![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম-ভালোবাসা ও বিয়ে পৃথিবীতে চিরন্তন সত্য। ইদানীং এসব সম্পর্ক আবার খুব সামান্য কারণে ভেঙেও যায়। সম্পর্ক ভাঙার সঙ্গে মন ও শরীর ভেঙে যায়।
সম্পর্ক ভাঙা নিয়ে Supplements নামক ডায়েট প্রতিষ্ঠান ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী এক হাজার নারীকে নিয়ে জরিপ পরিচালনা করে।
জরিপে দেখা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীরা আগের চাইতে অনেক বেশি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শতকরা ৭৭ জন নারী প্রতিমাসে ২ কেজি থেকে ৬ কেজি পর্যন্ত ওজন ঝরাতে সক্ষম হয়। ওজন কমানোর কারণ হিসেবে উঠে আসে সঙ্গীকে হারিয়ে একাকী জীবনের কষ্ট।
সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আরেকটি বিষয় নির্ভর করে তা হচ্ছে- সম্পর্ক কার দিক থেকে ভেঙে গেছে। নারীই উদ্যোগী হয়ে সম্পর্ক ভাঙলে সেক্ষেত্রে ওজন তুলনামূলক কম কমে।
এর ব্যবস্থাপক লি স্মিথ বলেন, ওজন কমে যাওয়ার মূল কারণ হচ্ছে সঙ্গীকে হারিয়ে একলা জীবন। একলা জীবন নারীদের জন্য খুবই যন্ত্রনাদায়ক। যন্ত্রনাদায়ক জীবনে নারীদের খাবারে বড় ধরনের পরিবর্তন আসে।
২| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪৩
অবাকবিস্ময়২০০০ বলেছেন: এটাই বাস্তবতা
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫
অশ্রু হাসান বলেছেন: অপ্রিয় সত্য