নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মরেও সুখ নাইরে পাগল !!

১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৬


(রায়েরবাজার বধ্যভূমি কবরস্থান)
মরেও সুখ নাইরে পাগল !!
নূর মোহাম্মদ নূরু

পবিত্র কোরআনে আল্লাহ বলেছেনঃ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’। তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। (সুরা আন নিসা-৭৮)

জীবনের সব হিসেব নিকেশ শেষ হবার পরে মরণকে আলিঙ্গন করে প্রাণীকূল। তবে সকল প্রাণীদের মাঝে শুধু জীন ও ইনসান (মানুষকে) শেষ বিচারের দিনে পুনরুত্থান করা হবে। আল্লাহতায়ালা বলেনঃ "আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়"। (সুরা আল ইমরান: ১৮৫) মরনের পরে এবং কিয়ামতের আগে মানুষের মৃতদেহকে কবরস্থ করা হয়। যার মৃত্যু হলো সে দুনিয়ার সকল লেনা দেনার দায়ভার তার নিকটাত্মীয়দের উপর চাপিয়ে দিয়ে কবরে অবস্থান করে কেয়ামতের আগ পর্যন্ত। যিনি মারাগেলেন তিনিতো নিশ্চিন্ত হলেন কিন্তু অস্বস্তিতে ফেলবেন তার নিকটাত্মীয়দের। তেল, গ্যাস, নিত্যপণ্যসহ সব ধরনের নাগরিক সেবার মূল্য বেড়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সঙ্গে নিজেকে মানাতে না পেরে হয়তো হার্ট অ্যাটাক করে প্রাণ হারাতে পারেন যে কেউ। কিন্তু তাতেই মিলবে না মুক্তি। কারণ, বেড়েছে মৃত্যুর পরের ঠিকানা কবরের দামও। তাছাড়া দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু কমছে জমি। এ কারণেও মৃত্যুর পর মানুষকে কবর দেওয়ার জমির দাম বাড়ছে। গতকাল ৮ আগষ্ট সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৪তম করপোরেশন সভায় আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত বিদ্যমান কবরের উপর পুনঃকবর ফি নির্ধারণ করা হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, একটি সাধারণ কবরে ১৮ থেকে ২০ মাস পর নতুন কাউকে কবর দেওয়া হয়।
বিস্তারিত শুনুন এখানেঃ
মরেও সুখ নাইরে পাগল !!

বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো—উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান। আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ওই সভায় জানিয়েছিলেন, নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়র মহদয়ের কথায় ভালোই নিরুৎসাহিত হলাম! স্বজনদের বলে যাবো মৃত্যুর পরে শহরে নয়; গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে মা-বাবার কবরের পাশে আমায় দাফন দিও ভাই!

সুত্রঃ সারাবাংলা ডট নেট

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

শূন্য সারমর্ম বলেছেন:



গড়ে এক কবরের উপর কয়টা কবর থাকতে পারে?

১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ে প্রতি দেড় বছর বা ২০ মাস পর পর যদি প্রতিটা কবরের উপর আর একটি কবর দেয়া হয় তা হলে কি পরিমান কবর হতে পারে বলে আপনার ধারণা? ছোট বেলায় শুনেছি সমস্ত জমিনে নাকি একটা কবরের উপর ৮০ টা কবর হলে কেয়ামত ঘটবে!

২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৭

[email protected] বলেছেন: খরচ বাড়লো কবরের

১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যাঁ, বাড়ছে !

৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৫

কামাল৮০ বলেছেন: আল্লাহ বলার আগে মনে হয় কেউ জানতো না।আল্লাহর জন্ম সাড়ে চৌদ্দশ বছর আগে।এর আগে আল্লাহ বনে কেউ ছিলেন তার কোন প্রমান নাই।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার উপর কোন ফেরেশতা ওহী নাজিল করে
জানিয়েছেন যে আল্লাহর জন্ম সাড়ে চৌদ্দশ বছর
আগে ? আপনি কি জানেন পৃথিবীর বয়স কতো?

৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: ব্যাপক খরচ !! আপাতত ঢাকায় মরার প্লান ক্যানসেল

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি ভাগ্য দোষে ঢাকায় মৃত্যুবরণ করি;
লাশ দাফন গ্রামের বাড়িতেই হবে! পদ্মা
সেতু দিয়া লাশের গাড়ি যাবে বাড়ি!

৫| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৬

কামাল৮০ বলেছেন: মরার পরে আমার খরচ মাত্র একটা ফোন কল।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফোন কলটা কী আপনিই করবেন?
কাকে? নাম ঠিকানা আর ফোন নাম্বার
দিন; আমরাও ফোন করবো!

৬| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবরের যায়গার খুব অভাব ঢাকা শহরে।
আমি একটি কবরস্থানের কার্যকরী কমিটিতে আছি। তাই কিছু কিছু তথ্য জানি।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু ঢাকার যেখানে সরকারী কবরস্থান আছে,
আর প্রতি ১৮/২০ মাস পরে একই গোরে দাফন
হয়, সেখানে এত করচাপাতি কেনো? নতুন
যায়গাতো কিনতে হচ্ছেনা।

৭| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

বিটপি বলেছেন: কবর সংরক্ষণ করে লাভটা কি? লাশ কার কোন কাজে আসে? যে যাই বলুক, হিন্দুদের মৃত সৎকারের পদ্ধতি আমার কাছে খুব বিজ্ঞানসম্মত এবং বাস্তবমূখী মনে হয়।

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি মৃত্যুর পূর্বে অছিহত করে যেতে পারেন যেনো আপনাকে
কবর না দিয়ে হিন্দু রীতিতে আপনার লাশকে পোড়ানো হয়।
কারন যে যাই বলুক, হিন্দুদের মৃত সৎকারের পদ্ধতি আপনার
কাছে খুব বিজ্ঞানসম্মত এবং বাস্তবমূখী মনে হয়।
মানুষের অন্তিম ইচ্ছাকে অনেক গুরুত্ব দেয়া হয়। ফাঁসির
আসামীকেও জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছার কথা।

৮| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঢাকায় অবস্থানরত বেশিভাগ মানুষের গ্রামের বাড়ি আছে সেখানে কবর দেয়াই আমার মতে উত্তম হবে।

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা বিত্তশালী তারা তাদের লাশ যেখানে খুশী দাফন করুক
তাতে কারো কিছু বলার নাই; তবে যারা শহরের কবরস্থানের
ব্যয়ভার মিটাতে অক্ষম তাদের লাশ নিজ নিজ গ্রামে দাফন
করাই শ্রেয়।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২১

বিটপি বলেছেন: মৃত্যুর পরে আমার লাশের সৎকারের দায়িত্ব যারা বেঁচে থাকবে, তাঁদের উপর। তারা যা ভালো মনে করবে, তাই করবে। আমার অসিয়ত কোন কাজে আসবেনা।

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেলখানায় যদি ফাঁসির
আসামীর শেষ ইচ্ছা পূরণ
করার অপশন থাকে তা
হলে আত্মীয়-স্বজন কেনো
আপনার অসিহত পালন
করবেনা। বলেই দেঝুন
তারা অবশ্যই পালন
করবে আপনার অন্তিম
ইচ্ছা!

১০| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৮

জোভান আহমেদ বলেছেন: https://youtu.be/ghrZ5qd9_fk

দুঃখিত আপনার অনুমিত ছাড়া প্রোফাইল ইন্ট্রো টা নিয়েছি।

১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত হবার কিছু নাই জোভান সাহেব।
জানিয়েছেন সে জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.