![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক আগুন লাগা ভোর ছিলো
ফাগুন ছিলো গাঁয়ে
আমার এক ফুল বাগানে ঘোর ছিলো
ফুলের মর্মছায়ে।
আমার ঐ চলার পথে রোদ ছিলো
শ্যামল ছিলো মাঠে
ধূলির হাসি আমার সাথে চলছিলো
বাঁকা নদীর ঘাটে।
নিত্য দেখা নিত্য কথার বান ছিলো
আমার সবুজ গাঁয়ে
কতশত সহজ সরল ডাক ছিলো
স্নেহের পরশ নিয়ে।
আমার এক স্বপ্নভরা দিন ছিলো
হাজার গল্প দিয়ে
সজল চোখের হাজার কাছের জন ছিলো
আমার ছোট্ট গাঁয়ে।
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫
নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ ভাই..
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রাণময় গ্রামের গল্প , ফেলে আসা গল্প। খুব ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
নুরুল মিলন বলেছেন: হা, ফেলে আসা গল্প।যে গল্পে ফিরতে চাই, পারি না।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
ইমু সাহেব বলেছেন: সহজ সরল প্রানবন্ত কবিতা