নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এক আশ্চর্য দান, দুর্ঘটনা নয়।

নুরুল মিলন

নুরুল মিলন

নুরুল মিলন › বিস্তারিত পোস্টঃ

অপপদ্য-৩

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭

নাহ!
ছবিই সবকিছু বলে না।
ছবিতে আমি দাঁত কেলিয়েছি
তুমি ভাবছ আমি বেশ আছি।
বিশ্বাস করো
তখন আমি একদম ভালো ছিলাম না
সহকর্মি একটা সেলফি তুলতে চাইলো
তাই একটু না হেসে পারলাম না।
সত্যিটি হলো,আমার পেশাব লেগেছিলো খুব
হে হে হে,, ছবির এমনই রূপ!

মেঘ জমে যাওয়া সন্ধ্যেবেলার প্রচ্ছদে আমার মন খারাপ করা ছবিটা দেখে সেদিন বললে, কি এমন হয়েছিলো যে তোমার মন খারাপ করে থাকতে হবে? কই আমাকে তো কিছু বলো নি!

হৃদয় খুলিয়া কই
বিশ্বাস করো সই
সেদিন আমি আনন্দে ছিলাম বড়ই।
সেদিন অনেকদিন পর বিকেলে মিহি আলো হাওয়া খেতে খেতে পেট ভরে গিয়েছিলো,বান্ধবীর ঠোটে হয়েছিলো ভরা সন্ধেবেলা। অনেক ছবি তুলেছি দুজনে,অনেক রকম করে,অনেক কাহিনী করে,কায়দা করে। সেই অনেক রকমের একটা, ঐ ছবিটা।

মনে রেখো সই
ছবিতে অনেক ঘাপলা থাকে
গড়ন থাকে,ধরন থাকে
কারুকাজ থাকে, কৌশল থাকে
খেয়াল থাকে,ব্যবসা থাকে
রাজনীতি থাকে,ভালোবাসাও থাকে।
ছবি নির্দোষ কোন আয়না নয়।
ছবির দেহে অনেক গল্প, অনেক গর্ত
ছবির স্রষ্টা থাকে,ছবি তৈরি হয়।

ছবির আমি
এই আমি, ঠিক আমি নই
আমি আমিই
আমি তোমার মাঝেই রই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: অপপদ্য মানে কি??

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২

নুরুল মিলন বলেছেন: নিকৃষ্ট পদ্য বলতে পারেন..

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ছবি মানে ফেসবুকের ছবির কবিতা লিখেছো তাইনা?

ফটোশপ করা, ঝকঝকে তকতকে করে মেকি ছবির গল্প! ওপস স্যরি কাব্য।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

নুরুল মিলন বলেছেন: হা ফেসবুকের ছবির কথাই বলছিলাম.. মেকি ছবি কথা.. এবং বেশিরভাগ ছবিই তাই.. ফেসবুক হোক বা এমনি..

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিকৃষ্ট পদ্য বলতে পারেন..
নিজের পদ্যকে নিজেই এই কথা বলছেন??!!!

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

নুরুল মিলন বলেছেন: নিজেকে পীড়ন করা যায় না!!? অসন্তুষ্ট থাকা যায় না? মনে হতে পারে না, যে তেমন কিছুই তো হয় নি?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.