![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাসা সাভার কলেজ রোড এ । রানা প্লাজায় যে গার্মেন্টস ফ্যক্টরী গুলো আছে তার কোনটিতেই শ্রমিক পরিবহনের জন্য বাস সাভর্িস নেই । ফলে শ্রমিকদের বাসস্থান ছিল আমদের কলেজ রোড, ব্যংক কলোনী, ইমান্দীপুর অথবা রাজাসন এলাকায় যার প্রতিটিই রানাপ্লাজার খুব কাছে । যারা মারা গিয়েছে বা নিখোজ আছে বেশীরভাগ আমার প্রতিবেশী ।আমার স্ত্রী কাল থেকে আশ পাশের বাসাগুলোতে ছোটাছুটি করছে সান্তনা দিতে । সার সার ছুটে চলা আহাজারি করতে থাকা মানুষগুলোকে দেখে কান্নায় বুক ভাসাচ্ছে । আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারছি না স্বজন হারানোদের আর্তনাদে । কাল সারাটা রাত শুনেছি পাশের বাসায় গুন গুন কান্নার শব্দ । ফজর এর নামাজ পড়েই ছুটে গেলাম অভিশপ্ত রানা প্লাজার সামনে । গত কাল সকাল থেকে ক্রন্দণরত মানুষগুলি এখন হতবিহব্বল হয়ে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসে আছে । একজন মানুষ কত আর কাদতে পারে? আমি আর ফরিদ ভাই নির্বাক হয়ে দেখলাম । অধর চন্দ্র স্কুল আমার বাসার পাশে । স্কুলের মাঠে কয়েক শ নির্বাক মানুষ বসে আছে । বারান্দায় সারিবদ্ধ লাশ । হঠাৎ একটা এম্বুলেন্স এর শব্দ শোনা যেতেই হতবাক শয়ে শয়ে মানুষ নড়ে উঠল । অনেকে ছুটে চলছে প্রিয় মানুষটির মুখ শেষবার দেখার আশায় আর অনেকে সাহস সঞ্চয় করার আপ্রাণ চেষ্টায় রত শেষ আশাটুকুও কি শেষ হয়ে যাবে?
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আসলে এত ডিটেল আমার জানা ছিলনা । এতটুকু জানি যে এখানে আগে রানা ওয়েল মিল ছিল । তবে বিল্ডিং মালিক হিসেবে অবশ্যই তার বিচার হওয়া উচিৎ ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
শাহজাহান মুনির বলেছেন: আল্লাহ সহায় হোন।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমিন
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯
সাউন্ডবক্স বলেছেন: Joy baogla.... Joy awamileague.... Joy digital bangladesh....,
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: I hate politics. The politics of Bangladesh is dirty and the political leaders of BANGLADESH are our enemy. SO NO COMMENT.
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
খাটাস বলেছেন: কি বলব। কিছু বলার নাই। দুর্ঘটনার আগের দিন সোহেল রানার সাক্ষাতকার শোনেন। View this link
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
লেখাজোকা শামীম বলেছেন: এই লোক কোন রাজনৈতিক দল করত সেটা জানার বা বোঝার কিছু নাই। এই দেশে মানুষ আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্যই করে। আর আমরা নেড়িকুত্তা জনগণ এই দুই দলে সিল মেরে কর্তব্য সমাধা করি।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
লেখাজোকা শামীম বলেছেন: এই লোক কোন রাজনৈতিক দল করত সেটা জানার বা বোঝার কিছু নাই। এই দেশে মানুষ আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্যই করে। আর আমরা নেড়িকুত্তা জনগণ এই দুই দলে সিল মেরে কর্তব্য সমাধা করি।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
পত্রদূত বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
খাটাস বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই লোক কোন রাজনৈতিক দল করত সেটা জানার বা বোঝার কিছু নাই। এই দেশে মানুষ আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্যই করে। আর আমরা নেড়িকুত্তা জনগণ এই দুই দলে সিল মেরে কর্তব্য সমাধা করি। সহমত ভাই
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সেখানকার বাস্ত অবস্হা বর্ননা করার জন্য।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আমার বাসার সামনে পিঠা বিক্রি করেন সোবহান ভাই । তার মেয়ের জামাই রানা প্লাজায় আটকে আছেন । হাটুর নিচ থেকে কক্রিট স্ল্যাব এর নীচে । জামাই কে খাইয়ে এসেছেন সোবহান ভাই । নিথর বসে আছেন এখনও জানেন না এর শেষ কোথায় ?
১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
এল এইচ, জুয়েল বলেছেন: মনে সাহস রাখুন, আর তাদের জন্য দোয়া করুন
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
অহন_৮০ বলেছেন: কি বলব। কিছু বলার নাই
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: দোয়া করুন ।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ওখানে লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে । লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । আমরা অধর চন্দ্র স্কুলে বরফ সরবরাহ করছি । আরও বরফ লাগবে । আর দূর্ঘটনা স্থলে গন্ধ দূর করতে বিশেষজ্ঞ পরামর্শ চাইছি ।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
আমিভূত বলেছেন: naptholin /odolin gura kore chitiye dite hobe + blicing poweder e gondho kome .
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: It also need to be considered that suffocation may caused to the inside people by bliching.
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
আমিভূত বলেছেন: hmm setao thik asholei thik bolechen ..tobe beshi kore naptholin dile somossha hobe na asha kori..
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
পূরান পাগল বলেছেন: আমি কিছু বলার ভাষা খুজে পাচ্ছিনা ভাই।শুধু সবাইকে অনুরোধ করবো যাদের পক্ষে যেভাবে সম্ভব সাহায্য করেন,মানুষের জীবন অনেক মূল্যবান।যারা দূরে আছি দোয়া করি যেন স্বজনেরা শোক সইতে পারে।আর সামাজিক প্রতিরোধ গড়ে তুলি যেন এমন ঘটনা আর দেখতে না হয়।
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন ভাই ।
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
জনি_ইংলিশ বলেছেন:
মেডিকেলে ঐষধ ও খাবারের অভাব। আপনার বাসার বা এলাকার মা-খালারা আছেন তারা কি বাসা থেকে রান্ন করে খাবার দিতে পারবেন? আমরা বাজার করে দিব। আমার মনে হয় আমরা কয়েকজন যদি ৫০০ টাকা করে দেই আর আমাদের মহিলারা যদি বাসায় রান্না করে দেয় তাহলে মেডিকেলের রুগিদের জন্যে খাবার নেওয়া যায়। শুকনা খাবার বা বাহিরের খাবার কিনে দেবার চেয়ে এটা ভাল হবে।
যদি সম্ভব হয়ে তাহলে 01673258059 নম্বরে ব্লগার S R JONY এর সাথে যোগাযোগ কইরেন।
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: কি রান্না করতে হবে? আমার বাসায় কিছু রান্না করা সম্ভব ।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
শিশির সিন্ধু বলেছেন: বরফে কিছু হইবনা.......লাশ পচা গন্ধ ছুটাইতে হইলে কেরোসিন তেল ছিটাইতে হইবো
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ভাই সেটাতো জানি কিন্তু মুশকিল হচ্ছে এর ফলে ভেতরের আটকে পড়া মানুষগুলোর দম বন্ধ হবার আশংকা আছে ।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩
ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই লোক কোন রাজনৈতিক দল করত সেটা জানার বা বোঝার কিছু নাই। এই দেশে মানুষ আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্যই করে। আর আমরা নেড়িকুত্তা জনগণ এই দুই দলে সিল মেরে কর্তব্য সমাধা করি।[/sb সহমত..........
আমি এবার মাত্র ভোটার হয়েছি। কিন্তু ঠিক করেছি এই ২ ক্ষমতালোভী দলের কোন টিকেই ভোট দেব না। নরপিশাচরূপী নেতাদের ভোট দেয়া মানে নিজের ভোট নষ্ট করা বলে আমি মনে করি।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩
মৃতু বলেছেন: রানা টাওয়ার ছবি কি কোরো কাছে আছে
২০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: অনেক কষ্টের দিনলিপি তে ছোট্ট দুটি সুখবর
(১) আমাদের বয়ষ্ক বুয়া রাশেদের মা'র নাতি কে ৩৬ ঘন্টা পর জীবিত উদ্ধার ।
(২) বাসার পিছে থাকা কিশোরী মেয়েটিকেও সুস্থ ও জীবিত উদ্ধার করা হয়েছে ।
২১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: আজ আমাদের মহল্লার রকি'র বিয়ে । যেহেতু আগে থেকে ডেট ঠিক করা সুতরাং বিয়ে হয়ে যেতেই পারে কিন্তু আমি হতবাক এই জন্য যে মেইন রোড পর্যন্ত লাইটিং আর বিশাল গেট সাজানোটা এই সময়ে নিতান্ত নির্লজ্জতা ।
২২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
ভবগুরে ছেলেটা বলেছেন: যাক! কিশোরী মেয়েটার জীবন শুরু হবার আগেই ফুরালো না তাহলে!
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
রওনক বলেছেন: +
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
নাজমুল হাসান বাবু বলেছেন: এখন রানা কে ছিলো বা কে ছিলোনা সেটা বড় বিষয়না। এখন জীবিতদের উদ্ধার প্রথম কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে মৃতদের তাদের আত্মীয় স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া। আমরা মর্মাহত। আমরা শোকাহত। সব রাজনৈতিক দলের চরিত্র, ফুলের মতো পবিত্র (সবাই এই স্লোগানটাই দেয়)। তার মানে সবার চরিত্রই এক। এখনই রাজনীতি শুরু হয়ে গেছে। ধিক! এই সব রাজনীতিবিদের। আরেকটা বিষয় আমাকে ক্ষুব্ধ করেছে, তা হলো- আমরা দেখলাম একদিকে উদ্ধার অভিযান চলছে, পুরো জাতি বাকরুদ্ধ হয়ে সেদিকে তাকিয়ে, যেখানে রাষ্ট্র, রাষ্ট্রের সকল নাগরিকের উচিত সকল শক্তি, সামর্থ্য দিয়ে এই দূযোর্গকে মোকাবেলা করা সেখানে আমাদের শ্রমিকরা রাস্তায় নেমে তান্ডবে ব্যস্ত। ভাই এসব করার টাইম অনেক পাবেন। এখন না করলেও হবে। এখন ঠিকই ফালাইতাছেন... কিন্তু দুইদিন পর আর ফালাইবেন না, আর যখন ফালানি বন্ধ হইবে তখন আবার এমন ঘটনা আবার ঘটবে। তাই এই বিপর্যয় কাটিয়ে ওঠার পর যা করণীয় সব করবেন, অবশ্যই স্থায়ী সমাধানের লক্ষ্যে।
২৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০০
বটবৃক্ষ~ বলেছেন: কিছু মানুষ জীবন ফিরে পাচ্ছে সুস্থভাবে যেনে অনেক কষ্টের মাঝেও কিছুটা ভালোলাগছে..
আল্লাহ সাহায্য করুন
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
কে বা কারা বলেছেন: কলুর ছেলে সোহেল রানা। সাভারের এক সময়ে যুবলীগ নেতা। ক্ষমতার দাপটে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তার দখলবাজির হাত থেকে রেহাই পাননি সংখ্যালঘুরাও। গতকাল যে ভবনটি ধসে পড়ে, তার মধ্যেও এক সংখ্যালঘুর সম্পত্তি রয়েছে। এক সময়ে এই সোহেল রানা তার বাবার তেলের ঘানিতে কাজ করতেন। বোতলে ভরে সরিষার তেল বিক্রি করতেন হেঁটে হেঁটে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল রানার বাবার নাম আবদুল খালেক। সবাই তাকে খালেক কলু বলেই চিনতেন। বাড়ি সাভারের বাজার রোডে। বাড়িতে গরুর ঘানিতে তেল বানাতেন আবদুল খালেক। স্থানীয় অধরচন্দ্র হাইস্কুল থেকে নবম শ্রেণী পাস করেছেন রানা। এরপর অভাবের তাড়নায় তার আর লেখাপড়া হয়নি। তাদের বাড়িটিকে এখনো কলুর বাড়ি হিসেবেই জানেন স্থানীয়রা।
এই সোহেল রানাই রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। প্রথমে একটি তেল তৈরির মেশিন বসান। গরুর ঘানি থেকে উন্নতি হয় মেশিনে। নাম দেন রানা অয়েল মিল। গোলাপ ফুল মার্কা নামের সেই সরিষার তেল সরবরাহ করা হয় রাজধানীসহ বিভিন্ন এলাকায়। সেই রানা আজ পৌঁছেছেন সমাজের উচ্চপর্যায়ে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি থোড়াই কেয়ার করতেন স্থানীয় প্রশাসনকে। ১৯৯৮ সালের ঘটনা। তখনো আওয়ামী লীগ ক্ষমতায়। এই সোহেল রানা তখন দখল করেন স্থানীয় রবীন্দ্রনাথ সাহার জমি। সেখানে ডোবার ওপরে রানা প্লাজা নির্মাণের উদ্যোগ নেয়া হয় ওই বছরই। রবীন্দ্রনাথ সাহা আদালতে মামলা করলেও সে মামলা বেশিদূর এগোয়নি। একপর্যায়ে পাগল হয়ে যান রবীন্দ্রনাথ সাহা। ২০০৬ সালে পৌরসভা থেকে ছয় তলা ভবনের অনুমোদন নেয়া হয়। ২০০৭ সালের পরিবর্তিত প্রোপটে রবীন্দ্রনাথ পাগলা আবার মাঠে নামলে র্যাব-৪-এর কর্মকর্তা কমান্ডার আরিফের কারণে তিনি আবার পিছু হটেন বলে স্থানীয় সূত্র জানায়।
স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা এখন কোটি কোটি টাকার মালিক। সাভারের অসংখ্য মানুষের জমি তিনি দখল করেছেন বলে জানা যায়। স্থানীয় প্রশাসন ছিল তার কাছে জিম্মি। তার ইশারায় সাভারে অনেক কিছুই ঘটত। গতকাল হরতালকারীদের শায়েস্তা করতেই তার নির্দেশে গার্মেন্টগুলো খোলা রাখা হয় বলে স্থানীয় সূত্র জানায়। এলাকায় তার রয়েছে বিশাল বাহিনী। এই বাহিনী সাভারের বেশির ভাগ অপরাধ নিয়ন্ত্রণ করছে বলে জানা যায়। গতকাল ভবন ধসের সময় তিনি নিজেও আটকা পড়েছিলেন। দুপুর ১২ টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে প্রশাসনের সহায়তায় তিনি অজ্ঞাত কোথাও গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
http://www.dailynayadiganta.com/?p=171181
এই ব্যাপারে কিছু বলুন।