নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

হৃদি যেখানে ফ্লপ

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২



শুরুতেই একটা গল্প বলি ।
নববিবাহিত দম্পতি । স্বামী ব্রাজিল ভক্ত, স্ত্রী আর্জেন্টিনা ।
আর্জেন্টিনা বিদায় নেবার পর স্বামী যতভাবে পেরেছে স্ত্রীকে পেইন দিয়েছে ।
ব্রাজিল বিদায় নেবার পর স্বামীজির তো মাথা খারাপ । উঠতে বসতে তিনি শুধু সবাইকে ধমকা ধমকি করছেন ।
স্ত্রী সান্ত্বনা দিয়ে বলল, ‘এতো রাগার কি আছে, বিশ্বকাপ তো কেউ চুরি করে ফেলবে না । চার বছর পর আবার খেলা হবে । তোমার দল তখন হয়ত কাপ নিয়ে ফিরবে ।’
স্বামীজি রেগেমেগে বললেন, ‘আমার দল যে আপাতত এই বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে এই জন্য তোমার কাছে মজা লাগছে না ?’
স্ত্রী হেসে বলল, ‘হ্যাঁ, তা তো লাগছেই । কারণ বাকি খেলাগুলো তুমি আর আমি একদম নিরপেক্ষ হয়ে উপভোগ করতে পারবো ।’

এবার আসল কথায় ফিরে আসি ।
আপনারা তো জানেন না, হৃদিকে হারিয়ে দেয়া সহজ নয় । সাহিত্য, সংস্কৃতি, দর্শন, রাজনীতি সব বিষয়ে এক্সপার্ট না হলেও এসবের আলোচনায় হৃদি ভালোই ফোঁড়ন কাটতে পারে । ;)
কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়ে আমি পুরা ফ্লপ ।
সেই বিষয়ের নাম খেলাধুলা ! :(
খেলার ব্যপারে আমি বরাবরই জিরো । নিজে তো কোন খেলা খেলতে পারি না, এমনকি খেলা নিয়ে কেউ কিছু জানতে চাইলে উত্তরও দিতে পারি না ।
অবশ্য খেলাধুলা একদম জানিনা বললে ভুল হবে । আমি লুডু আর দাবা খেলা জানি। এই খেলাগুলো খেলতে হলে জার্সি পরে মাঠে নেমে দৌড়াতে হয় না। কাজেই মেইন স্ট্রিম খেলা হিসেবে এগুলো কখনো আলোচিত হয় না।

এই যে বিশ্বকাপ ফুটবল খেলা যাচ্ছে, আমি এই খেলার অনেক কিছুই জানি না। বন্ধুরা সব দলের প্রায় অনেক খেলোয়াড় চিনে। আর আমি চিনি মাত্র তিনজনকে- রোনালদো, মেসি, নেইমার। রোনালদোকে খেলার কারনে চিনি না, ক্লিয়ার শ্যাম্পুর এ্যড-এ রোনালদোকে দেখে ক্রাশ খেয়ে চিনেছিলাম। বাকি দুজনের নাম অন্যদের মুখে শুনে শুনে মুখস্ত হয়ে গেছে তাই তাদের চিনি।
আমার বন্ধুরা যদি আড্ডার মাঝে খেলা নিয়ে কথা শুরু করে আমি চুপসে যাই। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিছুই করার থাকে না। এভাবে তাকিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে। মনে মনে আমি প্রার্থনা করে চলি- হে খোদা! খেলার কথা শেষ হোক। আলোচনায় অন্য কোন প্রসঙ্গ আসুক। খেলাধুলা নিপাত যাক।
মাঝে মাঝে আমি নিজেই সুযোগ বুঝে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে আসি।

টিভিতে খেলা চলছে দেখলেও অটোম্যাটিক আমার চোখে ঘুম চলে আসে ।
পত্রিকা হাতে নিয়ে কখনো ভুলেও খেলার পাতা উল্টিয়ে দেখি না। খেলার খবর দেখলেও ঘুম আসে।

তবে এভাবে আর চলা যাবে না। খেলাধুলা বর্তমান সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। আমাকেও খেলাধুলার ব্যপারে অন্তত সাধারণ ব্যপারগুলো জেনে রাখতে হবে। এটলিস্ট ক্রিকেট ফুটবল বিষয়ে কিছু তো জানা উচিৎ ।
ব্লগে খেলার বিষয়ে মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়ে থাকেন । আমি আজ সম্মানিত ব্লগারদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করছি, আমাকে খেলার বিষয়ে জানতে একটু সহায়তা করুন । যেহেতু এখন ফুটবল খেলা চলছে তাই ফুটবল আমার ফার্স্ট প্রায়োরিটি ।
মন্তব্যে ফুটবল নিয়ে আলোচনা করতে হবে না । কেউ কি আমাকে ফুটবল খেলার উপর লেখা ভালো একটা বই এর সন্ধান দিতে পারবেন ?
ক্রিকেট খেলা কিছুটা তো বুঝি, তবুও ক্রিকেটের উপর বই থাকলে সেটাও প্রয়োজন ।
প্লিজ কেউ আমাকে লজ্জা দিবেন না । আগেই বলেছি খেলার ব্যপারে আমি জিরো । আমাকে খেলা সম্পর্কে জানতে হলে একদম ABCD দিয়ে শুরু করতে হবে । তাই বই এর নাম চাচ্ছিলাম । যদি কোন বই এর নাম জানা না থাকে তাহলে ইন্টারনেটের লিংকও দিতে পারেন ।

অফটপিকে একটা প্রার্থনা করে শেষ করছি ।
ব্রাজিল আর্জেন্টিনার বিদায়ের দুঃখ ভুলে ভেদাভেদ বাদ দিয়ে সবাই যেন বন্ধুর মত ফুটবল উপভোগ করে । খেলা যেন সবার সম্প্রীতির বাঁধন হয়, যেন খেলার কারণে আমাদের মাঝে তিক্ততা না আসে ।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: Goodbye BRAZIL!
Congratulations ARGENTINA For Winning The World Cup!!

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া আমার নিক নকল করে নতুন একটা নিক এসেছে । ওই নিক থেকে আপনাকে অবমাননা করে সব পোস্টে মন্তব্য দিচ্ছে । প্লিজ ওটা ব্যান করার ব্যবস্থা নিন । আমার আশঙ্কা হচ্ছে ওই নিককে সবাই আমার নতুন নিক মনে করবে ! প্লিজ ভাইয়া কিছু একটা করুন ।

২| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

মোস্তফা সোহেল বলেছেন: গুগল মামার সাহয্যও নিতে পারেন।

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

অচেনা হৃদি বলেছেন: জী ভাইয়া, সেটা সবচেয়ে সহজ উপায় । তবে আমার বই পড়ার অভ্যাস বেশি, আমি চাচ্ছিলাম বই পেলে শুয়ে বসে পড়ে নিতে । কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকতে ভালো লাগে না । :(

৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

ছায়াপথের যাত্রী বলেছেন: আজ থেকে মনে হয় দুই দলের সমর্থক গোষ্ঠীর মল্ল যুদ্ধ, বাক যুদ্ধ, ট্রল যুদ্ধ, ইমোজি যুদ্ধের একটা সমাপ্তি হলো ।।
যারা চাইবেন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন, চিৎকার - ফটকার আওয়াজ আর ঘুমের ব্যাঘাত ঘটাবে না !!

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

অচেনা হৃদি বলেছেন: :)

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

জাহিদ হাসান রানা বলেছেন: সেদিন হয়তো বেশি দূরে নয়।পারিবারিক বিচ্ছেদ এই ফুটবলের কারনে প্রকোপ আকার ধারন করবে। /:)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯

অচেনা হৃদি বলেছেন: :( না......
এমন হোক তা চাই না!

৫| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: আমিও আছি একজন অভাগী আপনার দলে :(( তবে আমি একটু ভিন্ন কারন আমি খেলা দেখি, ভালো ও লাগে কিন্তু খেলা দেখার সঙ্গী না থাকার কারনে আমি এবার পুরোই অন্ধ বিশ্বকাপ নিয়ে :( কেউ যখন খেলা নিয়ে গল্প করে, ফেসবুক কিংবা ব্লগে খেলা নিয়ে কথা হয় তখন আমি খুবই অসহায় বোধ করি :((

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১

অচেনা হৃদি বলেছেন: :( আহ, আমাদের দুঃখ কেউ বুঝবে না আপু। একটা ফুটবল খেলার কারণে আজ আমরা কত অসহায়।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: পোষ্টের শেষে ছবিটা আমাদের সবার মনের ছবি হওয়াটাই প্রার্থনা করি। ঠিকইতো সব বিভেদ ভুলে আমরা ব্রাজিল - আর্জেন্টিনা দুই ভাই আবার কাজে মন দিই।

অনেক শুভকামনা আপু / বোনকে।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

অচেনা হৃদি বলেছেন: =p~
আচ্ছা ভাইয়া, আপু আর বোন কি আলাদা জিনিস ? যে কোন বললেই তো পারেন !
আপনার শুভকামনা সত্য হোক ভাইয়া ।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খেলাকে খেলা হিসেবেই দেখি। খেলা নিয়ে কোনরকম আদিখ্যেতা নেই। খেলার কিছু নিয়মকানুন অবশ্যই আছে, তবে ক্রিকেটের তুলনায় ফুটবল খেলার নিয়মকানুনগুলো অনেক সহজ। কিছুদিন দেখলে এমনিতেই বুঝতে পারার কথা। হৃদির জন্য এটা কোন ব্যাপারই নয়। :)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪২

অচেনা হৃদি বলেছেন: হৃদির জন্য এটা কোন ব্যাপারই নয়
=p~
হৃদির সম্পর্কে এতো উচ্চ ধারণা পোষণ করায় সম্মানিত সম্রাটকে ধন্যবাদ ।
ঠিক আছে ভাইয়া, আপনাদের পরামর্শ অনুযায়ী খেলা দেখে বুঝে নেবার চেষ্টা করব ।
ভালো থাকবেন ভাইয়া ।

৮| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মিথী_মারজান বলেছেন: প্রথম গল্পটায় বেশ্ মজা পেলাম।
দলটা উল্টে দিলেই একদম আমার ঘরের গল্প! :p
হা হা।

চিমটি হৃদি আপু।
আমিও ফুটবল খেলা তেমন বুঝিনা।
তবে এবার মন দিয়ে দেখতে দেখতে এবং আমার ছোট ভাইয়ের সহযোগীতায় কিছুটা বুঝতে পারছি তাই খেলা দেখে খুব মজা পাচ্ছি এবার।

অফটপিকের প্রর্থনায় সহমত।
ভালো থাকবেন।:)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

অচেনা হৃদি বলেছেন: হিহিহি ...
ও আপু তাহলে তো ভালোই হল । আমাদের ভাইয়াকে নিয়ে এবার ঝামেলা ছাড়া খেলা উপভোগ করুন ।
আমিও আপনার মত খেলা বুঝে নেব আপু !
পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ !

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ফুটবল বুঝতে বই আপনাকে সাহায্য করার কথা নয়; খেলা দেখেন; দেখতে ইচ্ছে না হলে, এটা হয়তো আপনার এলাকা নয়।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

অচেনা হৃদি বলেছেন: :) চাঁদগাজী সাহেবের চাঁছাছোলা এবং সোজা মন্তব্য!
ধন্যবাদ গাজী সাহেব, আপনার পরামর্শ অনুযায়ী খেলা দেখব। জোর করে হলেও দেখব। যদি না পারি, যদি টানা কয়েকদিন এভাবে খেলা দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে বুঝে নেবো এটা আমার এলাকা না!

১০| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সিগন্যাস বলেছেন: নেন প্লাস নেন

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

অচেনা হৃদি বলেছেন: ভাই, আমি কি প্লাস চাইছি ? কি চাইছি এই পোস্টে ? =p~

১১| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,



ফুটবলের কয়টা "ফুট" বা "পা" জানেন না বলে নিজেকে ফ্লপ বলার কোনও কারন নেই । ফুটবল খেলার কোনও আগামাথা আমিও বুঝিনে ! B-) খেলোয়াড়রা কি এতোই খয়রাতি যে বল কেনার পয়সা নাই ? ২২ জনে কেন মাত্র ১টা বল নিয়ে কাড়াকাড়ি - মারামারি করবে ? :( ৩০/৪০ টা বল না থাকুক ২২জনের ২২টা বল থাকলে অসুবিধা কি ? :P

আর ক্রিকেট ? ৫ দিন ধরে (টেষ্ট ম্যাচ) রোদ্দুরে বসে খেলে আর খেলা দেখে কোন পাগলে ? এই আকামের খেলা খেলে আর দেখে তারাই যাদের কোনও কাজ-কাম নাই ! :) এটা কর্মদিবসের ওয়েষ্টেজ । মানা যায় ? B:-)
৩টা করে ষ্ট্যাম্পে তো বল লাগানোই যায়, এটা কোনও ব্যাপার না । বুঝতাম এটা হলো খেলা, যদি ১ টা ষ্ট্যাস্প থাকতো । বাপের ব্যাটা হলে ঐ ১ টাতেই লাগা ! =p~ আর কি অদ্ভুত নিয়ম । বাউন্ডারি লাইনের বাইরে গেলে মাত্তর ৪ রান । কেন, আমি যদি সে সময় ৭/৮ রান করে ফেলতে পারি , দোষটা কি ? বাউন্ডারী লাইনের ১ ইঞ্চি আগে বল গেলে এক নিয়ম আর ১ইঞ্চি বাইরে গেলে আরেক নিয়ম । এতো সবই বেনিয়ম ! :) যেখানে নিয়ম নাই সেই খেলা কি ভালো ? :-P

তাই বলি বই পড়ার কোনও দরকার নেই । নিজের মতো করে শিখুন । আর শিখেই বা লাভ কি , আপনি তো আর খেলবেন না ..... =p~ :P :((

( জাষ্ট ফান, দুঃখে ভারাক্রান্ত ফুটবল ও ক্রিকেট প্রেমীদের জন্যে )

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:২২

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
ভাইয়া যে কি বলেন ! এই পোস্ট পড়ে হাসতে হাসতে তো আমার হেচকি শুরু হয়ে গেছে । ঘটনা যদি এই হয় তাহলে তো আমি শুধু হাসতেই থাকবো, খেলা আর শিখতে হবে না ।
আমার পোস্টে কৌতুককর একটি মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ ।
ভালো থাকবেন !

১২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: আর আমি রেসিং, লন টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, মার্বেল, ঘুড্ডি উড়ানো , লাট্টু কুমির- কুমির, ফুল টোকা, রুমাল চুরি, বৌ চি প্রায় সব রকম খেলাই পছন্দ করি অচেনা হৃদি :``>>
ব্যাডমিন্টন থেকে বৌচি খেলা হাতে কলমে শিখেছি :P
আর তার আগেরগুলো টিভিতে দেখে দেখে।
বই পড়ে কোনটাই শিখিনি :(

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

অচেনা হৃদি বলেছেন: প্রিয় জুন আপু, আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ । এই মন্তব্যটি পড়ে আমার নিজেরও ইচ্ছে করছে আপনার মত সব খেলা অন্তত একবার হলেও খেলে দেখি । কিন্তু বৌ চি, ঘুড়ি ওড়ানো, লাট্টু কুমির এই খেলাগুলো আর কখনো হয়ত কাউকে খেলতেও দেখবো না । দুঃখজনক ব্যপার হল লাট্টু কুমির- কুমির, ফুল টোকা, রুমাল চুরি, বৌ চি খেলাগুলোর নাম আমি আগে শুনিইনি । :(
আমার জন্ম ও বেড়ে ওঠা সবই শহরে । চারদেয়ালের ভেতরে থেকে শুধু পড়ালেখার চাপের ভেতর বড় হচ্ছি, এই খেলাগুলো কে খেলবে আমার সাথে ?
বুঝতে পারছি বই পড়ে আসলে খেলা জানা সম্ভব নয় । তবে আমি টিভিতে খেলা দেখে হলেও শেখার চেষ্টা করব । আমি আপনার মত হয়ত পারব না, তবে অন্তত ক্রিকেট ফুটবল এবং লন টেনিস খেলাগুলো বুঝে নেবো ।
আমার পোস্টে আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে । আশা করি জুন আপুকে সবসময় আমার পাশে পাবো ।

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে সব কিছু জানতেই হবে এমন দিব্যি কে দিয়েছে?
ফুটবল, ক্রিকেট না জানেন ক্ষতি কি, দাবা লুডু জানেন সেটাই
নিয়ে থাকুন। সব কিছু জানতে গেলে সব কিছু গুবলেট হয়ে যায়।
আশা করি মন খারাপ করবেন না। পাণ্ডিত্য ভালো তবে তা জাহির করতে
হবে এমন পরামর্শ আমি অন্তত দেইনা।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

অচেনা হৃদি বলেছেন: =p~



ভাইয়া পরামর্শ তো দিয়েই দিলেন ।
আমার এই অপ্রয়োজনীয় পোস্ট পড়ে সেখানে সময়োপযোগী এবং সুন্দর একটি মন্তব্য দেয়ায় আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন ।
ভালো থাকবেন !

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: আরে রানু'র মুখে কি শুনি!

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

অচেনা হৃদি বলেছেন: =p~
রানু ?
মনে হয় আপনার এনালিসিসে ভুল আছে ।

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: হ্রিদি, আপনি পুপা হয়েও রানু কে এটা ধরতে পারলেন্না ?

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: রানুর ডাবল স্টান্ডার্ড পীড়াদায়ক। এক পোস্টে সে বলে ব্রাজিল হারায় সে দারুণ খুশি, আর এইখানে এন্টি আরজেন্টিনার ভাব ধরছে

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু, শিরোনামটি বেশ মজার, তাই পড়তে এলাম। আমিও যেকোন টপিকে আঁতেল লেভেলের জ্ঞান না রাখলেও মোটামুটি ডিসকাশন চালিয়ে নিতে পারি। খেলায় ক্রিকেটটা জানের জান, ঘন্টার পর ঘন্টা বকতে পারব। কিন্তু ফুটবল এবং অন্য খেলার ব্যাপারে আপনার মতোই অবস্থা। কিন্তু এটা কোন ব্যাপারস না, আমি বিশ্বাস করি যার যা ইন্টারেস্ট সে অনুযায়ী নলেজ রাখবে। তবে আপনার সবকিছু নিয়ে কিছু কিছু জানার আগ্রহটা ভালো লাগল।

ফুটবল বুঝতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিষ্ঠার সাথে দেখুন। সেল্ফ লার্নিং ইজ দ্যা বেস্ট ওয়ে অফ লার্নিং! :)
শুভেচ্ছা।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

অচেনা হৃদি বলেছেন: :)
পোস্টে পেয়ে ভালো লাগলো আপু ।
আপু, আপনি যে ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ তা তো প্রোফাইল পিক দেখেই অনুমান করা যায় ।
আমিও ক্রিকেট সম্পর্কে মোটামুটি জানি । ফুটবল একটু একটু দেখছি, আশা করি এই মৌসুমেই ফুটবল সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবো । সেল্ফ লার্নিং ইজ দ্যা বেস্ট ওয়ে অফ লার্নিং! কথাটা মনের ভেতর গেথে নিলাম ।
অনেক অনেক ভালোবাসা রইল ।

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

রক বেনন বলেছেন: ম্যাম, কোন ভাবে ১৩ তারিখ পার হলেই হবে। এরপর ফুটবল নিয়ে আলোচনা ৪ বছরের জন্য হাপিস হয়ে যাবে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

অচেনা হৃদি বলেছেন: =p~
ঠিক বলেছেন, তবে এরপরেই তো ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে ! খেলা থেকে মানবজাতির মুক্তি নেই ! :)

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

রক বেনন বলেছেন: খেলার খবর দেখলেও ঘুম আসে।
আমিও আছি আপনার দলে। পত্রিকাতে এই পাতা স্কীপ করে যাই সব সময়!!

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

অচেনা হৃদি বলেছেন: =p~



ধন্যবাদ ! অন্তত আপনাকে তো পেলাম ঠিক আমার মত । :)
ভালো থাকবেন ভাইয়া ।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

খেলা না পারলে কি যায় আসে!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২০

অচেনা হৃদি বলেছেন: এটা কেমন কথা ভাইসাব ? শুধু কি গল্প কবিতা জানলেই চলবে ? খেলাধুলারও দরকার আছে ! ;)

২১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:


এত খেলিয়া হইবো কি? তার চে কিছু রান্নাবাড়ার পোষ্ট দেন। আমরা খাই!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: তাই নাকি ? রান্নাবান্নার পোস্ট দিলে খেতে পারবেন ?
একদিন যে সিগারেট নিয়ে পোস্ট দিয়েছিলাম সেদিন কি সিগারেট খেয়েছিলেন ? B:-/

২২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

হ, খাইছি। ভালই লাগছিল।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: হায় খোদা !
আপনি স্মোকার ? :((
নাহ, তাহলে সামনে থেকে পোস্ট দিতে সাবধানে থাকতে হবে দেখছি !

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

আমি খুব স্মোকিং করি। ভাল লাগে। খাই। সাবধান হবার কিছুই নেই!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

অচেনা হৃদি বলেছেন: ভালো, আপনাকে সাবধান কে করেছে জনাব ? ক্যান্সার হলে তো আপনার হবে, আমাদের হবে না । অতএব যত খুশি চুঙ্গা ফুঁকেন ।
=p~

২৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:

ইয়ে, সামনে হাভানা চুরুট নিয়ে পোষ্ট দিয়েন। কতদিন চুরুট যে খাইনা!!

:-B

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

অচেনা হৃদি বলেছেন: ওয়াও! এমন ভালো পাঠক এই ব্লগ ছাড়া আর কোথায় পাবো ? আমি যা লিখি উনি সেই অনুযায়ী কাজ করেন !
কয়েকদিন আগে ইরানের এক লোকের কথা ব্লগে দিয়েছিলাম, সেই লোক গত ষাট বছর গোসল করেনি । ওইটা পড়লে তো আপনি মনে হয় গোসল ছেড়ে দিবেন । ওই লোকটা বিশেষ স্টাইলে হাভানা চুরুট খায় । ওই পোস্ট পড়লে গোসল ছেড়ে দিয়ে আপনারও হাভানা চুরুট খেতে মন চাইবে । চাইলে দেখতে পারেন- ইরানীর হাভানা চুরুট ! ;)

২৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:১৪

নিশি মানব বলেছেন: সেকি আপু, আপনি খেলার সম্পর্কে কিছুই জানেননা!?
আমাদের এলাকার ক্লাস থ্রীর এক ষ্টুডেন্ট তো এ ব্যাপারে পিএইচডি করে ফেলেছে।
কোন প্রকার বই-পুস্তক ছাড়াই।

আপনি বিশ্বকাপের ফার্ষ্ট টু লাষ্ট টাইমের প্রতিটা পত্রিকার প্রতিদিনের "বিশ্বকাপের পাতা" সংগ্রহ করতে পারেন।
লিখে দিলাম সবাই আপনার কাছে জানতে আসবে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

অচেনা হৃদি বলেছেন: :)
ভাইয়া, সবাই কি আর সব ব্যপারে এক্সপার্ট হয় ।

ভালো একটি পরামর্শের জন্য শুভেচ্ছা ।

২৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

আপ্নিও চুরুট খান। ভাল মানাবে। দ্যা ড্যাশিং গার্ল পোয়েট... বলবে সবাই।


আমু হাজি হবার ইচ্ছে নাই। তবে তারমানে এই না যে আমি রেগুলার গোসল করি। শীতকালে আমিও ছোটখাটো আমু হাজি!


=p~

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

অচেনা হৃদি বলেছেন: বুঝেছি, আপনি যদি কখনো শীতপ্রধান দেশে যান তাহলে আর ছোটোখাটো আমু হাজি থাকবেন না। একদম পুরদস্তুর আমু হাজি হয়ে যাবেন !
=p~

২৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



লা হাওলা ওয়া কুতুবু.......



=p~

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

অচেনা হৃদি বলেছেন: =p~


শর্ষের ভেতরে ভূত ! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.