![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতে গ্রামের এক বন্ধুর সাথে দেখা। দূর থেকে দেখতে পেয়ে আমাকে ডাকল আর এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল।কতদিন পর দেখা,বল কেমন আছিস,জিগেস করল।আমি কিছু না বলে ওর গালে ঠাস করে একটা চড় লাগালাম।অভিমানের চড়।বিয়েতে দাওয়াত দেয়নি বলে অভিমান ছিল।বেচারা তখন একদম থ।আর আমি একটু দূরে গিয়ে অভিমানভরা ফোটা দুই অশ্রু বিসর্জন করলাম।খারাপও লাগছিলো।এমনটি নাও করতে পারতাম।খারাপ লাগাটা বেশিখন থাকলো না।ঘুম ভেঙে গেলে পরে খুব হাসলাম।
©somewhere in net ltd.