নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এক আশ্চর্য দান, দুর্ঘটনা নয়।

নুরুল মিলন

নুরুল মিলন

নুরুল মিলন › বিস্তারিত পোস্টঃ

প্রসোপ্যাগনোসিয়া পদ্য

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

ক্লাস শেষ
সাথে সময়।
বেরহম সময় বড় দ্রুত যায়।
ব্যাগ গুছিয়ে এমন করে তাকালে
যেন আমি কথা হারিয়ে ফেলি
আর লজ্জাতে মরে যাই।
গায়ের রঙ শ্যামলা বলেই বাচোঁয়া।
লজ্জা চেপে বলে ফেলি কথাটা
তিন রাস্তার মোড়ে তোমাকে হাই দিলাম সকালে, দেখো নি?
মনে পড়ছে না,
অাসলে আমি কারো মুখ মনে রাখতে পারি না।
কি আশ্চর্য!
মানুষের চেহারা মনে থাকে না তোমার।
ভিড়ে কিম্বা রাস্তাঘাটে আপনজন্ও চিনতে পারো না।
কাউকেই নাকি চিনতে পারো না তুমি!!

আরও পরে
চোখে চোখে অনেক কথা জমবার কালে
কাতরকন্ঠে জিজ্ঞেস করেছি, আমাকেও চিনবে না?
জানি না।

থাক,
না জানাই ভালো।
মন যুক্তিতে চলে না কখনো।
কখনই না।
নয়টা বাজতেই নেড়া রাস্তা ধরে উত্তরদিক হাটতে শুরু করি
উল্টো দিক থেকে তোমার রিকশা আমাকে পেরিয়ে যায় প্রত্যহ।
কান্ড দেখে তেতুল পাতারা হাসে
আর আমার বিশ্বাসে জেদ আছর করে।

দেখো,
দেখে নিও
একদিন না একদিন আমাকে দেখবেই তুমি
মিস্টি এক সকালে আমার মুখ ঠিকি চিনে নিবেই।
ভরা চোখ তোমার বিস্ময়ে ভরবেই।
রিকশা থামানোর তাড়া থাকবেই তোমার গলায়
ঘাড় বাঁকিয়ে হুডের পিছনে তাকিয়ে বলবেই
এই, কই যাচ্ছো ইদিক, ক্যাম্পাস যাবে না?
চলো একসাথে যাই।

আমার প্রসোপ্যাগনোসিয়া নেই।
যাবোই।

ফুলছড়িঘাট, গাইবান্ধা।
১৫.১১.১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন: বেশ ভাল লাগল!

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.