নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোঁজে আছি।

নিরীক্ষক৩২৭

আমরা সবাই পাপী, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

নিরীক্ষক৩২৭ › বিস্তারিত পোস্টঃ

কতটুকু আপনি আসলেই আপনি?

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

আপনি,আমি,সবার দেহ তো কোষ দিয়েই তৈরি। কখনও ভেবে দেখেছেন আপনি নিজে আসলে কতটুকু 'আপনি' ? দেহের কতটুকু সরিয়ে নিলে আপনি আর আপনি থাকবেন না ? দেহের ভৌতভিত্তি হল কোষ। কোষ এমন একটি জীবন্ত সত্তা যার কোন চেতনা,ইচ্ছা বা উদ্দেশ্য নাই। আরো সহজ করে বললে জৈবিক যন্ত্র। কিন্তু এই কোষগুলোই দেহের মেজর অর্গানগুলি গঠন করে আপনাকে সচল রাখছে।কিছু কোষকে উপযুক্ত পরিবেশে রেখে দিলে তারা ঠিকই বেঁচে থাকে। তাহলে দাঁড়াল যে আপনার কোষ আপনাকে ছাড়া থাকতে পারলেও আপনি কিন্তু আপনার কোষদের ছাড়া থাকতে পারবেন না :D। তাহলে আপনি আর আপনার কোষগুলির মধ্যকার সীমারেখাটি কোথায়?

যদি অর্গান ডোনেট করেন তাহলে আপনার বিলিয়নসংখ্যক কোষ অন্যের দেহে বেঁচে থাকছে।তাহলে কি আপনার ডোনেটকৃত অর্গান আর আপনার নয় ? নাকি অন্যের দেহে আপনার একটি অংশ বেঁচে আছে ? নাকি আপনার অংশটুকু তার হয়ে গেল ? একটা এক্সপেরিমেন্ট কল্পনা করেন যেখানে আপনি র‍্যানডম কারো সাথে কোষ বদলে নিচ্ছেন। one cell at a time। এভাবে চলতে থাকলে কি একটা সময় আপনি সেই 'র‍্যানডম' ব্যক্তিটিতে পরিণত হবেন ? নাকি এভাবে চলতেই থাকবে ?

চলেন ব্যাপারটি আরো কমপ্লিকেটেড করি :D। যদি ধরি এই পর্যন্ত পড়ে আসতে আপনার ১ মিনিট সময় লেগেছে তাহলে এক মধ্যেই ১২ কোটির বেশি কোষ অলরেডি মারা গেছে এবং প্রতিস্থাপিত হয়েছে। একেক অংশের কোষের লাইফটাইম একেকরকম বলে ৭ বছর সময়কালে আপনার বেশিরভাগ কোষ অন্তত একবার প্রতিস্থাপিত হয়েছে। তাহলে প্রশ্ন হল ৭ বছর আগের আপনি আর এখন এই ব্লগ যেই 'আপনি' পড়ছেন তারা কি এক ? ;)

আবার অনেক সময় দেহের কোষ সময়মত মারা যেতে চায় না, আমরা তাদের বলি ক্যান্সার। তারা বায়োলজিক্যাল চুক্তি ভঙ্গ করে নিজেদের মত করে থাকতে চায়, এক কথায় বলতে গেলে অমর হয়ে থাকতে চায়। ক্যান্সার দেহেরই একটা অংশ যে নিজের স্বার্থকে বাকি সবার স্বার্থের চেয়ে প্রাধান্য দেয়। তর্ক করতে গেলে বলা যায় ক্যান্সার আসলে আমাদের ভিতরেই আলাদা একটি সত্তায় পরিণত হয় যে মরতে চায় না, এই মরতে না চাওয়ার জন্য তাদের দায়ই করা কি আসলেই ঠিক ? আমরাওতো প্রতিনিয়ত সেই একই কাজ করছি না ?
ক্যান্সার সেলগুলিকে গবেষণার জন্য বাঁচিয়ে অত্যন্ত কষ্টকর।কয়েকদিনের বেশি বেঁচে না থাকার কারণে গবেষণা করা অনেক কঠিন হয়ে পরে ছিল।এখন এক ক্যান্সারে আক্রান্ত রোগীর কথা বলি, হেনরিয়েটা ল্যাকস নামের একজন ক্যান্সারে আক্রান্ত রোগী ১৯৫১ সালে মারা যান।কিন্তু তার ক্যান্সার সেলগুলি ছিল একটু অন্যরকম, এগুলি মরতেই চাইত না। তার ক্যান্সার সেল নিয়েই হয়ত পৃথিবীর সবচেয়ে ক্যান্সার রিসার্চ হয়েছে। তখন থেকে এখন অবধি তার ক্যান্সার সেল ২০ টনের বেশি বায়োমাস তৈরি করেছে। মজার ব্যাপার হল তার সেই সেলগুলি এখনও জীবিত আছে। তাহলে ব্যাপারটি দাঁড়াল যে, একজনের অসংখ্য কোষ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে যে কিনা ৬০ বছরেরও বেশি সময় আগে মারা গেছেন। প্রশ্ন থেকেই যায় কতটুকু হেনরিয়েটা এই ক্যান্সার কোষগুলির ভিতরে আছে :D

তাহলে আপনাকে 'আপনি' হিসেবে সাব্যস্ত করছে কে ? নিশ্চয়ই DNA। আগে মনে করা হত প্রতিটা কোষের মধ্যেই হয়ত সেম DNA থাকে। কিন্তু সাম্প্রতিক রিসার্চে দেখা গেছে DNA সর্বদা মিউটেশন ও পরিবেশের প্রভাবে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ব্রেনের কোষ নিউরনে এই ব্যাপারটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। প্রতিটা নিউরনে এমন হাজারেরও বেশি মিউটেশন হয় যা তার আশেপাশের নিউরন থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে তো একরকম বলা যায় যে দেহের কোষগুলি DNA কে তাদের নিজেদের সম্পদ বানিয়ে রেখেছে। তাহলে আপনার DNA আসলে কতটুকু 'আপনি' ? আমাদের DNA এর ৮% এসেছে ভাইরাস থেকে যারা আমাদের পূর্বপুরুষদের আক্রান্ত করে ছিল পরে তাদের সাথেই মিশে গেছে। কোষের পাওয়ারহাউজ মাইটোকন্দ্রিয়া এক সময় ছিল ব্যাকটেরিয়া যে কিনা বর্তমান কোষের পূর্বপুরুষের সাথে মিশে গিয়েছিল। তাদের নিজেদের ব্যক্তিগত DNA পর্যন্ত আছে !

তাহলে দর্শন ছাড়া হয়ত 'আমরা' কি তার উত্তর দেওয়া সম্ভব নয়। মনে হয়, 'আমরা' কিছু জীব সত্তার সমষ্টি যাদের এককভাবে কোন চৈতন্য নেই কিন্তু সামগ্রিক ভাবে আছে এবং কিভাবে কিভাবে যেন নিজেদের অস্তিত্ব নিয়ে কনফিউজড হয়ে যাওয়ার প্রবণতা লক্ষণীয়। :D
( একান্ত ব্যক্তিগত মতামত, এই নিয়ে রাজনীতি করার কিছু নেই :D )







মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

কানিজ ফাতেমা বলেছেন: আসলেই কনফিউজড !

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: মাইন্ড ব্লোয়িং চিন্তা ভাবনা!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০২

সাহসী সন্তান বলেছেন: একান্ত ব্যক্তিগত মতামত, এই নিয়ে রাজনীতি করার কিছু নেই- করলাম না রাজনীতি, কিন্তু মাথা ঘুরাইতেছে তার কি হবে? এমনিতেই নিজেকে নিয়ে সারাক্ষণ সন্দেহ আমার চলতেই থাকে, আপনি সেটা আরো বাড়াই দিলেন....... ;)

পোস্ট ভাল হইছে! শুভ কামনা!

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

নিরীক্ষক৩২৭ বলেছেন: :D

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


"( একান্ত ব্যক্তিগত মতামত, এই নিয়ে রাজনীতি করার কিছু নেই "

-অবশ্যই ব্যক্তিগত মতামত নয়, অনেক মতামত বুঝার পর, সেগুলোর সমন্ময়ে গড়ে উঠা যৌগিক মতামত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.