![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার রাজ্যে আজ তুমি সম্রাজ্ঞী
তোমার দাবিতে আজ রাজপথ বিক্ষুব্ধ
তোমার উপজগিতার এই চিত্র-বিচিত্র
উপমায় আর হইত আমায় পাবে না!
তোমায় ভালবেসে আজ না হয় আমি পিকেটার হলাম--!!
আমার মনের আগুনে জ্বলতে জ্বলতে যতগুলো যানবাহন ঝলসে যাবে
মনে করবে সে আমার প্রেমের অনল শিখা ...।
হইত রাজ্য সরকার যত দমন নীতিই গ্রহণ করুক
তোমার দিকে এ আমার লাগাতার অবরোধ!
তোমার রাজ্যের অধিপতি নাই বা হলাম!
তোমায় ভালবেসে আজ না হয় আমি পিকেটার হলাম--!!
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ছবিটা কি খারাপ লাগছে নাকি ???
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অন্য ছবি দিলে ভালো হত না?