![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের উপরে ঢাকা আকাশ , তারায় আলোয় ঝলকানো পৃথিবী
চলে গেছে আমায় ফাকি দিয়ে দূর –বহুদুর ,
আমার কল্পনার যত অবসাদ – গ্রাস করে নিয়েছে সত্য সুমিষ্ট প্রেম
যার জন্ম সেতো ডুবে গেছে কল্পনার অতল গহ্বরে !!
তবু সে আসেনি ভালবেসে !
একবার ভেবেছিলাম পূর্ণিমায় জ্বলা পৃথিবীতে ভাসবো ,
লিখে রাখবো বুকের কোনায় ঠাসা বৃষ্টির মেঘদল
কিন্তু আমার ভাষা হয়নি – বালিকাও থামেনি পথচলা
চলে গিয়েছে নাম না জানা শুশুকের নাভিশ্বাসে
চুমুকে চুমুকে ফুরিয়ে ফেলেছে ভালবাসা
আজ তার সকল শুভ্রতা অন্ধকারের আচল , মরুভুমির হাহাকার !!
সপ্ন আলিঙ্গন পায়নি , যেমন আমি পাইনি তোমায়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকবেন