নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

রেসালট এর বিবর্তন

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

১৯৭০ সাল
--- কিরে কি অবস্থা বাপ ??
--- আব্বা ১ সাবজেক্ট এ ফেল মারছি ! তয় সামনের বার সামনের আবার পরীক্ষা দিয়ে পাস করা যাবে ।
--- আরে বুকে আয় ! সামনের বার পাশ করলেই হবে । পাশের বাড়ির আবুলের ছেলে ৬ সাবজেক্ট এ ফেইল মারছে ! কে কোথায় আছিস মিষ্টি নিয়ে আয় !!

১৯৮০ সাল
--- কিরে কি অবস্থা বাপ ??
--- আব্বা পাশ করছি ! ২য় ডিভিশনে
--- কে কোথায় আছিস ! আমার বাপ পাশ করছে । সারা গ্রাম খাওামু । সাবাইরে দাওাত দে- কেউ যেন বাদ না পড়ে । ঐ গ্রামে প্রথম কেউ পাশ করলো
( আসে পাশের মানুষের ভিড় )

২০০৫ সাল –
--- কিরে কি অবস্থা বাপ ??
--- আব্বা এ প্লাস ! তয় গোল্ডেন আসেনি মনটা খুবই খারাপ
--- কি কস এইটা ?? রহিমের মা শুনছ তোমার গুনধারির কথা! স্কুলে ১৫ জন গোল্ডেন পাইনাই তার মধ্যে তোমার আবুল আছে !!
--- বাসায় টান টান উত্তেজনা

২০১৪ সাল
--- কিরে কি অবস্থা বাপ ??
--- আব্বা গোল্ডেন পাইছি ! আমি , আমার চাচাতো , মামাতো , ফুফাতো সব গুলা ! এই গ্রামে কেউ ই গোল্ডেন না পাওয়া হয়নাই ! আমার বাড়ির কাজের মেয়ে জরিনার দুই পলা মাইয়াও গোল্ডেন পাইছে
বাসায় কোপা কুপি অবস্থা !
সবাই যদি গোল্ডেন পায় তাহলে হবে ?? আমাদের মধ্যে মান –সম্মান বোধ আর স্ট্যাটাসের ও একটা ব্যাপার আছে নাকি ??

২০২৫ সাল –
--- বাপ কি অবস্থা ??
--- আব্বা ১৫ লাখ পরীক্ষা দিছিল ! আমি সহ ৫ জন ফেইল করছি । আমাগো ছবি সব গুলা পত্রিকায় আসছে !
---- দেখো ! আবুলের মা তোমার ছেলের ছবি পত্রিকায় ছাপছে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারন কথা লেখেছেন ভাই পড়ে অনেক ভাল লাগলো তবে সবগুলো কথাাই সত্য লেখছেন ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ধন্যবাদ ঢাকা ভাই পড়ার জন্য

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

ভবঘুরেআমি বলেছেন: MOJA PELAM VAI ;) B-) :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.