নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনাযুদ্ধে নাহি দিব ছাড়, সূচ্যগ্র মেদিনীর অধিকার!

দূর্যোধন

(http://twitter.com/duurzodhon) , (www.facebook.com/duurzodhonblog)

দূর্যোধন › বিস্তারিত পোস্টঃ

গোয়িং ব্ল্যাকআউট-বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অতঃপর একটি রক্তস্নাত জন্ম) ইভেন্টে সকলকে যোগদানের আহবান

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ !

গুগলে আজ বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ডুডল দেয়া হয়েছে







আপডেট- আর কিছুক্ষন পরই , ১১.৫৫ মিনিটে সাইট অফলাইনে যাচ্ছে ।

_______________________________________________

সময়- ২৫শে মার্চ রাত ১১.৫৫ থেকে ২৬শে মার্চ রাত ১২.০০

স্থান- নিজ নিজ বাসা বা ব্যক্তির অবস্থান (একই সময়ে বাংলাদেশ ও প্রবাস)



সম্প্রতি ফেসবুকে ২৫ শে মার্চ ১৯৭১ সালের গভীর রাতে সংঘঠিত গনহত্যায় নিহত সকল শহীদ বাঙ্গালির স্মরনে প্রতিকী শোকপ্রকাশ ও ইতিহাস স্মরনের উদ্দেশ্যে চালু করা হয় ইভেন্ট গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম) । এই ইভেন্টের সাথে একাত্নতা প্রকাশ করে দেড় লক্ষাধিক ব্লগারের বিশ্বের সর্ববৃহৎ বাংলা কম্যুনিটি ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ২৫ শে মার্চ রাত ১১.৫৫ থেকে ২৬শে মার্চ রাত ১২ টা পর্যন্ত ৫ মিনিট সময় পুরো সাইট ব্ল্যাকআউটে (অফলাইনে) নিয়ে যাবার ।







একইসাথে এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আমার ব্লগ , চতুর্মাত্রিক ব্লগ , আমরাবন্ধু ব্লগ , ইস্টিশন ব্লগ , নাগরিক ব্লগ সহ অনেক ফেসবুক পেইজ এবং অনলাইন রেডিও স্টেশন । অনলাইনে বাংলা ব্লগিং-এর এই সকল প্ল্যাটফর্মকে আমরা জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।









২৫ শে মার্চ, ১৯৭১. রাতের আধারে নেমে আসে হিংস্র হানাদার বাহিনী। ঘটে ইতিহাসের জঘন্যতম গনহত্যা। আমরা স্মরন করতে চাই সেই সকল নিহত দের। আমাদের হৃদয়ের অন্ত:স্থল থেকে তাদের প্রতি আমাদের সম্মান জানাতে চাই।



২৫ শে মার্চ আমরা ৫ মিনিট ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে। ফেসবুক থেকে বাংলাদেশের ইউজাররা ৫ মিনিট সব ধরনের কর্মকান্ড,লাইক দেয়া স্ট্যাটাস দেয়া বন্ধ করে রাখুন ,৫ টি মিনিট সব অন্ধকার করে দিন , ভাবুন আপনার পূর্বসুরীর কথা ___ যারা আজ থেকে ৪২ বছর আগে এই রাতে কতটা অসহায় হয়ে পড়েছিলেন , খুনের শিক্ষায় প্রশিক্ষিত এক খুনী সেনাবাহীনীর বিরুদ্ধে অন্ধকারে ডুবেই স্বাধীন হবার আকাঙ্খা চেপে যুদ্ধে যাবার প্রস্তুতি নিয়েছেন দাঁতে দাঁত চেপে ....আসুন আমাদের পূর্বসুরীদের স্মরনে ৫ টি মিনিট অন্ধকার করে দিই বাংলাদেশ ।



মনে করিয়ে দিন বিশ্ব কে সেই গনহত্যার কথা, যা আজও আমরা ভুলিনি। মনে করিয়ে দিন সেই জেনোসাইডের কথা যার জন্য আজও ক্ষমাপ্রার্থনা করে নি পাকিস্তান আমাদের কাছে।



কর্মসূচীঃ

-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ৫ মিনিটের জন্য।

-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটর ।

-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।

-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।







আমরা স্মরন করিয়ে দিচ্ছি আজ থেকে ঠিক ৪২ বছর আগে .....অনিশ্চিত ভবিষ্যত মাথার উপর নিয়ে ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছে বাঙ্গালীরা ।

সন্তানকে ঘুম পাড়িয়ে বাবা-মা চিন্তিত , সন্তান ঘুমিয়ে আছে বাবা-মা'র সুনিশ্চিত নিরাপত্তার প্রতিশ্রুতিতে। ঘুমিয়ে ছিল বাঙ্গালি ..... আর স্বাধীনতাকামী লক্ষ জনতাকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় নামতে যাওয়া পাকিস্তানী সেনাবাহিনী তখন ব্যস্ত শেষবারের মতন এম্যুনিশন চেক করতে ।



নির্বিচারে মরতে লাগলো বাঙ্গালী .....মানুষ ....শিশু .... ডিউটি থেকে ফেরা পুলিশ ....রাস্তার পাগল ... বিশ্ববিদ্যালয়ের ছাত্র... অধ্যাপক .....প্রতিমার আড়ালে লুকিয়ে থাকা হিন্দু .... কুর'আন শরীফ আঁকড়ে বসে থাকা মুসলিম .... বুলেট আর বেয়োনেট বিদ্ধ হতে থাকলো বাঙ্গালি । অন্ধকার রাতকে আলোকিত

করতে থাকলো রাইফেলের মাজল থেকে ঝলকে ওঠা স্ফুলিঙ্গ । আর রক্তাক্ত হতে থাকলো মানবতা ।



থেমে থাকেনি বাঙ্গালি .... রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়া রক্তলোলুপ পাকিস্তানী সেনাদের সমুচিত জবাব দেয়া শুরু করলো 'বিচ্ছু'রা ....সেই রাত থেকেই শুরু সেই প্রতিরোধের গল্পের । পাকিস্তানী 'মোছুয়া'দের নিশ্চিহ্ন করার সেই গল্পের শেষ হয় একটি নামে । স্বাধীন বাংলাদেশ । মরেছে লক্ষ লক্ষ বিচ্ছু । জন্ম দিয়েছে এই দেশের ।



সেই সব শহীদ হওয়া মানুষগুলোর স্মরনে , ২৫ শে মার্চের গনহত্যা ও ইতিহাস সবাইকে জানাবার উদ্দেশ্যে আজ আমরা ৫ মিনিটের জন্য রাত ১১.৫৫ মিনিটে অন্ধকার করে দিতে যাচ্ছি বাংলাদেশ , নিভিয়ে দিচ্ছি বাসার সকল বাতি , বন্ধ করতে যাচ্ছি সকল ধরনের অনলাইন কর্মকান্ড এবং সারা দিনের জন্য কালো করে রাখছি প্রোফাইল ছবি । প্রতিকী এই শোক প্রকাশ ও স্মরন কর্মসুচীতে যুক্ত হয়েছেন দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা বাঙ্গালীরা । ইভেন্ট ওয়ালে প্রকাশ করা হয়েছে সেই সময়কার ইতিহাস ।





আজ ৪২ বছর পর আমরা ফেসবুকে লিখছি একটি নাম - বাংলাদেশ ।

গর্বিতস্বরে উচ্চারন করছি - আমি বাংলাদেশি ।

গর্জন করে উঠছি - বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি চার ছয়ের সাথে , প্রতিটি উইকেট নেয়ার সাথে ।

এরকম অনেক কিছুর সাথে জড়িয়ে রাখছি 'বাংলাদেশ' নামটি ।



অথচ এই দেশের জন্মের কিছুক্ষন আগের গনহত্যাময় অন্ধকার রাতটি কি আমরা স্মরন করবো না ? যেই অন্ধকার ভেদ করে ২৬ শে মার্চ জন্ম নিলো বাংলাদেশ নামের রাষ্ট্রটি , সেই অন্ধকারের সময়ের শহীদদের কথা কি আমরা জানবো না ? সেই ইতিহাসটি কি ভুলে যাবো ?



কখনোই না ।



যুক্ত হোন সবাই এই কর্মসুচীতে । আসুন ফিরে দেখি সেই ইতিহাসকে ।



রাত ১১.৫৫ থেকে ১২ টা পর্যন্ত ৫ মিনিটের এই কর্মকান্ডে যুক্ত হোন সবাই ।

মন্তব্য ১১২ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইসবুকের দুর্যোধন আপনি বুঝতে পারি নি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

তামিম ইবনে আমান বলেছেন: সহমত।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ তামিম ।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমরা ব্লগের সবার প্রোফাইল পিকচার "ব্ল্যাক" করে দিতে পারি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

দূর্যোধন বলেছেন: তা করা যায় ।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

শিপন মোল্লা বলেছেন: সাথে আছি বস।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আবুশিথি । পালন করুন কর্মসূচী ।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

এম.এস. রানা বলেছেন: কর্মসূচীঃ
-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ৫ মিনিটের জন্য।
-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটর ।
-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।
-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।

কিছু মনে করবেন না, এ কর্মসুচীতে শহীদ ব্যাক্তিদের কি কোন কাজে আসবে? এত এত কর্মসুচী উল্লেখ করলেন কিন্তু যে কর্মসুচীতে শহীদদের আত্মার শান্তি আসতে পারে তার কোন উল্লেখ নেই। সেটা হল সবাই আন্তরিকভাবে মহান আল্লাহ পাকের কাছে( স্ব স্ব ধর্মীয় নিয়মে প্রার্থনা করা (যদিও মুসলিম হিসেবে অন্য কোন প্রাথনায় বিশ্বাসী না)) বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা।

আমি আপনাদের কর্মসুচী ৫ মিনিট না, ৫ ঘন্টা পালন করতে রাজী আছি যদি তা শহীদানদের কোন কাজে আসে। আফসোস আমরা আমাদের স্বকীয় কিছু শিখলাম না, শিখলাম পাশ্চাত্য সংস্কৃতি যা ওদের বিশ্বাস অনুযায়ী ওরা করে বা করছে।

আমরা কি আমাদের সংস্কৃতি ধারন ও পালন করতে পারি না??

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

দূর্যোধন বলেছেন: এই কর্মসূচীতে কোথাও কি দোয়া/প্রার্থনা করতে মানা করা হয়েছে ?

৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

শিপন মোল্লা বলেছেন: আমার ফেসবুক উয়ালে কেন পোস্টটা শিয়ার করতে পারছি না ?

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

দূর্যোধন বলেছেন: হেডলাইনে বড় । শেয়ার করার সময় হেডলাইনে ক্লিক করে এডিট করে ছোট করে নিন ।

৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

জানা বলেছেন:

ধন্যবাদ দূর্যোধন। এই পোস্টটি সাহায্য করবে সবার অংশ গ্রহণে।

আজ রাত ১১টা বেজে ৫৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত এই পাঁচ মিনিট সামহো্যার
ইন ব্লগ সম্পূর্ন কালো থাকবে। বাংলাদেশের জন্মের কিছুক্ষন আগের গনহত্যাময় অন্ধকার রাতটি স্মরন করতে আমরা একত্রিত।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ জানা'পা !

আলোয় ফিরে আসবো - অন্ধকারকে চিরে ।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

এম.এস. রানা বলেছেন: দোয়া/প্রার্থনা কথাটি করতেই বা কোথায় বলা হয়েছে বলবেন কি? যদি ধরে নেই নিষেধ যেহেতু করতেও কোন দোষ নেই। তাহলে দোয়া/প্রার্থনা কথাটি কর্মসুচীর একটি অংশ হিসেবে উল্লেখ করতে কি কোন সমস্যা আছে?
যাই হোক এটা যার যার ব্যাক্তিগত বিষয়, তবে আমি আমার মতামত বলেছি মাত্র। আমার মতে দোয়া/প্রার্থনা অংশটি কর্মসুচীর প্রথমে যোগ করা উচিৎ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

দূর্যোধন বলেছেন: আপনার মত জেনে ভাল লাগলো ।

৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

হুমায়ুন তোরাব বলেছেন: durjo da event e dhukte partesina amar id diye.
tobe insallah 11.55 te light off kre dbo.

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

দূর্যোধন বলেছেন: সমস্যা বুঝতে পারছি না , কেন এমন হবে ! আমার তো সমস্যা হচ্ছে না :(

১০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: সহমত , সাথে আছি ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

কানা ফকীর বলেছেন: শুধু ফেসবুকই যেন আমাদের একমাত্র অর্জন! নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমরা ব্লগের সবার প্রোফাইল পিকচার "ব্ল্যাক" করে দিতে পারি ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

দূর্যোধন বলেছেন: কর্মসূচীতে যুক্ত হোন ।

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

তামিম ইবনে আমান বলেছেন: সামহোয়ার ইন ও একাত্মতা ঘোষণা করলো

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

দূর্যোধন বলেছেন: ঠিক তাই :)

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রবাসের সময় অনুযায়ী তখন আমার দুপুর। আমি কি আপনাদের সাথে এই সময় কমেন্ট দেয়া বন্ধ রাখব? অনলাইনে না থাকতে আমার প্রবলেম নেই। জাস্ট ক্লিয়ারিফাই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

দূর্যোধন বলেছেন: সাইট থাকছে অফলাইনে । সুতরাং কমেন্ট করতে পারার কথা না । :)

বাংলাদেশের সাথে সময় মিলিয়ে কর্মসূচিতে যুক্ত হোন । ব্ল্যাকআউট না সম্ভব হলে অনলাইন এক্টিভিটি বন্ধ রাখুন । ফেসবুকের ছবি কালো করে রাখুন ।

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাথে আছি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই ।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

ক্যাপটেন বলেছেন: আমরা অতীত ভুলে যাইনি। যার প্রমাণ আমরা দিবো আজকে। আমরা আজ স্মরণ করবো আামাদের হারিয়ে যাওয়া পরিজনদের। সামুতে একটা নোটিশ আশা করছি এই বিষয়ে!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

দূর্যোধন বলেছেন: ইতিমধ্যে পোস্ট স্টিকি করে সামহোয়ার ইন ব্লগের একাত্মতা স্পষ্ট করা হয়েছে । এবং উপরে জানা'পা-ও টা বলেছেন ।
ধন্যবাদ ।

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
সহমত।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

দূর্যোধন বলেছেন: সুন্দর হয়েছে , আরমান ।

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

এস.বি.আলী বলেছেন: সাথে আছি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা,এস বি আলী ।

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাথে ছিলাম
আছি এবং থাকবো ...

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা, রুপম ।

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: সাথে আছি !

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা , রাজপুত্র ।

২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

তোফাজ্জেল অভি বলেছেন: সাথে আছি সবসময়

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা, অভি ।

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

সোহাগ সকাল বলেছেন: জয়েন করেছি দূর্যো'দা।
আপনাদের ধন্যবাদ, ইভেন্টটা নিয়ে এত কষ্ট করার জন্য।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

দূর্যোধন বলেছেন: সকল কৃতিত্ব আপনাদের । আমরা কেবল ডাক দিচ্ছি ।
ধন্যবাদ সোহাগ সকাল ।

২২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

অ্যানোনিমাস বলেছেন: যুক্ত হলাম

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা , চয়ন ।

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

নিশ্চুপ শরিফ বলেছেন: সাথে আছি।

অপরে একজন বললেন দোয়া করার কথা কেন নাই। আপনি এই ৫ মিনিট সব অফ করে দিয়ে হাত তুলে আল্লাহার কাছে তাদের জন্য দোয়া করুন। অনেকেই করবে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

দূর্যোধন বলেছেন: সেটাই , শরীফ ।
কৃতজ্ঞতা ।

২৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

নাইট রিডার বলেছেন: প্রবাসীদের বাংলাদেশ সময়ে কর্মসূচী পালন করাই সঠিক হবে।

পোষ্টে সহমত ও প্লাস।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল , নাইট রিডার।

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

এক্সপ্লোরার_তাহসিন বলেছেন: সাথে আছি। থাকব।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা, তাহসিন ।

২৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

মরমি বলেছেন: সহমত।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা , মরমি ।

২৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

ফারহুম বলেছেন: ভাই ফেসবুক ইভেন্টে নতুন কাউকে ইনভাইট করতে পারছি না কেন?? :(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

দূর্যোধন বলেছেন: এমনটা ঘটার কথা তো নয় ! আরেকবার দেখুন দয়া করে ।

২৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দূর্যোধন। যেহেতু ফেসবুকে ঢুকতে পাচ্ছি না, তাই ভেবেছিলাম ব্লগ প্রোপিকটাই কালো করে ফেলবো।

আপনার পোস্টটা পড়ে প্রোপিকটা এখুনি বদলে ফেললাম।।

ভালো থাকুন সবসময়।।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আরজুপনি । কৃতজ্ঞতা ।

২৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

নীরব দর্শক বলেছেন: সাথে আছি ও থাকব।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা জানুন , নীরব দর্শক ।

৩০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

আশিকুর রহমান অমিত বলেছেন: ভাইয়া আপনি পোষ্ট দিয়ে ভাল করেছনে। ব্যাপারটা সবাই কে জানানো গেল। এমনি তে সমসাময়িক তিনটা ইভেন্ট নিয়ে একটা পোষ্ট দিছিলাম কিছুদিন আগে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২

দূর্যোধন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল , অমিত । ভাল কাজ করেছেন ।

৩১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: স্বাধীনতার অনেক মানে
কেউ বোঝে কেউ বোঝেনা,
স্বাধীনতার বিরোধীদের
কেউ খোঁজে কেউ খোঁজেনা!
বিয়াল্লিশটা বছর গেলো
বিরোধীদের শরম নেই,
যুদ্ধ অপরাধীরতো তাই
মিলবে বিচার শাস্তিতেই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

দূর্যোধন বলেছেন: সুন্দর কবিতা , ভাল লেগেছে । ধন্যবাদ জানাই আপনাকে ।

৩২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শাকিল ১৭০৫ বলেছেন: একসাথে আছি বস

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা জানাই,শাকিল ।

৩৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বাংলাদেশের সবাই স্বাধীনতার উজ্জীবন মন্ত্র দিক্ষীতো হোক,এই কামনায়!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা, ভ্যাম্পায়ার !

৩৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

আমি বোকা মানুষ বলেছেন: সাথেই আছি .

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা , বোকা মানুষ ।

৩৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: সাথে আছি এবং থাকবো সবসময়। জয়বাংলা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

দূর্যোধন বলেছেন: জয় বাংলা !

৩৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: অনলাইন ইভেন্ট শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ থাকবে কেন? ব্লগের প্রোপিকও তো চেঞ্জ করা উচিত, কমেন্ট, পোস্ট দেয়া থেকে বিরত থাকা উচিত। অবশ্য কম্পিউটার বন্ধ রাখলে এসব এমনিতেই হয়ে যাবে। তারপরেও উল্লেখের দাবী রাখে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

দূর্যোধন বলেছেন: বলা উচিত ছিল হয়তো ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা হামা ভাই ।

৩৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

উৎস১৯৮৯ বলেছেন: এম.এস. রান ভাইয়ের সাথে একমত।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ।

৩৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন: সাথেই আছি। আমরা সবাই ব্লগের প্রোপিকটাও চেঞ্জ করতে পারি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ।

৩৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

এবং ব্রুটাস বলেছেন: গ্রেট!

এই সময়ে এই পোস্টটির খুব দরকার ছিল। সাথেই আছি ।

পোস্ট, কমেন্ট বন্ধ রাখার জন্য সামহোয়ারইন কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট।
আশা করি কর্তৃপক্ষ তা যথাসময়েই করবেন।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

দূর্যোধন বলেছেন: ব্লগ সাইট অফলাইনে যাচ্ছে । সুতরাং এই সময়ে পোস্ট প্রদানকারী বা কমেন্টকারীরা খেয়াল রাখবেন ।

৪০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
সাথে আছি

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো , লিন্‌কিন পার্ক ।

৪১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

অর্ণব আর্ক বলেছেন: যুক্ত হলাম মহতী এই উদ্যোগে ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা , অর্ণব ।

৪২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

নিয়ন আলোয় বাউল বলেছেন:

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই , বাউলকে ।

৪৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

নিয়ন আলোয় বাউল বলেছেন: সাথে আছি................................

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

দূর্যোধন বলেছেন: :)

৪৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

সিস্টেম বলেছেন: জয়েনড

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা , সিস্টেম ।

৪৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

নষ্ট শয়তান বলেছেন: সাথে আছি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে ।

৪৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:







সাথে আছি ...









২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ রাজকন্যা ।

৪৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

মাইক-মজিদ বলেছেন: এই সব করেন ঠিক আছে । কিন্তু ২৫ মার্চ রাতের সেই কালো থাবার প্রভাব এখনও বয়ে চলেছে অনেক পরিবার । পারলে তাদের হেল্প এর জন্য কিছু করা যায় কিনা দেখেন ।


সব কিছু ব্লাক আউট করাটাকে আমি অসন্মানীত করছি না । কিন্তু এটাতেই যেন থেমে না থাকি আমরা । আমি চাই খুজে বের করা হোক সেই সব নিরজাতিত মানুষের পরিবারকে যারা এখনও তাদের ত্যাগের স্বিকৃতী পায়নি ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

দূর্যোধন বলেছেন: অবশ্যই আমাদের চেষ্টা থেমে থাকবে না ।
আমরা তাদের কথা ভুলিনি , ভুলতে পারি না ।

ধন্যবাদ আপনাকে ।

৪৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

সিস্টেম বলেছেন: সচলায়তন সহ অন্য ব্লগ গুলো যুক্ত করা গেল না!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

দূর্যোধন বলেছেন: এটা সম্পূর্নভাবেই সকল ব্লগ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ,যা কেউ চাপিয়ে দিতে পারি না । এটা সপূর্নই আত্মসচেতনতার বিষয় । :)

৪৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

অনিক আহসান বলেছেন: ধন্যবাদ সামু

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ এবং পাশে থাকা সকল ব্লগারদের ।

৫০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

মাইক-মজিদ বলেছেন: আপ্নাকে ধন্যবাদ লেখক । ৪২ বছর পরে আমি মনে হয় একটা মুল্যবান কাজের কথা সবাইকে মনে করিয়ে দিয়েছি ।




ইয়ে আপ্নার লেখার স্টাইল একদম ফেইসবুকের ” দূর্যোধন দূর্যোধন “ আর নামেও মিল দেখতে পাচ্ছি !
বিদায় শুভকামনা ।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

দূর্যোধন বলেছেন: হাহাহাহা ! ধন্যবাদ ।

৫১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

কয়েস সামী বলেছেন: আজই ফেসবুকে দেখলাম। ঐটা তবে আপনি! গ্রেট!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ কয়েস সামী । কৃতজ্ঞতা ।

৫২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

আবিদ ফয়সাল বলেছেন: সাথে আছি। থাকব।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ফয়সাল

৫৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্ল্যাক আউট করলাম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা :)

৫৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: সামহয়্যারইনব্লগও ব্ল্যাক আউট হয়েছে দেখে ভালো লেগেছে। স্বাধীনতার চেতনায় বাংলার মানুষ একতাবদ্ধ হোক।

জয় বাংলা !

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক ।
শুভ জন্মদিন বাংলাদেশ ।

৫৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

গ্রীনলাভার বলেছেন: বাংলাভাষাভাষি সকল ভাইকে আমার সালাম।

৫৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: অভূতপূর্ব এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ দুর্যো দা ।

৫৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

মরমি বলেছেন: কর্মসূচীটি পালন করলাম আমি এবং আমাদের ৮ বছরের অয়ন। অয়ন আমার থেকে একটি দেশের স্বাধীরতার সংক্ষিপ্ত গল্প শুনলো। তাকে প্রশ্ন করলাম এবার দেশটির নাম বল। সে বললো বাংলাদেশ। সে দেশটি সম্পর্কে ৫ লাইন রচনা লিখন। জয় বাংলা।

৫৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: যুক্ত হয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.