![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উফ!
খুব কঠিন কবিতা এটা
ব্যাখ্যাটা কবির কাছেই শুনতে হলো।
আর, এটা!
এ তো সস্তা, জেলো। তুমি বলো।
আমি বলি কবিতা হলেই হলো।
কে বুঝলো আর কার ভালো লাগলো না
তাতে কবিতার কি যায় অাসে।
কবিতা বুকের ভিতর থেকে আসে।
জানি, তুমি এক নিমিষেই হাজার যুক্তিতে
আমায় তুড়ি মেরে উড়িয়ে দেবে।
তবু বলব তালগাছটা আমার
আমার কথাই ঠিক।
নাহয় নাই থাকলো অন্ত্যমিল, ছন্দ
উপমা-উৎপ্রেক্ষার ঝিলিক
সেরিনিটি-এন্টি সেরিনিটি কিম্বা
বস্তু আর ভাবের দ্বন্দ্ব।
নাহয় হলো অন্ত্যসারশুণ্য, একদম বোগাস
অথবা কিছুই হলো না।
তবু সে কবিতা
কবিতা কেউ লিখলেই সেটা কবিতা।
মনের যে কথা কবিতা হয়ে আসে
সেটা কবিতাই, অকবিতা না।
সেটা মিথ্যে না।
২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮
নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩
কবীর বলেছেন: সুন্দর হয়েছে +
শুভ ব্লগিং
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮
নুরুল মিলন বলেছেন: সত্যিই শুভ ব্লগিং।
৪| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২
কবীর বলেছেন: লিখতে থাকুন।
শুভ কামনা রইল ভাই।
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১
নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১
প্রথমকথা বলেছেন:
সুন্দর লিখেছেন।