নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এক আশ্চর্য দান, দুর্ঘটনা নয়।

নুরুল মিলন

নুরুল মিলন

নুরুল মিলন › বিস্তারিত পোস্টঃ

জোড় কবিতা যখন এক হয়ে যায়

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

(১) যাপন

দশমিকের হিসাব যখন মিলে যায় সন্ধ্যা রাতে
আমি দু-দন্ড শান্তির খোঁজে আঁধারে টলতে থাকি
রেলব্রিজের তলে বিলের সব পানি চুপ হয়ে থাকে
আয়না যেমন। আমি অন্ধকারে মিলিয়ে যাই।
মিশকালো অন্ধকারে জলেরা কালো হয় বলে
আমার কান্নাগুলো ভীষণ কালো হয়ে যায়।

নগরের ধূলিগুলি যখন ঘুমিয়ে পড়ে
তখন আমারও ক্লান্তি আসে চোখে
ঘরের আলো অন্ধকারে মিলিয়ে যায়
অন্ধকার আরও অন্ধকার হয়ে যায়

(২) কিছু প্রশ্ন

বলতে পারবে?
কেন আর কিছু ভাল্লাগেনা।
বিস্বাদ লাগে কেন যত ঘুমপাড়ানি সুর
দিনের সব হাসি তামাশা কেন
রাতের বেলায় দুঃখ আর হতাশা হয়ে যায়।

একটু বলবে কি একটু ভেবে?
গুম হয়ে যায় কেন আমার রাতের রঙিন স্বপ্ন
কবিতা কেন কষ্ট হয়ে যায়।

ফুলছড়িঘাট
০৩.১০.১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমটা বেশি ভালো। তবে যতিচিহ্নে সমস্যা আছে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমটা বেশি ভালো। তবে যতিচিহ্নে সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.