নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাস

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

পৃথিবীটা তৈরির সময় হয়তো কিছু মানুষকে এভাবেই গড়া হয়েছে,যাদের নিজেদের জন্য কিছু থাকবে না।



তাদের ছুটির দিনগুলো থাকে পরিবারের জন্য,কারো ছুটির সন্ধ্যা গুলো কাটে কোন সামাজিক কাজে।



তাদের জোছনা রাতে কোন কোন আত্মীয়কে হসপিটালে নিতে হয়।



ঝকঝকে মিঠে রোদের দিনকে কেড়ে নেয় ফাইনাল পরীক্ষা।



বৃষ্টিভেজা সন্ধ্যায় তাদের প্রিয়জনের মুড অফ থাকে।



এরা সারাজীবন অন্যদের মন ভাল করে বেড়ায়।তাই এদের মন ভাল থাকে,না খারাপ থাকে কেউ বুঝতে পারে না।



বন্ধুবান্ধবের সাথে আড্ডার সময় জরুরী কাজের কারনে চলে যেতে হয়,তাই এরা সবসময় বন্ধুর গালি খায়।



আবেগ চেপে রাখতে রাখতে কোন একদিন এরা পাথর হয়ে যায়।তখন সবাই এদের রোবট বলে।



একসময় এদের চলার পথ শেষ হয়ে যায়।



পড়ে থাকে বুক চেরা দীর্ঘশ্বাস!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

রুদ্রাক্ষী বলেছেন: হ্যা ভাই আমরাই এমন .... আমরা কসাই। কেউ বুঝলো না রে..........।

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫০

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ধন্যবাদ ভাই সহযোগী মনোভাব পোষণ করার জন্য ।।আমরাই কুফা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.