নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কাকবতা !!

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৬


কাকবতা!!
নূর মোহাম্মদ নূরু

কাকবতা নেই কাকেদের বড্ড তারা পাঁজি,
অকাকবতার কথা কিছু শুনে রাখুন আজি।
সুযোগ পেলে পাঁজিগুলো টয়লেট করে মাথায়,
এরাই আবার দল বেধে যে মনুষ্য মল হাতায়।

ময়লা খেয়ে কাকের দলে শুচি করা ধরা,
পোকাগুলো কাকের ঠোটে যাচ্ছে কত মারা।
দুষ্ট পোকা মারছে তারা এটাই কাকবতা,
মানুষ যেমন সুযোগ পেলে দেখায় মানবতা!

কাকের আছে কাকবতা একটা যদি মরে,
জড়ো করে হাজারো কাক রয়না দূরে সরে!
কাকের দল হচ্ছে ভারী কবিদেরই মতো,
বেশুমার কাকের সংখ্যা কবি আছে যতো।

কেহ বলে কাক আর কবি সমানে সমান
দিন ভরে কা-কা রবে দিচ্ছে তা জানান।
কবি লেখে খাতা ভরে সুখ দুঃখেরই কথা,
কাকেরাও বলছে তাদের আছে কাকবতা।

কাকেদের গুণের কথা আমরা সবাই জানি,
কোকিল কেবল গানই করে নাই যে বাসা খানি।
কাক যে অনেক পরিশ্রমী নিজেই বাসা গড়ে,
কোকিল সেই কাকের বাসায় গোপনে ডিম পাড়ে।

আমার কি আর সাধ্য আছে কাউকে বলি কাক,
দিন দূপুরে সকাল সাঝে শুনছি কা-কা ডাক।
ঘুম ভাঙ্গাইয়া পাগল করে মরার কোকিলে,
কাক ডাকিয়া ঘুম ভাঙ্গালে এত কেন জ্বলে ?

সবাই কি আর কোকিল হয় কাকের কেনো দোষ?
কাকের কা-কা ডাক শুনিলে কেন করে ফোঁস ফোঁস !
কাক যেমন পাখির দলে কোকিলওতো তাই,
কালো কোকিল কালো কাকের কোন বিভেদ নাই।

নোটঃ মানুষের যেমন থাকে মনবতা
তেমনি কাকদের আছে কাকবতা

প্রকাশকালঃ ঢাকা-৩ আগষ্ট ২০২২ ইং

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে ফেক আই ডি একটা খুলে, কিছু ফেবু সেলিব্রিটির পা চেটে, ১০ বছরে ৩০০ টা ক্যাচাল মন্তব্য করে, বিরাট বড় লেখকের ভেক ধরা কবি গুলো শুধু কবিতার ক্লাসকেই নষ্ট করসেনা, রবীন্দ্রনাথ এর মত নতুন কবি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বিরাট বাঁধা সৃষ্টি করসে। ফেসবুকে গু কবিতা লিখুক আর মূত্র কবিতা লিখুক কয়েকজন বলদ রামছাগল সেখানে গিয়ে নিজের পারসোনালিটি বিসর্জন দিয়ে পীঠ চাপড়ে দিবে।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই,
ইদানিং আপনাকে বেশ রাগান্বিত দেখছি।
রাগ স্বাস্থ্যের জন্য হানিকর। সারমেয়দের
স্বভাব মল দেখলে তা চাটবেই। ওদের
চাটতে দিন।
জনৈক ব্লগার আজ কয়েক জনের নামে
কুৎসা রটিয়েছ এটাই তার যোগ্যতা।
৯ বছরে ৯ টি পোষ্টের অধিকাংশ মলে
ভরা। ঘাটতে না যাওয়াই উত্তম। ঘাটতে
গেলে গন্ধ ছুটবে।
আমার আজকের লেখায় সেই সকল
কোকিলের কথা বলা হয়েছে যারা
নিজে বাসা বানাবার ক্ষমতা রাখেনা
কিন্তু কাকদের তুচ্ছ জ্ঞান করে যেখানে
তাদের ডিম পাড়তে হয়! নিষ্কর্মাদের
জন্য শুধুই করুণা!

২| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কাকের মহাকাব্য

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাকদের দোষ গুণের কথা
সবই বলেছি। তাদের নিষ্ঠুরতা
এবং কাকবতা; যা মানুষের
মাঝেও বিরাজমান;
নিষ্ঠুরতা ও মানবতা।
ধন্যবাদ কাকদের
কাকবতা পাঠ
করার জন্য

৩| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

ককচক বলেছেন: কোকিলের মতো সুযোগসুবিধা ভোগী ছলানাময়ী সুসময়ের বন্ধুদের চাইতে বেসুরো কাক অনেক উত্তম। সমস্যা হইতাসে মেক্সিমাম মানুষ সুসময়ের বন্ধুদের সুরেলা কণ্ঠে বুদ হয়ে থাকে। কাকের মূল্য বুঝে না।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথাগর্থ বলেছেন ককচক।
সুসময়ের কোকিলের চাইতে
বেসুরো কাক অনেক উত্তম
যারা সব সময় পাশে থেকে
সহযোগীতার হাত প্রসারিত
করে।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





কাকের সাথে কাকা করা
সবার কি আর মানে?
কে কাক, কে যে কোকিল,
ব্লগ পাড়া জানে!

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যপথিক ভুল বলেনা
সঠিক পথে চলে,
ব্লগ পাড়ার কোকিলেরা
আসছে দলে দলে!

৫| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৭

কামাল৮০ বলেছেন: ছড়াকারের সংখ্যা কি বাড়ছে নাকি কমছে?

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজন বাড়ছে মনে হয়
এখন ছড়াকারের সংখ্যা
৯,৯৯,৯৯,৯৯৯ জন।
বিশ্বাস না হলে গুনে
দেখতে পারেন!
ছড়া লিখতে যদি
আপনি যদি শুরু
করেন তা হলে
ষোল কলা পূর্ণ
হয়! দেখবেন
নাকি চেষ্টা
করে।

৬| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫০

কামাল৮০ বলেছেন: ছড়া লেখতে যে প্রতিভা লাগে সেটা বুঝেছি সুকুমার রায় ও অন্নদাশঙ্কর রায় কে দেখে।আমি লিখলে সেটা কচুর ছড়া হবে।আপনারাই চালিয়ে যান।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার লেখাওতো জাতে
উঠতে পারলোন এখনো!
এটা নাকি হয় তিড়িং
বিড়িং ছড়া!!

৭| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


কাক, কোকিল কখনো ক্যাচাল করে বলে শুনিনি।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুনবেন কি করে,
আপনি কি তাদের
ভাষা বোঝেন? তবে
আমার মত অনেকেই
কাক কোকিলের মারামারি
দেখেছেন। এটা হয় যখন
কাকের বাসায় কোকিলের
ডিম ফুটে বাচ্চা হয়। কাক
সে বাচ্চা কোকিলের ঘার
ধরে তার বাসা থেকে বের
কিরে দেয়। অবশ্য তখন
কোকিলের বাচ্চা উড়তে
শিখে যায়।

৮| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:১৭

অর্ক বলেছেন: যে কোনও পশুপাখিকে গালি দেয়া আসলে স্রষ্টাকে গালি দেয়া ভাই। এটা আমি কোনওরকমেই পারি না। ছড়া ভালো, ছন্দ আছে।

শুভেচ্ছা থাকলো।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কোন যুগে আছেন ভাই,
মানুষ হলো সৃষ্টির সেরা জীব সেই
মানুষ্কেই ছাড়েনা; আর আপনি
আছেন পশু পাখি নিয়ে।
সে যা হোক ছড়া পড়ার জন্য
অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ ভোর ৪:৩৭

স্প্যানকড বলেছেন: কাকেদের নিয়ে কবিতা ভালো লাগলো । ভালো থাকবেন খুব।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
ভালো লাগার জন্য।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৮:৪৮

আল-ইকরাম বলেছেন: নুরু ভাই, ভাল উক্তিঃ ’মানুষের যেমন থাকে মানবতা, তেমনি কাকদের আছে কাকবতা’। পড়ে প্রীত হলাম।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ইকরাম ভাই,
বিলম্বে উত্তর দেবার জন্য
দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.