নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

ব্লগারগণ, আপনাদের বন্ধু হৃদিকে চিনে রাখুন

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭


মাত্র দুই সপ্তাহ আগে ব্লগের এই অচেনা ভুবনে হৃদি প্রথম প্রবেশ করেছিল ।
প্রথম প্রথম মনে করেছিলাম ব্লগ হবে ফেসবুকের মত । ফেসবুকের মত হলে ভালোই হত, আমি ফেসবুক চালাতে চালাতে জাকারবার্গের ওস্তাদ হয়ে গিয়েছিলাম । কিন্তু কয়েকদিনেই বুঝলাম ব্লগ জিনিসটি ফেসবুকের তুলনায় ভিন্ন জগত ।
প্রথম দিন পোস্ট করেই আমি দেখলাম আমার লেখাটি প্রথম পাতায় যায়নি । মনে করেছিলাম কোন ত্রুটির কারণে আমার লেখা প্রথম পেজে যাচ্ছে না । তবে অল্প কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম ত্রুটির কারণে নয়, ব্লগের নীতিমালার কারণে আমার লেখা প্রথম পেজে যায়নি ।
গত রাতে ব্লগে লগ ইন করে দেখি আমি সেফ হয়েছি, আমার লেখা প্রথম পাতায় যাবে ।

অনেক ব্লগার বন্ধুদের ব্লগ পড়ে জেনেছিলাম উনাদের কারো কারো সেফ হতে দেড় বছরের কাছাকাছি সময় লেগেছিল । আমি মনে করেছিলাম আমারও সেফ হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে । এনিওয়ে, অপেক্ষার প্রহর মোটেই দীর্ঘ হয়নি । মাত্র দুসপ্তাহ সময়ে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ আমাকে সেফ ঘোষণা করলেন । যারা আমাকে সেফ ব্লগার হিসেবে উন্নীত করলেন তাদের প্রত্যেককে হৃদয়ের সুগভীর প্রদেশ হতে কৃতজ্ঞতা জানাচ্ছি । সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেসকল ব্লগারকে, যারা ব্লগে আমাকে প্রতিনিয়ত সাহস ও উৎসাহ জুগিয়েছেন । সেফ হবার আগে ব্লগে যারা আমার পাশে ছিলেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ । যতদিন ব্লগে আছি ততদিন আমি আপনাদের পাশে থাকবো ।


সম্মানিত বন্ধুগণ, আমার আসল নাম হৃদিতা । তবে পরিচিত সবাই আমাকে হৃদি বলেই ডাকে । আমাকে আপনারা যে নামে খুশি সম্বোধন করতে পারেন । একয়েকদিনে বুঝতে পেরেছি ৯৫% বা তার বেশি সংখ্যক ব্লগারগণ বয়সে আমার সিনিয়র । অর্থাৎ আপনি (যিনি আমার এই লেখাটি পড়ছেন তিনি) নিজেও আমার সিনিয়র হবার সম্ভাবনা বেশি । কাজেই আমাকে ছোট বোন মনে করতে পারেন ।
ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে কষ্টদায়ক আচরণ পেয়েছিলাম । আমার আশা, ব্লগে কখনো অপ্রীতিকর কোন ঝামেলায় আমাকে পড়তে হবে না । সবাই দোয়া করবেন যেন আমিও কারো মনঃকষ্টের কারণ না হই ।
ব্লগে যারা এখনো সেফ হননি তাদের প্রতি আমার শুভকামনা রইল । ইনশাল্লাহ অচিরেই আপনারাও সেফ ব্লগার হয়ে যাবেন । আমার পোস্টে কমেন্ট দিতে এবং আপনাদের ব্লগে আমাকে আমন্ত্রণ জানাতে কখনো সংকোচ করবেন না ।

ফেসবুকে থাকাকালীন সময়ে একজন ভাইয়া আমাকে ব্লগে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন । আমি ব্লগে একাউন্ট খোলার পর ওনাকে আর পাইনি । উনি কি হাওয়া হয়ে গেছেন নাকি কে জানে ! হয়তোবা উনার সাথে ব্লগে আমার টাইমিং মিলছে না । আশা করি তিনি এই পোস্ট দেখে কমেন্ট করবেন ।

সবাই সুস্থ থাকুন, ব্লগে আমার সাথে থাকুন, এই শুভকামনা দিয়ে লেখাটি শেষ করছি ।
হ্যাপি ব্লগিং !

মন্তব্য ৮৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার আপুমণিকে চিনে রাখলাম। শুভ কামনা।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

অচেনা হৃদি বলেছেন: 8-| ধন্যবাদ ভাইয়া !

২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
চিনে রাখলাম..... :P

আপুমনিতা আপনি কয় ক্লাস পড়েছেন? ;) যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন তারপরেও করার কারণ
আপনি আমার সিনিয়র না জুনিয়র জানার জন্য।। :D

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

অচেনা হৃদি বলেছেন: 8-| ভাইয়াজানগো, আমি আপনার ছোট ! ইচ্ছে হলে তুমি করে বলুন প্লিজ ।

৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রথমতঃ সুন্দর মুখের জয় সর্বত্রই হয়,
আলহামুদিল্লাহ, আপনার ভাগ্য সুপ্রসন্ন।
সম্ভবত সুন্দর মুখশ্রীর কারণে
স্বল্প সময়ে সামুর মডুদের নজরে
পড়েছেন, তাই তড়িৎ সেফ হয়েছেন।
আপনাকে স্বাগতম ব্লগ ভূবনে।

দ্বিতীয়তঃ আপনি অল্প সময়েই বুঝে গেছে
৯৫% জনই আপনার সিনিয়র! বোঝা যাচ্ছে
খুবই বুদ্ধিমতি। কিন্তু বু্দ্ধিমতির ডিব্বা সব
সিনিয়ররাই আপনার ভাইয়ের শ্রেণিভূক্ত
তা কি করে আন্দাজ করলেন!! কেউ তো
বাবা, কাকা, চাচা, মামা, নানা ননীর দলভূক্ত
হতে পারেন। তারা আপনাকে বোন কেন বলতে যাবে !!
কেউ কি কন্যা, নাতনী বলতে পারবে না?

নেভার মাইণ্ড, মজা করলাম, তোমাকে আমার কন্যার মতো
মনে করার যথেষ্ঠ কারণ আছে। ভালো থাকো(!) তুমি বলার কারণ,
জানান দিলাম "তুমি নহ ভগ্নি, নহ মাতা কন্যাসম মোর"

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

অচেনা হৃদি বলেছেন: মাইন্ড করব কেন ? আমাকে কন্যা মনে করে তুমি করে বলায় খুশি হয়েছি । আপনিই প্রথম ব্যক্তি যে আমাকে তুমি করে সম্বোধন করেছেন । অভিনন্দন ।
ঠিক বলেছেন এখানে চাচা মামারাও থাকতে পারেন । তবে কে চাচা, কে ভাইয়া তা নির্নয় করা একটু কঠিন । যেমন এখন আমি আপনাকে চাচা বলব নাকি মামা বলব তা নির্দিষ্ট করতে পারছি না । :``>>

৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

রাকু হাসান বলেছেন: প্রথম পাতায় স্বাগতম আপু .

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: পাশে আছি থাকবো তুমিও থেকো সময় সময়,প্রিয় দিদি।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫

অচেনা হৃদি বলেছেন: আমার লেখা ব্লগটি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৪

কাওসার চৌধুরী বলেছেন: OMG!!! B-)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

অচেনা হৃদি বলেছেন: হি হি হি ! প্রতিদিন এতো বড় প্রতিক্রিয়া (মন্তব্য) করেন , আজ এতো সংক্ষেপ মন্তব্যের কারণটা কি ? জাতি জানতে চায় !

৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

কাওসার চৌধুরী বলেছেন:
আপু, খুব খুশি হয়েছে সেফ হতে দেখে। এখন দায়িত্বটা বেড়ে গেল। নতুন নতুন পোস্ট করে ব্লগ মাতিয়ে রাখুন। শুভ কামনা সব সময় থাকবে। B-) B-)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ডক্টর !

৮| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম পাতায় স্বাগতম! আপনি অনেক তাড়াতাড়ি সেফ হয়েছেন! আশা করি আপনার কাছ থেকে ভালো ভালো লেখা পাবো? আপনার ব্লগজীবনের পথচলা সুন্দর ও আনন্দময় হোক! হ্যাপি ব্লগিং!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

অচেনা হৃদি বলেছেন: আপনার শুভকামনা সত্যি হোক !

৯| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া !

১০| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

আবু ছােলহ বলেছেন:



প্রথমেই স্বাগত জানাচ্ছি অতি অল্প সময়ে সেইফ হওয়ায়।

পথচলা শুভ হোক।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ! শুভকামনা সত্য হোক ।

১১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

মৌরি হক দোলা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা :) :)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ দোলা আপু ! শুভকামনা সত্যি হয়ে ফুটে উঠুক !

১২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ওয়াও---
আনন্দের খবর।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

অচেনা হৃদি বলেছেন: :``>> জী, ধন্যবাদ জনাব রাজীব নূর !

১৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:


আপনার প্রথম পোস্টে মন্তব্য-
"ব্লগে স্বাগতম। শুভ কামনা আপনার জন্য।"

দ্বিতীয় পোস্টে মন্তব্য-
বাহ!! আপনার লেখার বিষয়টি চমৎকার। বেশি কঠোর আর বেশি শিক্ষিত মায়েরাই নিজের অজান্তে অতিরিক্ত চাপাচাপিতে ছেলে মেয়েদের সহজাত প্রতিভাটি ধ্বংস করে দেন। কিছু চাপিয়ে বা বল প্রয়োগ করে প্রকৃত শিক্ষিত করা যায় না। আপনার মায়ের প্রতি শ্রদ্ধা রইলো।

সময় সুযোগে ব্লগে আসবেন। ভাল মানের লেখায় কমেন্ট করবেন। ভাল ব্লগারদের পোস্টে বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে কমেন্ট করবেন, এতে পরিচিতি বাড়বে। চাইলে নিজের লেখার লিঙ্ক অন্য ব্লগারদের পোস্টে দেবেন, পড়তে অনুরোধ করবেন। এতে কেউ বিরক্ত হবে না। সবাই খুশি মনে পড়বে। নিয়মিত লেখবেন, তবে লেখার মান ও বানানের দিকে খেয়াল রাখতে হবে। আশা করি, সেফ হতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

আপনার প্রথম লেখায় প্রিয় @প্রান্তর পাতা যে কথাগুলো বলেছে সেগুলো ফলো করুন। অনেক শুভ কামনা আপনার জন্য।

তৃতীয় পোস্টে মন্তব্য -
"আর আজ এক মহিলা বলছে আমি মা হওয়ার যোগ্য হয়ে গেছি।"... :-B
চমৎকার একটি লেখা। এখন কেমতে বুঝবেন, আন্নে বড় হয়েছেন কী না?

দেখি একটি ফর্মুলা পাওয়া যায় কী না?

-- মাকে, বলুন!! আম্মু, আমি না একটি ছেলেকে ভীষণ ভালবাসি, আন্নে না মানলে মুই কোর্ট মেরেজ করুম!!
-- আম্মু যদি পাল্টা প্রশ্ন করেন, ন্যাশন্যাল আইডি আছে? বয়স প্রমাণ করতে পারবা?
তখন বুঝবেন, আপনার বিয়ের বয়স হয় নাই, আইমিন পিচ্ছি।

আর যদি হুংকার দিয়ে বলেন- আহুক আজ তোর বাপ, আজ তোর একদিন কী মোর একদিন। কাল থেকে কলেজ যাওয়া বন্ধ। এক হপ্তার মধ্যে রিক্সার ড্রাইভারের সাথে তোরে বিয়া দিমু কিন্তু প্রেমিকের সাথে কক্কনো না।

-- তখন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। আইমিন, বিবাহযোগ্য কণ্যা। :-B :-B

চতুর্থ পোস্টে মন্তব্য -
আপু, সরি। গতকাল খুব ব্যস্ত থাকায় ব্লগে খুব কম সময় ছিলাম, এজন্য আপনার লেখাটি চোখে পড়েনি। রমজানের স্পেশাল রেসিপিতে আমার নামটি দেখে খুব খুশি হলাম। এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। :P

আপনার লেখাগুলো আমার ভাল লাগে। নিয়মিত লেখুন, ব্লগের অন্য লেখকদের লেখাগুলো পড়ুন দেখবেন আপনিও একদিন ভাল একজন লেখিকা হবেন। সবাই আপনাকে চিনতে পারবে, প্রশংসা করবে।

এজন্য বেশি বেশি পড়তে হবে, জানতে হবে। অনেক অনেক ভাল লাগা আমার পিচ্ছি আপুটার জন্য।

পঞ্চম পোস্টে কমেন্ট -
ব্লগে ভাল লেখা পোস্ট করা মানে আপনি যে বিষয়টি নিয়ে লেখেন তা যেন মানসম্মত হয়। এটি গল্প, কবিতা, স্মৃতিচারণ, ভাবনা, ফিচার, প্রবন্ধ যাই হোক না কেন। লেখাটি পড়ে পাঠক যাতে খুশি হন এটি মাথায় রাখতে হবে। এজন্য বিষয়টি সুন্দর করে উপস্থাপনা করাটা জরুরী। পাশাপাশি বিষয়টির গভীরতা ও উপসংহার। এজন্য প্রচুর পড়াশুনা করতে হবে, জানতে হবে। যে লেখক বেশি জানেন, সমাজ ও সংস্কৃতি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের লেখার মান ভাল হয়, তথ্যবহুল হয়। এজন্য ভাল লেখার পূর্বশর্ত হল বেশি করে জানা, বেশি করে পড়াশুনা করা। অর্থাৎ নিজের জ্ঞানের পরিধি বাড়ানো। এটাই ভাল লেখার পূর্ব শর্ত। এছাড়া নিজের চিন্তা চেতনার বিকাশ করতে হবে, বেশি বেশি ভাবতে হবে। যে বিষয়টি নিয়ে লেখবেন সে বিষয়টি নিয়ে আগে ভালভাবে জানা খুব জরুরী।

হঠাৎ করে ভাল লেখক হওয়া যায় না। এটি একটি ধাররাবাহিক প্রক্রিয়া। যত লেখবেন তত লেখার মান বাড়বে। এজন্য প্রথম প্রথম ভাল মন্দ বাছ বিচার না করে প্রচুর লেখতে হবে। একটা সময় আসলে দেখবেন লেখার মান ভাল হচ্ছে। এজন্য লেখালেখিতে লেগে থাকতে হবে। এর কোন বিকল্প নেই।

আপনার এই আর্টিকেলটি খুব সুন্দর হয়ছে। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। আপনার এই বয়সে কয়জন এমন সুন্দর লেখা লেখাতে পারে? নিয়মিত লেখে যান ১০ বছর পর এর ফলাফল দেখতে পাবেন। আর সব বিষয়ে আপাতত লেখার প্রয়োজন নেই। আপনার ভাল লাগা ও জানার বিষয়টি নিয়ে লেখুন।

অনেক শুভ কামনা আমার প্রিয় আপুমণির জন্য।

ষষ্ঠ পোস্টে কমেন্ট -
হৃদির বাবা একজন মিচকা (শয়তান)!! কারণ তিনি সব জায়গায়, সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারেন। এই খাপ খাওয়ানোটাই মায়ের কাছে অসহ্য লাগে। কারণ, ইয়াং মেয়েদের আসরেও বাবা একজন ইয়াং আড্ডাবাজ। অনেক ইয়াং মেয়েও তাকে হ্যান্ডসাম মনে করে। বিষয়টি মায়ের একদম পছন্দ নয়। এজন্য মায়ের চোখে বাবা হলেন ভিলেন। আইমিন মিচকা শয়তান, লু.........!!

হৃদির বাবা নাকি কোন মহিলার দিকে তাকালে চোখ ফেরাতে পারেন না!!! এটা এ বঙ্গের প্রতিটি মহিলার কমন অভিযোগ। আপনিও এক সময় আপনার হাজবেন্ডকে এমন অভিযোগ করবেন!!

সিগারেট খাওয়াটা আমিও পছন্দ করি না। দোয়া করি আপনার ক্ষেত্রে যেন এমনটা না হয়। তবে লেখিকা চেইন স্মুকার হলে ভীন্ন কথা। :( :(
---------------------------------------------------------------------------------------------
"হি হি হি ! প্রতিদিন এতো বড় প্রতিক্রিয়া (মন্তব্য) করেন , আজ এতো সংক্ষেপ মন্তব্যের কারণটা কি ? জাতি জানতে চায়!"....... এজন্য অনেক বড় করে "আবুলচান্দের" কমেন্ট।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২

অচেনা হৃদি বলেছেন: :``>> কমেন্ট পড়তে পড়তে হৃদির হৃদকম্প শুরু...
বিরাট কমেন্ট দেখে হৃদি সুখী, যদিও ইহা নতুন বোতলে পুরনো মদ !
;)

১৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৬

কাছের-মানুষ বলেছেন: প্রথম পাতায় অভিনন্দন আপনাকে। লিখতে থাকুন মনের আনন্দে।
ব্লগে পথ চলা মসৃণ হোক।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ প্রিয় কাছের মানুষ । পরামর্শ অনুসরণের চেষ্টা অব্যাহত থাকবে ।

১৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অশুভকামনা আপুমনি, অল্পদিনেই আপনি সামুতে বেশ পরিচিতি পেয়ে গেছেন সামনে সুন্দর সুন্দর পোষ্ট এবং কমেন্ট আশাকরছি, সামুর সাথে আপনার পথচলা আনন্দদায়ক হোক।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ তারেক ভাইয়া, যদি কোন সমস্যা না ঘটে তাহলে সুন্দর সুন্দর পোস্ট ও কমেন্ট অবশ্যই পাবেন । শুভকামনার জন্য আরেকবার ধন্যবাদ !

১৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগিং B-)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

অচেনা হৃদি বলেছেন: শুভ ব্লগিং !

১৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় স্বাগতম। দায়িত্ব অনেক বাড়লো। পাঠক হিসাবে আমরা সমৃদ্ধ হবো, আশাকরি।

অনেক শুভ কামনা আপুকে।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব । আশা করি আপনাদের সবার প্রত্যাশা বাস্তবায়িত করতে পারবো ।

১৮| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

লাবণ্য ২ বলেছেন: শুভ কামনা রইল।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪১

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ লাবণ্য !

১৯| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

অর্ক বলেছেন: চমৎকার পোস্ট। আন্তরিকতায় ভরপুর। এগিয়ে চলুন লক্ষ্য পূরণে। অজস্র শুভেচ্ছা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ অর্ক ভাইয়া !

২০| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫০

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভকামনা! ভাল ভাল লেখা পোস্ট করে সুখ্যাতি অর্জন করুন, দোয়া রইলো।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ স্যার । আপনার দোয়া কবুল হোক ।

২১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

সনেট কবি বলেছেন: বেশ। এবার মন খুলে ব্লগিং করুন।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩

অচেনা হৃদি বলেছেন: চলবে ইনশাল্লাহ !

২২| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি চিনে রাখলাম। আমাকেও চিনে রাখ। পথেঘাটে দেখা হলে সালাম দিবা, নইলে কপালে শাস্তি আছে।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৪

অচেনা হৃদি বলেছেন: হা হা হা

২৩| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হিরো একটু পরে আসছে।
তার আগে....
নতুন লেখকদের জন্য হোমওয়ার্কঃ ;)

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

২৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,



স্বাগত প্রথম পাতায় । শিরোনামেই একটা বন্ধুসুলভ ভাব রয়েছে । ধন্যবাদ ।
আপনাকে চিনে নিতে কষ্ট হবেনা যদি আপনার লেখা অচেনা ব্লগারদের হৃদয়ে সুন্দরতার ছাপ রেখে যায় ।

শুভেচ্ছান্তে ।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, আশা করি নিজেকে সবসময় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো ।

২৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

জাহিদ অনিক বলেছেন:

চিনে রাখলাম, অচেনা হৃদি ।

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৭

অচেনা হৃদি বলেছেন: :``>> ধন্যবাদ

২৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদিতা আপু, ব্লগ আর ফেসবুকের পার্থক্য যখন বুঝে গেছেন, ভালো ব্লগার হতে আপনার সময় লাগবে না। নিজের মেধা, শ্রম ঢেলে সামুকে উন্নত করুন, নিজে উন্নত হোন।
আমার সকল শুভেচ্ছা রইল!

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪১

অচেনা হৃদি বলেছেন: আপু, রাত সাড়ে দশটায় ব্লগে ঢুকে এই পোস্টে অনেক নতুন কমেন্ট দেখতে পেলাম । সব কমেন্টের মাঝে আপনার কমেন্টটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে । এতদিন আমি আপনার পোস্ট দেখেও কোন কমেন্ট দেবার সাহস পেতাম না । আপনি নিজেই আমার জড়তা কাটিয়ে দিলেন । অনেক শুভেচ্ছার মাঝে আপনার শুভেচ্ছাটুকু নিজের হৃদয়ে বিশেষভাবে যত্ন করে রেখেছি । প্লিজ আমাকে পরামর্শ দিতে কখনো ছাড়বেন না । এমনকি আমার ভুলের যদি অপ্রিয় সংশোধনী করেও দেন তাতেও আমি আনন্দিত হব ।

২৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:২২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো.......... !:#P

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮

অচেনা হৃদি বলেছেন: :``>> ধন্যবাদ সুমন ভাইয়া

২৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্বাস!!B:-)
অচেনা এই কিউটের ডিব্বাটা কে?
নো আর টক, সরাসরি ত্রিপল প্লে......:P

১. খুব চেনা চেনা মুখ খানি তোমার:P
লাগছে আমাকে, লাগছে আমাকে
কোথায় দেখেছি, আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে, পড়ছে না মনে.....;)

২. চেনা চেনা লাগে তবু অচেনা.......;)
৩. প্রথম পাতায় আসিয়া, গেলা আর ফাঁসিয়া
কমেন্ট করবো আমি রসিয়া(ইচ্ছে মত)
সোনারি চান পিতলা ঘুঘু
যাবে কোথায় পালাইয়া....;)

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৫২

অচেনা হৃদি বলেছেন: বাপরে, কবিতা তো নয় যেন মিছরির ছুরি !
ধন্যবাদ ভাইয়া, আপনার কমেন্ট পেলে হৃদি নিজেকে ধন্য মনে করবে !

২৯| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

ভুয়া মফিজ বলেছেন: ব্লগার কমিউনিটিতে আপনার আগমন,
শুভেচ্ছা, স্বাগতম।

এবার লেখালেখিতে ঝাপিয়ে পড়ুন, আর আমাদেরকে সুন্দর সুন্দর লেখা উপহার দিন.... :)

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৫৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো লেখা দেবার চেষ্টা থাকবে !

৩০| ০৭ ই জুন, ২০১৮ রাত ১১:০৪

আখেনাটেন বলেছেন: তোমার লেখা ও প্রতিমন্তব্য দেখে মনে হল তুমি 'তুমি'তেই বেশি খুশি। তুমি পিচ্চি হলেও অন্যের পোস্টে তোমার অনেক মন্তব্য ও নিজের পোস্টে প্রতিমন্তব্য আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে অনেক বুড়োরাও (পিচ্চির বিপরীত মানে অামরা :P ) সে রকম বুদ্ধিদীপ্ত মন্তব্য করতে পারি না।

কাইকরটার মতো 'ধন্যবাদ আর অনুপ্রেরণার' মধ্যেই সীমাবদ্ধ রাখো নি নিজেকে X(( ওহে কাইকর, কই গেলা এদিকে একটু ঢু দিয়ে যাও। :D :P )

লেখার হাতও বেশ পাকা মনে হচ্ছে। লেখে হাত অারো পাকাতে থাকো অনেককেই পাশে পাবে। তবে বেশি পাকাপাকি করতে গিয়ে হাতের অবস্থান নড়ে গেলে আমাকে দোষ দিতে পারবেক লাই, কয়ে দিলাম কিন্তু পিচ্চি হৃদি। :P

শুভকামনা নিরন্তর।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

অচেনা হৃদি বলেছেন: :) জনাব ফারাও সাহেব, আমি এখানে আপনাকে আমার একটা সিক্রেট বলে দিই ?
আসলে প্রতিমন্তব্য করার আগে আমি মন্তব্যটি পড়ে নিই । মন্তব্যে ব্লগারের অনুভূতিটা স্পর্শ করার চেষ্টা করি, তারপর ভেবে বের করে নিতে চাই কোন মন্তব্যটি এখানে উপযুক্ত হবে । 'ইন্টারেস্টিং প্রতিমন্তব্য'-এর এটাই মূল রহস্য ।
আমার লেখা, এমনকি আমার মন্তব্যগুলো আপনার ভালো লাগে জেনে খুব গর্বিত অনুভব করলাম । তবে একটা দুর্বলতা আছে আমার, তা হল- আমি আসলে পাকা হাতের লেখক নই । এই যে ব্লগে আমার লেখাগুলো দেখছেন এগুলো আমার নিজের কাছে মৌলিক বলে মোটেই মনে হয় না । কারণ এধরনের লেখা ফেসবুকে আমি অনেক লিখেছি । দোয়া করবেন যেন আমার লেখায় আমি নিখাদ মৌলিকত্ব নিয়ে আনতে পারি ।

৩১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১:১৫

ওমেরা বলেছেন: হৃদি আপনা অনেক অনেক ভাল লাগা আর প্রানডালা অভিনন্দন আপনার জন্য।
আপু এখন তো আপনি আমাদের চেনা জানা আপন জন হয়েই গিয়েছেন এবার অচেনা উঠিয়ে দেন ।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

অচেনা হৃদি বলেছেন: আপু, নিজের কাছে নিজেই এখনো অচেনা রয়ে গেলাম । কি আমার জীবনের লক্ষ্য ? কি হতে যাচ্ছে আমার ভবিষ্যত ? কিছুই তো এখনো চেনা হয়ে উঠেনি । কিভাবে অচেনা উঠিয়ে দিই বলুন ? :(

৩২| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা সময় ছিল যখন প্রথম সাইন আপ করার পর নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে মন্তব্য করা যেত না। তার পর জেনারেল করলে মন্তব্য করা যেত। সর্বশেষ ধাপ ছিল নিরাপদ। আমি নিজে বেশ করাবার নিরাপদ স্টেটাস হারিয়েছিলাম। জীবনের অনেক পোস্টে চুপ থাকা যায় না। এক জন আমাকে তার ব্যান্ডে ব্লক করেছিলেন। কেন আজো জানি না। ব্লগের নিক ছিল অর্ক। তার পোস্টে যখনই কোন মন্তব্য করতে গেছি লেখা আসতো আমি নাকি অনুমতি প্রাপ্ত না।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭

অচেনা হৃদি বলেছেন: নিরাপদ জেনারেল এসব বুঝি না ভাইয়া, আপনি আমার এখানে সবসময় আমন্ত্রিত । মন্তব্য করুন স্বছন্দে । আশা করি আমিও আপনার পোস্টে মন্তব্য করার অবাধ আধিকার পাবো ।

৩৩| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৭

সোহানী বলেছেন: সুস্বাগতম। তবে তোমার লিখার স্টাইল ও মন্তব্য করার স্টাইল বেশ পরিপক্ক। যাহোক সামহোয়ারে তোমাকে পেয়ে আমরা ও অনেক খুশি।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ আপু, একটু উপরে আখেনাটেন এর মন্তব্যে আমি যে প্রতিমন্তব্য দিয়েছি তা একবার দেখে নিন । আপনার মন্তব্যের জবাব সেখানে পাবেন আশা করি ।
সামহোয়ারে আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমার জন্য অভাবনীয় । আমিও আপনাদের মত অগ্রজ পেয়ে আনন্দিত ।

৩৪| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৮:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক প্রতিমন্তব্যে অনেক ধন্যবাদ হৃদি আপু।

সব কমেন্টের মাঝে আপনার কমেন্টটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে ।
ওও সো সুইট আপু। থ্যাংকস।

এতদিন আমি আপনার পোস্ট দেখেও কোন কমেন্ট দেবার সাহস পেতাম না । আপনি নিজেই আমার জড়তা কাটিয়ে দিলেন ।
আমার মনে হয় আপনি আমার একটি পোষ্টে কমেন্ট করেছেন। আর সাহস না পাবার তো কিছু দেখছি না। সাহসের প্রশ্নই বা আসে কেন? সামু ব্লগের সদস্য আপনি, যেকারো ব্লগে যেকোন সময়ে নির্ভয়ে নিজের পজিটিভ নেগেটিভ মতামত রেখে আসার অধিকার আপনার আছে। ব্লগারের নাম, পরিসংখ্যান কোনকিছুই তার পরিচয় নয়, ব্লগারের পরিচয় থাকে তার পোষ্ট এবং মন্তব্যে। সামু ব্লগের বেশিরভাগ ব্লগারই আন্তরিক, ফ্রেন্ডলি। মনে একদম কোন জড়তা রাখবেন না কারো ব্যাপারে।

আমারই ওপরে সোহানী আপু একটা কথা লিখেছেন, "তোমার লিখার স্টাইল ও মন্তব্য করার স্টাইল বেশ পরিপক্ক।"
আই এগ্রি উইথ হার ১০০%! আমার মনে হয় আপনি ব্লগে সময় দিলে অনেক লম্বা সময়ের জন্যে সবার মনে জায়গা করতে পারবেন। অল দ্যা বেস্ট উইথ দ্যাট! :)

শুভেচ্ছা!

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

অচেনা হৃদি বলেছেন: আপু, আপনার এই মন্তব্যের প্রতিটি কথা আমার জন্য শিক্ষণীয় । এখানে একটা গোপন কথা ফাঁস করে দিই, আগেই বলে রাখছি আমাকে মাফ করবেন । আপনার লেখায় একদিন মন্তব্য করেছিলাম যেখানে প্রবাস জীবনের শপিং এর সাথে দেশের শপিং তুলনা করেছিলেন । আপনি বলেছিলেন আপনি দেশের শপিং করাকে মিস করছেন, আমি মন্তব্য করেছিলাম আপনি যদি মিস করে থাকেন তাহলে আমার জায়গায় আপনি চলে আসুন এবং বিনিময়ে আপনার শপিং এর চান্স আমাকে দিয়ে দিন । :|
এখন গোপন কথাটা বলি, আপু আমি সেদিন মনে করেছিলাম আপনি একজন ছেলে । :P দুর্বলতা ক্ষমা করুন, তখন ব্লগে একদম নতুন ছিলাম বলে অনেক কিছুই বুঝতাম না ।
আপনার নাতিদীর্ঘ মন্তব্য অক্ষরে অক্ষরে মেনে চলব । ধন্যবাদ আপু ।

৩৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগিং আনন্দময় হোক

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

অচেনা হৃদি বলেছেন: আমিও তা-ই আশা করছি জনাব রাজপুত্র । ধন্যবাদ ।

৩৬| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার ব্লগিং সুখময় হোক, হোক অন্যের জন্য অনুকরনণীয়। এই প্লাটফর্মে আপনাকে স্বাগতম।
সময় হলে আমার ব্লগে একটু ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: আমন্ত্রণ গৃহীত হল ।

৩৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন ও শুভ-কামনা

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৫৩

অচেনা হৃদি বলেছেন: জনাব, মাত্র কয়েক শব্দে যে শুভকামনা জানিয়েছেন তার প্রতিমন্তব্য ঠিক কিভাবে দেয়া উচিৎ বুঝতে পারছি না । আমি অল্প কথায় লিখে শেষ করতে পারি না, অন্যদিকে বেশি কিছু লিখলে পাম দিচ্ছি মনে করবেন এই আশংকায় দীর্ঘ প্রতিমন্তব্য লিখতে পারছি না । আপনার অল্প কথার শুভকামনা অনেকের 'বড়' শুভকামনার চেয়েও মুল্যবান । আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

৩৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে পিচ্চি হিরোইন?
তোমার ফেসবুক হিরো কোথায়?
সে কি আমার ভয়ে ডুব মারলো?:P
তার কি নিখোঁজ সংবাদ দিতে হবে??


প্রোপিকটা একেবারে বাচ্চাদের মত। Tangled লাগাও দেখি?;)

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩

অচেনা হৃদি বলেছেন: নিখোঁজ সংবাদ দিতে হবে না ভাইয়া । আমার মনে হয় মাদকবিরোধী অভিযানের ভয়ে গা ঢাকা দিয়েছে । :P ঠিকই ফিরে আসবে ।
আচ্ছা Tangled মানে কি ? এনিমেশন মুভি Tangled এর কথা বলছেন ?

৩৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফেসবুক হিরোর খবর আছে!!X(

ভাবছি তোমাকে আমার পিচ্চি হিরোইন বানাবো!:P
হ্যাঁ! সে আমার পছন্দের......


০৯ ই জুন, ২০১৮ রাত ১২:০৩

অচেনা হৃদি বলেছেন: হি হি হি, হিরোইন বানাবা ?

৪০| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: এখন গোপন কথাটা বলি, আপু আমি সেদিন মনে করেছিলাম আপনি একজন ছেলে । :P দুর্বলতা ক্ষমা করুন, তখন ব্লগে একদম নতুন ছিলাম বলে অনেক কিছুই বুঝতাম না ।
আরেহ কিসের দুর্বলতা? আমার নিকনেম দেখে সেটা ভাবাই স্বাভাবিক। তবে হ্যাঁ লেখাটির শিরোনাম একটু খেয়াল করে দেখলে বুঝতেন আমি মেয়ে। যাই হোক ব্যাপারস না একদমই। :)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:০০

অচেনা হৃদি বলেছেন: 8-| ধন্যবাদ আপ্পি !

৪১| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪

আখেনাটেন বলেছেন: ভালো লাগল তোমার প্রতিউত্তর পড়ে। এবারের প্রোফাইল পিকটা বেশ কিউট হয়েছে।

শুভ হোক ব্লগে পথচলা পিচ্চি হৃদিটার।

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:১১

অচেনা হৃদি বলেছেন: প্রোফাইল পিকের প্রশংসা করায় আপনাকে ধন্যবাদ । আমার কেন যেন মনে হয়েছিল এই ছবিটা আমার সাথে যায়, তাই এটা দিলাম ।
শুভকামনা সত্য হোক ।

৪২| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(
মুক্ত আমি, রুদ্ধ দ্বারে
বন্দি করে, কে আমারে?X(

হায়! হায়!
এই পিচ্চিদের সাথে তো বুদ্ধিতে পেরে ওঠাই মুশকিল??:(
ওরে নাদান হিরুইন? লাভগুরুকে(পড়ুন গরু) বেঁধে রাখা??X(

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

অচেনা হৃদি বলেছেন: :) লাভগরু জায়গামত গরুগিরি না করে ভুল জায়গায় গরুগিরি করলে এভাবেই মোকাবেলা করা হবে ! ;)
হিহিহি

৪৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে পিচ্চি হিরোইন?
বিদ্রোহী হয়ে গেলে নাকি?
আমার মত(পড়ুন হিরো:P) লেখকদের পোস্টে গিয়ে কাইজা করো কেন??("হিরু অনোদা"- একজন জাপানী যোদ্ধার অশ্রুত কাহিনী)
নো কাইজা!
প্রেমের সিনেমার একটা শুটিং হয়ে যাক্;)

গিরগিটি আর ঘোড়াটা আমার খুব পছন্দ :)

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

অচেনা হৃদি বলেছেন: আজব তো, ঘোড়া পছন্দ করেন তা বুঝলাম ! গিরগিটি ?
আমি তো তেলাপোকা দেখলেই ভয় পাই, আর এরকম গিরগিটি যদি গায়ে উঠে....
ইম্পসিবল !
:(

৪৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
ইতিং বিতিং তিতিং চা
রাতের কবি ঘুমিয়ে যা!

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫১

অচেনা হৃদি বলেছেন: :) ওকে, গুড নাইট ।

৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: http://www.alaponblog.com

Dawat Roylo. Notun Blogto... Likhte paren Okhanew...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.