![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাচের এক ঘর
তার ভিতর
এক ফড়িং
বিজলি আলোয় হয় বন্দি।
অহেতুক
আমি উৎসুক
অগোচরে
কালো জলে ঢালি গন্ধী।
গন্ধরাজের
খুব কাছের
এক ফুল
মশগুল হয় গুঞ্জনে।
আহাম্মক
কবিশখ
শব্দের ঘোরে
কবিতায় মরে অযতনে।
ফুলছড়িঘাট, গাইবান্ধা
০৮.০২.১৭
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ সুন্দর লাগল!