![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমরা স্কুলে পড়ি। নিচের ক্লাসে। মাত্র বানান করে বাংলা পড়তে পারি। এমন সময় আম্মা'র বই এর বাক্সে পেলাম ‘ছেলেমেয়েদের জন্য সচিত্র মাসিক পত্র’ লেখা একটা ম্যাগাজিন। নাম সচিত্র সন্দেশ। এত সুন্দর ছোটদের বই ঐ সময়ে কল্পনাও করা যায় না। গোগ্রাসে গিললাম পুরো বইটা। কতবার যে পড়েছি? এছারা আরো পড়েছিলাম ‘সত্যপ্রদীপ’, ‘বালক’, ‘মুকুল’, ‘মৌচাক’, ‘রামধনু’, 'বসুধরা। আর নানী'র স্টক থেকে চুরি করে আনতাম দস্যু বনহুর।
©somewhere in net ltd.