গানের ১ লাইনেই তা আছে। সমস্যা হচ্ছে, আপনি সাথে ছবিও দিয়েছেন, যা গ্রহনযোগ্য নয়।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন ছবিটা দিলে আপনার কাছে
গ্রহণযোগ্য হতো যদি একটু বাতলে
দিতেন তা হলে প্রীত হতাম।

৩| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


পুরো ৬টি গুনাবলি কারও কাছে থাকার সম্ভাবনা নেই।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে জন্যই হয়তো কেউ পুরোপুরি
সুখী নয়!

৪| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ সুখী না। দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন। প্যারা নাই চি্ল ------

০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য। তবুও মানুষ
সুখ নামক সোনার হরিণের
পিছে ছুটছে অবিরাম।

৫| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির বিষয়ে অবজেকশন আসার সম্ভবনা প্রবল।

০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বট বৃক্ষ অলরেডি অবজেকশন দাঁড়
করেছেন! দেখি তিনি কি ছবি সাজেস্ট
করেন!

৬| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



ধরেন, ঝড়ে আম পড়েছে, গ্রামের ২টি বাচ্চা আম কুড়াচ্ছে; স্কুলের ছোট বাচ্চারা খেলছে; একটি কিশোরী স্কুলে যাচ্ছে ...

০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ সবইতো সুখের ছবি"
এর মাঝে দুঃখ কই?

৭| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৩২

কামাল৮০ বলেছেন: সুখে থাকার প্রথম সর্ত খাওয়া পরার নিশ্চয়তা থাকতে হবে।

০৯ ই জুলাই, ২০২২ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাওয়া পরার নিশ্চয়তা দেবার মালিক কে?
কুকুর বিড়ালের খাবার কে যোগায়?
খাওয়া পরার নিশ্চয়তা যদি সুখ হতো তা
হলে বড় লোকের গলায় ফাঁস লাগিয়ে
মরতোনা!

৮| ১০ ই জুলাই, ২০২২ রাত ১২:১৭

কামাল৮০ বলেছেন: যার যার খাবার সে নিজেই জোগায়।এটাই প্রকৃতির নিয়ম।মানুষ সমাজ বদ্ধ জীব বলে পরস্পর পরস্পরকে সাহায্য করে খাবার যোগায়।প্রানী জগতে যারাই একতাবদ্ধ হয়ে বাস করে তারা সবাই একে অন্যকে সাহায্য করে খাবার যোগাতে।পিঁপড়া এবং মৌমাছি তাই করে।

১০ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ বলেনঃ আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্ত করেন না যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে- (সূরা রাদ-১১)।

৯| ১০ ই জুলাই, ২০২২ রাত ১:১৬

কামাল৮০ বলেছেন: আমিই যদি আমার ভাগ্যের পরিবর্তন করলাম তবে তার দরকার কি?শুধু চেয়ে চেয়ে দেখার জন্য।সব কাজ আমাকেই করতে হবে।

১০ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বোঝার ভুল!
আপনার ভাগ্য পরিবর্তন
করার ক্ষমতা আপনাকে
দেয়া হয় নি। তবে যে
হেতু আল্লাহ নিজ হাতে
কারো ভাগ্য পরিবর্তন
করেন না, তাই মানুষকে
দিয়েই তার ভাগ্য পরিবর্তন
করান। চুপ করে ঘরে
বসে থাকলে ঝাবার জুটবেনা!

১০| ১০ ই জুলাই, ২০২২ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: আপনি কি একজন সুখী মানুষ?

১০ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ হলো আপেক্ষিক বিষয়।
যিদি মনে করেন আপনি সুখী
তা হলে আপনি সুখী, আর দুঃখী
মনে করলে জীবনেও সুখের নাগাল
পাবেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.