নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনাযুদ্ধে নাহি দিব ছাড়, সূচ্যগ্র মেদিনীর অধিকার!

দূর্যোধন

(http://twitter.com/duurzodhon) , (www.facebook.com/duurzodhonblog)

দূর্যোধন › বিস্তারিত পোস্টঃ

ক্যানভাসারের চুলকানীর মলম,শক্তিবর্ধক মালিশ,আমরা এবং অন্যান্য

৩০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

১.



জটলা থেকে একই শব্দ বারবার শুনতে পাচ্ছে লোকটা।অনেকদিন ধরেই তার রোগটা বিরক্ত করে যাচ্ছে।কত যে চিকিৎসার আশ্রয় নিয়েছে,তার কোনো ঠিক নেই।মোড়ের ফার্মেসী থেকে ওষুধ কিনে খায়,ডাক্তার দেখানোর মত পয়সা তার নেই, এই জটলার ক্যানভাসারটা কি তার রোগ সারাতে পারবে? বিশ্বাসে মিলায় বস্ত,তর্কে বহুদূর-আজীবন শুনে আসা বাক্যকে সম্বল করে লোকটাও দাড়িয়ে গেলো জটলার মাঝে।



''........ রানের চিপায় চাপায়...আঙুলের ফাকে গোটাগাটি ঘা !! আহারে চুলকানী !! খালি চুলকাইতে মনে চায় !! চুলাকাইয়া চুলকাইয়া প্যান্টের পকেট ফুটা কৈরা ফালাইছেন.....পকেট থিকা পয়সা-টাকা পইড়া যায় !! মরার চুলকানী !! এতই চুলকাইতে ভালা লাগে !!......''

লোকটা ভাবলো,আরে সত্যি তো!! ক্যানভাসার তার মনের কথা বলে দিয়েছে!!এসব তো ঘটছেই হরহামেশা



''......আদরের বাচ্চাকে কোলে নিতে পারেন না, কান থিকা গন্ধ পুঁজ বাইর হৈতে থাকে.....আহহারে !! খালি কান্দে আর কান্দে ...''!!

হুম..... বাচ্চাটাকে নিয়েও সমস্যা পড়তে হয় ।ক্যানভাসার ব্যাটাই তো দেখছি চিকিৎসার আসল লোক!!

'''...... হাজার টাকার ঔষধ খাইছেন,হাজার টাকার মলম মাখছেন..... কিন্তু কোনো লাভ হয়নাই ..... !!.... রাইতে বেলায় বৌ কাছে আসতে দ্যায়না , মরার ঘা !! শান্তিমত বৌরে একটু জড়াইয়া ধরবেন,কিন্তু পারেন না !!আরেক হাত রানের চিপা চুলকাইতে থাকে !!! শান্তি দিলিনা রে চুলকানী !কাইট্টা ফালান !!কাইট্টা ফালান !! মনে চায় ঠ্যাংডা কাইট্টা ফালাই রে !!..... ''



মন্ত্রমুগ্ধের মত লোকটা ক্যানভাসারের দিকে তাকিয়ে থাকে।



''..... যখন হাজার টাকার ঔষধ দিয়া কাম হয়নাই, তখন আমি চ্যালেন্জ কৈরা বলতেছি.... আমার এই বিচ্ছু মলম মাখেন !! ইমরান কেমিক্যালস এর তৈরী এই বিচ্ছু মলম কান পাকা, রানের চিপা-চাপার খাউজানী সাথে সাথে দূর কৈরা দিবো !!রাইতে চুলকানীর জায়গায় লাগাইবেন, সকালে উইঠা মনে করতে পারবেন না কোন জায়গায় খাউজাইছেন আর কোন জায়গায় মলম লাগাইছেন!! ..........কান পাকা রোগ নিমেষেই শুকনা চাউল-ভাজার মত হৈয়া যাইবো !! দাম মাত্র ২০ ট্যাকা ২০ ট্যাকা !! ২০ ট্যাকা !!......... ''



লোকটা সারাদিনের খেটে পাওয়া টাকা থেকে ২০ টি টাকা বের করে এগিয়ে দেয়,চুলকানীর অভিশাপ হতে চিরমুক্তি পেতে।





২.



সারাদিন ঠেলা চালিয়ে জসিমের বাসায় ফিরলে জসিমের দুইটাই বিনোদন লাভের উপায়।একটা হলো পেট ভরে ভাত খাওয়া,আরেকটি হলো নতুন বিয়ে করা বৌটাকে আচ্ছাসে পুরুষত্ব দেখানো।কিন্তু সমস্যা হলো নতুন বৌটাকে ঠিকমত শায়েস্তা করতে পারা নিয়ে।মহল্লায় বন্ধুদের সাথে ভিসিআরে দেখা বিদেশী মেয়েগুলা কত ''গরম'' থাকে,পুরুষ গুলোও যেনো এক একটা ষাঁড় !! কিন্তু জসিমের ভয় হয়,সে নিজে কি ঐ পুরুষগুলোর মত.......পারে ?? বন্ধুরা বলে রাস্তার মোড়ের ঔষধ নিলে নাকি উল্টো খারাপ হয়, কিন্তু জসিমের তার নতুন বৌকে শায়েস্তা করা চাইই চাই !! সেও এগিয়ে গেলো জটলার দিকে ...........



''.......এই দেখেন আপ্নেরা !!এই দেখেন কেমন কামনার্ত নারী !! দেখেন আপনেরা কেমনে কামনায় পুইড়া যাইতাছে এই নারী !! এমন কোনো ভাই আছে এই নারীকে শান্ত করতে পারে ??....''

লোভাতুর দৃষ্টিতে ক্যানভাসারের হাতে ধরা ম্যাগাজিনের বিবসনা নারীর দিকে তাকিয়ে থাকে জসিম ।



''...... এমন নারীকে শান্ত করার জন্য কয়ডা বাপের ব্যাডা আছে ?? দশ সেকেন্ডেই ল্যাটকাইয়া পড়েনা,কেউ বুকে হাত দিয়া কৈতে পারবেন ?? পারবেন না .....''.....বলতে থাকে ক্যনাভাসার....... ''......কামরুপ কামাখ্যায় এই সকল নারীরা বিচরন করে,আপনের ঘরের নারীরাও আপনার চেয়ে বেশি শক্তিশালী কিন্তু আপনে না !!আপনার ঘরের নারীর ২০ মিনিটের উত্তেজনা আপনি নিভাইতে পারেন না !! এই যে দেখেন জোঁক !!.....''



আর বাকি সবার মতই জসিমও হা করে দেখে জোঁকটাকে, কেমন বড় হয়,ছোট হয় !!

''......এই জোক যেমন লম্বা হয়,ছোট হয়,তেমনই আপনার গোপন অঙ্গও !! আর ছোট অঙ্গ এইভাবে বড় করার জন্যই এই জোঁকের তেল লাগে!!......'' !!

সবার লোলুপ দৃষ্টির মাঝেই অভিজ্ঞ ক্যানভাসার বলে যেতে থাকে...... '' ....... শুধু জোঁকের তেল মাখলেই কি পুরুষত্ব ফলাইতে পারবেন ?? পারবেন আপনার স্ত্রীর ২০ মিনিটের আগুন ঠান্ডা করতে ?? আমি এইবার আপনাদের দেখাইতাছি এক অব্যর্থ মহৌষধ !! দুনিয়ার কোন নারী নাই যে এই ঔষধের কাছে নতি স্বীকার করে নাই !!

সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে ক্যানভাসারের হাতে ধরা বোতলের দিকে ।

''......এ আমি কিভাবে পাইলাম ??.... কামরুপ কামাখ্যায় ধ্যান করার সময় স্বপ্নে দেখলাম উর্বশী আমারে বলতেছে,আমাকে তৃপ্তি দিয়াছো,তাই তোমাকে পুরুষত্ব দীর্ঘ করার উপায় বলিবো.....''



একটু গলা খাকাঁড়ি দিয়ে আবার শুরু করে ক্যানভাসার,'' ....প্রথমেই এক কুমারী মেয়ের প্রথম জরায়ুনিসৃত রক্ত দরকার...সোনা আর রুপার ধুলার সাথে মিশাইতে হৈবো দুধ ।তারপর জোড়া বাংলা সালের শ্রাবন মাসের প্রথম অমাবশ্যার রাতে সম্পূর্ন নগ্ন হৈয়া এমন একটা মাঠে যাইতে হৈবো,যার পাশে থাকবো এক দীঘি,আরেক পাশে থাকবো বটগাছ।সেই বটগাছের নিচে ঘোড়ার শিশ্নের টুকরার সাথে এই জিনিসগুলা মিশাইয়া ১৯ হাত মাটির নিচে বোতলসহপুততে হৈবো!! তার পর নগ্ন অবস্থায় হামাগুড়ি দিয়া ফিরা যাইবেন দিঘীর পারে।গোসল কৈরা হইবেন পবিত্র!! ঠিক ৭ অমাবস্যার পর ঐ বোতলের নির্যাস তুইলা আইনা খাইবেন .......... দুনিয়ার কোন নারী, কোন রানী,কেউই আপনার সাথে পারবোনা!! সবাই হৈবো আপানর পুরুষত্বের দাস !! ...........আপনি এত কষ্ট করতে পারবেন না বৈলা আমি নিজেই এগুলা তৈয়ার কৈরা রাখছি !! প্রতি বোতল দাম মাত্র ৯০ ট্যাকা ৯০ ট্যাকা !!!......'' !!



আর কয়েকজনের মত জসিমও আশা নিয়ে,আগ্রহ নিয়ে টাকা বাড়িয়ে দেয় .............































বি.দ্র.উপরের দুটি ঘটনা কল্পনাপ্রসুত নয়।এগুলো আমাদের আশেপাশেই ঘটে চলেছে।ক্যানভাসারদের মিথ্যা কথার ফুলঝুড়িতে যাবতীয় সমস্যা সমাধানের আশায় আমরা যেমন টাকা বাড়িয়ে দেই,অন্যদিকে আমরা রাজনীতিবিদদের কথায় আশ্বস্ত হয়ে কি ভোট বাড়িয়ে দেই নি ?? প্রতিশ্রুতি পাওয়ার পরও আমাদের রমজানে বাজার করতে নাভিঃশ্বাস উঠছেনা?? বিদ্যুত নিয়ে কম ভুগছি??আইন শৃংখলার অবনতি হবার পরও কি স্বরাষ্ট্রমন্ত্রীর বাগাড়ম্বর কমেছে??বানিজ্যমন্ত্রী একজন সীমিত আয়ের মানুষ কিভাবে সংসার চালাচ্ছে,তার খেয়াল রাখেন??যানজটে প্রতিদিন নাকাল হচ্ছিনা ??



উপরের প্রতারিত নাম না জানা লোক আর জসিমের সাথে বাংলাদেশের জনগনের কোনরুপ মিল পাওয়া গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।


মন্তব্য ১০৪ টি রেটিং +৫৬/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:০৪

সহ্চর বলেছেন: ১ম +

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৩

দূর্যোধন বলেছেন: ধইন্যা ;)

২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:০৬

ছাইরাছ হেলাল বলেছেন:

মামা মোটামুটি,
বর্ননা আরও মনযোগ দিয়ে শুনতে হবে।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৪

দূর্যোধন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ মামা :)

আরও মনোযোগ !!!! :-/

৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:১২

সহ্চর বলেছেন: সত্য করে বলেন, ক্যানভাসারের কথা গুলু কতদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনার পর পোস্টে লিখছেন??? ;) ;)


প্রতিশ্রুতি পাওয়ার পরও আমাদের রমজানে বাজার করতে নাভিঃশ্বাস উঠছেনা?? বিদ্যুত নিয়ে কম ভুগছি??আইন শৃংখলার অবনতি হবার পরও কি স্বরাষ্ট্রমন্ত্রীর বাগাড়ম্বর কমেছে??বানিজ্যমন্ত্রী একজন সীমিত আয়ের মানুষ কিভাবে সংসার চালাচ্ছে,তার খেয়াল রাখেন??যানজটে প্রতিদিন নাকাল হচ্ছিনা ??

প্রশ্ন গুলুর উত্তর অবশ্যই হ্যাঁ। কিন্তু এই কথা শোনার মত সময় তাদের নেই।জবাবদিহিতা করতে টা বাধ্য না।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৫

দূর্যোধন বলেছেন: হতাশা থেকই এই পোস্টের জন্ম....... শ্লার কোন লাভ নাইক্কা !!!


কতদিন শুনছি ??? ;) মমমমমম..... কওন যাইবোনা ;)

৪| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:১৭

শিক কাবাব বলেছেন: একটি পূর্ণাঙ্গ ক্লিনিক। ডাক্তার নার্স বেড, অপারেশন যন্ত্রপাতি সবই আছে। ফার্মেসীও এটাচড। ছবিটা এক দিকে যেমন হাস্যকর অন্য দিকে তেমন করুণ। এই ডাক্তার কত অভাবে পড়ে ডাক্তারখানা খুলে বসেছে। সারা দিনে কয় টাকা রোজগার হয়, সংসার চলে কিভাবে। আমরা যারা ঘোড়া/গাড়িতে চরি তারা কি এই ডাক্তারের দু:খ বুঝবো? ডাক্তার অবশ্যই রুগিও পায়। রুগি না পেলে সেতো এতদিনে গুটিয়ে যেত। তো, কোন পর্যায়ের, সমাজের কোন স্তরের রুগিরা আসে? আমাদের দেশের দারিদ্রতার করুন কাহিনী গাথা এই ছবিটি।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৩৭

দূর্যোধন বলেছেন: হুমমমমমমম :|

৫| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৭

নকীব ভাই বলেছেন: অনেকদিন পর সমমনা ও সমব্যাথী ভাইকে পেয়ে খুব ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৩৯

দূর্যোধন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ নকীব ভাই :)

৬| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৮

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: বিচ্ছু মলম এর কেচ্ছা শুনি নাই, তয় পাগলা মলমেরটা শুনছি ! :)

পোস্টে প্লাস !!

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪১

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৭| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৩৩

ডেইফ বলেছেন:
কি বলবো বুঝতে পারছিনা।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩

দূর্যোধন বলেছেন: থাক, বাদ দেন.....পার্লে একটা দীর্ঘশ্বাস ফালান :|

৮| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪০

রােশদ হাসান বলেছেন: i am very much afraid malam party. malam party is the dangeraous party then VNP AMALIG

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৮

দূর্যোধন বলেছেন: Ég er mjög mikið ánægð að sjá þig skrifa ensku alphabates, vona að þú munt ekki stafa vitlaust bengalska aftur, annars rassinn þinn verður að fá sparkað út af reiði bloggara og redened líka;) @রােশদ হাসান ;)

৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩

জামিনদার বলেছেন: আপনার মূল থিমের দিকে যাইনাই কারণ রাজনীতি নিয়া কিছুই বলার নাই।

তয় মেকি সাধু বলে শরমে কোন দিন রাস্তার পাশের ক্যনভাসারের মজলিসে দাড়াইনাই।

আজ আপনার পোস্টটা পড়ে সে স্বাদ মিটাইলাম। ;) ;) ;) ;)

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৭

দূর্যোধন বলেছেন: মনের দুঃখের কথা কৈতে আসলাম.......আর আপনি এড়াইয়া গেলেন !!

কামডা কি ভালো কর্লেন ??? :(

১০| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৫

জামিনদার বলেছেন: ওরে ওরে রাশেদ মিয়া দেকি বাল ইংরেজী ভলতে ফারে। B-) B-) ;) ;) ;) ;) ;) ;)

৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৯

দূর্যোধন বলেছেন: উনি চেষ্টা করছেন...... চেষ্টায় কিনা হয় ...... ;)

১১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৬

শিকদার বলেছেন: আজও প্রধানমন্ত্রী ও তার চ্যালা প্যালা গো ছাইট দিতে গিয়া, শুক্রাবাদে ব্যপক জ্যামে পড়তে হইছে X( X( X( X( X( X(

৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৬

দূর্যোধন বলেছেন: এতো এখন একটা রেগুলার ঘটনা :(

১২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:২৫

কালীদাস বলেছেন: পোস্ট পইড়া মাজা ব্যাথাটা আরেকবার চেগায়া উঠল;)

সামারির কথাটা গত ১৫বছর ধরে বলছি, খালি সাবজেক্টের পারসন নেমটা চেন্জ হয়।

৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৭

দূর্যোধন বলেছেন: হাহাহাহাহাহাহাহা !!!!


;) ;) ;)

১৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৭

আর.হক বলেছেন: জটিল

৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৬

দূর্যোধন বলেছেন: :) :)

১৪| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:০০

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: সেইরাম হৈছে

৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৭

দূর্যোধন বলেছেন: আবার কয় ;)

১৫| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৫

সায়েম মুন বলেছেন: ক্যানভাসারদের মাঝে পইড়া জসীমের দশা সবার।

৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:২৯

দূর্যোধন বলেছেন: সেইটা আবার কৈতে.....খালি মলম আর মালিশ কিন্যা গেলাম :(

১৬| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৪১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর স্যাটায়ার। :)

কালীদাস বলেছেন:
সামারির কথাটা গত ১৫বছর ধরে বলছি, খালি সাবজেক্টের পারসন নেমটা চেন্জ হয়।

৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ দি ফ্লাইং ডাচম্যান।

খালি কালীদাসই কবিতা থুইয়া এইটা কৈতাছে না ........ আরো মানুষ কৈতাছে :)

১৭| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৫২

কাজিম কামাল বলেছেন: মাঝে মধ্যে মেজাজ বিলা হইয়া যায়

যাই হোক, আমার সর্বশেষ পোস্টে দাওয়াত রইলো

৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৪

দূর্যোধন বলেছেন: মিজাজ বিলা কৈরা লাভ কি...... আবার তো মালিশ কিনতে যাইতে হৈবো :|

১৮| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৩

মুনতা বলেছেন: হুমমম......কি কমু.....গরমে আর লোডশেডিংয়ে চিপায়-চাপায় চুলকানী বাইরা যাইতেছে...............

হায়রে গণতন্ত্র,সারাজীবন শুধু বইয়ের পাতায় ই পইড়া গেলাম। বাস্তবে দেখতে পার্লাম না.....

৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৬

দূর্যোধন বলেছেন: বাড়তে থাকবো,আপনে টেনশন লৈয়েন না ।

সময়মত আবার মলমটা কিন্যা নিয়েন,তারপর আবার চুলকাইতে থাইকেন।

কোনো নিস্তার নাই।

১৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:০০

সেচ্ছাসেবক বলেছেন: vabselam ki r baier hoilo ki ? Ame tow vabselam new business policy bodhhoy . Digi-banglar molom salesman ra sagu tay-o bujhi molom bachtasay !! ;) dhur ...

৩১ শে জুলাই, ২০১১ রাত ১:২১

দূর্যোধন বলেছেন: আফসুস ......আপ্নের মনের মত পুস্টাইতে পার্লাম না ;)

২০| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১২:০৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
খিক খিক B-) B-) B-)

যদিও এইটা কিন্তু আসলে একটা প্যাথেটিক চিত্র, রাস্তা ঘাটে বাসে গলিতে দেয়ালে গনহারে " চর্ম যৌন সেক্স" মার্কা বিজ্ঞাপন ইঙ্গিত দেয় যেন বাংলাদেশের মানুষের খাওয়া পড়ার চেয়েও বেশি গুরুতর এই যৌন চুলকানি !!

৩১ শে জুলাই, ২০১১ রাত ১:৪৩

দূর্যোধন বলেছেন: তা আর বলতে..... ফার্মগেট দিয়া বাসে যাইতে গেলে বুঝবেন,বোরখা পরা রমনীরা কিসব লিফলেট ছুইড়া মারে :-/

২১| ৩১ শে জুলাই, ২০১১ রাত ৩:০৩

রিয়েল ডেমোন বলেছেন: পোস্ট স্টিকি করা হউক। চুল্কানি রুগিরা মুক্তি পাউক। /:) /:)

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৫

দূর্যোধন বলেছেন: /:) /:) /:)

২২| ৩১ শে জুলাই, ২০১১ রাত ৩:১৩

দু-পেয়ে গাধ বলেছেন: :( :( :( :( :( :(

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৬

দূর্যোধন বলেছেন: :( :( :( :|

২৩| ৩১ শে জুলাই, ২০১১ রাত ৩:১৮

রাইসুল জুহালা বলেছেন: দারুন একটা পোস্ট। খুবই ভাল লাগল।

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:১২

দূর্যোধন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাইসুল জুহালা :)

২৪| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ৯:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
ক্যানভাসার আর রাজনীতিবিদরা একই গোত্র ভুক্ত। কোন পর্থক্য নাই।

দারুন উপস্থাপনা দুর্যোধনের :)

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৫

দূর্যোধন বলেছেন: জিসান ভাই..... অনেক ধন্যবাদ :)




অ.ট. ভাই বললাম, নানা বললাম না :)

২৫| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ৯:৩৩

বিডি আইডল বলেছেন: আমি এক ক্যানভাসারকে বলতে শুনেছিলাম কামরুপ ক্যামাখ্যার মেয়েরা কুত্তা খায় ;)

৩১ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০৮

দূর্যোধন বলেছেন: আমিও সেইটা লিখতে ভুইলা গেছিলাম ;)

২৬| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:২৫

রাজসোহান বলেছেন: দারুন জিনিস তুলে এনেছেন!

৩১ শে জুলাই, ২০১১ দুপুর ১:০৪

দূর্যোধন বলেছেন: ধইন্যে রাঝাঁস !! :)

২৭| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩৬

প্লাকিং বলেছেন: আর কতকাল যে ক্যানভাসারদের ডায়ালগ শুনবো। :(

৩১ শে জুলাই, ২০১১ দুপুর ১:০৭

দূর্যোধন বলেছেন: খালি ডায়লগই শুনুম না, সাথে মলমও কিনুম :|

২৮| ৩১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩৩

আলিম আল রাজি বলেছেন: দারুন।
আর কতো কাল!!!!!!!?????

৩১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৬

দূর্যোধন বলেছেন: যতকাল চুলকানী না শেষ হয় :|

২৯| ৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৮

মাহী ফ্লোরা বলেছেন: শুধু একটা প্লাস দেয়া যায় এটা সত্যিই ভীষণ অন্যায়।


কেমন আছেন?

৩১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

দূর্যোধন বলেছেন: অন্যায় মানে !!! বিশাল অন্যায় ;)


আছি,খুব একটা খারাপ না।
আপনি নিশ্চয়ই ভালো আছেন ? :)

৩০| ৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২২

লাল চাঁন বলেছেন: দারুন হয়েছে!

৩১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ লাল চাঁন :)

৩১| ০২ রা আগস্ট, ২০১১ রাত ৯:৩০

শুভ্রতা বলেছেন: =p~ =p~ =p~ =p~ আমার কিন্তু দুই রানের চিপায় চুলকানি আছে :( যায় না :(
বিয়াফক জ্ঞানী ও বুদ্ধমানী পোষ্টের জন্য পেলাস :)

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২৭

দূর্যোধন বলেছেন: হ !!! শুইনা মন ডা খ্রাপ হৈলো। ;)

৩২| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১৮

ফুল পরী বলেছেন: ঠিক বলেছো দূর্যোধন, খুব ঠিক। এই লোকগুলোকেতো প্রায়ই দেখি, সবচেয়ে থাকে বাসস্ট্যান্ডে। আর ওইসব রাজনীতিবিদদের কথা কি বলবো! রাজা-রাজরার নীতিই আলাদ। :|

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২৭

দূর্যোধন বলেছেন: হ । :| :|

৩৩| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১০:১০

নোবেলবিজয়ী_টিপু বলেছেন: রােশদ হাসান বলেছেন: i am very much afraid malam party. malam party is dangeraous party then VNP AMALIG
৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৮
লেখক বলেছেন: Ég er mjög mikið ánægð að sjá þig skrifa ensku alphabates, vona að þú munt ekki stafa vitlaust bengalska aftur, annars rassinn þinn verður að fá sparkað út af reiði bloggara og redened líka@রােশদ হাসা

ঠিক কাজ করছেন, শয়তানটা বাংলা নিয়া যা করে X(( X(( X((


সেইফ হবার পর আপনার ব্লগে প্রথম কমেন্ট করছি B-) , আগে কমেন্ট করতে পারতাম না :( , আপনার লেখাগুলু আমার প্রিয়তে ব্লগে আসার পর থেকেই, নতুন মুভির রিভিউ নাই কেন? আর হে বরাবরের মত এটাও +

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩০

দূর্যোধন বলেছেন: রাশেদ হাসান ভাইএর নিকটা যেই লোক চালাইতাছে,উনিও তার সৃষ্ট রাচেদ এর মত মহা বেকুব,তাই বুঝলাম ;)


প্রসংশার জন্য ধন্যবাদ :) ভালো থাকবেন !

৩৪| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১০

জিসান শা ইকরাম বলেছেন:
সম্বোধন কোন ব্যাপারনা। আন্তরিক হলেই হয় :)

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩১

দূর্যোধন বলেছেন: সেইটাই......... সেইটাই ....... :)

৩৫| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :-B

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩১

দূর্যোধন বলেছেন: ;)

৩৬| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:২১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: পোষ্ট ব্যাপক হৈছে। +

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩২

দূর্যোধন বলেছেন: ধইন্যে ;)

৩৭| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:২২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অ জিগাইতে মনে নাই, ভালু আছেনতো? ;)

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩২

দূর্যোধন বলেছেন: হ.....আপ্নেরে জিগাইতে মন্চায়..... কাজ কাম কদ্দুর ;) ;) ????

৩৮| ০৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪২

শেখ আমিনুল ইসলাম বলেছেন: চরম সত্য। ৩০তম পিলাস :)

০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১৯

দূর্যোধন বলেছেন: ধইন্যে শেখ আমিনুল ইসলাম :)

৩৯| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১১:০৫

ছাইরাছ হেলাল বলেছেন:

ডাক্তারি কি আরও চল্বে?

০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২২

দূর্যোধন বলেছেন: উহুঁ..... ক্যানভাসারি চল্বে ;)

৪০| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: এত ডিটেইলস ল্যাহেন কেম্নে :||

০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৩১

দূর্যোধন বলেছেন: লেখি আর কি ...... কোনো মতে .... ;)


অভিনন্দন হামা ভাই, ফাঁড়া কাটছে তাইলে :) :)

৪১| ১১ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৩

পাগলমন২০১১ বলেছেন: কঠিন লিখেছেন ভাই।+++++++++++ :P =p~

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৩

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ পাগলমন২০১১ :)

৪২| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চরম লিখেছেন দাদা ;) হাসতেই আছি =p~ =p~ =p~ =p~

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৪

দূর্যোধন বলেছেন: ;) ;) বেশি হাসি ভালো না ;)

৪৩| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১:৩২

পাহাড়ের কান্না বলেছেন: নতুন পেন্ট কিনছেন পকেট নাই। নতুন লুঙ্গী কিনছেন চুলকাইতে চুলকাইতে ছিঁড়া ফালাইছেন। আহহারে চুলকানি। কি আরাম লাগে ইচ্ছা করে ৭০ টাকার কামলা লাগায়া চুলকাই।
এই লাইন বাদ দিছেন ক্যান X(

তেলাপোকা ছাড়পোকার চকেরটাও কিন্তু জটিলস।

ইদুঁর মারেন,
তেলাপোকা মারেন
ছাড়পোকা মারেন।
পীপড়াগুলা মারেন
যাদুর কাঠি ম্যাজিক চক।
দাগ দিলে মরে, ঘসসা দিলে মরে-
তেইল্লাচোরা মরে।

চোরার ঘরে চোরা তেইল্লা চোরা,
জায়গায় খায় জায়গায় ব্রেক,
ইদুঁর গুলা ব্রেক,
লাইনে খায়া সিরিয়ালে মরে।
কাইত হইয়া খায় চিৎ হইয়া মরে,
লাফাইয়া খায়, ধপাইয়া মরে।
ইদুঁর গুলা মরে।
ইদুঁর চিকা মারামারি,
নষ্ট করে বাসাবাড়ি।
অসুদ কিনেন তাড়াতাড়ি।।

ময়নার মার ঘুম নাই,
ইন্দুর তোর বাচন নাই।
ধরা পড়লে জামিন নাই।

জায়গায় খায় জায়গায় ব্রেক...

আবার ছাড়পোকার স্পেশালটাও কিন্তু মন্দ না।।

মায়েরে কামড়ায় ঝিএ রে কামড়ায়,
বাপেরে কামড়ায়, পুতেরে কামড়ায়।
এমন কি ভালোবাসার মানুষরেও কামড়ায়।। :||

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৪

দূর্যোধন বলেছেন: জাঝা !!!!



হাহাহাহাহাহাাহাহাহাহাাহাহা !!! চ্রম হৈছে পাকা !!! ;)

৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৯

জাওয়াদ হাসান বলেছেন: ৪০তম প্লাস দিলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৩

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ জাওয়াদ :)

৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৫

ShusthoChinta বলেছেন: ডেন্জারাস স্মরণশক্তি প্লাস শ্রবণশক্তি আপনাদের!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০

দূর্যোধন বলেছেন: কি বলেন,একটু আগ্রহ করে শুনবেন,জীবনেও ভুলবেন না । :)

৪৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২২

তন্ময় ফেরদৌস বলেছেন: মজাও লাগলো আবার খারাপও লাগ্লো। :|

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৭

দূর্যোধন বলেছেন: সুতরাং দুই রকমের ইমো........ :) :(

৪৭| ১৭ ই জুলাই, ২০১২ রাত ২:২৪

শিশেন সাগর বলেছেন: আহারে পিতলের কলসি কথা বলিস না এই বলে একটা লোক ছোট বেলায় ভিক্ষা করত আসতো একটাও গান গাইতো, আমরা ৫ বছরে একটাই গান শুনি কিন্তু মন ভরে না তাই আবার শুনার জন্য অধীর আগ্রহ নিয়া ওয়েট দেই । জটিল ভালো লাগা রাইখা গেলাম ,

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ শিশেন সাগর,আমাদের মহল্লাতেও এমন পিতলের হাড়িওয়ালা আসতো। :)

৪৮| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৫

লাল নীল কালো বলেছেন: অসাধারণ একটি লেখা। চোখবুজে প্লাস।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ,লাল নীল কালো।

৪৯| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৯

আহসানভাই বলেছেন: আপনার লেখা খুবিই ভালো লাগে ভাই

১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৮

দূর্যোধন বলেছেন: জেনে ভালো লাগলো,আহসান ভাই।

৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

হায়দার আলী সোহেল বলেছেন: ২ দিন শুনছিলাম, এর পর কেও দেইখা ফেলার ভয়ে র শুনিনাই ।
+++++

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

দূর্যোধন বলেছেন: দেইখা , নাকি শুইনা ফেলার ভয়ে ??

৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

ভোলা বাবা বলেছেন: কিছু তিতা কথা কই, কেউ মাইন্ড খাইয়েন না। " বাঙ্গালী হল নেড়ি কুত্তার জাত। কারন প্রতি ৫ বছর পর পর আমরা ভোট দিয়ে জালিম নির্বাচন করি। আম্লিগ বিম্পি দুই রসুনের এক গোয়া। একবার ভোট দিয়ে পরের ৫ বছর ধর্ষিত হয়ে আরেক দলকে ক্ষমতায় আনি। বিম্পির সরকারও তো কম জ্বালায় নাই। এখন বাল তার চেয়ে বেশি। আবার বাঙ্গালী বিম্পিরে ভোট দিবো। তারেক এর পর পুরা দেশটারেই খাইয়া ফালাইব। দ্বিমত আছে কারো???? বাঙ্গালীর মাথায় এই দুই দল ছাড়া আর কেউ আসতেই পারেনা। যতই লাথথি উস্টা খাক এগুলারেই ভোট দিবে। অনেকে তো অনেক কথাই কইলেন, এখন আমার একটা কথার উত্তর দিয়া যান "" ভোটের সময় এই হারামি দলগুলারে বয়কট করার হিম্মত আছে এমন বাপের বেটা কেউ কি আছেন??? ""

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

দূর্যোধন বলেছেন: আমি আগেও বলেছি, দুই দল যতই দুর্নীতিপরায়ন হোক,এই দুইদল ছাড়া বাংলাদেশে তৃতীয় কোনো দলের উত্থান এই মূহুর্তে সম্ভব নয় । আমি ব্যক্তিগতভাবে টকশো গরম করা ড্রয়িংরুম ভিত্তিক সুশীলদের ক্ষমতায়নের বিপক্ষে । যারা কখনো গ্রামে গিয়ে রাজনৈতিক মতবাদ ও চর্চা ছড়াতে পারেনা ,তাদের দিয়ে দেশ চালানো সম্ভব নয় । সুতরাং না ভোট দেয়ার চাইতে অথবা তৃতীয় কোনো অপদার্থ আসার তুলনায় এই প্রধান দুই দলের ভেতরে দুর্নীতি কমিয়ে আনাটাই বাস্তবসম্মত হবে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

দূর্যোধন বলেছেন: আমি আগেও বলেছি, দুই দল যতই দুর্নীতিপরায়ন হোক,এই দুইদল ছাড়া বাংলাদেশে তৃতীয় কোনো দলের উত্থান এই মূহুর্তে সম্ভব নয় । আমি ব্যক্তিগতভাবে টকশো গরম করা ড্রয়িংরুম ভিত্তিক সুশীলদের ক্ষমতায়নের বিপক্ষে । যারা কখনো গ্রামে গিয়ে রাজনৈতিক মতবাদ ও চর্চা ছড়াতে পারেনা ,তাদের দিয়ে দেশ চালানো সম্ভব নয় । সুতরাং না ভোট দেয়ার চাইতে অথবা তৃতীয় কোনো অপদার্থ আসার তুলনায় এই প্রধান দুই দলের ভেতরে দুর্নীতি কমিয়ে আনাটাই বাস্তবসম্মত হবে ।

৫২| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: দারুন লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.