নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

অঘটনের বিশ্বকাপ

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২১

বিশ্বকাপ শুরুর আগে যদি কেউকে গ্রুপ ডি সম্পর্কে ভবিষ্যৎ বানি দিতে বলা হত তবে সে নির্দ্বিধায় ইটালি , উরুগুয়ে অথবা ইংল্যান্ড এর মধ্য থেকে যেকোনো দুইটার নাম বলে দিত । কেউ যদি কোস্টারিকার নাম বলে তাকে মানুষিক বিকারগ্রস্থ ও অনেকে মনে ভাবত ! অথচ এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কোস্টারিকা ।। নেদারল্যান্ডস এর কাছে স্পেইন এর বিধ্বস্ত হবার পরে অনেক ব্রাযিলিয়ান সমার্থকদের হা-হুতাশ করতে শুনেছি নেক্সট রাউনড এ স্পেইন এর সাথে খেলতে হবে বলে । অথচ সেই স্পেইন ও বিদায় হয়েছে পরপর দুই ম্যাচ হেরে ! ইংলিশ লিগের খেলা দেখতে দেখতে অনেকেই ইংল্যান্ডের সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করলেও তারা বিদায় নিয়েছে ২ ম্যাচ খেলার পর । অনেক গুলা বিশ্বকাপের পর এবারি ব্রাজিল কে নেক্সট পর্যায়ে যেতে ৩ নাম্বার ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা লাগছে । আর্জেন্টিনা শঙ্কায় ছিল দ্বিতীয় ম্যাচের লাস্ট ৯০ মিনিট পর্যন্ত যতক্ষণ না মেসি তাদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত না হয় । জানি না সামনে আরও কত কি চমক অপেক্ষা করছে ।। তবে সত্যি বলতে ছোট ছোট সপ্নরথিদের কাছে বাঘা বাঘা দলগুলোর নাকানি-চুবানি দেখতে মোটামুটি ভালই লাগছে আর মনে মনে ভাবছি কবে যেন আমার দলটি বিশ্বকাপ থেকে বিদায় না নেয় !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৫

হাসান বিন নজরুল বলেছেন: এবার অঘটন পটীয়সীরা খেলছে তাই এমন হচ্ছে :#)

২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৩০

ধুমধাম বলেছেন: এবার দলগুলোর মধ্যে তেমন যেন ব্যবধান নেই

৩| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭

অবাকবিস্ময়২০০০ বলেছেন: এরা কিন্তু আগেও খেলছে।। কিন্তু এবার একটু বেশি অঘটন হচ্ছে মনে হয় @ নজরুল

৪| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪০

অবাকবিস্ময়২০০০ বলেছেন: আসলেই।। তবে এদের আপেক্ষিক পার্থক্য কম ।। বিশ্বকাপে আসা সব দল গুলার পার্থক্য সব সময় কমই থাকে @ধুমধাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.