নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

যত দোষ হৃদির বাবার

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

হৃদি তার বাবাকে ঋষি মনে করে না । বাবাকে বাবা-ই মনে করে । আর সব মেয়ের মত হৃদিও তার বাবাকে অ-নে-ক ভালো একজন মানুষ মনে করে ।
কিন্তু হৃদির মা মোটেই তা মনে করে না । হৃদির মা নিজের স্বামীর এতো দোষ খুঁজে পান, একটা খাতায় লেখা শুরু করলে খাতাটা ভরাট হয়ে যাবে ।
মজার ব্যপার হল হৃদির মা হৃদির বাবার যেসব দোষ খুঁজে পান সেগুলোকে হৃদির কাছে কোন দোষ বলে মনেই হয় না ।
উদাহরণ দেয়া যাক ।
মা মনে করে হৃদির বাবা একজন মিচকা ! এই কথাটাকে হৃদি সবসময় স্ট্রংলি প্রোটেস্ট করে । বাবাকে মিচকা বলার কারণ হল- হৃদির বাবা যে কোন জায়গায় যে কোন পরিস্থিতিতে একদম দ্রুত নিজেকে খাপ খাইয়ে নেন । উনি যদি সাধু পুরুষদের ভেতরে গিয়ে ঢোকেন তখন নিজেই সবচেয়ে বড় সাধু হয়ে যান । উনাকে যদি আপনি ভয়ংকর লোকদের ভেতর ফেলে আসেন, উনি সেখানেও আজীবন ডিল করে টিকে থাকতে পারবেন । এভাবে প্রতিকূল অবস্থায় দ্রুত নিজেকে ‘অভিযোজন’ করে নিতে কয়জনে পারে । এই বিশেষ গুণের জন্য উনার তো অস্কার পাওয়া উচিৎ । তা তো পেলেন না, উল্টা হৃদির মা উনাকে নাম দিলেন মিচকা !
হৃদির বাবার আরেক দোষ, অবশ্যই দোষটা হৃদির মায়ের দৃষ্টিকোণ থেকে, হৃদির বাবা নাকি কোন মহিলার দিকে তাকালে চোখ ফেরাতে পারেন না !
কি অদ্ভুত হাস্যকর অভিযোগ । নারী পুরুষ পরস্পরের দিকে আকৃষ্ট হওয়াটাই তো স্বাভাবিক । কোন মহিলার দিকে পুরুষ মানুষ তাকিয়ে দেখলে দোষের কি আছে ?
হৃদির বাবার আরেক সমস্যা, তিনি সিগারেট টানেন । এমনকি মাঝে মাঝে এতো বেশি সিগারেট খান, একটা সিগারেট শেষ হয়ে এলে সেটার আগুন দিয়েই নতুন একটা সিগারেট জ্বালিয়ে স্মোক করতে থাকেন ।

হৃদি এটাকেও অত ভয়ংকর কিছু মনে করে না । তিনি সিগারেট খান ঠিক, কিন্তু অন্যের ক্ষতি হবার মত তো খান না । আপনারা যদি কখনও হৃদির বাসায় আসেন, আমি শিউর আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা একজন চেইন স্মকারের বাসায় এসেছেন ।

এবছর হৃদি ভয়ানক এক বিপদে পড়েছিল । বিপদটা এতো প্যাঁচালো, এ থেকে হৃদিকে কেউই বাচাতে পারছিলো না । সবাই বরং ঘটনাকে আরো ঘোলাটে করে দিচ্ছিল । হৃদিকে বাঁচালো তার মিচকা চেইন স্মকার বাবা ।

হৃদির কাছে হৃদির বাবা একজন সুপারম্যান । হৃদির কাছে হৃদির বাবা শিশুর মত নিষ্পাপ, যিনি এখনো পাপ করা শিখেননি । বাবাকে যে যাই বলুক না কেন, হৃদির কাছে তার বাবার যে মুর্তি রয়েছে তা চির অক্ষয় ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: হৃদির বাবা একজন মিচকা (শয়তান)!! কারণ তিনি সব জায়গায়, সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারেন। এই খাপ খাওয়ানোটাই মায়ের কাছে অসহ্য লাগে। কারণ, ইয়াং মেয়েদের আসরেও বাবা একজন ইয়াং আড্ডাবাজ। অনেক ইয়াং মেয়েও তাকে হ্যান্ডসাম মনে করে। বিষয়টি মায়ের একদম পছন্দ নয়। এজন্য মায়ের চোখে বাবা হলেন ভিলেন। আইমিন মিচকা শয়তান, লু.........!!

হৃদির বাবা নাকি কোন মহিলার দিকে তাকালে চোখ ফেরাতে পারেন না!!! এটা এ বঙ্গের প্রতিটি মহিলার কমন অভিযোগ। আপনিও এক সময় আপনার হাজবেন্ডকে এমন অভিযোগ করবেন!!

সিগারেট খাওয়াটা আমিও পছন্দ করি না। দোয়া করি আপনার ক্ষেত্রে যেন এমনটা না হয়। তবে লেখিকা চেইন স্মুকার হলে ভীন্ন কথা। :( :(

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

অচেনা হৃদি বলেছেন: আমি প্রমিজ করলাম, আমার হাজবেন্ড যদি বাবার মত হয় তাহলে তার দোষ ধরব না ।
লেখিকা স্মকার নয় । তবে ভবিষ্যতে স্মকার হয়ে যায় কি না কে জানে ! কারণ একদিন সে বাবার সিগারেট কেস থেকে চুরি করে একটা নিয়ে অল্প কয়েক টান দিয়েছিল ! ;) হি হি হি ।

২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা .....
কেউ নিজের দোষ নিতে চায় না।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫০

অচেনা হৃদি বলেছেন: :``>> আসলে তাই !

৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার সব গুণই ভালো কেবল বিড়ি খাবার গুণটা বাদ দিলে। ধুমপানের কোন উপকারিতা নেই । এটা বাদ দিলে হৃদির বাবা অসাধারণ এক জন মানুষ। উনার জন্য সালাম।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ! হৃদির বাবার পক্ষ থেকে হৃদি সালাম নিয়েছে, অয়ালাইকুম সালাম ! :``>>

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: হৃদির কাছে হৃদির বাবা একজন সুপারম্যান । হৃদির কাছে হৃদির বাবা শিশুর মত নিষ্পাপ, যিনি এখনো পাপ করা শিখেননি । সব ছেলেমেয়ের কাছেই মনে হয় বাবারা সুপার ম্যান। ভাল লিখেছেন আপু।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: আমি প্রমিজ করলাম, আমার হাজবেন্ড যদি বাবার মত হয় তাহলে তার দোষ ধরব না ।
লেখিকা স্মকার নয় । তবে ভবিষ্যতে স্মকার হয়ে যায় কি না কে জানে ! কারণ একদিন সে বাবার সিগারেট কেস থেকে চুরি করে একটা নিয়ে অল্প কয়েক টান দিয়েছিল ! ;) হি হি হি।

বাহ!! এমন বাঙালি বউ তো পাওয়া মুশকিল!! :( :( :( মানুষটার জন্য এডভান্স শুভ কামনা B-) B-) B-)

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

অচেনা হৃদি বলেছেন: :( আপনি দেখছি সবকিছু ভালভাবে খেয়াল করেন । হায় আল্লাহ, এখন থেকে আপনার সাথে কথা বলতে যথেষ্ট সাবধান থাকতে হবে ! আপনি যে শিক্ষক তা মাথায় রাখা উচিৎ ছিল ! :``>>

৬| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

প্রথমকথা বলেছেন: হৃদিকে আই লাভ ইউ। কারণ আমার সন্তানেরাও ঠিক হৃদির মতো, ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

অচেনা হৃদি বলেছেন: আমার বাবা তাঁর সন্তানদের যেভাবে দেখে থাকেন, এভাবে যারাই নিজের সন্তানকে দেখবেন তাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা রইল । আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন ।

৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব বাবাদের ভাগ্যে হৃদির মতো মেয়ে জন্ম নিক :)

++++

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

অচেনা হৃদি বলেছেন: চমৎকার একটি শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ! +++++

৮| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: হৃদির মতো বাবা প্রিয় মেয়ে প্রতি বাসায় থাকলে হয়।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৯

অচেনা হৃদি বলেছেন: জী জনাব, তার আগে মেয়েদের সব বাবাকে হৃদির বাবার মত হতে হবে ।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: সব মেয়েরাই সাধারণতঃ মায়ের চেয়ে বাবার বেশী ভক্ত হয়ে থাকে।
এমন সমঝদার কন্যা পাওয়া সব মিচকা বাবাদের জন্য এক বিরাট সৌভাগ্যের ব্যাপার।
ধন্যবাদ আপনাকে, বাবাকে এমন করে বোঝার জন্য।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

অচেনা হৃদি বলেছেন: আমার পুরনো একটা লেখা খুঁজে নিয়ে পড়লেন, এই আগ্রহ দেখানোয় আপনার প্রতি আমি কৃতজ্ঞ স্যার।
:)
সব মেয়েরাই সাধারণতঃ মায়ের চেয়ে বাবার বেশী ভক্ত হয়ে থাকে।
কথাটা আমার জন্য নতুন, এই কথার আরেক অনুরূপ হতে পারে- ছেলেরা বাবার চেয়ে মায়ের ভক্ত হয়ে থাকে! এই দুটি থিউরি আমি যাচাই করে দেখবো। :)

পরিশেষে, আবারো ধন্যবাদ, আমার পুরনো লেখাটি খুঁজে নিয়ে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.