![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে বিনোদনের অভাব নাই । ব্যস্ত নগরীর কোন এক গলিতে ঢুকে পড়তেই চোখে পড়ে রিকশাওয়ালার সাথে যাত্রীর টুকটাক কলহ । নিম্নবিত্ত ,মধ্যবিত্ত শ্রেণির লোকেরা জীবিকার টানে এক প্রকার স্বপ্ন সাজিয়ে হটাত ঢুকে পড়ে এই শহরে –তারপর struggle !
জীবন থেমে থাকেনা -- আশা আর অপেক্ষার প্রহর সাজিয়ে চলতে থাকে
আর ভিক্ষা এই শহরে খুবই কমন একটা বেপার । এদের ইঙ্কাম নেয়াত কম নয়
এরকম ভিক্ষুক পাওয়া যায় জাকে আপনি পাঁচ টাকা দিলে বেজার হয়ে আপনাকে পাঁচ টাকা ফিরিয়ে দিতে পারে অথবা নিজের কাছ থেকে ৫ টাকা জোড়ায়ে দিতে পারে
দুপা হেঁটে লাইব্রেরী জেতেই এক ভদ্রলোক রিকশা থেকে ডাক দিলেন , প্লিজ একটু শুনবেন
---জি বলেন
প্রথমে দেখে বুঝতেই পারিনি একজন ভিক্ষুক !-
আঙ্কেল can I have few money ??
--কি বলব ঠিক বুঝে উথতে পারছিলাম নাহ , ভিক্ষাও ইংলিশে চায় – এক রকম নতুনই মনে হোল
---উনার দুই পা কাটা ছিল এবং রিক্সা করেই বসে বসে ভিক্ষা করছেন
আপনি কি আগে কোন জব করতেন ?
জি একটা কোম্পানিতে এরপরই একটা এক্সিডেন্ট এ জবটা চলে যায় আর আমিও চালিয়ে জেতে পারতাম নাহ
--আপনি science এ পড়েন ?
--জি !
--- মানিব্যাগ খুলে দেখি ৫০ তাকার একটা নোট , কি মনে করেই পুরটা দিয়ে দিলাম
বিশেষত উনার পায়ের দিক তাকালে কেমন যেন মাথাটা ঘুরে আসলো
--- এরকম ভাবে রিক্সা থেকে বসে কেউ ইংরেজি তে সম্বোধন করে আগে কেউকে ভিক্ষা করতে দেখিনি
আল্লাহ্ আসলেই অনেক মানুষের চেয়ে ভাল রেখেছেন ! তারপরও দিন শেষে আমরা উপরের দিকে তাকাই , আর কষ্টের মাত্রা বাড়িয়ে চলি ! এরকম মানুষকে দেখলে কষ্টগুলা আর কষ্টই মনে হয়না
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: ভাগ্যের নির্মম পরিহাস !!
এরকম মানুষকে দেখলে কষ্টগুলা আর কষ্টই মনে হয় না।
+।