নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

আমার ক্রান্তিলগ্ন

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

কয়েকদিন আগের কথা । কোচিং এর ফিস দেবার জন্য মায়ের কাছে টাকা চাইলাম । মা জানালেন তাঁর হাতে টাকা নেই । এটিএম কার্ড দিয়ে মা বললেন আমি যেন বুথ থেকে টাকা তুলে নিই ।
এটিএম বুথ থেকে টাকা তোলা জটিল কোন কাজ নয় । আমি আগেও টাকা তুলেছি । কিন্তু সেদিন টাকা তুলতে গিয়ে কি ভুল করে ফেলেছিলাম কে জানে ! কার্ডটা মেশিনে আটকে গিয়ে বিকট শব্দে বাজতে শুরু করল । বাইরে থেকে দারোয়ান দৌড়ে এলো । দারোয়ান ধমকের সুরে জিজ্ঞেস করল, এটা কার কার্ড ঢুকিয়েছেন ?
আমি ভয়ে ভয়ে বললাম, আমার মায়ের কার্ড । আমার মা টাকা তুলতে দিয়েছেন ।
দারোয়ান আবার বলল, আপনার সাথে কোন আইডি আছে ?
আমি তাড়াতাড়ি আমার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বের করে দিলাম । দারোয়ান আইডিটা মনোযোগ দিয়ে চেক করতে লাগলো । এর মাঝে দারোয়ানের মোবাইল ফোনে কল চলে এসেছে ।
দারোয়ান ফোন রিসিভ করে বলল, না স্যার ঠিক আছে স্যার... চেক করে দেখেছি স্যার ...
আমি বেশ লজ্জা পেলাম, আমি কি বড় কোন ভুল করলাম ? উপর থেকে দারোয়ানের কাছে জানতে চাচ্ছে কে টাকা তুলছে ।
অতপর দারোয়ান বলল, “শোনেন, আপনার মাকে বলিয়েন টাকা তুলতে কোন পিচ্চিরে যেন না পাঠায় ।”
আমি থ হয়ে গেলাম, দারোয়ান এটা কি বলল ? আমি পিচ্চি ?
জাহান্নামে যাক দারোয়ান । দারোয়ান ফারোয়ানের কথায় আমার কিছু আসে যায় না ।

এর এক সপ্তাহের পরের ঘটনা । আমার আন্টির সাথে গায়ে হলুদের একটা অনুষ্ঠানে গেলাম । সেখানে দেখা হল আন্টির এক বান্ধবীর সাথে । আন্টির বান্ধবী কথা বলতে বলতে আমাকে বললেন, কিরে মেয়ে, বেশ তো সাজ দিয়ে এসেছ । নাগর একটা ধরিয়ে দেব নাকি । ঐ যে দেখো কত বড় লোকের ছেলে এই অনুষ্ঠানে এসে মেয়ে খুঁজছে । তাদের একটাকে পটিয়ে ফেলতে পারলে বড়লোক জামাই পেয়ে যাবে । পরিচয় করিয়ে দেব নাকি একজনের সাথে ?
আন্টি বলে উঠলেন, আরে এসব কথা থাক । ও এখনো ছোট মেয়ে । ওকে এসব কি বলছিস ?
আন্টির বান্ধবী ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বললেন, “একে তুই ছোট বলছিস ? আজ বিয়ে দিলে এই মেয়ে সাত মাস পরেই বাচ্চা দেবে !”
কি আশ্চর্য ! এক দারোয়ান বলেছিল আমি পিচ্চি । আর আজ এক মহিলা বলছে আমি মা হবার যোগ্য হয়ে গেছি ! কোনটা বিশ্বাস করব ? মজার ব্যপার হল সেদিন দারোয়ানের কাছে নিজেকে পিচ্চি শুনে যেমন খারাপ লেগেছিল, আজ আবার এই মহিলার মুখে আমি মা হবার যোগ্য শুনেও খারাপ লাগছে । আমার মনটা এখন কেমন যেন হয়ে গেছে । নিজেকে ছোট মেয়ে ভাবতে পারছি না, আবার বড় ভাবতেও পারছি না ।

ভেবে চিন্তে বুঝলাম আমি বড় নই, আবার ছোটও নই । আমি এখন একটা অদ্ভুত ক্রিয়েচার হয়ে গেছি ।
আমি বড় না ছোট- এই দ্বিধা আরো বেড়ে যায় বাবা মায়ের বিপরীতমুখি আচরণ দেখলে । আমার বাবা আমাকে এখনো ছোট মেয়ে ভাবেন । অন্যদিকে মা অলটাইম ধমকের উপর রাখেন । মাঝে মাঝে মা মনে করিয়ে দেবার চেষ্টা করেন আমি এখন ছোট নেই ।
এখন আমি একটা ক্রান্তিকাল পার করছি । তবে বুঝতে পারছি এই ক্রান্তিলগ্ন বেশি দীর্ঘ হবে না । আমাকে যারা ছোট মনে করে তারা দিনদিন সংখ্যালঘু হয়ে যাচ্ছে । তাদের অনেকেই এখন আমাকে ‘বড়’ মহিলাদের মত মর্যাদা দিচ্ছে । কিছুদিন পর আমাকে ছোট ভাবার মত কেউ আর অবশিষ্ট থাকবে না । এমনকি আমার বাবাও মেনে নেবেন তাঁর মেয়ে আর ছোট নেই ।
কি আর করা, পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে । আর আমরা সেই বদলে যাওয়াকে মেনে নিতে বাধ্য হচ্ছি ।

মন্তব্য ৫৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেনে নেওয়া বা মানিয়ে চালাই বুদ্ধিমানের পরিচয়!
মানিয়ে নিন দেখবেন জয় আপনার হবেই।

ও আলোর পথযাত্রী,এ যে রাত্রী
এখানে থেমোনা
এ বালুচরে আশার তরণী তোমার
যেন বেঁধোনা
আমি শ্রান্ত যে, তবু হাল ধর
আমি রিক্ত যে, সেই সান্তনা,
তব ছিন্ন পালে জয় পতাকা তুলে,
সূর্য তোরণ দাও হানা।।

আপনার চলার পথ মসৃন হোক
সেই প্রত্যাশায়

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য ।

২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

মাকার মাহিতা বলেছেন: এটিএম কার্ড থেকে টাকা উঠাতে গেলে মা কে নিয়ে যাবেন, কেমন? একা একা গেলে কার্ড আটকে যাবে... :) :) :)

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

অচেনা হৃদি বলেছেন: B-) পরামর্শের জন্য ধন্যবাদ ।

৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: বড় হবেন এইভাবে একটু একটু করে অভিজ্ঞতা সংগ্রহ করে বড় হবেন।

শুধু মাথায় রাখবেন নিজের পরিবারের বাইরে সবাই বিষাক্ত সাপ। কাউকে বিশ্বাস করবেন না। কাউকে না। কথাটা মনে রাখবেন।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪০

অচেনা হৃদি বলেছেন: কাউকে বিশ্বাস করব না, মুল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ । আচ্ছা আমি কি এই ব্লগের সিনিয়রদের বিশ্বাস করব ?

৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: "আর আজ এক মহিলা বলছে আমি মা হওয়ার যোগ্য হয়ে গেছি।"... :-B
চমৎকার একটি লেখা। এখন কেমতে বুঝবেন, আন্নে বড় হয়েছেন কী না?

দেখি একটি ফর্মুলা পাওয়া যায় কী না?

-- মাকে, বলুন!! আম্মু, আমি না একটি ছেলেকে ভীষণ ভালবাসি, আন্নে না মানলে মুই কোর্ট মেরেজ করুম!!
-- আম্মু যদি পাল্টা প্রশ্ন করেন, ন্যাশন্যাল আইডি আছে? বয়স প্রমাণ করতে পারবা?
তখন বুঝবেন, আপনার বিয়ের বয়স হয় নাই, আইমিন পিচ্ছি।

আর যদি হুংকার দিয়ে বলেন- আহুক আজ তোর বাপ, আজ তোর একদিন কী মোর একদিন। কাল থেকে কলেজ যাওয়া বন্ধ। এক হপ্তার মধ্যে রিক্সার ড্রাইভারের সাথে তোরে বিয়া দিমু কিন্তু প্রেমিকের সাথে কক্কনো না।

-- তখন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। আইমিন, বিবাহযোগ্য কণ্যা। :-B :-B

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

অচেনা হৃদি বলেছেন: মন্তব্যটা পড়ে না হেসে কেউ পারবে না, আমিও পারিনি । আপনি তো অপশন দুটো দিয়েছেন, কিন্তু আমার মনে হয় আরো একটা অপশন আছে, সেটা হল আমার মা উক্ত কথা শুনে আমার জন্য একটা বংশ (মানে বাঁশ) বের করে আনবেন । তারপর তিনি আমাকে জিজ্ঞেস করবেন, 'এটা চিনো...?' B-)

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার মান ভালো। তবে্ প্রচুর পড়তে হবে। ভালো থাকুন।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৯

অচেনা হৃদি বলেছেন: পড়তে হবে, এক্সেক্টলি ভাইয়া, আশির্বাদ করুন ।

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

কাওসার চৌধুরী বলেছেন: লাইক দিলাম +++++++:) :) :)

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

অচেনা হৃদি বলেছেন: হ্যাটস অফ ডক্টর ! আমার কাছে আপনার একটি লাইক অন্যদের দশটি লাইকের সমান !

৭| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে সময় দিন, লিখুন। শুভ কামনা

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩১

অচেনা হৃদি বলেছেন: Hats off senior! Thanks a lot!

৮| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:০৫

অচেনা হৃদি বলেছেন: Invitation accepted, thanks!

৯| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:১৮

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগিংয়ের পাশাপাশি পড়াশুনাটাও নিয়মিত করুন। আর ভবিষ্যতে লেখক হতে চাইলে প্রচুর বই পড়তে হবে, পৃথিবীকে জানতে হবে। একটা ভাবুক মন থাকতে হবে। শুভ কামনা সব সময়। ফেইসবুকে কম সময় দিয়ে ব্লগারদের লেখাগুলো মনযোগ দিয়ে পড়লে ভাল হবে।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:৪১

অচেনা হৃদি বলেছেন: আপনি হয়ত জানলে খুশি হবেন, কয়েক সপ্তাহ আগে আমি ফেসবুককে গুডবাই জানিয়েছি । ব্লগের সন্ধান যখন পেয়েছি আশা করি ফেসবুকে আর ফিরতে হবে না । আর হ্যাঁ, আশা করি পড়ালেখায় ছেদ পড়বে না । B-)

১০| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখাটা ভাল্লাগ্লো।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ B-)

১১| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার লেগেছে।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ জনাব দায়িত্বশীল ।

১২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার যে ইগো সমস্যা নাই, সেটা প্রমান করতে এলাম :) , দয়া উপরে আমার ১ম হাবিজাবি মন্তব্যটি ডিলেট করে দিবেন।
আপনি মনোযোগ দিয়ে ব্লগিং করলে ভালো করবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩৮

অচেনা হৃদি বলেছেন: Nope, I will not delete any comment from my blog! B-)

১৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখনকার জেনারেশন খুব ফার্স্ট!!
কিছুটা ইঁচড়ে পাকা!
কানমলা দিলে ঠিক হয়ে যাবে!!;)


@"এখন আমি একটা ক্রান্তিকাল পার করছি"
-- আহা!! এখনকার ক্লাস ৯-১০এ কি রবীন্দ্রনাথের "ফটিক" গল্পটা নেই??:(

‘বিশেষত, তের-চৌদ্দ বছরের ছেলের(মেয়েদের জন্য কিছুটা) মত পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোন কাজেও লাগেনা। স্নেহও উদ্রেক করে না, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগলভতা। হঠাত্ কাপড়চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে; লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, লোকে সে জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারেন না। শৈশব ও যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোন স্বাভাবিক ত্রুটিও যেন অসহ্য বোধ হয়।’

আরেক দিন কথা হবে
আমি এখন যাই
শুভকামনা রইল
টা টা বাই বাই...;)

২৭ শে মে, ২০১৮ রাত ১১:২২

অচেনা হৃদি বলেছেন: B-) Okk, Good Night Leader!

১৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

শেখ তাওহিদুজ্জামান খোকন বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ খোকন ভাইয়া

১৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ ব্লগিং।

অভিজ্ঞা শেয়ারে ধন্যবাদ।

জীবনটা এমনই অনেকে অনেক কথা বলে।

১৬| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সব কিছু মাথার উপরে দিয়া গেল, আপনাকে কি কেউ বলেছে, পৃথিবীর সব গল্প মনগড়া হতে হবে।
আপনি যদি খেয়াল না করে থাকেন, তাহলে আরেকবার- Story শব্দটার দুটো মানে হতে পারে- গল্প, ঘটনা। এখন অনুবাদ কিভাবে হলো সেটা ফ্যাক্ট।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:০৮

অচেনা হৃদি বলেছেন: X((

১৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:১২

অর্থনীতিবিদ বলেছেন: দুইদিকেই সমস্যা। তবে ছোটো বললে অবহেলাটা বেশি গায়ে লাগে। আমার এরকমই লাগতো আরকি। এখন আর ছোটো বলার কোনো সুযোগ নেই কারো। তবে শৈশবের সেই দিনগুলোর জন্য বুকটা পোড়ে এখন।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭

অচেনা হৃদি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ! মন্তব্য করার জন্য থ্যাংকস ।
শৈশবের দিনগুলোর জন্য আপনার বুকটা পোড়ে । আর আমার বুকটা বড় হবার জন্য বেশ অস্থির হয়ে আছে । বড়দের কত সুবিধা । সবচেয়ে বড় সুবিধা হল নিজের খুশিমত চলা যায় ।

১৮| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণি, নতুন লেখা কই? নতুন লেখা পোস্ট করুন।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, নতুন লেখা ইতিমধ্যে এসেছে । আশা করি পড়বেন ।

১৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১১

কাওসার চৌধুরী বলেছেন: আপু, দুইদিন হলো কোথায় হারালে!! ব্লগে নিয়মিত হও, সুন্দর সুন্দর লেখা দিয়ে ব্লগ মাতিয়ে রাখ।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

অচেনা হৃদি বলেছেন: Hridy is on! ;)

২০| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মৌরি হক দোলা বলেছেন: আপু, একটা সমস্যা হয়ে গেল। :(

আপনার বিষয়ে কিছু জানতে ইচ্ছে হচ্ছে। :)
এটা কি সম্ভব?? :)

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

অচেনা হৃদি বলেছেন: অবশ্যই সম্ভব আপু । তবে আমাকে কিছুদিন সময় দিন । আশা করি আপনার সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো ।

২১| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মৌরি হক দোলা বলেছেন: আপাতত এইটুকু কি বলা যায় যে আপনি কিসে পড়েন ?

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

অচেনা হৃদি বলেছেন: আপু, আমি পরের কমেন্টেই আপনার প্রষনের উত্তর দিচ্ছি । উত্তরটা আপনি পড়ার পর ডিলিট করে দেবো । আপনি কমেন্ট পড়ার পর ওকে লিখে একটি রিপ্লাই দিন ।

২২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মৌরি হক দোলা বলেছেন: ওকে

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অচেনা হৃদি বলেছেন: কিছু মনে করবেন না, আপনি ছাড়া অন্য কেউ জানুক তা আমি চাইনি । তাই এতো সতর্কতা ।

২৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মৌরি হক দোলা বলেছেন: ওকে, আপু। ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অচেনা হৃদি বলেছেন: ভবিষ্যতেও কিছু জিজ্ঞেস করার থাকলে এই পদ্ধতিতে চলবে । আমার সম্পর্কে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ ।

২৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মৌরি হক দোলা বলেছেন: বুঝতে পেরেছি। সমস্যা নেই। আমি কিছু মনে করে নি আপু।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অচেনা হৃদি বলেছেন: অনেক ধন্যবাদ !

২৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: মৌরি কিন্তু অনেক ভালো ব্লগার। :)

০১ লা জুন, ২০১৮ রাত ৯:২০

অচেনা হৃদি বলেছেন: ও আচ্ছা, আপনার সাথে কি উনার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ? নাকি শুধু ব্লগীয় সম্পর্ক ? জাস্ট কৌতূহল !

২৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে পরিচয় তবে আমরা ভালো বন্ধু।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৪

অচেনা হৃদি বলেছেন: ওহ বুঝেছি, ধন্যবাদ ।

২৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: ঠিকই বলেছেন, ঐ বয়সটা একটা ক্রান্তিলগ্ন!
৪ নং প্রতিমন্তব্যটা ভাল লেগেছে।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

অচেনা হৃদি বলেছেন: পুরনো পোস্ট খুজে নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.