![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে ফুটপাত নেই
ফুটপাতে ফুচকা বিক্রি হয় না।
হাটবারে কার্তিকের রোদে
সমস্ত রাস্তাটাই ফুটপাত হয়।
এখানে নদীর হা্ওয়ায়
গা ছেড়ে দেয় গোরস্তানের গাছ।
মণিরাজে সবার চোখ
বাত অম্বলে কাজে লাগে বেশ।
হাটুরে ব্যস্ততায় সেদ্ধ পানিফল খেয়ে
দুগ্লাস পানি খেলেই খিদা দূর হয়।
তোমার বাত অম্বল ক্ষুধা নেই
তাই আগ্রহ্ও নেই।
জগতের সবকিছুই কার্যকারণ সূত্রে চলে।
এমনকি তোমার আমার মন্ও।
যেমন ধরো,
তোমার মন খারাপ কেন হয়?
আমি খারাপ অাচরন করি তাই।
আর আমার মন খারাপ হয় তোমার মন খারাপে।
আমি বৃকোদর বলে
পিত্তি তোমার জ্বলে
কি আশ্চর্য দেখো!
পিরিত্ও কার্যকারণ সূত্রে চলে।
এখানে দোকানে গোলাপ বিক্রি হয় না
তাই তুমি আসো না।
আর কোন কারণ নেই এখানে না আসার।
ফুলছড়িঘাট, গাইবান্ধা
০১.১১.১৬
০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ ভাই। পান্ডবদের একজন, ভীমের আরেক নাম বৃকোদর।
২| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২১
রক্তিম দিগন্ত বলেছেন:
পান্ডবদের একজন, ভীমের আরেক নাম বৃকোদর
আপনার কল্যানে জানলাম।
লেখাটা ভাল লাগলো।
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
আহা রুবন বলেছেন: চমৎকার কবিতা! অভিধান খুলতে হল, বৃকোদর শব্দটা জানা ছিল না। শুভ কামনা রইল।