নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সোনা মিয়া কই ? (একটি রম্য ছড়া !)

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬


সোনা মিয়া কই ? (একটি রম্য ছড়া !)
© নূর মোহাম্মদ নূরু

চারিদিকে রঙের বাতি কত্ত যে হই চই,
এমন দিনে জ্ঞানের বাতি সোনা মিয়া কই?
সোনা মিয়া সোনার মতো জ্বলজ্বল করে সদা,
ফুলের মতো চরিত্রে তার না লাগিতো কাদা।

সে যে ছিলো আধাঁর রাতে পূর্ণিমারই আলো,
সে ছাড়া সব বিরাণ পুরী আধাঁর নিকষ কালো!
সব দিকে তার ছিলো নজর কৃষি, অর্থনীতি,
ধর্ম নিয়ে কইতে কথা ছিলো না যার ভীতি।

তাকে নিয়ে করতো গরব পাড়ার অনেক ভাই,
হঠাৎ সেই সোনা মিয়ার কোনই খবর নাই।
ঝোপের ধারে,পুকুর পাড়ে পাইনা তাহার সাড়া,
কোন শকুনী নজর দিয়ে করলো পাড়া ছাড়া ?

সোনার কথা বলি যখন মুখ করো কেন ভার,
দেশটি স্বাধীন করার জন্য বহু অবদান তার।
দেশে এখন অনেক প্যারায় নাস্তা নাবুদ হই,
এমন সময় বলো তোমরা সোনা মিয়া কই?

তার বিরহে দানা পানি ছাড়ছে বহুত চ্যালা,
এদিক সেদিক ঘুরে বেড়ায় মুখটি করে কালা।
কয়না কথা চায়না ফিরে কে এলো কে গেলো,
গুরু ছাড়া শিষ্য কী আর থাকতে পারে ভালো

গুরুর মতো ফাঁকি দিয়ে
শিষ্যও যদি রয় লুকিয়ে,
তোমাদের এই শখের বাড়ি খালি পরে রবে,
গুরুও নাই শিষ্যও নাই কেমন মজা হবে!


নোটঃ কবি যতীন্দ্রমোহন বাগচীর "কাজলা দিদি" কবিতার ছায়া অবলম্বনে।
উৎসর্গঃ ব্লগার নাম্বার ওয়ান!
প্রকাশকালঃ ঢাকা-৮ আগষ্ট ২০২২ ইং

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: "আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে (তার বিপ্লবী চেতনাকে নয়)।
এর্নেস্তো চে গুয়েভারা ।

ব্লগার চাঁদগাজী এর্নেস্তো চে গুয়েভারার মত বলেন-


"বিপ্লবী হতে চাও? বিল্পবের প্রথম শর্ত, শিক্ষিত হও"

উনাকে আনব্যান করার অনুরোধ ও দাবী জানাই।

ব্লগে গান গাওয়া আর চিঠি লেখা শুরু করে দিন। ব্যান হওয়ার সম্ভাবনা নেই।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুয়েভারা বলুন কিংবা বিপ্লবী বাঘা যতিনই বলুন
জীবিত যতক্ষন বিপ্লবও ততক্ষন। মৃত ঘোড়ার মূল্য
কানা কড়িও নাই। চাঁদগাজীকে নিয়ে অরন্যে রোদন
বৃথা যেখানে তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন
কর্তৃপক্ষ! তবে আমরা তাকে স্মরণ করি তার কৃত কাজের
জন্য হোক তা ভালো কিংবা মন্দ!

২| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:



পৃথিবীর সবচেয়ে বেশি বার হওয়া জেনারেল হচ্ছেন উনি।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত বেশী জেল জুলুম,
তত বড় নেতা !!

৩| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

নজসু বলেছেন:


শ্রদ্ধেয় সোনাগাজী অনলাইনেই আছেন। :)

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনলিনে আছেন কিন্তু এখানে নাই,
তার মানে তিনি ক্ষুব্ধ !

৪| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া চমৎকার হয়েছে।
আশা করি সোনা মিয়ার জেনারেলএর টুপির মেয়াদ শিঘ্রই শেষ হবে।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে মুক্তি না পেয়ে অন্তরীণ থাকাই উত্তম।
কারন মুক্তি পেলেই শঙ্কা জাগবে আবার
কবে অন্তরীণ হবেন!

৫| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৯

কামাল৮০ বলেছেন: সোনাগাজীর পোষ্ট থেকে কিছু জানাযায়।তাকে মুক্ত করা ব্লগারদের জন্য দরকার।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা সোনাগাজীর মুক্তি চায়
তাদের চেয়ে যারা তার ব্যান
থাকা প্রত্যাশা করে তাদের
সংখ্যা বেশী। তাই সহসাই
তিনি মুক্তি পাবেন বলে
মনে হয়না!

৬| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৭

শেরজা তপন বলেছেন: আহা উঁনাকে মিস করছি। কবিতা জব্বর হয়েছে

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনকে ধন্যবাদ।
উনিও হয়তো আমাদের
মিস করছেন! যে যেখানে
আছেন সবাই ভালো থাকুক
আর ভালো রাখুক সবাই সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.