নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনাযুদ্ধে নাহি দিব ছাড়, সূচ্যগ্র মেদিনীর অধিকার!

দূর্যোধন

(http://twitter.com/duurzodhon) , (www.facebook.com/duurzodhonblog)

দূর্যোধন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের রিপোর্ট বাটন ও পদ্ধতিগত ত্রুটিঃ অপব্যবহারে পোস্ট রিমুভ !

২১ শে মে, ২০১৩ রাত ৯:২৩

হুট করেই ফেসবুকে আমার বন্ধুরা বললেন , কে বা কারা যেন তাদের পোস্ট রিমুভ করে দিয়েছে । সাধারনভাবেই আমার ধারনা হয়েছিলো ম্যাসিভ রিপোর্টিং-এর কারনে পোস্ট মুছে দেয়া হচ্ছে । বিশাল ফ্রেন্ডলিস্টের মাঝে অনেককেই দেখলাম 'পোস্ট মুছে দেয়া' নিয়ে বেশ সন্দিহান । অর্থাৎ যিনি দাবী করছেন তার পোস্ট মুছে দেয়া হয়েছে, তিনি নিজেই হয়তো প্রাইভেসী চেইঞ্জ করেছেন অথবা নিজেই মুছে দিয়েছেন ।







কিন্তু সমস্যা হলো আরিফ জেবতিকের পোস্ট খুব দ্রুতই মুছে দেয়া নিয়ে । কিছুদিন আগে তার প্রায় ১০-১২টা পোস্ট দেয়ার সাথে সাথে মুছে যাচ্ছিলো । অনেকেই সন্দেহ প্রকাশ করলেন , এত দ্রুত পোস্ট মুছে যাচ্ছে কি করে । কেননা, সাধারনভাবেই আমরা জানতাম , পোস্টে খুব বেশি রিপোর্টিং হলে তা মুছে দেয়া হয় । কিন্তু পোস্ট দেয়ার দুই থেকে তিন মিনিটের মাঝে এত বেশি রিপোর্টিং করা সম্ভব না যে কারো পোস্ট দিলেই মুছে ফেলা যাবে । এবং শুধু আরিফ জেবতিকই নন , ফেসবুকের আরো অনেকেই এইভাবে পোস্ট রিমভের শিকার হয়েছেন বারবার ।



তাহলে কিভাবে ?



এখানেই হচ্ছে রহস্য । যারা সামহোয়ারিন ব্লগের ব্লগার,তাদের অনেকেই হয়তো অটোমডারেশনের সাথে পরিচিত । নির্দিষ্ট সংখ্যক রিপোর্ট জমা হলে সামহোয়ারিন ব্লগ অভিযুক্ত পোস্ট মুছে দেয় । একই উপায় রয়েছে ফেসবুকেও । কোনো ব্যক্তির নামে নির্দিষ্ট রিপোর্ট করা হলে , নির্দিষ্ট সংখ্যার রিপোর্টের কারনে সেই পোস্ট মুছে দেয়া হয় অটোমেটিক্যালি । এইখানে যা উল্লেখ করতে হবে তা হলো , ফেসবুক বুলিইং (bullying ) বা হয়রানীমূলক ( Harassing ) পোস্টের বিষয়ে খুবই কঠোর এবং এইখানে তাদের অটোমেটেড মডারেশনও কঠোর । আর এইখানেই সব পোস্ট রিমুভের খেলা নিহিত ।



সচিত্র দেখাই তাহলে -

১। প্রথমে দূর্যোধন আইডি দিয়ে একটা পরীক্ষামূলক স্ট্যাটাস দেয়া হলো , যা আরেক আইডি দিয়ে রিমুভ করা হবে ।





(হাই রেজোলুশন ইমেজ -বড় করে দেখুন)

দূর্যোধন আইডি একটি পোস্ট দিয়েছে ''স্ট্যাটাস খাওয়াখাওয়ি করে লাভ কি '' ।



২। এখন আপনি একটি আইডি তৈরী করবেন , যার নাম হবে দূর্যোধনের যেই পোস্ট আপনি রিমুভ করতে চান , তার মাঝ থেকে দুইটি শব্দ নিয়ে । খেয়াল করুন , দূর্যোধনের পোস্টে দেয়া আছে ''স্ট্যাটাস'' ও ''খাওয়াখাওয়ি'' দুইটা শব্দ । এই দুইটা শব্দ দিয়ে আমি একটি আইডি বানালাম । নাম দিলাম ''স্ট্যাটাস খাওয়াখাওয়ি'' ।







ইমেইল হিসাবে যা খুশি তাই লিখে সাইন-আপ ফর্ম ফিল আপ করেন । আমি এখানে [email protected] নামে একটি মেইল আইডি দিয়েছি । এই নামে কোনো ইমেল একাউন্ট নেই । এবং ফেসবুকের সিকিউরিটি দূর্বলতার আরেকটি অংশ হলো এইটা , সঠিক ইমেইল ভেরিফাই না করেও আপনি একাউন্ট চালাতে পারবেন, কাউকে ইনবক্স করে হুমকিও দিতে পারবেন এমনকি রিপোর্ট বাটনের অপব্যবহার করে যে কারো পোস্ট মুছে দিতে পারবেন !



৩। ভুয়া একাউন্টের সব গুলো স্টেপ SKIP করে যান । যখন আপনাকে ফোন ভেরিফিকেশনের কথা বলা হবে , তখন আপনি ফোন ভেরিফিকেশনে যাবেন না । এটাও ফেসবুকের সিকিউরিটিতে আরেকটা দূর্বলতা, যেখানে আপনি নতুন একটি একাউন্টের কোনো ভেরিফিকেশন ছাড়াই অন্য যে কারো একাউন্টে লাইক কমেন্ট শেয়ার বা রিপোর্ট করতে পারেন । ছবিতে বর্নিত স্টেপ পর্যন্ত এসেই আরেকটি ট্যাব খুলুন এবং যেই স্ট্যাটাস বা পোস্ট রিমুভ করতে চান, সেখানে সরাসরি লিংক পেস্ট করুন ।





(হাই রেজোলুশন ইমেজ -বড় করে দেখুন)



৪ । এবার আপনি যেই পোস্ট রিমুভ করতে চান , সেখানে যান । ডান দিকের X (Cross) বাটন খেয়াল করুন । সেটা ক্লিক করলে দেখবেন রিপোর্টের অপশন এসেছে কয়েকটি ।

Is this post about you or your friend ?

yes, this post is about me or a friend

* i don't like this post

*it's harassing me

*it's harassing a friend .



আপনি It's harassing me বাটনে ক্লিক করবেন ।





(হাই রেজোলুশন ইমেজ -বড় করে দেখুন)



৫। এবার আপনি রিপোর্ট বাটন পাবেন । সেখানে রিপোর্ট কমপ্লিট করে বের হয়ে আসুন ।





(হাই রেজোলুশন ইমেজ -বড় করে দেখুন)



৬।



Voila !

পোস্ট রিমুভড হয়ে গেলো !



(হাই রেজোলুশন ইমেজ -বড় করে দেখুন)





হ্যাঁ পাঠক । এতই সহজভাবে ফেসবুকের অটোমডারেশন ব্যবহার করে আপনি যেকারো পোস্ট খেয়ে দিতে পারেন । ফেসবুকের অটোমডারেশনে কেউ যদি দাবী করে It's harassing me এবং ফেসবুক অটোমডারেশন যদি দেখে অভিযোগ/রিপোর্টকারীর আইডির সাথে পোস্টের কন্টেন্টে মিল আছে ,তবে সাথে সাথে তা রিমুভ হয়ে যায় - কোনো অভিযোগ খতিয়ে দেখার সময়ও নেয় না কর্তৃপক্ষ ! এইজন্যই যে কেউ ইছা করলে যে কারো পোস্ট রিমুভ করে দিতে পারে , ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন ও অটোমডারেশনের এই ত্রুটিকে কাজে লাগিয়ে । এমনকি ইচ্ছেমত বারবার আপনি আইডির নাম পরিবর্তন করে একের পর একজনকে ভিকটিম বানাতে পারেন, নতুন আইডি খোলার লাগবে না !





সুতরাং ,ফেসবুকে আমরা দেখছি মোটামুটি তিনটি সিকিউরিটি ফ্ল বা দূর্বলতা রয়েছে যা দিয়ে আপনি অন্যের পোস্ট সরিয়ে দিতে পারেন বা অনধিকার চর্চা করতে পারেন -

১। ভেরিফাইড ঈমেইল একাউন্ট ছাড়াই একাউন্ট খুলে তা দিয়ে ইনবক্স (inbox threat) করা,কমেন্ট করে গালিবাজি অথবা ঘৃনা ছড়ানো ( hate speech) করা ।



২।ভেরিফাইড ইমেইল একাউন্ট ছাড়াও ফোন ভেরিফিকেশন ছাড়া আপনি যে কোনো উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন । এবং একইসাথে বারবার নাম পরিবর্তন করে তা অসৎ উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন ।



৩ । অটোমেটেড মডারেশনের জন্য স্পেসিফিক কি ওয়ার্ড কে কাজে লাগিয়ে তা ব্যবহার করে রিপোর্ট করে যে কোনো ব্যক্তির স্ট্যাটাস / ছবি / পোস্ট রিমুভ করতে পারেন ।







সাম্প্রতিক সময়ে ফেসবুকে আমার কয়েকটি স্ট্যাটাস সরিয়ে দেয়া হয় একই উপায়ে । আমি বাংলাদেশে ইন্টারনেট প্যাকেজের দাম কমানো নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম । আড়াইহাজার 'লাইক' ও তিনশত 'শেয়ারের' পরপরই যখন পোস্ট সরিয়ে দেয়া হলো , তখন ভেবেছিলাম বিটিআরসি বা অন্য কোনো ইনফ্লুয়েনশিয়াল কোনো অর্গানাইজেশনের কারনে পোস্ট সরিয়ে দেয়া হয়েছে । কেননা এত এত রিপোর্ট করে সরিয়ে দেয়ার মতন সামর্থ্য বা সময় ফেসবুকে কারও আছে বলে মনে হয় নাই । পরবর্তীতে ফেসবুকের একজন সুহৃদ আমাকে ইনবক্স করে জানালেন , অনেকের এইভাবে স্ট্যাটাস সরিয়ে দেয়া হয়েছে এবং তা কোনো রিপোর্টিং করে না । তখনই বিষয়টা খোলাসা হয় এবং একইসাথে ফেসবুকের আরো কয়েকটি দূর্বলতা চোখে পড়ে ।



এর মাঝে আমি বিবদমান বেশ কয়েকটি গ্রুপসহ অনেককেই বলেছিলাম , যদি তারা এইভাবে সবার স্ট্যাটাস রিমুভ করে দিতে থাকে , তবে অবশ্যই অবশ্যই আমি সবার কাছে এই ''ক্ষমতা'' (!)র খবর জানিয়ে দেব । দুয়েকজন এই ত্রুটিকে ব্যবহার করে অন্যদের জিম্মি করে রাখবে , অন্যরা তটস্থ থাকবে , তা হওয়া উচিত নয় । ফেসবুকের আরিফ আর হোসেইন ভাই একইসাথে চেষ্টা করেছিলেন , ফেসবুকে হানাহানি এবং স্ট্যাটাস রিমুভের অপংসস্কৃতি বন্ধের । তাতেও কাজ হয় নি ।



এখানে স্পষ্টতই জানিয়ে দেয়া যাক , দূর্যোধন সিপি গ্যাং , বেঙ্গল এনোনিমাস বা পাগলা গ্রুপের সাথে যুক্ত নয় । এইভাবে একের পর এক পোস্ট রিমুভের খেলা বন্ধ করার জন্য আমি আহবান জানালেও তারা ( আমি জানি তারা কে ) আমার পোস্ট সরিয়ে দিয়েছে বারবার । কিন্তু এইভাবে কতদিন ? এই বিষয়টা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আনার জন্য অনেকেই চেষ্টা করছেন , রিপোর্টের এই ত্রুটির সমাধান না হলে কয়েকজনের কাছে ফেসবুক জিম্মি হয়ে থাকতে পারে না , সুতরাং খেলাটা সমান হোক । সবাই জানুক । ফেসবুকে হানাহানি বন্ধ করার জন্য এই পোস্ট রিমুভকারীদের অনেককেই আমি বারবার আহবান জানিয়েছি , তাদের বলেছি- তারা এই কাজ চালিয়ে গেলে ''সুপ্ত জ্ঞান'' প্রকাশ করে দেয়া হবে । আমি নিরুপায় । এই পোস্ট রিমুভের খেলা আর চলতে পারে না । সাধারন শত্রুতার কারনেও অনেকেই যখন এই 'জ্ঞান' কাজে লাগিয়ে অন্যদের পোস্ট 'খেয়ে' দিচ্ছে , তখন তা থামাতে ''জ্ঞানের'' গুরুত্ব কমিয়ে দেয়াটা উচিত বলেই এইমূহুর্তে মনে হচ্ছে ।





সবাই ফেসবুক কর্তৃপক্ষের কাছে মেইলে জানাই (অথবা এখানে ) অথবা মেইল করা যেতে পারে [email protected] -এ এই অপব্যবহারের বিষয়ে , তবেই হয়তো রক্ষা পাবে আপনার মত এবং মতপ্রকাশ । নতুবা একেকজন নিজেকে সর্দার বানিয়ে ফেলবে , এবং সর্দারের মর্জিতে চলতে থাকবে গ্যাং-ওয়ার ।



আমরা সেই ফেসবুক চাই না ।





এডুকেশন ফর অল ! ( ;) )

পোস্টে কোনো কমেন্ট অপশন রাখা হলো না ।



@ যেকোন দরকারে দূর্যোধন(ফেসবুক) দূর্যোধন(টুইটার) । সবাইকে ধন্যবাদ ।

মন্তব্য ২৩৪ টি রেটিং +৮৯/-০

মন্তব্য (২৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫২

দূর্বা জাহান বলেছেন: কাহিনী ফাঁস করে ভালোই করেছেন, একদল জানবে আরেকদল জানবে না তা তো হয় না!
দেখি এখন কি হয়, তবে সুবিধা হলো এই যে অনেকে নিজেই নিজের স্ট্যাটাস সরিয়ে দাবি করছিল যে তাদের স্ট্যাটাস খেয়ে দিচ্ছে , এখন আর করবেনা আশা করি।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৮

দূর্যোধন বলেছেন: হ্যাঁ । আমরা এখন অন্যকে শুরুতেই অবিশ্বাস করার আগে একটু খতিয়ে দেখবো ।
ধন্যবাদ দূর্বা ।

২| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

বিডি আইডল বলেছেন: কমেন্ট অপশন না থাকা সত্ত্বেও দেখেন ক্যামনে আমি হ্যাক কইরা কমেন্ট করলাম ;)

২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

দূর্যোধন বলেছেন: কমেন্ট অফ করবো ভেবেছিলাম , কিন্তু ফেবু আইডি ডি-একটিভেট করবো বলে এখানে কমেন্ট অন করলাম ।

৩| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

জাহিদুল হাসান বলেছেন: আমিও কমেন্ট করলাম। দেখি আপনার মত করে কাজ হয় কি না। কার স্ট্যাটাস খামু, ভাবতাছি।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪০

দূর্যোধন বলেছেন: আপনি আপাতত জুকারবার্গেরটা খান দেখি । স্ক্রিনশট রাখবেন পারলে ।

৪| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

বিডি আইডল বলেছেন: সামুর সার্ভার পরিবর্তনের পর ইমেজ আপলোড করলে হেজি হয়ে যায়...আপনার স্ক্রিণ শট একটাও পরিস্কার না এই কারণে

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪১

দূর্যোধন বলেছেন: হ । আর কয়েন না :(

৫| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

নিশ্চুপ শরিফ বলেছেন: যাইনা গেলাম। এখন সবার একাউন্ট খামু। ভাত খাইতে আর ভালো লাগে না :P

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪১

দূর্যোধন বলেছেন: হা খোদা !

৬| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০১

জিএম শুভ বলেছেন: অনেক কিছু জানা হলো। তবে এইসব কিছু আবাল আর বেকার পুলাপাইনের কাম আমি সিউর। শালার কি বাহাদুরি দেখায় স্ট্যাটাস রিমুভ করে।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪২

দূর্যোধন বলেছেন: তাই সবাইকে জানিয়ে দিতেই হলো । আশা করি ফেসবুকের কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নেবেন ।

৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

আহমেদ জামান বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল জিনিস শিখালেন । :)

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

দূর্যোধন বলেছেন: জিনিস ভালো না । নিঃসন্দেহে ।

৮| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: !:#P !:#P !:#P !:#P

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ । আশা করছি খুব দ্রুতই তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবো , যেতেই হবে ।

৯| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৬

দ্যা অক্সি সেভেন বলেছেন: গবেষণা মূলক পোস্ট। ধন্যবাদ

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫০

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ । আশা করছি খুব দ্রুতই তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবো , যেতেই হবে ।

১০| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১১

টেস্টিং সল্ট বলেছেন: খাই দেন বদ্দা, সব খাই দেন =p~ =p~ =p~

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৫

দূর্যোধন বলেছেন: টেস্টিং সল্ট দিয়ে ?

১১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: আরে এতো সহজ ??? চমৎকার !! :) :) :)
দেখি কার কার স্টাটাস খাওয়া যায় !! ;););)

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৬

দূর্যোধন বলেছেন: অপব্যবহার কইরেন না । :(

১২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৯

মামুণ বলেছেন: খেলাটা এই বার সমানে সমান হবে দূর্যো দা ।

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৭

দূর্যোধন বলেছেন: কিন্তু এর সল্যুশন বের করতে হবে যে , মামুন ভাই !

১৩| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২৩

মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলেছেন: দাদা খুব ভাল পোস্ট। কিন্তু এর অপব্যাবহার নিয়ে শঙ্কিত.............. :| :| :|

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৮

দূর্যোধন বলেছেন: সেই জন্যই তো লেখা । এর সল্যুশন বের করতে হবে ।

১৪| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"The Incredibles" নামে একটা এনিমেটেড মুভির ডায়ালগ ছিল কিছুটা এরকম যে..... "......And when everyone will be super, no one will be."


আপনার এই পোষ্ট দেখে কথাটা কেমন জানি মনে পড়ে গেল। :D

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

দূর্যোধন বলেছেন: পারফেক্ট ! :)

১৫| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২৭

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: এখন ফেসবুকেও দাদাগিরি চলে! কই যামু! বাই দি ওয়ে, থ্যাংকস দাদা! তাও জানাতো গেলো ক্যামনে এতো দ্রুত পোস্ট গায়েব করতো!!

২২ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

দূর্যোধন বলেছেন: জানলেই হবে না , এর সমাধানও জরুরী ।

১৬| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২৮

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ দূর্যোধন। কেউ খাবে তো কেউ খাবেনা এইটা হওয়া উচিৎ না ;)

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫০

দূর্যোধন বলেছেন: ঠিক , তবে এর সমাধান হওয়া জরুরী ।

১৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২৯

মিনহাজুল হক শাওন বলেছেন: দিছেন ফাটায়া!

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫০

দূর্যোধন বলেছেন: ফাটাইনাই শাওন , এইটা সবার জন্য খুবই খারাপ একটা বিষয় । :(

১৮| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩০

আমাবর্ষার চাঁদ বলেছেন: জাইন্না গেলাম............... :D :D :D :D

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫১

দূর্যোধন বলেছেন: ঞ !

১৯| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

যারা যারা ব্লগ ছেড়ে ফেবুতেই নিয়মিত, তাদের তাদের স্ট্যাটাস খাওয়ার চিন্তা করতেছি ;)
:P

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫১

দূর্যোধন বলেছেন: :( :(

২০| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩২

আরিফুল ইসলাম সনেট বলেছেন: দিলেন তো সব ফাস কইরা?

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫১

দূর্যোধন বলেছেন: এর দরকার ছিলো , সনেট ।

২১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

আশীষ কুমার বলেছেন: গুড জব। এটাকেই বলে ফেবুলিকস্।





=p~

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫২

দূর্যোধন বলেছেন: সমাধান হওয়াটা জরুরী , অ্যা শী ষ ভাই ।

২২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

দি সুফি বলেছেন: বলদা ফেইসবুক /:)

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

দূর্যোধন বলেছেন: রীতিমত অবিশ্বাস্য ! ফেসবুকের মতন সাইটে এমন সব ফ্ল , যা দিয়ে আপনি আনভেরিফাইড একাউন্ট দিয়ে আরেকজনের স্ট্যাটাস খেয়ে দেবেন ! ভাবা যায় ?

২৩| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

পিনিকবাজ বলেছেন: পাইছি! নতুন পিনিক দ্রব্য। ছাগ সোনারা খারাও আইতাছি উইথ দুর্যোধন মিসাইল।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

দূর্যোধন বলেছেন: ঞ !

২৪| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪২

সুদীপ্ত কর বলেছেন: শুরুতে কমেন্ট করতে গিয়ে দেখলাম কমেন্ট অফ। এখনো কমেন্ট অফ। আর না পাইরা হ্যাক কইরা কমেন্ট দিলাম :P

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৪

দূর্যোধন বলেছেন: আপাতত সুদীপ্ত কর নিক দিয়েই কমেন্ট করি ।

২৫| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: একেবারেই ভালো লাগছে না এইসব।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

দূর্যোধন বলেছেন: কিন্তু মুখোমুখি হতেই হবে এসবের । অনলাইন একটিভিজম চালানোর , কম্যুনিটি কনট্যাক্টের এই বিখ্যাত মাধ্যমে এইসব সিকিউরিটি ফ্ল থাকতে পারে না ।

২৬| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলেছেন: দাদা খুব ভাল পোস্ট। কিন্তু এর অপব্যাবহার নিয়ে শঙ্কিত..............

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

দূর্যোধন বলেছেন: :(

২৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: দু:খের বিষয় ছবি ঠিক মত দেখা যাচ্ছে না। তাই আপনার স্ট্যাটাস খেয়ে দিতে পারলাম না। :P

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

দূর্যোধন বলেছেন: ব্রুটাস !

২৮| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দূর্যোধন দা, আপনাকে ধন্যবাদ ফেসবুকের এই রকম একটা ত্রুটির কথা সবাইকে জানিয়ে দেবার জন্য।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

দূর্যোধন বলেছেন: িন্তু সমাধান বের করতেই হবে , মোস্তফা কামাল ভাই ।

২৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০৫

অনির্বাণ রায়। বলেছেন: হ্যাটস অফ । 8-|

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

দূর্যোধন বলেছেন: এখন একতাবদ্ধ হোন , যাতে করে এই ত্রুটি দূর করা যায় ।

৩০| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৪

নোমান নমি বলেছেন: আপনে এখন একটা স্ট্যাটাস দেন। খায়া প্র্যাকটিসটা শুরু করি

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

দূর্যোধন বলেছেন: আপনার কি একটাও স্ট্যাটাস নাই ? :(

৩১| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৫

চারকল বলেছেন: শেষ পর্যন্ত যুদ্ধে হেরেই গেলেন দূর্যো'দা। আপনার জয়টা আরো বেশী আনন্দদায়ক হত। যাই হোক একপক্ষীয় নিপীড়ন অন্তত অবসান হবে। পোষ্টের জন্য ধন্যবাদ।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

দূর্যোধন বলেছেন: আপনারা জানেন , আমি চেষ্টা চালিয়ে গেছি । অনেক বার স্ট্যাটাস রিমুভ হয়েছে আমার । তাও বারবার বলেছি এসব থামাতে । অপব্যবহার কখনোই ভাল ফল আনে না।

৩২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৫

সন্ধি মুহিদ বলেছেন: বাহ বাহ। চমৎকার

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

দূর্যোধন বলেছেন: :)

৩৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৬

অনিক আহসান বলেছেন: অসাধারন ...খেলা এবার ফেয়ার হবে !:#P সাইবার গ্যাং স্টাররা এইবার ঠেলা সামলাও

২২ শে মে, ২০১৩ রাত ১:০০

দূর্যোধন বলেছেন: খেলাটা আর একপক্ষীয় থাকবে না । কিন্তু এই ত্রুটি দূর না হলে কেউই ফেসবুকে লেখালেখি করতে পারবেন না । ভরসার কথা , এখন সবাই মিলে সোচ্চার হতে পারবো । সবাই না জানলে বাজে কাজে ব্যবহার হতে পারতো এবং অনেক ক্ষেত্রেই হচ্ছিলো ।

৩৪| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: এডুকেশন ফর অল ! ( ;) )
পোস্টে কোনো কমেন্ট অপশন রাখা হলো না ।


দুর্যো'দা, কেমনে কি :| :|

২২ শে মে, ২০১৩ রাত ১:০১

দূর্যোধন বলেছেন: ইয়ে , মানে কমেন্ট অফ রাখার কথা ভেবেই পোস্ট করা হয়েছিল । পরে দেখলাম ফেসবুক থেকে অবসর নিয়ে আপাতত ব্লগে আসি । তাই অন করা হয়েছে ।

৩৫| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: নিজের স্টাটাস নিজেই খামু এখন হইতে। খিক্স।

২২ শে মে, ২০১৩ রাত ১:০১

দূর্যোধন বলেছেন: হা খোদা ! ব্রুটাস !

৩৬| ২১ শে মে, ২০১৩ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর সুন্দর।!!!! মাইরটা এমন হলেই ভালো।

২২ শে মে, ২০১৩ রাত ১:০২

দূর্যোধন বলেছেন: কিন্তু সমাধান করে ফেলাটা জরুরী । সামাজিক সাইট যা কিনা অনলাইন এক্টিভিজমে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে , তাতে এমন ত্রুটি কাম্য নয় , জাদীদ ।

৩৭| ২১ শে মে, ২০১৩ রাত ১১:২৪

আপেল বেচুম বলেছেন: কাজের জিনিস ।
কেউ খাবে, কেউ খাবে না,
তা হবে না, তা হবে না ।

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৪

দূর্যোধন বলেছেন: কিন্তু অপব্যবহার রোধ করাটা খুবই জরুরী ।

৩৮| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

অনিরূদ্ধ বলেছেন: এই বুদ্ধি!! B:-/

আমি বোকার মতো ফেইসবুকের ওপেন গ্রাফ এ.পি.আই ওলট পালট করে ফেললাম, দেখলাম কন্টেন্ট রিপোর্ট করার জন্য কোনও এ.পি.আই ডেফিনেশন নাই। থাকলে একটা এন্ড্রয়েড এ্যাপ বানিয়ে ফেলা যেতো। পরে অনেকক্ষণ সময় চিন্তা করলাম ফেইসবুকের কোনও সিকিউরিটি হোল আছে কিনা যেটা কাজে লাগিয়ে কয়েকটা এ.পি.আই কম্বাইন করে মাস রিপোর্টিং করা যায় কিনা! শেষমেষ ক্ষ্যামাক্ষান্ত দিলাম। আর এখন দেখি এই কাহিনী! :((

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৬

দূর্যোধন বলেছেন: আপাতদৃষ্টিতে অনেক কিছুই জটিল মনে হলেও 'বাগ' বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সিম্পল কারনেই সৃষ্টি হয় :(

৩৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: বাবারে......... :|| :|| :|| :||

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৬

দূর্যোধন বলেছেন: :( :(

৪০| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

মুশাসি বলেছেন: এই বাজে সংস্কৃতি বন্ধ হউক, উই শুড ট্রাই টু ফিগার আউট সামথিং ভেরি সুন!

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৭

দূর্যোধন বলেছেন: এক্সাক্টলি সিরাজ , আজও চেষ্টা করলাম । সমস্যা কিছুটা থেকেই যাচ্ছে ।

৪১| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নোমান নমি বলেছেন:
আপনে এখন একটা স্ট্যাটাস দেন। খায়া প্র্যাকটিসটা শুরু করি
;)

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৭

দূর্যোধন বলেছেন: :( :(

৪২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

সেচ্ছাসেবক বলেছেন: খ্যাতির বিরম্বনা ... গুখোর, কাঠালপাতাখোর, অখাদ্যখোরেরা লে ঠেলা ...

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৮

দূর্যোধন বলেছেন: খেতে খেতে সব খেয়ে ফেলছে । :(

৪৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৯

প্রিন্স হেক্টর বলেছেন: আইডি কিভাবে খাইলো? হোসাইন মোহাম্মদ মোশাররফ ভাইয়ের আইডি গায়েব :-/ :-*

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৯

দূর্যোধন বলেছেন: তাই নাকি ? আইডি খাওয়াটারও একটা কারন আছে । গতকাল রাতে তাকে ফেসবুকেই এভেইলেবল দেখেছিলাম ।

৪৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৯

অর্ণব আর্ক বলেছেন: ফেসবুক ভদ্রস্থ সামাজিক মানুষের জন্য নাই। আচোদা রাস্তার রাজনীতি অনলাইনে আনার জন্য না। যারা এই কাম করছে, কিংবা যারা নোংরা পোস্ট দিয়ে বিখ্যাত হৈতে চাচ্ছে তাদের চৌদ্দ গুষ্টিতে গদাম। কৈ আপনার পোস্ট, আরিফ আর হোসাইনের পোস্ট, ইশতিয়াক চয়নের পোস্ট, ওয়াহিদুজ্জামানের পোস্ট এগুলোতো ঠিকই হিট হয়। আপনাদের তো দরকার হয়না সুড়সুড়ি মারার। সো এইগুলো বলদামি। সির্ফ বলদামি। এগুলো ত্যাগ করা সময়ের দাবি। :(

২২ শে মে, ২০১৩ রাত ৮:১১

দূর্যোধন বলেছেন: হিট লাইক শেয়ারের কথা পরে , ভাই । আপনি মত প্রকাশ করবেন, আরেকজনের বিরুদ্ধে সেই মত যাবে আর খেয়ে দেবে। এইরকম হয়ে গেছে ফেসবুক ।

৪৫| ২২ শে মে, ২০১৩ রাত ১২:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: চামেন্ডিং পোস্ট।

যদিও এসব স্ট্যাটাস খাওয়াখাওয়ী বড়দের ব্যাপার স্যাপার। তবু জেনে রাখা ভাল।

এই বিষয়টা সবাইকে জানিয়ে দেয়ার জন্য যে মানসিকতা দরকার, সেটা আপনার রয়েছে বলে অনেক বেশি ধন্যবাদ।

রেসপেক্ট!!!

২২ শে মে, ২০১৩ রাত ৮:১২

দূর্যোধন বলেছেন: বড় ছোট কিছুনা , প্রজন্ম । আপনে দলের পক্ষে বললে লীগ খেয়ে দেবে , লীগের পক্ষে বললে দল । এইরকমভাবে গ্যাং-ওয়ার চললে অনলাইনে এক্টিভিজম বলে আর কিছুই থাকে না ।

৪৬| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৩০

রাসেল১৩ বলেছেন: মাইরা ফালাইলো দেখি :/

ওহে ছাগু আমার একটা স্ট্যাটাস রিমুভাইলে খবর আছে কয়ে দিলাম ;)

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৪

দূর্যোধন বলেছেন: হুমকি দিয়ে কাজ হবে না । সবাই একত্রে নড়াচড়া শুরু করেন । ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে ।

৪৭| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৩২

নোবিতা রিফু বলেছেন: অনেকদিন পর ব্লগে পুরান ফিলিংস পাইতেছি... :)

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৫

দূর্যোধন বলেছেন: ফিলিং আছে , সাথে হুমকিও আছে :)

৪৮| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

রাশেদ রিয়াদ বলেছেন: এবার কোন কথা হবে না...খালি সালাদের লিস্ট দরকার!!! X( X( X(

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৬

দূর্যোধন বলেছেন: ভাইয়া , অপব্যবহার না । সবাই একত্রে এই ত্রুটি দূর করতে কাজ করি ।

৪৯| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ফেসবুকের প্রাইভেসি নিয়ে আমি এম্নিতেই কাঁচা। খুব ভালো একটা জানি না। আপনার পোস্টে ফেসবুকের বিশাল একটা ত্রুটি জানতে পারলাম।
ধন্যবাদ।

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৬

দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ গন্ডমূর্খ । :)

৫০| ২২ শে মে, ২০১৩ রাত ১:০০

অনির্বাণ রায়। বলেছেন: হুম , আল্রেডি সেন্ডিং মেইল টু মার্ক জুকার্বার্গ ।

সবাই মেইল করেন ওদের , রিপোর্ট দেন , তাহলে কাজ হুতে পারে ।

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৭

দূর্যোধন বলেছেন: ইনফো এট ফেইসবুক ডট কমে মেইল করেছেন ? অন্য কোনো কনট্যাক্টের উপায় ?

৫১| ২২ শে মে, ২০১৩ রাত ১:০৯

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৮

দূর্যোধন বলেছেন: :) :)

৫২| ২২ শে মে, ২০১৩ রাত ১:১৩

আমিনুর রহমান বলেছেন:

দিলেন তো সব ফাঁস করে ! আসুন ফেবু কম ব্লগিং বেশী করি :P



এডুকেশন ফর অল ! ( ;) )
পোস্টে কোনো কমেন্ট অপশন রাখা হলো না ।

আমি কেমনে করলাম ;)

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৯

দূর্যোধন বলেছেন: অনলাইনের জীবনের প্রায় পুরোটাই তো ব্লগিং-ই করলাম , কিন্তু এইভাবে কারিগরি ত্রুটির অপব্যবহার হতে দেয়া যায় না- সবার স্বার্থেই ।

ধন্যবাদ ।

৫৩| ২২ শে মে, ২০১৩ রাত ১:৩১

মোঃমোজাম হক বলেছেন: অবশেষে পাগলাদের নাও ডুবাইতে শিখাইয়াই দিলেন :P :P

২২ শে মে, ২০১৩ রাত ৮:২০

দূর্যোধন বলেছেন: তারা তো সব পাগলেরই সাঁকো নাড়াইতে বলছে :(

৫৪| ২২ শে মে, ২০১৩ রাত ১:৫২

অচিন.... বলেছেন: দ্রুত কোনো মুভির রিভিউ না দিলে আপনার সব স্ট্যাটাস খাই দিমু X(

২২ শে মে, ২০১৩ রাত ৮:২০

দূর্যোধন বলেছেন: হা খোদা ! :(

৫৫| ২২ শে মে, ২০১৩ রাত ২:৩৯

পরিতোষ পাল বলেছেন: দেখি ট্রাই মাইরা..

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৫

দূর্যোধন বলেছেন: কমেন্ট স্কিপ কইরা গেছি , খেয়াল না কইরাই । দুঃখিত ।

৫৬| ২২ শে মে, ২০১৩ রাত ৩:০০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ইডা থেকে বাঁচতে চাইলে ফেসবুকের প্রাইভেসী ফ্রেন্ডস বা ফ্রেন্ডস্ অফ ফ্রেন্ডস্ না করা ছাড়া আর কোন উপায় নাই। :-/

২২ শে মে, ২০১৩ রাত ৮:১৩

দূর্যোধন বলেছেন: আরো কিছু অপশন হয়তো আছে । যেমন ধরুন ক্যাপশন ছাড়া ছবি প্রকাশ করা , ক্যাপশন ছাড়া লিংক প্রকাশ ।

৫৭| ২২ শে মে, ২০১৩ রাত ৩:২০

নিয়েল হিমু বলেছেন: আপনার এই পোষ্টের চুম্বক অংশ স্বাধীনতা বিরোধীরা লুফে নিয়েছে মনে হয় দেখলাম ।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬

দূর্যোধন বলেছেন: e=mc2 কে কিভাবে ব্যবহার করবে , তা সম্পূর্ন ব্যবহারকারীর দায়িত্ব ।

৫৮| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৪

ফারুক মৃধা বলেছেন: সিপি গ্যাং আগে এই কাজ শুরু করেছে ....এবার সিপি গ্যাংকে ছাগুরা গ্যাং করতাছে আবার ...তবে আমাদের সুশীলদের একটা দোষ , যখন সিপি গ্যাং এটা শুরু করলো কেউ কিচ্ছু বললো না ..যখন ছাগুরা প্রতিশোধ নিচ্ছে এখন সবাই এর বিরুদ্বে বলছে ...এই রকম সুশিলতাকে গদাম

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

দূর্যোধন বলেছেন: গদাম পর্যন্ত দৌড়ই সম্বল হলে আপনার জন্য সমবেদনা ।

৫৯| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৫

সাদরিল বলেছেন: বাদ দেন ফেসবুক।ব্লগে আগের মতো পোস্ট দেবার অনুরোধ রইলো...

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

দূর্যোধন বলেছেন: আশা রাখছি সাদরিল,সবখানেই থাকছি ।

৬০| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৭

আমি মুখতার বলেছেন: প্রথমে কার স্ট্যাটাস খামু এই চিন্তা করতে করতে ভাব্লাম, আগে নিজেরটাই খাই। কিন্তু যতবার খাইতে যাই নেট বন্ধ হইয়া যায়!! খোদা কি আমারে একটু টেস্ট করতে দিব না!

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

দূর্যোধন বলেছেন: নিজের স্ট্যাটাস খাওয়াও তুলনামূলকভাবে ভালো ।

৬১| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:৫১

আমি রুবেল বলেছেন: সবাই ফেসবুক ছাইড়া গেলে ছাগুরা কেপি'র অভাবে মরবে। কেপি না পেয়ে ফেবু ছেড়ে একসময় ছাগুরাও পালাবে। ফেবু তো মরুভূমি হয়ে যাবে। না না, ফেবু মরুভূমি হলে উটেরা, আরবরা দখল করবে, ছাগরাজত্বে উট রাজত্ব করবে, খেজুর গাছ ফলবে, তেল মিলবে, তেল রপ্তানি করে ফেবু সৌদির মত ধনী হইবে, ফেসবুকের অর্থ উপচাইয়া পড়বে..............................
অতঃপর ফেবুকে ধনী বানাইয়া ছাগুরা কেপি'র সন্ধানে আবার আপনাদের পিছনে লাগবে, আপনারা ছাড়া ছাগু বাঁচিবে ক্যামনে? নতুন জায়গায় যেন ছাগুরা কাঁঠালপাতা দেখতেই থাকে, কিন্তু নাগাল যেন না পায়, ল্যাদাতে যেন না পারে

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

দূর্যোধন বলেছেন: চিন্তার লাগাম পুরাই ছাইড়া দিছেন , হাহাহাহাহ !
ঠিকাছে, খেয়াল থাকবে :)

৬২| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আমারও একটা নিরীহ ইসটাটাস খাইছে ।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

দূর্যোধন বলেছেন: আহারে , বেচারা :(

৬৩| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৯

Crazy তৌফিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

দূর্যোধন বলেছেন: স্বাগতম,তৌফিক ।

৬৪| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:১২

বাংলার হাসান বলেছেন: বাহ! ভালতো, ভালো না।

তয় আমার টেনশন নাইক্কা আমিতো আর সেলিব্রেটি না। তয় ইদানিং দুই প্রকারের প্রানী কাঠাল পাতা ও ঘাস খাওয়া বাদ দিয়ে ফেবু স্ট্যাটাস যেভাবে খাচ্ছে শেষ পর্যন্ত না আবার ফেবুই খাইয়া ফালায়। :( :( :( :(

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

দূর্যোধন বলেছেন: হাহাহাহাহা !মন্তব্যে রম্য আছে , তবে সিরিয়াস ব্যাপার ধরে বলি - ব্যাপারটা সেলিব্রিটি বা নন সেলেব্রিটি নিয়ে নয় । ব্যক্তিগত জীবনের বা অনলাইনের শত্রুতা নিয়ে আপনার লেখালেখির উপর কাঁচি চালানোটা পুরোপুরি অগনতান্ত্রিক এবং অনৈতিক ।

৬৫| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:২৪

সাদা-কালো বলেছেন: এই বুদধি কিডা বাইর করছে??? তারে আগে পিডানো দরকার X( X( X(

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

দূর্যোধন বলেছেন: একইসাথে ফেসবুকের ডেভেলপারদে ,যেইগুলা ইংরেজি ভাষার সিকিউরিটি বাংলা ভাষার ক্ষেত্রেও রাখছে । ইংলিশে যা ইচ্ছা তাই নাম নেয়া যায় না, সুতরাং এই রকম চিপাচুপাও চলে না । কিন্তু বাংলা ভাষাতে কোনটা নাম আর কোনটা দিয়া হ্যারাসমেন্ট হইলো - তাও অটোমেটেড বানায়া রাখছে ব্যাটারা ।

৬৬| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:৫৫

জাবের তুহিন বলেছেন: দুর্যো দা এই পদ্ধতি প্রয়োগ করে কি মার্ক সাহেবের পোস্ট খাইতে পারুম ???
আর ফেসবুকের ওই লিঙ্কে যেয়ে কিভাবে করতিপক্ষকে জানাবো ??

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

দূর্যোধন বলেছেন: মেইল করেন আপনার কমপ্লেইন । আর জুকারে খাওয়া যাবে কিনা চেক করিনাই । করা দরকার ।

৬৭| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:০৬

হাসান রেজভী বলেছেন: সালার আমরা বাঙ্গালীরা আসলেই একটা বাল .....

সবাই একটা জিনিসকে পজিটিভ ভাবে কাজে লাগায় .... আর আমরা করি উল্টা ..... কি দরকার ছিল এইরকম আকাম বাইর করার .... এখন এত সুন্দর একটা মাধ্যম ধ্বংসের পথে ....

অবশ্য ব্লগ মালিকদের খুশি হওয়ার কথা ... সবাই আবার ব্লগে ফিরতে পারে এই ঝামেলায় .....

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

দূর্যোধন বলেছেন: চিপাচুপা সবখানেই আছে । নিজেদের মাধ্যম নিজেদের গুছায়ে রাখতে হয় । যাদের অগোছালো থাকার অভ্যাস,তাদের কথা আলাদা । যেখানে খাবে,সেখানেই হাগবে :)

৬৮| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:২১

দ্যা রক্ বলেছেন: আমার কয়েকটা পোস্ট ই ছিল BTRC নিয়া... সব নাই।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

দূর্যোধন বলেছেন: বিদঘুটে বিষয় ।

৬৯| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: :| :| :|

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

দূর্যোধন বলেছেন: :(

৭০| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এডাল্ট'রা যখন ছেলেমানুষি করে সেটা দেখতে সার্কাসের মত লাগে!

- এটা আমার নেক্সট ফেবু ষ্টেটাস - জানিনা লাইনটা এসব স্ট্যাটাস খাওয়াখাওয়ি সাথে যায় কিনা !!

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

দূর্যোধন বলেছেন: অবশ্যই যায় !

৭১| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

হাছুইন্যা বলেছেন: প্রিয়তে নিলাম, প্রথম টার্গেট জুকা শালা X(

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

দূর্যোধন বলেছেন: ঐ ব্যাটার কয়েকটা গায়েব করতে পারলেও ব্যাটা এইদিকে নজর দিত । :(

৭২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১০

সুখী চোর বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে ... ;) ;) ;)

দূর্যো দা, অফকোরস এজুকেশন ফর অল ... আই মিন, বাঁচতে হলে, জানতে হবে

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

দূর্যোধন বলেছেন: জানলাম,কিন্তু বাঁচবার সম্পূর্ন কার্যকরী উপায় এখনো খুঁজছি ।

৭৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ,সেলিম আনোয়ার ।

৭৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

পথেরহাট. বলেছেন: বাঙ্গালির বুদ্ধি সেইরাম ....

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

দূর্যোধন বলেছেন: নিঃসন্দেহে এটা কু-বুদ্ধি ।

৭৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

আমি সাজিদ বলেছেন: বাহ

ভালোই তো

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

দূর্যোধন বলেছেন: ঞঁ ! ঞঁ !

৭৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এতো দিন পর পোস্ট দিলে টেকি পোস্ট দিতে হয় :)

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

দূর্যোধন বলেছেন: লজ্জা দেন কেন,ভাই ?

৭৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

কুল_কুয়াইট বলেছেন: মার্ক জুকারবারগের কয়েকটা পোস্ট এভাবে খেয়ে দিলেই হয়।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

দূর্যোধন বলেছেন: চেষ্টা করে দেখেছেন ? :)

৭৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভুয়া পোস্ট । /:) /:)

আমি জুকারিয়ার টা খাইতে গেছিলাম,কাম হয় নাই =p~ =p~ =p~ =p~

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

দূর্যোধন বলেছেন: স্বাক্ষী হাজির !

৭৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

ত্রিভুবন বলেছেন: হেহে

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

দূর্যোধন বলেছেন: :(

৮০| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

অন্তহীন বালক বলেছেন: ও এই কতা?
এই কাম করে আবাল গুলো!!!

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

দূর্যোধন বলেছেন: জ্বি- দুঃখজনক হলেও তাই ।

৮১| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

অংকনের সাতকাহন বলেছেন: পুরাই ভোদাই হইয়া গেলাম! বাঙালি পিছনে আঙ্গুল দিতে আসলেই ওস্তাদ, কারণ তারা আসলেই কারণটা জানে।
থ্যাংকস ফর ইউর এডুকেশন স্যার :-B :-B :-B :-B

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

দূর্যোধন বলেছেন: ওয়েলকাম , অংকন :)

৮২| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৫৩

মারুফ মুকতাদীর বলেছেন: একটার পর একটা ক্যচাল লাইগাই আছে, ভাল্লাগে না……………… এখন সপ্ন দেখি, সব আবার আগের মত শান্ত হয়া গেছে, আবার দূর্যোদার মুভি রিভিউ পড়তেছি………………… ছোট না রে ভাই, এইটাই এখন বিশাল সপ্ন মনে হয! :(

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

দূর্যোধন বলেছেন: আপনার মতন অনেকেই এখন নির্ঝঞ্ঝাট জীবনে ফিরতে চাচ্ছে । :(

৮৩| ২২ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

খাজা মুহামমদ মাসুম আহমেদ বলেছেন: https://www.facebook.com/duurzodhon apnar page o to mone hay khaicee chagoora .

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২১

দূর্যোধন বলেছেন: না, খায় নি । কিছুদিন ডি একটিভেট করা ছিল । :)

৮৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:৩৬

আলফা-কণা বলেছেন: +

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২১

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আলফা-কণা ।

৮৫| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

বর্ণহীণ বলেছেন: !!

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৬

দূর্যোধন বলেছেন: :(

৮৬| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:১২

আমি তুমি আমরা বলেছেন: এডুকেশন ফর অল। ধইন্যাপাতা এই জ্ঞানের জন্য :)

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৭

দূর্যোধন বলেছেন: কেমন কাটছে সময় ?

৮৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
জানার আছে অঅঅন্নেক কিছু।

এডুকেশন ফর অল ভাল্লাগসে।

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৮

দূর্যোধন বলেছেন: কি খবর মুবিন ? ভাল আছেন নিশ্চয়ই ।

৮৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১৪

নীল জোছনায় একজন হিমু বলেছেন: অস্থির

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৯

দূর্যোধন বলেছেন: কিন্তু অপব্যবহার দুঃখজনক ।

৮৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৩১

রায়হান হোসেন রানা বলেছেন: খাইয়া ফানা ফানা , আগেই জানতাম ।
হুম , খাওয়ার মজাই আলাদা । B-) B-)

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১০

দূর্যোধন বলেছেন: এইখানে মজার কিছুই নাই , বিলিভ :(

৯০| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নিশাচর্‌ বলেছেন: ওস্তাদ.... আম্লিগ, বাম্লিগ, জাম্লিগ সবগুলার উপর একলগে ছ্যারছ্যারাইয়া সুসু কইরা দিলেন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১০

দূর্যোধন বলেছেন: আস্তাগফিরুল্লাহ :(

৯১| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৬

মুনতা বলেছেন: সবাই সবকিছু শিখা ফেলাইতেছে,খালি আমি ই কিছু শিখতে পারলাম না..... :P

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১১

দূর্যোধন বলেছেন: আপনে কিছুই শিখতে পারেন নাই-এই অনুভূতিটাই যে শিখলেন , তাই কি কম শিক্ষা ? ;)

৯২| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

মাথাল বলেছেন: +++++++

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১২

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ,মাথাল ।

৯৩| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

পাগলমন২০১১ বলেছেন: প্লাস +++++++++++++++++

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১২

দূর্যোধন বলেছেন: আপনাকে ধন্যবাদ, পাগল মন ।

৯৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৬

সোহাগ সকাল বলেছেন: ইদানিং সবাই ছবি সহকারে পোষ্ট দিচ্ছে। এতে করে বিশেষ কোনো সুবিধা আছে নাকি?

আর, ব্লগে এত অনিয়মিত ক্যান দূর্য'দা? :|

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১৪

দূর্যোধন বলেছেন: ছবি সহ পোস্ট করলে এই চোট্টামি খাটে না , তাই ।

সময় কম পাই । কিন্তু খুব খুব শিঘ্রই ব্লগে নিয়মিত হচ্ছি । নিশ্চিত থাকুন ।

৯৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৮

জিয়া চৌধুরী বলেছেন: কিছু স্ট্যাটাস খাইলাম। বহুত মজা। এবার বুঝলাম ছাগুরা কেন স্ট্যাটাস খায়।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

দূর্যোধন বলেছেন: হাহাহাহাহা !

৯৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৮

রাইসুল নয়ন বলেছেন: চরম পোস্ট , দাদা ।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ , নয়ন ।

৯৭| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

নীলআকাশ1987 বলেছেন: হা হা হা চরম

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯৮| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০১

বৈশাখী ঝড়® বলেছেন: স্ট্যাটাস খাদকদের নাম তুলে ধরতেন। শাহবাগে নিয়ে এদেরকে থাপড়ে গালের কোষ ফাটানো উচিত।
তারপরও যতটুকু প্রকাশ করেছেন খুব ভালো কাজ করেছেন।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দূর্যোধন বলেছেন: লুকিয়ে লুকিয়ে কারো পোস্ট খেয়ে দেয়ার মাঝে বীরত্ব নেই । যেভাবে আমরা একে অপরের উপরে ঝাপিয়ে পড়েছি , তাতে মনে হচ্ছে - মুখে যতই গনতন্ত্রের কথা বলিনা কেন , অন্তরে প্রত্যেকেই একজন স্বৈরাচারের প্রতিচ্ছবি ধারন করি । আপনাকেও ধন্যবাদ ।

৯৯| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৭

এবং ব্রুটাস বলেছেন: গবেষণা ভালো হয়েছে /:)

++++++++++++++

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দূর্যোধন বলেছেন: তথাস্তু !

১০০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এক ফ্রেন্ডের ৪-৫টা খাইয়া ফালাইলাম দেখে দুক্ক লাগতেছে......

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

দূর্যোধন বলেছেন: কাজটা ঠিক করেন নি :(

১০১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৩:০২

ইউসুফ আলী রিংকূ বলেছেন: দারুন জিনিস শিখলাম পোস্টে ++

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ , রিংকু ।

১০২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

শাহেদ খান বলেছেন: বিশাল কাহিনী দেখছি !

শেষ কথায় সহমত - এডুকেশন ফর অল !

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

দূর্যোধন বলেছেন: হাহাহাহা ! ঠিক তাই !

১০৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৩

ইলেভেন্থ আওয়ার বলেছেন: আমার আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, কিছু ভেজাল আছে :(

...এডুকেশন ফর অল এর আওতায় কি শেখানো যায়, কিভাবে পাসওয়ার্ডটা উদ্ধার করবো ?

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

দূর্যোধন বলেছেন: মেইলে যোগাযোগ কইরেন ;)

১০৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

অর্পণ! বলেছেন:
এতোদিনে শোধ নেওয়ার একটা সুযোগ আসছে। আমার হাফ সেঞ্চুরী পোস্টের দুঃখ ভুলুম...
এইবার ফেসবুকে আইডি একটিভ করুম শুধু আপনের স্ট্যাটাস খাওনের লাইগ্গা X(

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

দূর্যোধন বলেছেন: এখনও কে জানি আমারে ব্লকান শুরু করছে :(

১০৫| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৯

অচিন্ত্য বলেছেন: আপনার অন্যান্য অনেক পোস্টের মত এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। ধন্যবাদ। আপনার পোস্ট পড়া হয়, কিন্তু সম্ভবত এই প্রথম কমেন্ট করলাম।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

দূর্যোধন বলেছেন: প্রথম বার কমেন্ট করার জন্য ধন্যবাদ :)

১০৬| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৯

গান পাগল মন বলেছেন: কামিল পোষ্ট। কয়েকটা স্ট্যাটাস খাইছি

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

দূর্যোধন বলেছেন: :( :(

১০৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

ইলেভেন্থ আওয়ার বলেছেন: হেল্প চেয়েছিলাম ! আপনার স্মৃতিশক্তি খুব খারাপ হয়ে গেছে। জলদি ডাক্তার দেখান, নয়তো স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য কোন কবিরাজ ঘরের সাথে যোগাযোগ করতে পারেন। /:)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

দূর্যোধন বলেছেন: হাহাহাহাহা..... ম্যাল ফাংশান ।

১০৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:০০

ইলেভেন্থ আওয়ার বলেছেন: শুভ জন্মদিন মিয়া ভাই।
!:#P !:#P

জন্মদিনে পার্টি দিতে হলেও অন্তত আজকে ব্লগে আসেন মিয়া ভাই B-)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

দূর্যোধন বলেছেন: ব্রেইন ম্যাল ফাংশান /:)

১০৯| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন দূর্যোধন।। !:#P

দূর্যোধন পুরাই আইলসা হইয়া গেছে /:) /:)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

দূর্যোধন বলেছেন: ব্রেইন ম্যাল ফাংশান + মেমরি ম্যাল ফাংশান /:) /:)

১১০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৩

লুবনা ইয়াসমিন বলেছেন: মিথুন রাশির ছেলে আর তুলা রাশির মেয়ে
এই দুটিতে ঘর বাধিলে সে ঘর সুখের হয়।
শুভ জন্মদিন…। অনেক দেরীতে হলেও একই অনুভুতি নিয়ে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

দূর্যোধন বলেছেন: ব্রেইন ম্যাল ফাংশান :-P :-P :-P :-P

১১১| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

~মাইনাচ~ বলেছেন: শুভ জন্মদিন দূর্যোধন !:#P !:#P

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

দূর্যোধন বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:) /:) ব্রেইন ম্যাল ফাংশান

১১২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: /:) /:) /:) /:) /:)
কি যে কমেন্ট করমু বুঝতেছি না।

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

দূর্যোধন বলেছেন: B:-)

১১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৩

বাবুআনা বলেছেন: Kড ুsekilস vhহ
amড tগ hakeপ hoyৃ galaম;) alikes

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

দূর্যোধন বলেছেন: ক চ ট ত প !

১১৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

অণুষ বলেছেন: ++++++++

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

দূর্যোধন বলেছেন: :)

১১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন: জটিল জিনিস শিখলাম তো মাইরি...! ভালো কাজে লাগাবো।

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

দূর্যোধন বলেছেন: উহু ! আমাদের অক্লান্ত চেষ্টায় সেটা ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করে এই ত্রুটি ঠিক করা সম্ভব হয়েছে :)

১১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ বর্ষন ।

১১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

নিরীহ বালক বলেছেন: এইসব কি আজব কারবার !!! X(

এমন কেন হবে ? এক জন কেনো আরেকজনেরটা খেয়ে নিবে ??

তবে একটা কথা ঠিক , কথার উত্তরে বা যুক্তির সামনে যুক্তি না আসলে , সেটা সেই যুক্তির কাছে মাথা নত করার সমানই হয় ।

হ্যাপি ফেইসবুকিং :)

১১৮| ১২ ই মে, ২০১৫ রাত ২:০৫

আহসানের ব্লগ বলেছেন: পুরান কাহীনি নতুন কইরা পপড়া মগা পাইলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.