নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

ফিচারঃ তুমি সুন্দর তাই চেয়ে থাকি

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩


উনার নাম আমু হাজি । হাজি টাইটেল দেখে আবার ভেবে বসবেন উনি ব্লগার নতুন নকিবের মত মক্কা মদিনা থেকে ঘুরে এসেছেন । আসলে মোটেই তা নয়, কানা ছেলের নাম যেমন পদ্মলোচন হতে পারে সেভাবে উনার নাম হাজি । হজ করা তো দূরে থাক উনি গত ষাট বছরে একবারও অযু গোসল করেননি । উনার বিশ্বাস, গোসল করলে তিনি অসুস্থ হয়ে মারা যাবেন ! উনাকে কেউ জোর করে গোসল করাতে চাইলে কেঁদে কেটে প্রাণপণ ধস্তাধস্তি লড়াই করে ছুটে পালান ।
গোসল না করায় উনার গায়ে এবং চেহারাতে ধুলার আস্তর বসে গেছে । নাড়াচাড়া না করে চুপচাপ বসে থাকলে মনে হয় যেন মাটির তৈরি মুর্তি ।

খাবারের ব্যপারেও তিনি বেশ অদ্ভুত । তাজা টাটকা খাবার উনার মুখে রুচে না । তিনি সবসময় পচা মাংস খেতে ভালোবাসেন । বিশেষ করে মরা সজারুর নষ্ট মাংস তাঁর অন্যতম ফেভারিট খাবার । পুরনো ময়লা হওয়া পানির জগে দূষিত পানি খেয়ে তৃষ্ণা মেটান । তিনি ধূমপান করতেও ভালোবাসেন । তবে বিড়ি-সিগারেট এসব চেনা জিনিস দিয়ে ধূমপান করেন না । স্মোকিং পাইপে জন্তু জানোয়ারের শুকনো বিষ্ঠা ঢুকিয়ে আগুন দিয়ে ধূমপান করেন !

আমু হাজি ইরানের ফারস অঞ্চলের দেজগাহ নামক এক গ্রামের বাসিন্দা । অবশ্য গ্রামের লোকদের সাথে তিনি থাকেন না, গ্রামের লোকালয়ের বাইরে জনবিরল স্থানে থাকেন । কখনো থাকেন টয়লেটের মত ছোট খুপরিতে ।

আবার কখনো কবরের মত গর্ত বানিয়ে তাতে ঢুকে আরামসে ঘুমান ।

কোন মহিলা কখনো ভুলেও এই কিউট লোকটির উপর ক্রাশ খায়নি । তিনিও কোন মহিলাকে বিয়ে করেননি । কাজেই আশি বছর বয়সেও তিনি ব্যাচেলর ।
প্রশ্ন হল এই লোকটা এতো বিচিত্র হলেন কিভাবে ?
হাজিকে নিয়ে নির্মিত একটি রিপোর্টে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, যৌবনে তাঁর আবেগে কিছু আঘাত এসেছিল, যে কারণে দুঃখ পেয়ে আমু হাজি হয়ে গেলেন নোংরা মামু ।
আমার খুব জানতে ইচ্ছে করে তাঁর আবেগে কিসের আঘাত পেয়েছিলেন । তিনি কি প্রেমে ব্যর্থ হয়েছিলেন ? আমাদের দেশে অনেকে প্রেম বিষয়ে ডজ খেয়ে চুল দাঁড়ি কাটানো বন্ধ করে আমু হাজির মত হয়ে যায় ।
এনিওয়ে, আমু হাজি ইরানে জন্ম নিয়ে বেঁচে গেছেন । তিনি যদি বাংলাদেশের লোক হতেন তাহলে লোকালয় ছেড়ে এতো আরামে থাকতে পারতেন না । কিছু লোক উনাকে আধ্যাত্মিক মানুষ বানিয়ে পীর-মুরিদি শুরু করে দিত ।
তাকে কেউ পীর না বানালেও তিনি নিস্তার পেতেন বলে মনে হয় না । আমার ক্লাসের কিছু মেয়েকে দেখেছি যখন তখন যার তার প্রেমে পড়ে যায় । কোন পুরুষ লোক নিজেকে সামান্য ব্যতিক্রম করে উপস্থাপন করতে পারলেই সেই মেয়েগুলো ক্রাশ খেয়ে বেহুশ ! আমি নিশ্চিত, ব্যতিক্রম পুরুষ আমু হাজি এখানকার বাসিন্দা হলে ঐ মেয়েরা উনাকে প্রপোজ করা শুরু করে দিত, বেচারার নির্ভেজাল আরামের জীবনটাকে হেল বানিয়ে ছাড়ত ।

তথ্যসূত্রঃ Click This Link

মন্তব্য ৮০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন: প্রথম ছবিটা খুবই বীভৎস। দ্বিতীয় ছবিটা প্রথম ছবির জায়গায় বসালে ভাল হত।

আবু হাজীর সাথে পরিচিত হয়ে ভাল লাগলো।
উনি কী আপনার খুব পরিচিত কেউ ;)
কোনন রেফারেন্স দিলেন না যে?

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

অচেনা হৃদি বলেছেন: =p~
মন্তব্য পড়ে ব্যপক হাসলাম ।
আপনার মতামত অনুযায়ী প্রথম ছবি আর দ্বিতীয় ছবির জায়গা বদল করে দিলাম ।

জনাব সৈয়দ সাহেব, উনি আমার পরিচিত কেউ নন । পরিচিত হলে উনার সাথে একটা সেলফি তুলে হয়ত আপলোড দিতাম । =p~

রেফারেন্স আগেই দেয়া উচিৎ ছিল, ভুলে গিয়েছিলাম । এখন এডিট করে একটি রেফারেন্স দিয়েছি ।

ধন্যবাদ ভাইয়া ।

২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

ব্লু হোয়েল বলেছেন: এই নাপাক মানুষটির ছবি দেখেই মনে হল গোসল করা জরুরি হয়ে গেছে !!!!

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

অচেনা হৃদি বলেছেন: =p~
তাহলে তো পোস্ট দেবার উদ্দেশ্যটা মোটামুটি সফল ! ;)

৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আশি বছর হলেও তো শরীর স্বাস্থ্য বেশ আছে।
লিখেছেন সুন্দর করে, পড়তে বিরক্ত লাগেনি।

এরকম পোষ্ট আরও দিবেন।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

অচেনা হৃদি বলেছেন: জি ভাইয়া, এতো তাজা এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে, জীবাণুনাশক দিয়ে আমাদের ঘরদোর পরিবেশ পরিচ্ছন্ন রেখেও আমরা রোগব্যাধি থেকে বাঁচতে পারি না, আর এই নোংরা লোক এতো খারাপ অবস্থায় থেকেও আশি বছর যাবত সুস্থ হয়ে বেঁচে আছে !
পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

৪| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষের সাড়ে তিন লাইনের মর্মার্থ বুঝতে চেষ্টা করছি। :)

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

অচেনা হৃদি বলেছেন: =p~
উনি আসল কাহিনীতে না গিয়ে শেষ তিন লাইন বুঝতে চান !

ওকে ভাইয়া, প্লিজ বুঝে থাকলে আমাকে একটু বলে দিয়েন শেষ তিন লাইনে কি বুঝলেন । :P

৫| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


ইরানের মতো দেশেও সরকার লোকটিকে সাহায্য করেনি; ইরানীরাও আমাদের দেশের মত অমানুষ।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

অচেনা হৃদি বলেছেন: না স্যার, লোকটাকে স্থানীয় জনগণ অনেক সাহায্য করেছে । নয়ত কি সে আশি বছর বেঁচে থাকতো ?
ডেইলি মেইলের খবরে এসেছে এই লোককে স্থানীয় যুবকরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল, কিন্তু এই লোকটাই পালিয়ে বেড়ায়, সে কারো সাহায্য চায় না ।

৬| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টের শিরোনামের সামনে "ফিচার" শব্দটা কেন যোগ করেছেন?

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

অচেনা হৃদি বলেছেন: স্যার, এই ধরনের লেখাকে কি বলে ? ফিচার শব্দটাকে তুলে দিয়ে কি শুধু শিরোনাম রাখবো ?

৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

আখেনাটেন বলেছেন: অদ্ভুত এই মানুষটিকে পরিচয় করে দেওয়ার জন্য পিচ্চি হৃদিকে ধন্যবাদ। ডেইলিমেইলেই এই ধরণের আজব কিসিমের খবরগুলো প্রায় দেখা যায়। :D
ধুঁয়া পান করার দৃশ্যটা তো ক্লাসিক।

পিচ্চি হৃদিও কি ক্রাশ খেল নাকি এই অসাম রোমান্টিক ম্যানের উপর। :P

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

অচেনা হৃদি বলেছেন: =p~
জি জনাব ফারাও ভাইয়া ।
হৃদি যখন এই লোকের খবর পড়ছিল তখন এমন ক্রাশ খেয়েছিল আর একটু হলে ক্রাশের জোরে বমি করে দিত ।
তারপর ভাবলাম বমি করলে নিজে একা করব না, অন্যদেরকেও বমি করিয়ে ছাড়বো । তাইতো এই পোস্ট দিলাম ! ;)

৮| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: =p~
উনি আসল কাহিনীতে না গিয়ে শেষ তিন লাইন বুঝতে চান !

ওকে ভাইয়া, প্লিজ বুঝে থাকলে আমাকে একটু বলে দিয়েন শেষ তিন লাইনে কি বুঝলেন । :P


এই লোকটার ব্যাপারে আগেই বেশ কয়েকবার জানার সৌভাগ্য হয়েছে। আপনি আরেকটা তথ্য মিস করে গেছেন। তার গায়ের দুর্গন্ধের ব্যাপারটা।

আসল কাহিনী তো জানাই আছে কিন্তু আপনার শেষের সাড়ে তিন লাইনের কাহিনী তো আর সচরাচর জানার সৌভাগ্য হয় না? :)

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া, ছোট একটা হিন্টস দিই আপনাকে ।
হৃদির কিছু ফ্রেন্ডস আছে, নতুন কাউকে দেখলেই প্রেমে পড়ে যাওয়া ওদের স্বভাব । তাদের উপর হৃদি খুব বিরক্ত । তাই কিছুটা ক্ষোভের সাথেই শেষের লাইনগুলো বের হয়ে এসেছে ।
:(

৯| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

কাওসার চৌধুরী বলেছেন: আপু B-),


হুম। উনাকে নিয়ে চমৎকার লিখেছো। আর লেখার সাথে দেশীয় ফ্লেভার যুক্ত করায় আরো প্রাণবন্ত হয়েছে। বাংলাদেশে জন্ম নিলে উনাকে কিছু মানুষ নির্ঘাত পীর বানিয়ে ছাড়তো। আর মেয়েদের অল্পতে ক্রাশের বিষয়টি বিশ্বাস হলো না। মেয়েরা এমন হলে জীবনে এতো গোল খেতে হত না; যাক আমি হয়তো অবলা পুরুষ!!

লাইক B-) দিলাম।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যটা আজ আমাকে অনেক অনেক হাসিয়েছে । এতো হাসি প্রকাশ করার মত কোন ইমটিকন নেই ।
ধন্যবাদ আমাকে প্রাণখুলে হাসতে দেবার জন্য ।
বাংলাদেশে জন্ম নিলে উনার নাম হত গন্ধ হুজুর ! উনি যে পানি পড়া দিতেন সেটা খেয়ে কত ছেলে মাস্টার্স পাস করে ফেলত কে জানে !
;)
আপনি অনেক গোল খেয়েছেন কেন বুঝলাম না । গোল কি শুধু খেয়েছেন নাকি দিয়েছেন দুই একটা ? আর এতো গোল কেন খাবেন ? আপনার ডিফেন্স কি মজবুত ছিল না ? নাকি নিজেই গোল খাবার জন্য মাঠ খালি করে দিয়েছিলেন ?
=p~
যারা এভাবে কারণ ছাড়া ক্রাশ খায় তাদের পাত্তা দিলে গোল আর খাবেন । কাজেই ক্রাশের ব্যপারটা স্কিপ করে যান !
;) B-)) B-) =p~

১০| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

ঢাবিয়ান বলেছেন: @লেখক,আপনি আগে এক হিজাব পড়া মেয়ের ছবি প্রোফাইল পিক হিসেবে দিসেন আর এখন দিসেন বিকিনি পড়া !!! আপনি আসলে কি? মেয়েতো ননই তবে ভদ্রলোকও নন।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

অচেনা হৃদি বলেছেন: জনাব ঢাবিয়ান, সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ । আপনি তো সম্ভবত আজই প্রথম আমার পোস্টে মন্তব্য করলেন ।
এই প্রোফাইল পিকে যে বিকিনি পরা তা আগে খেয়াল করে দেখিনি । আমাকে বিষয়টা বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
আপনি অনেক আগে থেকে আমার উপর নজর রাখছিলেন ? হিজাব পরা ছবির কথা আপনার বেশ মনে আছে দেখছি ।
আমি আসলে কে এটা নিয়ে কি খুব কনফিউশনে ছিলেন ? যে কারণে হয়ত আপনি আমার কোন পোস্টে কখনো মন্তব্য করতেন না । আপনার কনফিউশনের কারণ বুঝতে পারছি না ।
এনিওয়ে, কনফিউশন থেকে থাকলে আমার পোস্ট থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ।
যদি কখনো আপনার কনফিউশন দূর হয় তাহলে এখানে আসতে পারেন ।

১১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " না স্যার, লোকটাকে স্থানীয় জনগণ অনেক সাহায্য করেছে । নয়ত কি সে আশি বছর বেঁচে থাকতো ? "

-আমার কমেন্টে কি "স্হানীয়দের" কথা ছিলো, নাকি সরকারের কথা ছিলো?

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

অচেনা হৃদি বলেছেন: :P দুঃখিত স্যার! মন্তব্য পুরো বুঝে উঠিনি।
"অমানুষ" শব্দটা ব্যবহার করায় আমি ভাবছিলাম আপনি জনগণ (মানুষ) এর কথা বলছেন। তাই স্থানীয় জনগনের কথা বলেছি।
ডেইলি মেইলের খবরে সরকারের কোন ভুমিকা ছিল কি না মনে নেই। খুব সম্ভবত সরকারের কথা সেখানে ছিল না।

১২| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সাইন বোর্ড বলেছেন: ইনার সম্পর্কে পত্রিকায় অাগে পড়েছিলাম, অাজ অাবারও জানলাম, ভাল লাগল ।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

১৩| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখা ভালো হয়েছে, আপুমনি। তবে ছবিগুলো বাজে লাগছে।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। লোকটা কতটুকু নোংরা তা বুঝাতে ছবি আপ্লোড করার বিকল্প ছিল না। :)

১৪| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নাজিম সৌরভ বলেছেন: নির্বাচিত পাতায় এসে প্রথমেই হৃদি আপুর লেখা !
ভালো লাগলো ফিচারটি ! ++
এই লোককে নিয়ে আমিও একবার ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছিলাম । :)
তবে ছবিগুলো কেমন যেন !

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে, আমি আগে খেয়াল করিনি এই লেখাটা নির্বাচিত পোস্টে শোভা পাচ্ছে। :)

১৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

রসায়ন বলেছেন: আগেই ইউটিউবে দেখছি এনাকে , ব্লগে পোস্ট দেখে ভালো লাগলো।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনি তাহলে আমু হাজি সম্পর্কে আমার চেয়েও ভালো জানেন। আসলে পোস্ট করেছি যারা জানে না উনাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন ভাইয়া।

১৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:০৮

অচেনা হৃদি বলেছেন: আমার নিজের লেখা নির্বাচিত পাতায় দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ব্লগে আসার পর এই প্রথম আমার লেখা নির্বাচিত পাতায়।
প্রিয় সামু কতৃপক্ষকে ধন্যবাদ, বিশেষ করে যিনি নির্বাচিত পাতার দায়িত্ব পালন করছেন উনাকে ধন্যবাদ আমার লেখাটিকে নির্বাচিত পাতায় নিয়ে যাবার জন্য।
আমার লেখা গল্প 'সিগারেট বালিকা' অনেক লাইক ও মন্তব্য পেয়েছিল, কিন্তু সেটি নির্বাচিত পাতায় যায়নি। অথচ আজকের লেখাটিকে আমি পোস্ট করার সময় তত গুরুত্ব দিচ্ছিলাম না। এই লেখাটিই আমাকে নির্বাচিত পাতায় পৌছে দিল।
এখন থেকে ভালো ভালো ফিচার লেখার চেষ্টা করব।

১৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: আমাদের ধানমন্ডি ৪ এবং ৫ নং এমন একজন আমু আছে। তবে এতোটা খারাপ না। সে দোকান দোকান ঘুরে ফ্রি খায় আর রাস্তায় ম্যাগাজিন নিয়ে শুয়ে থাকে। রাতে কোন অফিসের করিডোরে ঘুমায়....

সংবাদটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

অচেনা হৃদি বলেছেন: ইরানের আমু তো ষাট বছর যাবত গোসল না করে বিখ্যাত হয়েছে । ধানমন্ডির আমু কি কারণে বিখ্যাত ভাইয়া ?

১৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫২

লায়নহার্ট বলেছেন: {বাংলাদেশে এমন কয়েক হাজার পাগল লোক আছে, তাদের কজনকে আমরা চিনি?}

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

অচেনা হৃদি বলেছেন: জনাব সিংহ হৃদয় সাহেব, পাগলেরা তো আউট অব সিলেবাস ! তারা কখন কি করে ঠিক নেই । কিন্তু হাজি সাহেব জাতে মাতাল হলেও তালে ঠিক । উনি খাওয়া, ঘুম ও প্রাকৃতিক কাজ কর্ম সবই রুটিন অনুযায়ী করেন । শুধু গোসল করেন না, এই যা । অতএব হাজি সাহেব অবশ্যই ব্যতিক্রমী !

১৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৫

জগতারন বলেছেন:
আমি ঠিক বুঝতে পারি না ব্লগাররা এ সমস্ত পজা পজা খবর কেন ব্লগে নিয়া আসে?

তারা কি ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেন-এর ব্লগ পরে না ?

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

অচেনা হৃদি বলেছেন: :P

২০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন: আপু,


আপনি কী জানেন, আপনার লেখাটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে? দেখে খুব ভাল লাগলো। আর আমার কমেন্টের উত্তরের সৌজন্যে আবার আসলাম।

আপনি অনেক গোল খেয়েছেন কেন বুঝলাম না । গোল কি শুধু খেয়েছেন নাকি দিয়েছেন দুই একটা ? আর এতো গোল কেন খাবেন ? আপনার ডিফেন্স কি মজবুত ছিল না ? নাকি নিজেই গোল খাবার জন্য মাঠ খালি করে দিয়েছিলেন ?
=p~
যারা এভাবে কারণ ছাড়া ক্রাশ খায় তাদের পাত্তা দিলে গোল আর খাবেন । কাজেই ক্রাশের ব্যপারটা স্কিপ করে যান !
;) B-)) B-) =p~

আমি হয়ত হতভাগা :(( এজন্য আমার জীবনে এতো ব্যর্থতা। দেখা যাক বাকী জীবমটা কেমন যায়; শুনেছি জীবনের প্রথমার্ধে যারা ব্যর্থ হয়, তারা বিয়ের পর সফল হয়। দেখা যাক। ভাইয়ার জন্য একটু দোয়া করিও

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

অচেনা হৃদি বলেছেন: :)
দোয়া করি যেন আপনি আপনার সবচেয়ে সুন্দরী ছাত্রীটিকে জীবন সাথী হিসেবে পেয়ে যান ।
;)

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

অচেনা হৃদি বলেছেন: কথা অবশ্য আরো রয়ে গেছে !
আমার লেখা নির্বাচিত পাতায় গেছে তা আরো আগে দেখেছি । এটা নিয়ে মন্তব্যও করেছি । (১৬ নং দ্রষ্টব্য)
আমার জীবনে এতো ব্যর্থতা। দেখা যাক বাকী জীবমটা কেমন যায়; শুনেছি জীবনের প্রথমার্ধে যারা ব্যর্থ হয়, তারা বিয়ের পর সফল হয় । ভাইয়া কি বিয়ের পর ভাবির সাথে প্রেম করবেন নাকি অন্য কোথাও সফলতার আশা করছেন ? =p~
আমাদের ভাবির সাথে হোক বা অন্য কারো সাথে হোক, সেটা যেন সফল হয় এই দোয়া করছি !
;)

২১| ০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৪:৩০

রাকু হাসান বলেছেন: অদ্ভুদ তো !! ...... :| কি সেই আঘাত !! জানতে ইচ্ছে করে অামার

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

অচেনা হৃদি বলেছেন: আপনারও জানতে ইচ্ছে করে ? :)

২২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

গরল বলেছেন: আমাদের দেশেও এরকম অনেক ছিল বা এখনও আছে, আমিতো নিজেই দেখেছি ময়লা বাবা ও হাটা বাবা কে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

অচেনা হৃদি বলেছেন: হুম, আমাদের দেশের ওরা কেন যে বিখ্যাত হতে পারে না ! ইরানের মানুষ পাগল হলেও বিখ্যাত হয়, আর আমাদের দেশের মানুষ ভালো হয়েও কোন আলোচনায় আসে না । ;)
সে যাই বলুন ভাইয়া, আমাদের দেশের পাগলগণ ঠিকই পানিতে নেমে গোসল করে । কিন্তু এই হাজি সাহেবকে এক লাখ টাকা দিলেও উনি গোসল করবেন বলে মনে হয় না । =p~

২৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহা! কি আরামের জীবন। বউ টউ ছাড়া!

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

অচেনা হৃদি বলেছেন: দিল্লীকা লাড্ডু,
খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা !
২০ নং মন্তব্যটা দেখুন । কাওসার ভাইয়ার যে এখনো একটা বউ হল না এজন্য উনি কত আফসোস করলেন (মন্তব্যে বিরহের সুর স্পষ্ট), আর আপনি বলছেন বউ টউ না থাকলে জীবন আরামের হয় !
প্যারাডক্স ! কোনটা সত্য আমি জানি না । =p~

২৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একজন ব্যতিক্রম মানুষের কথা জানলাম।।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

অচেনা হৃদি বলেছেন: জী ভাইয়া, পুরাই ব্যতিক্রম । তবে শীতের দিন এলে আমাদের দেশেও অনেকে আমু হাজির মত গোসল করা ছেড়ে দেন । =p~

২৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

রাকু হাসান বলেছেন: কেন করবে না :D .।জানলে উনাকে নিয়ে এক দুইটা ব্লগ হলেও লিখতে পারতাম ,কৌতূহল মিটতো :) ,

B:-) হয়ত বা তার ক্ষত অনেক বেশি ।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

অচেনা হৃদি বলেছেন: ওহ আচ্ছা, ট্রাজেডি লিখতে চান ? ভালো ।
তা উনাকে নিয়েই লিখতে হবে কেন ? উপরে ভাইয়ারা উনাদের মন্তব্যে বলেছেন বাংলাদেশেও এরকম ব্যতিক্রমী পাবলিক অনেক আছে ! আপনি কষ্ট করে ইরানিকে নিয়ে ব্লগ লেখার কি দরকার ভাইয়া, বাংলাদেশি কেউ একজনকে জিজ্ঞেস করে দেখুন উনারা কিসের আঘাতে পথে বসেছেন, উনাদের থেকে জেনে ব্লগে লিখে ফেলুন ।
আমি নিশ্চিত আপনি পারবেন ! আশা করি সামনে আপনি এরকম কোন লোককে হাইলাইট করে একটি ফিচার পোস্ট করবেন । আপনার সেই পোস্টে আমি আগাম লাইক দিলাম । +++
;)

২৬| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

কাওসার চৌধুরী বলেছেন:


"ভাইয়া কি বিয়ের পর ভাবির সাথে প্রেম করবেন নাকি অন্য কোথাও সফলতার আশা করছেন ? =p~ আমাদের ভাবির সাথে হোক বা অন্য কারো সাথে হোক, সেটা যেন সফল হয় এই দোয়া করছি;)!!

বিষয়টি তো বুঝতেছি না। বিয়ের পরে হলে তো ভাবী নয় অন্য অসনি সংকেত :( B-) খুব টেনশনে আছি!!!

"দোয়া করি যেন আপনি আপনার সবচেয়ে সুন্দরী ছাত্রীটিকে জীবন সাথী হিসেবে পেয়ে যান।" ....... তওবা, তওবা ইতা কিতা খো গো বুয়াই। ইতা শরমর খতা। মানসে হুনলে ছিছি দিবা। গলাত দম তাখা ফর্জন্ত খাম খরা জাইত নায়।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

অচেনা হৃদি বলেছেন: হাহ, এমনভাবে বললেন যেন ছাত্রী বিয়ে করা অন্যায় ! প্রতিবছর হাজার হাজার বিয়ে হচ্ছে মাস্টার আর ছাত্রীর মধ্যে !
:)

এনিওয়ে, অফটপিক নিয়ে একটা কথা বলি ।
সামুতে কার্টেসি নিয়ে সাময়িক যে পোস্ট দিয়েছেন তার উদ্দেশ্য সফল হয়েছে । আমার মনে হয় এখন সেই লেখাটা মুছে ফেলা উচিৎ । এখন সেখানে দেখবেন শুধু রেষারেষি আর তিক্ততা বাড়বে । অনভিপ্রেত কিছু হবার আগে সেটা মুছে দেয়াই উত্তম ।

২৭| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



আপুর কথা শুনে, পোস্ট সরিয়ে দিয়েছি। আর বিয়ার খতা কিতা খইতামগো বইন, খফাল যেতা আছে অইব।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২১

অচেনা হৃদি বলেছেন: ভালো করেছেন । আশা করি আপনার স্বাভাবিক লেখালেখি চালিয়ে যাবেন ।
:)
আঞ্চলিক ভাষা বলা খুব সহজ ভাইয়া, কিন্তু লিখা খুব কঠিন । ;)

২৮| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সিগন্যাস বলেছেন: হায় হায় এতো সুন্দর একটা পোষ্ট কেমনে মিস করে গেলাম?

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৮

অচেনা হৃদি বলেছেন: :)
কই মিস করেছেন । এই যে পড়ে মন্তব্য করলেন । ধন্যবাদ ভাইয়া ।

২৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২১

বলেছেন: লেখা ভালো হয়েছ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২২

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ । পাঠ ও মন্তব্যের জন্য শুভেচ্ছা ।

৩০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৪

কাওসার চৌধুরী বলেছেন: আপনাদের বৃহত্তর ঢাকার আঞ্চলিক ভাষা তো মনে হয় তেমন কঠিন নয়?

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৫

অচেনা হৃদি বলেছেন: :P
আজব তো, আমি ঢাকায় কখন গেলাম আবার ! =p~

৩১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৮

কাওসার চৌধুরী বলেছেন: অহ!! আমি তো তাই জানতাম। ভাবছি আপনি ঢাকায় থাকেন; কিন্তু বাড়ি পার্শ্ববর্তী কোন উপজেলায়। :(

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩২

অচেনা হৃদি বলেছেন: ভুল জানতেন ।
আচ্ছা আপনি আমাকে কিছুক্ষণ আপনি করে বলছেন কিছুক্ষণ তুমি করে বলছেন !
আমাকে আপনি/তুমি/তুই কোনটা বলবেন নির্দিষ্ট করে ফেলুন তো প্লিজ । =p~

৩২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:


"আমাকে আপনি/তুমি/তুই কোনটা বলবেন নির্দিষ্ট করে ফেলুন তো প্লিজ । =p~"......

স্যরি, তুমিও বলেছি নাকি!!! আর তুই তো আমি কাউকে নলি না!!! আসলে একটু ঘুমের ঘোরে ছিলাম; এজন্য আপনির পরিবর্তে তুমি বলে ফেলেছি!!!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪২

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
আহা কি গুণী মানুষ । ঘুমের মধ্যেও উনি ব্লগ চালান !
=p~
নাহ ভুল বললাম, আমার ব্লগ পড়তে পড়তে উনার ঘুম চলে এসেছিল । তখন ঘুমের মধ্যে কমেন্ট করার সময় তুমি করে বলে ফেলেছিলেন । এখন ঘুম ভাঙ্গার পর আবার আপনি সম্বোধন ফিরে এসেছে !
=p~

৩৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:১১

চঞ্চল হরিণী বলেছেন: বিচিত্র মানুষটি সম্পর্কে জানলাম। উনার শরীর কিভাবে পচা মাংস আর দূষিত পানির সাথে এত বছর সারভাইভ করে গেলো এবং যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় মনে হচ্ছে। বিষ্ঠার ধোয়া টা খুবই ইন্টারেস্টিং তবে খুব অপরিচিত নয়। গরু এবং ঘোড়ার বিষ্ঠা জ্বালানী হিসেবে এখনো এদেশে ব্যবহৃত হয়। যদিও ধুম্রপান করে না কেউ =p~ । জীবাণুর সাথে লড়াইয়ে রীতিমত বিপ্লব ঘটিয়েছেন উনি। ফ্রান্সের রাজা লুই ( সম্ভবত চতুর্দশ, সঠিক মনে নেই) তাঁর সারাজিবনে একবার গোসল করেছিলেন। এ ব্যাপারে বিবিসির ডকুমেন্টারি আছে ইউটিউবে।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

অচেনা হৃদি বলেছেন: আপু, ফ্রান্সের রাজা তো গোসল না করলেও হাত মুখ নিশ্চয় ধুতেন, কিন্তু এই গুনি মানুষ কখনো তাও করেননি!
জীবাণুর সাথে লড়াইয়ে রীতিমত বিপ্লব ঘটিয়েছেন উনি- কথাটা শুনে খুব মজা লাগলো। +++
আসলে এটা গবেষণা হওয়া উচিত কিভাবে একজন মানুষের দেহে রোগজীবাণু ব্যর্থ হয়ে গেলো!
ধন্যবাদ আপু, ভীষণ ভালো থাকুন।

৩৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৫

কাওসার চৌধুরী বলেছেন:


বুয়াই, আফনে খউক্কা কিতা খইতাম? B-) আফনারে তুমি খইতাম!! না আফনি খইতাম!!!

"আহা কি গুণী মানুষ । ঘুমের মধ্যেও উনি ব্লগ চালান !
=p~ "..... B-) B-)

কি আর কমুু; আন্নে তো সব কইয়া দিলেন!!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: হেই ম্যান, ব্লগে সিলতি মাত বাদ দেন তো। এই ভাষা তো হামেশা ঘরে বলছেন, ব্লগে একটু বিশুদ্ধ বাংলা চর্চা করুন প্লিজ।
;)
ভালো কথা, আমাকে তুমি করে বললেই খুশি হব। সব দিক বিবেচনায় আপনি সিনিয়র, আমাকে তুমি বলাটা বেহতর হবে। :)

৩৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৪১

কাওসার চৌধুরী বলেছেন: বেহতরের শানে নযুল কী?

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: বেহতর মিনস- বেটার। মানে অপেক্ষাকৃত ভালো! যেখান দুটো জিনিসই ভালো সেখানে যেটি তুলনামূলক বেশি ভালো সেটিকে বেহতর বলে।
আশা করি বুঝলেন স্যার। :)

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

কামরুননাহার কলি বলেছেন: যখন তখন মেয়েদের সব ব্যপারে টেনে আনা, এই ছেলেদের জিনিসটি আমার একেবারেই পছন্দ না।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

অচেনা হৃদি বলেছেন: আপু আপনার মন্তব্যটি বুঝতে পারিনি। একটু ক্লিয়ার করবেন প্লিজ?

৩৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

কামরুননাহার কলি বলেছেন: উপরে ছবির মানুষটিকে নিয়ে লিখেছন “ আমার ক্লাসের কিছু মেয়েকে দেখেছি যখন তখন ছেলেদের প্রেমে পরে যায়। আমাদের দেশে এই আমু হাজি হলে মেয়েরা প্রপোজ শুরু করে দিতো” এই সব কি বলছেন মেয়েদের, আমি আপনাকে ক্লিয়ারলী এটাই বুজাতে চেয়েছি। লিখেছেন একজন মানুষের নামে ভালো কথা। তার মধ্যে আবার মেয়েদের কেনো টেনে আনেন শুনি। বুঝি না বাপু আপনি মেয়ে না ছেলে কেউ বলে আপু কেউ বলে ভাই। কোনটা যে বলবো তা মাথায় আসছে না।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

অচেনা হৃদি বলেছেন: :)
বুঝেছি আপু, একটু ঠাণ্ডা মাথায় আমার উত্তর শুনুন, তাহলে আশা করি আপনার ক্ষোভের কারণ থাকবে না ।
কিছু মেয়েকে দেখেছি কথাটা বলে সব মেয়েকে আমি কিন্তু ইন্ডিকেট করিনি । আমার ক্লাসে মেয়েদের মাঝে এমন একটি গ্রুপ আছে যারা সবসময় আলোচনার শিরোনাম হয়ে থাকতে পছন্দ করে । সবার মনোযোগ আকর্ষন করার জন্য তারা এমন সব অদ্ভুত কাজ করে, যে কারণে এমনকি ক্লাসের বেশিরভাগ মেয়েই তাদের অপছন্দ করে । আমিও তাদের অপছন্দ করি (আমি ছেলে না মেয়ে সে প্রসঙ্গে পরে আসছি ), যে কারণে এখানে তাদের কথা উল্লেখ করেছি । পুর্বের একটা কমেন্টে এব্যপারে প্রতিউত্তর দিয়েছি হয়ত খেয়াল করেননি ।
আমি ছেলে না মেয়ে তা আপনি বুঝতে পারছেন না, একারনেই হয়ত এই লেখায় মেয়েদের টেনে আনায় আপনি বেশি ক্ষুব্ধ হয়েছেন । যদি আপনি নিশ্চিত হতে পারতেন আমি মেয়ে তাহলে এতো রেগে যেতেন না হয়ত ।
আমি ব্লগে নতুন, এখনো ব্লগের পরিবেশ বুঝে উঠিনি । একারনে লিখার সময় যে কথাটিকে আমার কাছে ফানি মনে হয়েছে তা লিখে ফেলেছি । কোন সিনিয়র আপু এই লেখার জন্য রাগ করতে পারেন তা একবারও ভাবিনি । বিষয়টা আগে যদি ভাবতে পারতাম তাহলে মূল লেখাতেই একটু খোলাসা করে লিখতাম যেন কারো মনে আঘাত না আসে ।
শেষ কথাটা বলব কেন কেউ আমাকে আপু বলছে আর কেউ ভাই বলছে তা নিয়ে । আচ্ছা আমকে কখন কে ভাই বলেছে আপনি কি একটু বলবেন ? এখন পর্যন্ত কেউই তো ভাই বলেনি । হতে পারে কেউ দুষ্টুমি করে ভাই বলেছে, কিন্তু সেরকম কেউ বলেছে বলেও তো মনে পড়ছে না । যদি আমাকে ভাই কেউ বলেও থাকে তবে সে ভুল বলেছে । আপনি যদি ভাই মনে করে থাকেন, তাহলে আমি দুঃখিত । বলেছি না, ব্লগে আমি নতুন ? সত্যিই নতুন, আমাকে যদি মেয়ে মনে করতে আপনার কষ্ট হয় তাহলে অনুরোধ করব আর কিছুদিন ধৈর্য ধরুন । এখনি আমার ব্যপারে ডিসিশান নিয়ে নেবেন না । হয়ত ভবিষ্যতে আপনার ভুল ভাংতেও পারে ।
আপনি যদি ছেলে হতেন তাহলে এই একটা মন্তব্যের উত্তর দিতে এতো সময় ব্যয় করতাম না । সিম্পলি বলে দিতাম- আমাকে যা খুশি মনে করতে পারেন । কিন্তু আপনাকে তা বলতে পারলাম না ।
মনের ভেতর সন্দেহ না রেখে যা ভাবছেন তা খোলাখুলি বলে দিয়েছেন, এজন্য ধন্যবাদ ।

৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লোকটির তো চর্মরোগ সহ নানারকম রোগ হবার কথা। লোকটি এখনো ভালো আছে কিভাবে?

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৩

অচেনা হৃদি বলেছেন: হিহিহ....
ঠিক একথাই ৩৩ নং মন্তব্যে এসেছে ভাইয়া । আমরাও বিস্মিত, এই লোকের তো ভাইরাস ব্যাক্টেরিয়া জনিত অনেক সমস্যা হবার কথা, কিন্তু দেখুন দিব্যি সে সুস্থ আছে !
পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন ।

৩৯| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু, প্রথমেই বলি আমার ভালো লাগে আপনার ইউনিক বিষয় নির্বাচন। প্রতিটি পোস্ট লেখার পেছনে একটা ভাবনা দেখি, হুটহাট কিছু লিখে ফেললাম সেটা না। শিরোনামও সুন্দর হয়। সেজন্যে আপনাকে ধন্যবাদ জানাই।

এই লোকটির ছবি নানা জায়গায় দেখেছি, কিন্তু ডিটেইলে পড়িনি কখনো তার ব্যাপারে। আজকে বাংলা মশলা মেশানো লেখায় তার ব্যাপারে কিছু জানলাম। ভেরি ইন্টারেস্টিং!

শেষের লাইনগুলো মনে হয় মজার খাতিরে লেখায় এসেছে। ইট ওয়াজ গুড ফান এন্ড হিউমার! আমিও পড়তে পড়তে হেসে দিয়েছি কেননা আমার ভার্সিটিতেও এমন কিছু মেয়ে আছে। ভালো মনে ছেলেদের সাথে বন্ধুত্ব অথবা কাউকে ভালো লাগার বিপক্ষে নই আমি। কিন্তু কিছু মেয়ে কেমন যেন! আমার ক্লাসে ন্যাকা কেউ নেই আল্লাহর রহমতে, ফ্রেন্ড সার্কেলে তো প্রশ্নই ওঠে না। তবে অন্য প্রোগ্রামের কিছু রং ঢং করা মেয়েদের দেখি যারা একটু পর পর লিপস্টিকের শেড এবং বয়ফ্রেন্ড চেন্জ করে। আজ কারো সাথে, কাল কারো সাথে। এদের সংখ্যা খুব কম, তবে মেয়ে হিসেবে কমেও বিরক্ত বোধ করি। কেননা একটি ভালো মেয়ে যে আড়ালে থাকে তার কারণে ছেলেরা মেয়েদেরকে সম্মান করুক না করুক, একটি সস্তা মেয়ে যে অনেক ছেলের সামনে প্রকাশ করে নিজেকে তার কারণে সব মেয়েকে সস্তা ভাবতে শুরু করে কিছু ছেলে। সো গার্লস প্লিজ প্রটেক্ট ইওর সেল্ফ রেসপেক্ট এন্ড দ্যা রেসপেক্ট অফ আদার গার্লস!

পোস্টটি নির্বাচিত পাতায় এসেছে, তার ওপরে আবার পাঠকপ্রিয়তা পেয়েছে। সব মানুষের পছন্দের মতো করে কোন পোস্টই লেখা সম্ভব না। কারো না কারো ভালো না লাগতেই পারে কোন কথা তবে মেজোরিটি পছন্দ করলেই সাফল্য। অভিনন্দন আপনাকে।

শুভেচ্ছা সকল।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

অচেনা হৃদি বলেছেন: প্রিয় আপু, নাতিদীর্ঘ মন্তব্যের প্রতি লাইনে আমার মনের কথাগুলোর প্রতিধ্বনি করলেন ।
শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি, আপনি বাস্তবতা বুঝে ফানকে ফান হিসেবে নিয়েছেন এজন্য । একজন পুরনো অভিজ্ঞ ব্লগার এবং নতুন ব্লগারের মাঝে হয়ত এটাই বড় পার্থক্য ।
উরাধুরা রঙচঙ্গে মেয়েদের ব্যপারে যা বললেন, এতে আমি অনেক বড় একটা বিষয় বুঝলাম । তা হল- এধরনের মেয়ে সংখ্যায় কম হলেও সব জায়গাতে আছে, এমনকি প্রশান্ত মহাসাগরের ওপাশের দেশ কানাডাতেও তারা উপস্থিত । তবে জেনে ভালো লাগলো আপনার ফ্রেন্ডসদের মাঝে এমন কেউ নেই । আপনি নিজে যেমন পার্সোনালিটি নিয়ে চলেন আপনার ফ্রেন্ডরাও তেমন ভালো । কিন্তু আমার দুর্ভাগ্য, আমার একটা ফ্রেন্ড ওই মেয়েদের কাতারে চলে গিয়েছিল । সেই উড়নচণ্ডী ফ্রেন্ডের কারণে আমি একবার বাজেভাবে অপদস্থ হয়েছিলাম ।
নির্বাচিত পাতায় আমার লেখা স্থান পাওয়ায় অভিনন্দন জানালেন । শ্রদ্ধা আপু । আপনার প্রতিটি লেখাই তো নির্বাচিত পাতায় যায়, আমি আপনার মত ব্লগার হতে চাই । আমার লেখায় অসঙ্গতি থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দেবেন প্লিজ । আমি সংশোধন করে নেব । লেখার ক্ষেত্রে আপনি আমার অন্যতম আইডল ।
আপু, লেখাটা পাঠকপ্রিয়তা পেয়েছে । তবে আপনি তো নিশ্চয়ই দেখেছেন এই ব্লগে অনেক অনুপযোগী লেখাও পাঠকপ্রিয়তা পেয়ে যায় । আমি এ ধরনের পাঠকপ্রিয়তা চাই না । আপনার মত দশজন ব্লগারের প্রিয় হতে পারলেই আমি সন্তুষ্ট থাকবো ।
আপনাকে ধন্যবাদ দিতে আমার লজ্জা লাগে । এধরনের ফর্মাল ধন্যবাদ দিয়ে আপনাকে অন্যদের সাথে মিশিয়ে ফেলতে চাই না । অনেক অনেক শ্রদ্ধা রইল ।

৪০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: সুন্দর প্রতিমন্তব্যে আন্তরিক ধন্যবাদ জানাই।

মজার ব্যাপার কি, কানাডায় পোশাক আশাকের ব্যাপারে নিয়মনীতি খুব কঠোর না। আমাদের দেশে একটা মেয়ে টাইট শার্ট, জিন্স পরলেই তাকে অনেক খারাপ ভাবা হয়। এখানে অলমোস্ট কিছু না পরলেও কিছুই মনে করা হয়না। এত শিথীল নিয়মকানুনের মধ্যেও এখানে ভার্সিটি পড়ুয়া মেয়েরা অনেক ভালো। যেসব ব্যতিক্রমের কথা বলেছি তারা শুধু কানাডার নয়, পৃথিবীর নানা প্রান্তেরই। তবে তাছাড়া সবাই পড়াশোনা, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বয়ফ্রেন্ড আছে সবারই, পার্টি, মদ তো এদের সংস্কৃতির অংশ। সেসব দিয়ে বিচার করছিনা। ব্যাস বলছি সরল মন এদেরও বেশিরভাগ মানুষেরই।

আমি আসলে বন্ধু সহ যতোটা কমফরটেবল, বন্ধু ছাড়াও ততটাই সহজ। আমাকে এজন্যে কখনো দায়ে পড়ে কারো সাথে ভাব জমাতে হয়না। বেছে বেছে কম কম বন্ধু বানাই, এবং আসলেই আমার সব বন্ধুরা খুব ভালোমানুষ এবং সুব্যক্তিত্বের অধিকারী। তবে মানুষ পরিবর্তনশীল প্রানী। যে সকালে ভালো, সে দুপুরে খারাপ হতেই পারে। এমন অনেক দেখেছি, সাথে সাথে বন্ধুত্ব কাট করে দেই। এ ব্যাপারে আমি অনেক শক্ত। বন্ধুত্বে বা যেকোন সম্পর্কে সম্মান অনেক জরুরি, সম্মান হারিয়ে গেলে সেটা টানার মানে হয়না। সম্মান হারালে শেষ তো হবেই, কিন্তু যত টানা হবে তত বেশি তিক্ততা নিয়ে শেষ হবে। তাই সম্মান বাঁচিয়ে দ্রুতই দূরে সরে যাই। কাউকে কাছে টানা কঠিন, কিন্তু ইগনোর করা খুব কঠিন না।

আমি আপনার মত ব্লগার হতে চাই ।
এই কথা বলে অনেক সম্মান দিলেন। তবে আমার মতো না, ব্লগের শুরু দিকে যেসব অসাধারণ ব্লগার ব্লগকে গড়ে তুলেছেন তাদের মতো এক্সট্রাঅর্ডিনারি হবেন আপনি সেটাই আমার আশা। ব্লগিং, লেখালেখির ন্যাকটা সবার থাকেনা। অনেকে যেমন গান পারেনা, নাচ পারেনা, লেখালেখিও কিন্তু সবার কর্ম নয়। যেহেতু এই শিল্পের ক্ষমতা আপনার আছে, ধরে রাখবেন আপু ব্লগিংকে।

আমার খুব ভালো লাগল যে আপনি এটা খেয়াল করেছেন যে অনেক খারাপ লেখাও পাঠকপ্রিয় হয়, আবার অনেক ভালো লেখা নির্বাচকদের চোখের আড়াল হয়। তবুও আমার পোস্ট নির্বাচিত হলে, পাঠকপ্রিয় হলে আমি আনন্দিত হই। এই আনন্দটাই সামনে কিছু লেখার প্রেরণা দিয়ে যায়।

আমার লেখায় অসঙ্গতি থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দেবেন প্লিজ ।
অবশ্যই, সেটা আমি করি। কখনো ভুল কিছু চোখে পড়লে জানাবো।

আমাকে অনেক সম্মান দিয়েছেন এজন্যে ধন্যবাদ।
অনেক ভালোবাসা রইল আপনার জন্যে।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

অচেনা হৃদি বলেছেন: আপু, আবার আপনাকে পেয়ে ভালো লাগলো । :)

পোশাকের ব্যপারে যা বললেন তা আমি আগে থেকেই জানি ।
আমি আপনার এবং আপনার ফ্রেন্ডসদের ভালো হিসেবে ধারণা করে নিয়েছিলাম কানাডিয়ান এটোমস্ফিয়ারের বিবেচনাতেই, বাংলাদেশের বিবেচনায় নয় । বাংলাদেশের মানুষকে ভালোর মানদণ্ড হিসেবে আমি মোটেই বিবেচনা করি না । দুঃখের সাথে জানাচ্ছি, এদেশে আমাদের জাতীয় চরিত্র পুরোটাই প্যারাডক্সিকাল হয়ে গেছে । আমি মনে মনে ভাবতাম আমেরিকা চলে যাবো, তবে ব্লগে এসে আপনি আর সোহানি আপুর ব্লগ পড়ে কানাডা যাবার ইচ্ছে জেগেছে । যদি কোন সুযোগ পাই আমি আপনার মত কানাডাতে গিয়ে সেখানকার ম্যানারে ভালো থাকতে চাই ।

বন্ধুত্বের ব্যপারে যা বললেন এটা আমার জন্য অনুকরণীয় । আমার একটা বড় দুর্বলতা হল একবার কাউকে বন্ধু হিসেবে বিবেচনা করে ফেললে তাকে দূরে ঠেলে দিতে কষ্ট হয় । এজন্য বেশ ভুগেছিও । তবে আমি চেষ্টা করব বন্ধুত্বের ব্যপারে আপনার মত শক্ত হতে ।

লেখালেখির ব্যপারে যা বললেন অনেক উৎসাহ পেলাম । আমি নয় দশ বছর বয়স হতে সাহিত্যপ্রেমী, তবে মূলত ইংরেজি সাহিত্য নিয়ে আমার ঘাটাঘাটি বেশি হয়েছে । এব্যপারে পরিবার হতে অনেক সহায়তা পেয়েছি । আমি বাংলায় অনেক দুর্বল । এই যে ব্লগে বাংলা লেখালেখির চেষ্টা করছি, তা আসলে বাংলায় আমার দুর্বলতাটুকু কাটানোর চেষ্টা । বাংলা সাহিত্যের বড় কোন দিকপাল হবার ইচ্ছে নেই । ব্লগে আপনার মত আনন্দদায়ক সময় কাটানোই আপাতত আমার প্রধান উদ্দেশ্য ।

সম্মান জানানোতে ধন্যবাদ দিচ্ছেন, এটা আপনার উদারতা । আমি আসলে আপনাকে সম্মানের যোগ্য হিসেবে বিবেচনা করে সম্মান জানাচ্ছি । আপনার প্রতিও অনেক ভালোবাসা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.