নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

গর্ব যখন যাতনা

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটা আসলেই অনেক গৌরবের বিষয় ।। কিন্তু এই বোধটা মনে হয় বেশি দিন থাকে না ।। অনার্স শেষের পর থেকেই এক প্রকার তাড়না সবার উপর ভর করে ।। সবাই হয়ত বুঝে গেছেন কিসের তাড়না ??

হ্যাঁ ভাই ঠিক ই ধরছেন !! চাকরির বিষয়টা বলতে চেয়েছি

আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী মফঃস্বল থেকে উঠে আসে ।। পরিবারের সবার আশা থাকে ছেলেটা হয়ত বের হবার সাথে সাথেই ভাল কোন জব পাবে ।। গ্রামবাসি তো অনেক সময় ভুল করে বলে ফেলে – কিরে কত দিনের ছুটি ???

আসলেই এরকম হয় না ।। বের হবার সাথে সাথেই তো ভাল জব পাওয়া যায় না তারপর পছন্দ অনুযায়ী পেতে লাগে যায় আরও কিছু দিন ।। পরিক্ষার আগের দিন science লাইবেরি যাবার সুবাদে এত দিনে যেনে গেলাম মাস্টার্স শেষ করে অনেক বড় ভাই চার বছর সেখানে লেখা পড়া করেও আশা অনুযায়ী জব পায়নি ।। ততদিনে পাখির বাসার মতন প্রথম বর্ষের নিয়ে আসা চুল এখন মরুভুমির মতন যা গুনে শেষ করতে কয়েক মিনিট লাগবে !! বলছি না সবই বিশ্ববিদ্যালয়ের দোষ – সব বিষয়ের জবের ক্ষেত্র এখনও যে এই দেশে তৈরি হয়নি ।।

এরপর গার্ল ফ্রেন্ডের বিয়ের চাপ তো আছেই যা পুরটাই ভাইদের ঘাড়ে এসে পড়ে ।। সেও বা আর কত করবে ?? এই পর্যন্ত চারটা বিয়ের প্রস্তাব সে ফিরিয়ে দিল !!

কিভাবে যেন অনেক দিনের গর্ব অহঙ্কার ফুড়ে এক প্রকার বিষ বাষ্প বের হতে চায়

।। সবাই ই জানি কিন্তু হয়তো স্বীকার করতে চাই না ।। কিন্তু সত্য সরল পথে চলে –অবলীলায় কণ্ঠ থেকে বের করে দেয় জমে থাকা আক্ষেপ গুলোকে!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

হরিণা-১৯৭১ বলেছেন: এবার ৮ লাখ ৯২ হাজার ছেলেমেয়ে এইএসসি পাশ করেছে; ২০১৮-২০১৯ সালে ৬-৭ লাখ প্রফেশানেল চাকুরীর দরকার হবে; আপনি এ ব্যাপারে কিছু ভাবছেন?

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ঝাকে ঝাকে বেকার লোকের জন্ম হবে ।। অল রেডি হয়েই আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.