![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা হচ্ছে সময়,
আরেকটাও,
নিরিবিলি লেখার টেবিলে,
আর কৃত্রিম বনভূমিতে।
একাগ্রতার কি আকুলতা,
তীরবেগে চলে ভাবনার স্রোত,
মস্তিষ্কের কোষ থেকে তর্জনী অগ্রে,
প্রতিটি নড়নে ত্বরণপ্রাপ্তি নিউরণে।
এটা শীত এর শুরুর সন্ধ্যা,
সে সময়টাও এমন ই ছিল।
(৫ই নভেম্বর ২০১৪ইং)
©somewhere in net ltd.