![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসের নতুন বড় কর্তা বেশ রাশভারি। মন খুলে হাসা তো দূরের কথা, ভালো করে কাশেন ও না। এই দুদিনে সবাই ভয়ে বেশ তটন্থ।উপরে নাকি হাত ও ভালো। অফিস শেষে সবাইকে নিয়ে মিটিং হচ্ছে। বক্তা অনিবার্য ভাবেই একজন। অামি কাজ পছন্দ করি ,কেউ তেলবাজি করার চেষ্টা করবেন না - জাতীয় কথাবার্তা হচ্ছে। মাহবুব সাহেবের তেলবাজি করার খ্যাতি সর্বজনবিদিত। কাঁচুমাচু হয়ে কথার ফাঁকেই বললেন - স্যার এইটাই ভালো। কাজের মূল্যায়নটাই অাসল। অাপনাকে প্রথম দিন থেকেই বুঝেছি, অাপনি কাজের মানুষ। কি বলেন সবাই, স্যারের নীতিটাই অাসল না?
সবাই সম্মতিতে হা হু অথবা মাথা নাড়ল। এই প্রথম কর্তা হাসলেন। সশব্দে নয়, মুচকি।
©somewhere in net ltd.