নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোঁজে আছি।

নিরীক্ষক৩২৭

আমরা সবাই পাপী, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

নিরীক্ষক৩২৭ › বিস্তারিত পোস্টঃ

আসেন যুক্তি তৈরি শিখি

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪২


অনেকদিন হইল ব্লগ ঠাণ্ডা আছে। নতুন কোন বিতর্কিত টপিক সামনে আসার আগে কিছু বিদ্যা শিখে নেন কিভাবে যুক্তি উপস্থাপন করতে হয় । ১০ টা রুল আছে যেগুলো মেনে যুক্তি তৈরি করা উচিৎ। এগুলোকে 10 commandment of logic বলা হয়। এই রুল গুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো সেটা আলাদা বিষয়। অতিরিক্ত গুগল করতে হবে বলে ইতিহাস আর ঘাটি নাই। কারো জানা থাকলে সংক্ষেপে কমেন্ট করেন, আমি অ্যাড করে দিব ক্রেডিটসহ :D

১। Thou shall not attack the person’s character, but the argument itself. (“Ad hominem”)
অর্থাৎ যুক্তি যে যাই খাড়া করুক না কেন পার্সোনাল এ্যাটাক করা যাবে না। যুক্তি খণ্ডন করুন, ব্যক্তিকে নয়। ব্লগে অনেক সময়ই দেখি, বিশেষ করে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয় যে সব পোস্টে, সে গুলোতে যুক্তির মায়রে বাপ এক করে ব্যক্তিগত আক্রমণ করা হয়। ইহা সঠিক পন্থা নয়।
যেমন, লিগ করে বলেই বিএনপির বিরুদ্ধে তার যুক্তি ভুল এমনটা মনে করা যাবে না, আবার উল্টোটা মনে করাও সঠিক নয়।

২। Thou shall not misrepresent or exaggerate a person’s argument in order to make them easier to attack. (“Straw Man Fallacy”)
যুক্তি বা বক্তব্য অতিরঞ্জিত করা যাবে না। বিপক্ষ যা বলেছে শুধুমাত্র সেই যুক্তিকে খণ্ডন করতেই আপনি যুক্তি দিবেন। সেটাকে সহজে আক্রমণ করার জন্য নিজের মত করে বদলে নেওয়া যাবে না।
যেমন ধরেন, ক বলেছে তিন নম্বর কাজটা আগে করতে কারণ এটা বেশী গুরুত্বপূর্ণ। এটাকে এমনভাবে উপস্থাপন করা যাবে না যে ক বলেছে দুই আর চার নাম্বার কাজ একদম শেষে করতে হবে। আমাদের দেশের অনলাইন পোর্টাল থেকে শুরু করে নেতাদের বক্তব্য, অনেক স্থানেই এই নিয়মের ব্যত্যয় দেখা যায়।

৩।Thou shall not use small numbers to represent the whole. (“Hasty Generalization”)
ছোট স্যাম্পল থেকে ফাইনাল ডিসিশন নেওয়া যাবে না। এই চালাকি অনেকেই করে যেমন, পশ্চিমা ক্লাইমেট চেঞ্জ ডেনায়াররা সাধারণত ৫-৭ বছরের ডাটা নিয়ে দেখায় পৃথিবী আসলে শীতল হচ্ছে। অথচ গত ৫০-৮০ বছরের ডাটা চেক করলে দেখা যায় যে আবহাওয়া উষ্ণ হচ্ছে।

৪। Thou shall not argue thy position by assuming one of its premises is true. (“Begging the Question”)
আপনার যুক্তির একটা প্রেক্ষাপট সত্য ধরে কোন যুক্তি খাড়া করতে পারবেন না।
যেমন ধরেন, ঈশ্বর আছেন কারণ ক গ্রন্থ সত্য। ক গ্রন্থ সত্য কারণ ঈশ্বর তা দিয়েছেন। এমন সার্কেল তৈরি করা যাবে না যেখানে যুক্তির একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভর করে।

৫। Thou shall not claim that because something occurred before, but must be the cause. (“Post Hoc/False Cause”).
Correlation আর Causation খুব ভালভাবে বুঝতে হবে। যেসব পরীক্ষা দিতে যাবার আগে আমার সামনে কালো বিড়াল এসেছিল, সেই পরীক্ষাগুলো খারাপ হইয়াছে। এখানে বিড়াল সামনে পরা Correlation আর আমার প্রস্তুতিতে ঘাটতি ছিল এটা Causation। একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটতেই পারে। কোনোটাকে অন্যটার জন্য দায়ী করার আগে ঘটনার কারণ খুঁজতে হবে।

৬। Thou shall not reduce the argument down to only two possibilities when there is a clear middle ground. (“False Dichotomy”)
সব তর্কের শেষ বাইনারি রেজাল্ট নাও ফলো করতে পারে। এমন নয় যে এটা না হলে ওটা হতেই হবে। যেমন টা ৯/১১ এর পরে প্রেসিডেন্ট বুশ ঘোষণা দিয়েছিল। You are either with us or against us। রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অন্যভাবে অবস্থান নেওয়াও সম্ভব ছিল।

৭। Thou shall not argue that because of our ignorance, the claim must be true or false. (“Ad Ignorantiam”).
যদি আমি কিছু না জানি, সেটা অজানা বলে আমার যুক্তি সঠিক। এই কাজটা করা যাবে না। এটার প্রয়োগ অনেক সময় দেখা যায় আস্তিক-নাস্তিকদের তর্কে। যেমন, বিজ্ঞান যেহেতু সব জেনে পারে নাই এখনো, তাই অজানা অংশের অস্তিত্বের কারণে আমার দাবি সঠিক। এমনটা করা যাবে না। ব্যাপারটা হল P vs NP প্রব্লেম কম্পিউটার সায়েন্সে এখনো আনসলভড প্রব্লেম। এটার সমাধান হয় নাই বলে আমরা অন্যান্য প্রমানিত কনসেপ্ট নিয়ে প্রশ্ন তুলতে পারি না যা।

৮। Thou shall not lay the burn of proof onto him that is questioning the claim. (“Burden of Proof Reversal”).

আমি যদি দাবি করি আমি ভুত দেখেছি, সেটার প্রমাণ আমাকেই দিতে হবে। আমি এমন বলতে পারব না যে আমি ভুত দেখেছি, এখন আমাকে ভুল প্রমাণ কর।

৯। Thou shall not assume that “this” follows “that”, when “it” has no logical connection. (“Non Sequitur”).

সকল দাবিতে লজিকাল কানেকশন থাকতে হবে। উনি ২০ বছর সততার সাথে কাজ করেছেন বলে এই বছরের দুর্নীতির মামলায় মিথ্যাভাবে ফাঁসান হইয়াছে এটা বলার কোন কারণ নেই। তিনি একই সাথে ২০ বছর সততার সাথে কাজ করতে পারেন, এবং এই বছর দুর্নীতি করে ধরা খেতেই পারেন। দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে একটা ঘটলে আরেকটা ঘটবে না।

১০। Thou shall not claim that because a premise is popular, therefore, it must be true. (“Bandwagon Fallacy”).

জনপ্রিয় কেউ কিছু বললেই সেটা সত্য হবে এটার কোনও কারণ নাই। জাকির নায়েক বা তাসলিমা নাসরিন কিছু বললে সেটাই গোল্ড স্ট্যান্ডার্ড হইয়া যাবে না। অথবা কোনও তত্ত্ব জনপ্রিয় বলেই সেটা সত্য এভাবে চিন্তা করে যুক্তি দাড়া করানো যাবে না। আগে যথেষ্ট নিরপেক্ষভাবে ব্যাপারটা নিয়ে পড়াশোনা করে নিতে হবে। তারপর সে বিষয়ের বিশেষজ্ঞদের মতামত জানতে হবে।

এই দশটা রুল ফলো করে আপনার যুক্তি রেডি করলে চাপে পরার ভয় নাই। যে কোন যুক্তিতর্কে এই রুল ফলো করলে হয় জিতবেন বা শিখবেন। দিনশেষে যা সত্য তা সত্যই, আপনার আমার লাফালাফিতে কিছু আসে যায় না। নিজে ভুল করলে শুধরে নেওয়া শিখুন, অন্য কেউ ভুল করলে সঠিকভাবে শুধরে দেওয়ার চেষ্টা করুন।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: যুক্তি শিখার কিছু নাই। যুক্তি তৈরি করতে হবে।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৮

নিরীক্ষক৩২৭ বলেছেন: কিভাবে তৈরি করতে হয় সেটা শেখার আছে।

২| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: অযৌক্তিক যুক্তিও কাজে লাগতে পারে। :)

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: অযৌক্তিক যুক্তি অকাজে লাগে। :D

৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৪

শায়মা বলেছেন: না না অযৌক্তিক যুক্তি বা এড়ো তর্ক করেও জিতে যেতে দেখেছি অনেককেই।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:০১

নিরীক্ষক৩২৭ বলেছেন: কথা সত্য কিন্তু ওইভাবে জিতে লাভ কি, ভুল ধারনাই আঁকড়ে ধরে রাখে তারা। ওভাবে তর্ক করলে কোন পক্ষই কিছু শিখতে পারে না।

৪| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:২১

আমিন রবিন বলেছেন: বাংলা মাইরের কাছে কুংফু চলেনা। মানে হল, বেশিরভাগ সময়ে তর্কে জড়ায় গোঁয়াড় গোবিন্দরা। এদের হাজার যুক্তি দিলেও শেষ পর্যন্ত তারাই জিতবে। অর্থাৎ, আপনি এক সময় হাল ছেড়ে দেবেন। এই জন্য আমি ইদানীং কারও সাথে তর্ক করিনা। বলে দেই,মে বী ইউ আর রাইট।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:৩২

নিরীক্ষক৩২৭ বলেছেন: ওই ধরনের মানুষদের সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত না।

৫| ২২ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যুক্তি মেনে নেবার মানসিকতা যার নেই তার সাতে তর্ক না করাই ভাল।কিন্তু লিখার মাধ্যমে সে মানল না মানল সেটা কোন বিষয় না, কারন আরো দশজন পড়ছে।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

নিরীক্ষক৩২৭ বলেছেন: যুক্তি মানার মানসিকতা না থাকলে তর্ক করা মানে সময় নষ্ট করা।

৬| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বিশ্লেষণ। তবে, যুক্তি প্রদান ও খণ্ডনের সময় মানুষ সুস্থ ও ঠান্ডাভাবে চিন্তা করে না, মাথা থাকে গরম, ফলে যা মুখে/কলমের ডগায় আসে, তাই বলে/লিখে ফেলে। কারো ব্রেইন থাকে ব্লক্‌ড, ফলে তিনিই বিচার করেন, তালগাছটাও তিনিই নিয়ে নেন। এটা ফলতঃ ঝগড়া-বিবাদের সময়েই ঘটে থাকে। অন্যদিকে, মানুষের শেখার আগ্রহের চাইতে জেতার প্রবণতাটা প্রবল। ফলে, যুক্তি দিয়ে আপনাকে হারানোই থাকে আমার মূল টার্গেট, ওগুলো খণ্ডনের জ্ঞান হয়ত আপনার নাই, ফলে আমার যুক্তিগুলো দুর্বল/ভিত্তিহীন হওয়া সত্ত্বেও আমি জিতে গিয়ে লাফাতে থাকি; অথচ, আমার এই যুক্তি নিয়ে অন্য কারো সামনে দাঁড়ানো মাত্রই হয়ত আমি শূন্য রানেই বোল্ড আউট হয়ে যাব। যুক্তি-তর্ক আসলে জ্ঞানের খেলা, যার যত জ্ঞান ও প্রজ্ঞা বেশি, তিনিই তত বেশি শক্তিশালী যুক্তিবাদী।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪

নিরীক্ষক৩২৭ বলেছেন: এসব মানুষদের এড়িয়ে চলাই শ্রেয়।

৭| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম একটা পোস্ট আমি খুঁজছিলাম! আপনাকে অনেক ধন্যবাদ! মানুষ যে কী পরিমান অযৌক্তিক আচরণ এবং কথাকে যুক্তিপূর্ণ দাবী করে ক্যাচাল করতেই থাকে! ইডিয়টদের সাথে তর্ক করা নিষেধ কারন তারা যুক্তির এই যৌক্তিক কাঠামোর ধারেকাছেও থাকে না (আমাদের চারপাশে ভেড়ার পালের মত ইডিয়টদল চরে বেড়াচ্ছে!)
পোস্ট প্রিয়তে।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: আমার সামাজিক যোগাযোগ ব্যবহারে অনীহার এইটা একটা কারণ। :D
প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ।

৮| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

পদ্মপুকুর বলেছেন: তর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় যুক্তি হলো- Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience..... আমার কথা নয়, টম সয়্যার আর হাকলবেরি ফিন এর বাবা বলে গেছেন।

আজকেই এক যায়গায় পড়লাম- মারিও পুঁজোর গড ফাদার বিখ্যাত হয়ে যাওয়ার পর ওটা সিনেমা হিসেবেও পর্দায় আসে। এই সিনেমার স্ক্রিপ্টও মারিও পুঁজোই লিখেছিলেন এবং বলাবাহুল্য যে সে সিনেমাও হিট হয়েছিলো। মারিও পুঁজো যেহেতু আদতে সিনেমার কাহিনীকার ছিলেন না, তাই পরবর্তীতে এ বিষয়ে পড়াশুনা করতে বাজার থেকে সিনেমার স্ক্রিপ্ট লেখার উপরে একটা বই কিনে এনে দেখেন তার প্রথম অধ্যায়ে লেখা- মারিও পুঁজোর গডফাদার ভালো করে পড়ুন!!

বলতে চাইছি, কিছু কোয়ালিটি বই পড়ে শেখা যায় না, আপ্না থেকেই হয়। তর্কযুদ্ধে থাকাবস্থায় মোক্ষম যুক্তি প্রয়োগ করাটাও সে রকম একটা কোয়ালিটি বলেই আমার মনে হয়। কারও সাথে তর্কের এক দুইদিন পর আমার মনে হয়- ওই যায়গায় এই কথাটা বললে উপযুক্ত হতো।...

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: সঠিক সময়ে সঠিক যুক্তি আমারও অনেক সময় মাথায় আসে না। এটা মনে হয় প্র্যাকটিসের ব্যাপার।
যারা জন্ম থেকেই একটু জিনিয়াস গোছের তাদের প্রয়োজন না হলেও বেশিরভাগেরই শেখার দরকার আছে। টুকিটাকি শেখার অনেক কিছু থেকেই যায়। আমি নিজেও আগে তর্কে যুক্তি দেওয়ার সময় না বুঝেই ভুলভাল যুক্তি দিতাম। এখন আশা করি নিজেরও আগের থেকে উন্নতি হইয়াছে :D

৯| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪২

নেওয়াজ আলি বলেছেন: এখন যুক্তি হারিয়ে যাচ্ছে আছে পলিটিক্স

২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

নিরীক্ষক৩২৭ বলেছেন: যুক্তি হারায় নাই, সে তার জায়গাতেই আছে। আমরাই দূরে সরে যাচ্ছি।

১০| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০০

নতুন বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রেই দেখাযায় আপনি যার সাথে যুক্তি দিয়ে আলোচনা করছেন সে অনেক ভুল ধারনা নিয়ে বসে আছে। তখন আলোচনা আগায় না।

আর যে যৌক্তিক ভাবে চিন্তা করে তার সাথে সমস্যা তৌরি হয় না।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২০

নিরীক্ষক৩২৭ বলেছেন: দুই পক্ষেরই শেখার আর জানার মানসিকতা না থাকলে যুক্তিতর্ক অর্থহীন।

১১| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল পোস্ট।

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: ধন্যবাদ।

১২| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিভাবে তৈরি করতে হয় সেটা শেখার আছে।

অভিজ্ঞতা আর জ্ঞান যুক্তি তৈরি করতে সাহয্য করবে।

১৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৮

স্থিতধী বলেছেন: ২ ও ৬ নং পয়েন্ট সারা দুনিয়াতে পলিটিক্স ইস্যুতে মিডিয়া দ্বারা ব্যবহার করা সবচেয়ে কমন টুল। ইচ্ছাকৃত ভাবে ওগুলোর ব্যাবহার হয় পলিটিক্সের মাঠে। ৩ নং পয়েন্টের দোষটা কয়দিন আগেই এক ব্লগারের পোস্টে তাঁর যুক্তির ধরণ দেখে বিস্তারিত উল্লেখ করেছিলাম।

কাজে লাগার মতো একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে ।

১৪| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

জাফরুল মবীন বলেছেন: শিক্ষণীয় পোস্ট।

কিন্তু যারা কুযুক্তিতে আঁকড়িয়ে থাকে তারা কোন কিছু থেকেই প্রকৃত শিক্ষা নিবে বলে মনে হয় না।

চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.