![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতল বউ, তপ্ত ভাত
ধোয়া কাপড়, দখিনা বাত।
বেটার বিদ্যা , নাতির মুখ
এই ছয়য়ে বড়ই সুখ ।
প্রবচনটি খুব মজার। তবে বিষয়টা হল এর একটাও এখন আমার নেই। বাইরে হাওয়া নেই, গুমোট পরিস্থিতি । ঝড় উঠতে পারে। পরনের প্যান্ট আর শার্ট তিনদিন থেকে পরছি। ফলাফল হিসাবে খুব দুঃখিত থাকার কথা। কিন্তু না, বেশ ভালই তাে আছি
। রুমে গিয়া সকালের ভাতটা পেয়াজ মরিচ দিয়া ভেজে খেলে আরও ভাল লাগবে আশা করি।
বি.দ্র. এতক্ষণ যারা এটা আমার আত্মকথা বলে ভাবছেন তাঁরা নির্ঘাত ভুল করছেন। কিছু আগে আমার এক বন্ধু আমাকে এটা ইনবক্স এসএমএস দিল। বিশ্বাস করা না করা আপনার মর্জি। আমার ভাললাগ্ল তাই শেয়ার করলাম।
©somewhere in net ltd.