নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ব্লগ

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৪

কয়েকদিন চেষ্টা করেও সামহোয়ারইনব্লগে একাউন্ট খুলতে পারিনি । কোন না কোন সমস্যার কারণে আমার ব্লগার হওয়া পিছিয়ে যাচ্ছিল । আজ দুপুরে কিভাবে কিভাবে যেন হয়ে গেল, বুঝতে পারলাম না !
এখন থেকে আমি একজন ব্লগার !
কিভাবে ব্লগ চালাতে হবে এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু এখনি ইচ্ছে করছে এখানে বিরাট বিরাট উপন্যাস লিখে ফেলি ! অবশ্য লিখব, একবার যখন ব্লগার হয়ে যেতে পেরেছি লিখতেও পারব ।
ব্লগে নামটা দিলাম ভুয়া, উপায় নেই । ভাই বোনেরা যদি জানে আমি পড়ালেখা ফেলে "ব্লগার" হয়েছি তাহলে পিটিয়ে ছাল তুলে ফেলবে । তবে এখানে যে নাম দিয়েছি তা কিন্তু পুরো ভুয়া নয় । আমার আসল নামের সাথে অচেনা হৃদি নামটির মিল আছে । উলটে পালটে দেখলে মনে হয় যেন ভুয়া নাম নয়, আসল নামটাই দিয়েছি ।
অচেনা হৃদি নামটাকে কি কেউ পছন্দ করবে ? দেখা যাক ।
আমি ব্লগের নিয়ম কানুন কিছুই বুঝি না, এখানে কি ফেসবুকের মত ফ্রেন্ড হওয়া যাবে ? আমার ভালো কিছু লেখক ফ্রেন্ড হলে ভালো হত । তাহলে নিজের লেখার ভুল শুধরে দেবার মত লোক পেতাম ।
এখন থেকে এখানে আমার আনন্দ-দুঃখ, রাগ-ভালোবাসা সব প্রকাশ করব । এখানে প্রকাশ করার সুবিধা হল আমার চৌদ্দগোষ্ঠির কেউ আমাকে খুঁজে পাবে না (আশা করি পাবে না ) । সবার বিরুদ্ধে ইচ্ছেমত রাগ ঝাড়তে পারবো ।
আমি এখন আমার ফ্রেন্ডদের চেয়ে একধাপ উপরে, সবাই ফেসবুক নিয়ে বাহাদুরি দেখায়, তবে কারো ব্লগ নেই, আমার ব্লগ আছে ! বিষয়টা ভাবতেই গর্বিত অনুভব করছি ।

মন্তব্য ৫১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

স্ব বর্ন বলেছেন: ব্লগে স্বাগতম!! শুভ হোক আপনার আগমন।
শুভ ব্লগিং......।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ স্ব বর্ন !

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ কামনা আপনার জন্য।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী ভাইয়া ।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: একদম শেষে আপনার নাম দেখলাম। তাই ঘুরতে এলাম। :)
আপনাকে বলি আমি কিন্তু ফেসবুকও চালাই না। সারাদিন ব্লগে, এবার সবে এসএসসি দিলাম। আমার বন্ধুরাও আমাকে নিয়ে গর্ব করে (খবরের সূত্র বিশ্বস্ত নয় 8-| )
যেহেতু আপনি বুঝতে পারছেন না, তাই বুঝিয়ে বলি।
আমাদের সামু ব্লগে (somewhere in blog) আমরা একটা ব্লগ পরিবার।
আমরা সবাই সবাইকে কম বেশি চিনি, জানি একে অপরের খোঁজ খবর রাখি। আপনি নতুন তাই প্রথম থেকে বলি।

আপনি খেয়াল করবেন আপনার লেখাটি প্রথম পাতায় আসে নি, কারন আপনি সেফ হননি। এর মানে কতৃপক্ষ জানতে চায়, আপনি কি ভালো না খারাপ ব্লগার। আপনি ভালো ব্লগার হলে, নিয়মিত লিখবেন, কিছু লিখলে আমাদের জানাবেন। অন্যদের লেখা পড়ে কমেন্ট করবেন। খারাপ ব্লগার অনেক নোংরা কাজ করে, যেমন ফ্লাডিং। এখানে ফেবুর মতো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, তবে ফলো করা যায়।
আপনি এখানে অনেক ভালো মানুষদের সাথে পরিচিত হবেন, যারা সবাই ভালো ব্লগার।(এই যেমন আমি একজন B-) উপরের কাউসার ভাই )
ব্লগে কিছু দিন আগে আমারও একটি ভালো বন্ধু হয়েছে।
আপনার নিকটি সুন্দর, অন্তত আমার নিক থেকে!

আপনি বেশি বেশি মন্তব্য করুন, সবার লেখায় মতামত দিতে নিজের একটা অবস্থান সৃষ্টি করুন।
তখন আপনাকে সেফ করা হবে।
আমি ৮ মাসে সেফ হয়েছি। তখন আপনি কিছু লিখলে তা প্রথম পাতায় আসবে। সবার সাথে ভালো ব্যবহার করুন। সবার সাথে পরিচয় হোন।
এখন আগে আপনি কয়েকটি লেখা দিন। আমরা পড়ে দেখি।
কিছু লিখলে অন্যদের ব্লগে বা লেখায় গিয়ে অন্যদের লেখাটি পড়ার অনুরোধ করুন।
আপনার লেখা ভালো হলে, আপনাকে সপ্তাহখানেকের মধ্যেই সেফ করা হবে।
আর একটা কথা সুন্দর একটা প্রোপিক দিন। আপনার জন্য শুভকামনা, কোন প্রশ্ন থাকলে বা সাহায্য লাগলে জানাবেন।
হ্যাপি ব্লগিং

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ওহ্ বলতে ভুলে গেছি, আমার ব্লগে নিমন্ত্রণ। :)

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, আপনার কমেন্ট পড়ে অনেক কিছু একসাথে জেনে নিলাম । প্রথম পাতায় কেন লেখা দেখায়নি তা নিয়ে আমি ভাবছিলাম । আপনার কমেন্ট থেকে জানলাম কেন যায়নি । চেষ্টা করব নিয়মিত থাকার, কিন্তু সত্য কথা হল আমার সুযোগ খুব কম । তবুও যতটুকু সময় পাবো ব্লগে থাকবো ।

৫| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: শুভ ব্লগিং, আপনার ব্লগিং জীবন সুন্দর হোন।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া ।

৭| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা। লিখুন বেশী বেশী করে।

৮| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

নতুন নকিব বলেছেন:



ব্লগে স্বাগত।

লিখতে থাকুন। শিখতে থাকুন। ব্লগাররা আপনার পাশে থাকবে।

প্রান্তর পাতা ক্ষুদে, কিন্তু অনেক ভাল ব্লগার। খুব সুন্দর করে বুঝিয়ে, গুছিয়ে অনেক কিছু বলে দিয়েছে। তাকেও অনেক ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা থাকবে ।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং....... !:#P

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ২:৪৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: শুভ ব্লগিং

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, শুভ ব্লগিং কথাটার সঠিক রিপ্লাই কি হতে পাড়ে আমার জানা নেই !

১১| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

মাকার মাহিতা বলেছেন: ব্লগের নীতিমালা আছে, দেখে নিন...

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ

১২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: আপনি ব্লগে আসছেন এটাই অনেক বড় আনন্দের, আমাদের জন্য।
তবে সামুতে আপনার আরও আগেই আসা উচিত ছিল।

থাকুন আমাদের সাথে। লিখুন, পড়ুন।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৯

অচেনা হৃদি বলেছেন: মন মন্তব্যের পর কি যে রিপ্লাই দিতে হয় জানা নেই । শুধু বলবো- আপনার প্রতি ভালোবাসা অফুরান ভাইয়া ।

১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: লিখতে থাকুন, পড়তে থাকুন, সাথে থাকুন ব্লগের। এই আঙ্গিনা অনেক সমৃদ্ধ ভাল লাগার কোন কমতি নেই এখানে।

শুভ হোক আপনার পথচলা। ভাল থাকুন নিরন্তর।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২০

অচেনা হৃদি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ !

১৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: হুম..........

স্বাগতম।

তবে পুরানো কেউ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

অচেনা হৃদি বলেছেন: আপনার মন্তব্যটা বুঝতে আমার পাঁচ মিনিট লেগেছে, 'তবে পুরনো কেউ' বলে কি বুঝাতে চেয়েছেন প্রথমে বুঝিনি । এখন বুঝলাম । মন্তব্যের জন্যে ধন্যবাদ । আপনার ধারণা আমি পুরনো কেউ । কেন এই ধারণা করলেন বুঝতে পারছি না । কিছু সময় দিয়ে ব্যাখ্যা করবেন প্লিজ ?

১৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: আপনি কিছুই বোঝেননি।

ব্লগে নিয়মিত থাকুন বুঝতে পারবেন।

শুভকামনা রইল।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

অচেনা হৃদি বলেছেন: ধাঁধাঁয় ফেলে দিলেন ! প্রথম মন্তব্য তো ক্লিয়ার করলেন না, দ্বিতীয় মন্তব্যটা আরো রহস্যময় । শুভকামনার জন্য ধন্যবাদ ।

১৬| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি???B:-)
এতো বিচ্ছু বাহিনীর আরেক সদস্য!!!;)


@"অচেনা হৃদি নামটাকে কি কেউ পছন্দ করবে ? "
ও ডিয়ার, নেভার ফেয়ার
হিরো ইজ এভরিহয়ার:P

২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

অচেনা হৃদি বলেছেন: B-) বিচ্ছু বাহিনীর নেতা আমার ব্লগে ! আই এম সো লাকি টু সি ইউ । আমার ব্লগে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম । প্রথম পাতায় আপনার সরব উপস্থিতি দেখে ভাবছিলাম ইনভাইট করব, তবে সাহসের অভাবে পারছিলাম না । আপনি আমাকে সম্মানিত করলেন ভাইয়া ! ধন্যবাদ !

১৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক?? ঠিক করুন!!!

@"আমার(আমি) এখন আমার ফ্রেন্ডদের চেয়ে একধাপ উপরে,...


দরকার হয় কিবোর্ড ভাঙুক,
তবু ব্লগিং চলুক...;)

২৭ শে মে, ২০১৮ রাত ১১:০০

অচেনা হৃদি বলেছেন: অব কোর্স লিডার, কি বোর্ড কয়টা ভাঙতে হবে বলুন ! আই এম রেডি ।

১৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ম্যান!!
হৃদি নামে আমার এক বান্ধবী ছিল! ভাবলাম সে নাকি?? তাই একটু দুরে ছিলাম।।:(


পরে এক গোয়েন্দাকে পাঠিয়েছিলাম। নিশ্চিত হয়ে তারপর না আসলাম.....;)

২৭ শে মে, ২০১৮ রাত ১১:০৮

অচেনা হৃদি বলেছেন: গোয়েন্দাটা কে লিডার ? জানতে পারি ?

১৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এলাম।
ব্লগে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! অনেকে এখানে কিছু ভাল পরামর্শ দিয়েছেন, সেগুলো মেনে চলতে চেষ্টা করুন। সবচেয়ে বড় কথা হলো, সাধ্যমত বেশী বেশী করে অন্যের লেখা পড়ুন, আপনার পছন্দের বিষয়ে লেখাকে অগ্রাধিকার দিন, তাহলে লেখাটা পরে মন্তব্য লিখতে আগ্রহী হবেন। বেশী করে মন্তব্য করুন, মন্তব্যের সময় লেখকের প্রতি যেন অবজ্ঞা বা অশ্রদ্ধা প্রকাশ না পায়, সেদিকে খেয়াল রাখুন। অহেতুক বিতর্ক পরিহার করে চলুন।
হ্যাপী ব্লগিং!

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ স্যার ! পরামর্শ সুন্দরভাবে অনুসৃত হবে ।

২০| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মৌরি হক দোলা বলেছেন: হায়রে, আপু! চৌদ্দগুষ্ঠির উপরে রাগ ঝাড়বেন??? :D :D

চলতে থাকুক ব্লগিং :) অচেনা আপু চেনা হয়ে উঠুক :) :)

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অচেনা হৃদি বলেছেন: ব্যতিক্রমধর্মী একটি শুভকামনার জন্য লাল গোলাপের অভিনন্দন !

২১| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: এখানে সবাই বন্ধু

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৬

অচেনা হৃদি বলেছেন: 8-| বুঝতে পেরেছি

২২| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৪০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ও হ্যাঁ ব্লগে সু - স্বাগতম! পড়ুন, শিখুন, লিখুন । অনেক ভালোবাসা থাকলো।

২৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

শরতের ছবি বলেছেন: সুন্দর হউক আপনার পথচলা !

২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি হে? সব পোস্ট ড্রাফট করা কেন??X(

পাবনাতে নিয়ে যাব নাকি??


@ ব্লগে জেন্ডার বৈষম্যঃ আমার নীরব ভাবনা
লিখেছেন অচেনা হৃদি, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল

ভার্চুয়াল জগতে মেয়ে মানুষ কত দ্রুত পরিচিতি পায়। কত দ্রুত তারা লাইক কমেন্ট পেয়ে যাচ্ছে!অদ্ভুত ব্যপার!তবে ব্যপারটা যত অদ্ভুত হোক না কেন, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা....
[এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন, বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন।]


জেন্ডার বৈসম্য তো আছেই, এটা ছেলে নিক হলে বুঝতে, বাঁশডলা কাকে বলে। অবলাদের সাথে আমি কাইজা করি না। তাই বেঁচে গেলে।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

অচেনা হৃদি বলেছেন: =p~
বেঁচে গিয়ে ভালো হল। :)

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,




আপনার অতি সাম্প্রতিক লেখা , সম্ভবত ব্লগকে ভালোবাসেন এ জাতীয় শিরোনামের লেখাটিতে ( যেটা আজ সকালেই দেখেছি ) মন্তব্য করতে গিয়ে আপনার নিকে ক্লিক করতেই দেখি সুনসান আপনার ব্লগ ।

আপনার প্রোফাইলে লেখা আছে -----
স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।
স্বপ্ন স্বপ্নই , বাস্তবে স্বপ্নেরা অধরাই থেকে যায় । এতে হৃদয়ে ব্যথা নিয়ে হারিয়ে যাওয়া বুদ্ধির কাজ নয় । নতুন করে নতুন স্বপ্ন দেখতে হলে তো ফিরে আসা চাই এই জনারণ্যেই !!!!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া আমি যাইনি কোথাও। আছি তো। :)

২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখকবলেছে: =p~বেঁচে গিয়ে ভালো হল।:)

তোমাকে বাঁচতে দিচ্ছি, দাঁড়াও।।।X(
আমি এখন লেখকের সাথে ওপেন প্রেম করা শুরু করবো। ঠাকুর মশাইয়ের সামনেই(ঠাকুর মাহমুদ):P



শ্যামা দত্তের অনুমতি নিয়ে আসি। ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

অচেনা হৃদি বলেছেন: =p~
আচ্ছা ঠিক আছে।
দেখি কে কাকে বাঁচায়! ;)

২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাগ করে চলে যা্ওয়া মানে পরাজয় মেনে নেয়া।
আমরা বিজয়ী থাকতে চাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

অচেনা হৃদি বলেছেন: :)
আমি যাইনি ভাইয়া। স্বাভাবিকভাবেই আছি।

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কলিং বেল চেপে লাভ নেই। কোন একদিন বুঝবে নিজু লুল ছিল না।


তোমার পোস্টে আমার প্রথম মন্তব্যটা দেখো। আমি আগের মতই, বদলেছ তুমি। হয়তো সামনেও....


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.