নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

টাকার মেশিন !! (একটি ফরমায়েশি কবিতা)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৯


টাকার মেশিন !!
(একটি ফরমায়েশি কবিতা)
© নূর মোহাম্মদ নূরু

আমরা হলাম টাকার মেশিন প্রবাসীরা বলে,
ঈদের দিনও কাটে তাদের নোনা চোখের জলে।
যাদের বলি কামলা তারা দেশের মায়া ছাড়ি,
টাকার জন্য দিচ্ছে তারা কত শত মাইল পাড়ি।

মা'য়ে বলে টাকা পাঠাও বাবাও চায় টাকা,
বোনের চাই সোনার চেইন নয় মান যাবেনা রাখা!
বোনের স্বামী চাইছে টাকা ব্যবসায় করবে বড়,
দিতেই হবে টাকার যোগান যে ভাবে ভাই পারো।

ভাইয়ের দাবী মোবাইল দিবা মটর বাইকও চাই,
বউ বলে আমার জন্য দেবার কি কিছু নাই?
সবার দাবী করতে পূরণ অনেক টাকা চাই,
কেউ বোঝেনা এত টাকা আমার কামাই নাই।

কেউ বড়ই অভাগা যারা বউকে পাঠায় টাকা,
পালায় তারা পরের সাথে ঘর করে ফাঁকা।
সোনা দানা গয়নাগাটি যা ছিলো সব নিছে,
আদর সোহাগ ভালোবাসা সবই ছিলো মিছে।

ধার দেনা করে মিটাই ভাই বোনেদের দাবী
বাবা- মা'কে কী বলিবো তাই সারাক্ষন ভাবি।
ঋণের টাকা শোধ করিতে ডিউটি ডবল করি,
টাকার মেশিন টাকা দিবো বাঁচি কিংবা মরি।

বাবা-মায়ের আদর স্নেহ ভাই বোনের মায়া,
ত্যাগ করেছে টাকার জন্য কাঁদে পুত্র জায়া।
তাদের দেয়া রিয়াল ডলারে ঘুরে অর্থনীতির চাকা
তাদের দেখো সু নজরে চোখ না করে বাঁকা।

প্রকাশকালঃ ঢাকা-১৯ সেপ্টেম্বর ২০২২ ইং
উৎসর্গঃ প্রিয় সহ-ব্লগার জাগতারন দাদা, যার ফরমায়েশে কবিতাটি লেখা

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি প্রবাসী ছিলাম। পড়ালেখা জব দুইটাই করছি। সকল প্রবাসীদের (যারা বাংলাদেশ বিরোধী তারা ছাড়া) প্রতি সম্মান।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অভিজ্ঞতার ঝুলি পূর্ণ আপনার দেশে ও বিদেশে।
নানান রঙয়ের মানুষ এবং তাদের বিচিত্র চরিত্র
দেখেছেন কাছ থেকে। আমাদের দেশের মানুষের
এমন আজব চরিত্রের মানুষ কোথাও পাবেন না।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এই রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অহংকার।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন; কিন্তু তাদের যথাযথ
মূল্যায়ন কেউ করেন। না রাষ্ট্র, না সমাজ
না নিজের পরিবার। সব খানে অবহেলিত
তারা। তারা শুধুই একটা টাকার মেশিন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১১

কালো যাদুকর বলেছেন: প্রতিটি কথাই সত্য । প্রবাসীদের কথা লিখার জন্য ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কী প্রবাসে আছেন ভাই?
প্রবাসী হলে আপনাকে সালাম।
শুভেচ্ছা জানবেন।
মা- বাবার জন্য যত বেশী
সম্ভব তা করবেন।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

অঙ্গনা বলেছেন: আপনার আর আমার লেখার বিষয় তো অনেক টা সেইম হয়ে গেলো মুরুব্বী। মিলিয়ে এইভাবে লেখা কিন্তু অনেক টাফ। এই ধরনের লেখায় আপনার মুন্সিয়ানা কে হাততালি দিলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবী গোল তো, তাই মাঝে মাঝে
টক্কর লাগতেই পারে। তবে এক হাতে
কিন্তু তালি বাজেনা! বাজাতে চেষ্ট করে
দেখুন শব্দ হবে না।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রবাসীদের দুঃখগাথা।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জি দাদ,
জাগতারন দা প্রবাসে আছেন
জানিনা তার অভিজ্ঞতা কেমন!
তিনি বলেছিলেন প্রবাসীদের নিয়ে
লিখতে তাই এ প্রয়াশ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৭

পোড়া বেগুন বলেছেন:
বড্ড করুণ গাঁথা তুলে ধরেছেন আপনার কবিতায়।
সত্যই প্রাবাসীদের কথা এভাবে কেউ ভাবে কিনা জানিনা।
তাদের রক্ত ঘামের টাকায় সচল থাকে আমাদের অর্থনীতির
চাকা। সকল প্রবাসীদের জন্য শুভ কামনা ও শুভেচ্ছা।
কবিতায় প্লাস+

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি পোড় খাওয়া মানুষ; আপনি বুঝতে
পেরেছেন প্রবাসীদের মনের জ্বালা।
হয়তো প্রবাসীদের পরিবারও তাদের
মনের খোঁজ রাখেনা। তারস টাকা
পেলেই খুশী!
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবী টাকার গোলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকা তুমি সময় মতো আইলা না!

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

রবিন.হুড বলেছেন: সুন্দর কবিতার মাধ্যমে প্রবাসীদের কষ্টের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের
দুঃখ কষ্ট অনুভব করার জন্য। প্রবাসীরা
সত্যই বড় দুঃখি, কেউ তাদের কষ্ট
বুঝতে চায়না, চায় শুধু তাদের কষ্ট
ঘামে অর্জিত ডলার রিয়েল দিনার!

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

কামাল৮০ বলেছেন: বিদেশে যেতে হয় বিয়ে করার আগে।বিশেষ করে আরবে।বিয়ে করে দুই মাস সংসার করে যারা বিদেশে যায় তারা আহাম্মক।বিদেশ থেকে এসে বিয়ে করে কয়েক দিনের মধ্যে আবার চলে যায়,এটা ঠিক না।তার টাকাও যাবে বৌও যাবে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে হলো আহম্মক নাম্বার নয়;
বউ রেখে যে বিদেশে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.