নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের দিনে

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০২


এই লেখাটা লিখতে শুরু করার আগে খুব যত্ন করে প্রথম পাতা হতে চেকবক্স হতে টিকমার্ক উঠিয়ে দিলাম । লেখাটা প্রথম পাতায় যাবে না ।
কি হবে প্রথম পাতায় লিখে ? এখন থেকে মনের ডায়েরি হিসেবে নিজের ব্লগে লিখে ফেলে রাখবো । কেউ যদি নিজ থেকে আমার লেখাগুলো দেখতে চায় সে তো দেখতেই পাবে ।
সেফ হবার পর আজ আবার নিজের পাতায় সীমাবদ্ধ হচ্ছি ।
কিছুদিন নিজের মাঝেই গুটিয়ে থাকবো । যদি ভালো লাগে আবার প্রথম পাতায় যাবো ।
মাঝে মাঝে মনে হয় যেন, ধুর ফেসবুক ছেড়ে এসে ভুল করেছি । ফেসবুকে সেলিব্রিটিগিরি করার অন্য এক ধরনের মজা আছে । মাঝে মাঝে সিগারেটের নেশার মত তীব্র ফেসবুকের টান অনুভব করি । তখন ঢুকে পড়ি ব্লগে । ব্লগে সময় কাটিয়ে ফেসবুকের নেশা দূর করার এক দুরূহ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

আজ আমার মন খারাপ । মন খারাপ দূর করার কত যে উপায় আছে, কিন্তু যেদিন আসলেই মন খারাপ হয়ে থাকে সেদিন সব উপায় ব্যর্থ হয়ে যায় । তাই কিবোর্ড টেপাটেপি করছি । দেখি তো কত দ্রুত লিখে শেষ করতে পারি !

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি একদিন প্রথম পাতায় আসবেন। ধৈর্য ধরুন!

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১২

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা ভাইয়া, ধন্যবাদ । অপেক্ষায় রইলাম । :)

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
মন খারাপ লাগলে কবিতা পড়ুন ভাল লাগবে।

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৫

অচেনা হৃদি বলেছেন: ভালো লাগার মত কবিতা পাই না তো । আর গদ্যকবিতা আমার ভালো লাগে না । :(

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
অনেকের গদ্য কবিতা ভাল লাগে। আমার দুটোই লাগে। আমি তাই দুটোই লেখি! আপনি ছন্দ মিল দিয়ে কবিতা লেখতে পারেন। ভাল হবে!

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৮

অচেনা হৃদি বলেছেন: ছন্দ মেলাতে কত কি যে করি
ছন্দের নেই দেখা,
এলোমেলো মনে ছন্দ আসে না
হয় না কবিতা লেখা !
কবিতা লিখলে ছড়া মনে হয়
কবিতার রূপ নেই,
ছড়াই হবে যে কবিতা লিখলে
লিখতে বসব যে-ই ।
;)

৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
মনের কথা লিখতে গেলে
এত কিসের ভাবনা,
ছন্দ মিলে লেখবে ভায়া
কি হয় তা হোক না।

আমরা কতো কোবতে লেখি
ভেঙে বিচার ধারা
মনের মধ্যে সুর বাজলে
নাচে যে ব্লগ পাড়া!

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪১

অচেনা হৃদি বলেছেন: :)



ব্লগ পাড়া তো শুধুই নাচে
কাজ যে নেই তার
ব্লগের কোবতে কচুর কোবতে
কি গুণ কবিতার ।
'কোবতে' সেটা 'কবিতা' তো নয়
কবিতা বড় ধন,
পারে না সেটা যত্নে সাজাতে
এই যে ব্লগারগণ !
;)

৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



কি কহিলেন ভায়া কি কহিলেন
দিলে দিল ঘাই....
আসল কবিতার বহর দেখলে
মনে দিবেন ঠাই।

কচুর কোবতে বলে কেন
কবিরে দেন বাশ
কবিতাগুলো কবিতা ভায়া
নয় ডিম পাড়া হাস।

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫১

অচেনা হৃদি বলেছেন: =p~




ডিম পাড়া হাস মন্দ নাকি
স্বর্ণের ডিম দিলে ?
এই কবিতা তাও তো হয়না
শুধুই 'আন্ডা' মিলে ।
'আণ্ডা' অনেক দেখছি চোখে
আর যে চাই না তা,
কবিতার নামে কবিতাই হোক
আসল কবিতাটা !

৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:





আসল কোবতে দেখতে কেমন
দেনতো ভায়া লিখে
হাড়ে হাড়ে কোবতে নেশা
যাই কিছুটা শিখে।
আন্ডা মান্ডা অনেক হল
দেনতো কোবতে ভাই..
শইল্লের নেশা বুকডন মেটায়
মনের কোবতে চাই!

২৯ শে জুন, ২০১৮ রাত ১:০৮

অচেনা হৃদি বলেছেন: 8-|


রবি ঠাকুর লিখে গেছেন
আসল কবিতা,
নজরুলও তো শেষ করেছেন
রূপের অগ্নিবীণা ।
মধুসূদন লিখেন সনেট
দেশের প্রেমে মজে,
মনের কোবতে পান না খুঁজে
দেখুন তিনজনেরে ।

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:
রবীদের ভাব-পুকুরে
কবিদের কবোতে-আহারে
সে কি বাস্ করলে চাড়া
বলি থাম্ একটু দাঁড়া।

ভাবের ঐ খুব কাছে না
নজরুলের এক বাবড়ি আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় এক কোবতে নিয়ে
ভাব গ্যে যেই ধড়েছি
ছোট এক আছাড় মেরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি যে সড়াৎ জোরে!


রবীদের ভাব সাগরে
যেই আমি ঝাপ দিছিরে

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

পড়বি পড় কোবিতে ঘাড়েই,
সে ছিল রম্যের আড়েই।
শালা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিল খুব ঝাঁকিয়ে ঘুসি
একদম জোরসে ঠুসি!

আমিও বাগিয়ে ফাপড়
দে দুচার চাগিয়ে আসর
লাফিয়ে ডিঙনু যে লাইন,
দেখি এক হ্যাংলা বেহাইন!
আরে ওই পাগলী কোথা?
কোবতে দাঁড়িয়ে হেথা!
দেখে যা ঘুম থেকে ওঠ
বাদুড়ও মারল যে ছোট!
আমি কই কম্ম কাবার
কোবতেই করবে সাবাড়!

'বাবা গো মা গো' বলে
ব্লগের ফোঁকল গলে
ঢুকি গ্যে রম্য ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি তাই,
কোবতে আর যদি গাই!
তবে মোর নামই মিছা!
বেয়াইনের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা-
শালীর ঐ পিটনিগুলা!
কি বলিস্? ফের কোবতা!
বেয়াইন, তৌবা-নাক খপতা।

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৩

অচেনা হৃদি বলেছেন: হিহিহি....
চমৎকার তো । এগুলো কি আপনি লিখেছেন ?

৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
নজরুলের লিচু চোর কবিতার প্যারোডি! হা হা হা। আমি নিজেই বানালুম!

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৬

অচেনা হৃদি বলেছেন: বেশ ভালো হয়েছে । আচ্ছা ভাইয়া আপনি মনে করেছিলেন আমি এখনো সেফ হইনি ?

১০| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
না, তেমন কিছুই ভাবি নি! কেন বলুন তো?

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৪১

অচেনা হৃদি বলেছেন: :) তাহলে প্রথম মন্তব্যটি দিয়ে কি বুঝালেন বুঝিনি ।

১১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
অহো! আপনি স্ব ইচ্ছায় এমন করেছেন। আমিতো খেয়াল ই করিনি! নিজেই প্রথম পাতায় যাচ্ছেন না। হুয়াই! একা একা থাকা ঠিক নয়।

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৪৮

অচেনা হৃদি বলেছেন: =p~
কিছুদিন একা একা থাকবো । আজ আমি প্রথম পাতায় একটা লেখা দিয়েছিলাম । তাতে কয়েকটা অপ্রিয় মন্তব্য এসেছিল, খুব মন খারাপ হল । সেই পোস্ট ডিলিট করে দিয়ে এইটা লিখেছি । :|

১২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


এখন কি ভাল হল মনটা
কোবতে দিল কি মনে ঘন্টা!

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫২

অচেনা হৃদি বলেছেন: কিছুটা ভালো ! :)

১৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

লায়নহার্ট বলেছেন: {অপ্রিয় মন্তব্য আসতেই পারে, ইতিহাসের সকল ব্লগার এই জিনিসটার মুখোমুখি হয়েছেন, potential টা নষ্ট করবেন না}

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২১

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ জনাব লায়নহার্ট । দোয়া করুন আমার হার্টটা যেন লায়নেস হার্ট হয় ।

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

কাওসার চৌধুরী বলেছেন: মন খারাপ করা এ পোস্ট দেখিনি। এখন নিশ্চয়ই মন ভাল আছে। এতো মন খারাপ করলে চলবে?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

অচেনা হৃদি বলেছেন: নাহ, এখন মন একদম ফ্রেশ ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.