নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট মেয়েটি আর একটি কাল রাতের গল্প

১০ ই মে, ২০১৪ রাত ১২:৪১

তখন অনেক রাত । শহরের সবাই প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন । স্বাভাবিক নীরবতা গ্রাস করেছে চারপাশ ।আর ছোট্ট মেয়ে ব্যস্ত তার পড়াশুনা নিয়ে । কেনই বা করবে না সে যে বাড়ির সবচেয়ে ছোট আদরের মেয়ে । সবার কত্ত কত্ত আশা তাকে নিয়ে । যে কোন ভাবেই ভাল রেসালট তার করতেই হবে । সামনে এস এস সি –হটাত পাসের দরজা থেকে পায়ের আওয়াজ ভেসে আসে । মেয়েটি বুঝতে চায় কিন্তু আঁচ করে উঠতে পারে নাহ । মা বাবা এত রাত অবধি জেগে থাকার কথা নয় । মাঝে মাঝে বাবা এসে মেয়েটাকে দেখে যায় কিন্তু অসুস্থতা নিয়ে আজ অনেক আগেই ঘুমিয়ে গেছে সে । দরজার পর্দার রেখা পেরিয়ে পা দুটি পড়ার টেবিলের কাছে চলে আসে । কিছু বলার আগেই মেয়েতির মুখ চেপে ধরে । চিৎকার করার বিন্দুমাত্র উপলক্ষ পায় না মেয়েটি । কিছু বুঝে ওঠার আগেই সে চলে যায় বিছানার মধ্যে । নিজেকে কিছুটা অবচেতন মনে হয় । সক্রিয় হয় কাল হাত । চোখের নিমিষে কেড়ে নেয় যা কিছু ছিল মেয়েটির সঞ্চয় ।মেয়েটি আর কিছু মনে করতে পারে না । ঐ কাল রাতের স্মৃতি তাকে শুধু তাড়িয়ে বেড়ায় অসীম শূন্যতার বেড়াজালে । কেউকে বলতেও পারে নাহ ঐ ছেলেটি সম্পর্কে । কি করে বলবে ঐ ছেলেটি ছিল তার আপন নতুন বিয়ে দেয়া বোনের জামাই । আপন দুলাভাইয়ের কথা সে করেই বা বলবে ??

এভাবে কয়েকবার ধর্ষিত হয় মেয়েটি !



আমাদের আসে পাশে এভাবেই প্রতিনিয়ত যৌন অত্যাচারের স্বীকার হয় অনেক কম বয়সী মেয়েরা । সংকোচের কারনে যা অনেক সময় থেকে যায় পর্দার আড়ালে । সামাজিক অস্পৃশ্যতার সুযোগ নিয়ে মানুষরূপী জানোয়ার গুলা চালায় তার লীলাখেলা । এরা এত কাছের হয় যে মেয়েটি টা প্রকাশ করতে ভয় পায় ,অনেক সময় লজ্জায় তা থেকে যায় চাপা ।অনেক সময় বেছে নেয় আত্মহত্যার মত পথ । পরিপবারের কাছে জানালে তারা অনেক সময় তা অবিশ্বাসের চোখে দেখে অথবা চেপে যায় সামাজিক বিদ্রূপের ভয়ে । স্তিমিত করে দেয় মেয়েটির কণ্ঠ।

এই মেয়েগুলো পরবর্তীতে শিকার হয় ভয়াবহ মানুষিক সমস্যায় । সামাজিক ভাবে আমাদের সবার দৃষ্টি দেয়া উচিত এদিকে যেহেতু সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে হাজারো এরকম ঘটনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.