![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোম পারস্য সম্রাজ্য যে মুসলমান এর ভয়ে থরথর করে কাপতো সেই মুসলমান আজ কেন এভাবে ধুকে ধুকে মার খাচ্ছে? কারন মুসলমান তার মুসলমান হিসেবে দাবী করার জন্য যে গুণ দরকার সেই সাহাবা ওয়ালা গুণ গুলো হারিয়ে বিজাতীয় আচার নিজের মাঝে নিয়ে এসেছে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আজকে আব্দুর রহমান, কালীপদ বিশ্বাস এবং রবার্ট গোমেজ পাশাপাশি দাড়ালে কেউ ধরতে পারবে না কে আব্দুর রহমান, কে কালীপদ বিশ্বাস আর কে রবার্ট গোমেজ। অথচ বীরেন্দ্র সিং এর পাগরী দেখলেই যে কেউ চিনবে কে এই শিখ। অপর দিকে আব্দুর রহমান যদি দাড়ি রাখে, টুপি পড়ে, পাজামা পান্জাবী পড়ে তবে কেউ বিশ্বাস করবে না সে ইউনিভার্সিটি থেকে সর্ব্বোচ্চ ডিগ্রী ধারী। মনে করবে সে মাদ্রাসার হুজুর বা মসজিদ এর ইমাম। এরা ছাড়াও যে কেউ নবীজী (সা) এর মহব্বতে নিজের মাঝে দাড়ি, টুপি আনতে পারে তা মানুষ সহজে মানতে চা্য় না। আর এটাই মুসলমান এর অধপতনের কারন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭
মাথা ঠান্ডা বলেছেন: সম্পূর্ন একমত