![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনু, আর কিছু ভাল্লাগে না।
সন্ধ্যা আকাশে কয়খান তারা ওডে কইবার পারি না।
কুনদিন কালির অমাবস্যা আর কুনদিন চন্দ্রিমার নাচন
বুঝবার পারি না।
মনু, আর কিছু চোহে দেহি না।
কত বইনে লাশ হইলো
আর কত ভাইয়ের চোখ উইড়া গেলো গুলিতে
কিচ্ছু দেখবার পারি না।
মনু, আর কিছু কইবার পারি না।
বন আমার বিক্রি হয়া যায়
মন আমার পাষানে ক্ষয়া যায়
তয় আ্ওয়াজ বাইরে আহে না।
মন খারাপ করিস না
দুখের কথা কই জন্যে।
আগন মাসে গাঙে আর পানি নাই
ঝাপ দিব কেমনে?
সারাদিন কত ব্যস্ততা আমার
কত কেচ্ছা, কত সুবক্তগিন!
স্বপ্নেও অর্ডার পাই
মিস্টার রুহুল আমিন, দ্রুত ব্যবস্থা নিন।
ফুলছড়িঘাট, গাইবান্ধা
২২.১১.১৬ ইং
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৪
অন্তু নীল বলেছেন:
ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ