নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

একজন সনেট কবি

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১



পোস্টের শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে নেয়া উচিৎ ।
দুইদিন আগে জনাব সনেট কবি আমাকে নিয়ে একটি সনেট লিখেন । এটা স্বাভাবিক ব্যপার । তিনি প্রায় সব একটিভ ব্লগারদের নিয়ে এরকম সনেট লিখেছেন । আমাকে নিয়ে লেখা সনেট গতদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আলোচিত ব্লগে শোভা পাচ্ছিল । আমি এখন সনেট কবিকে নিয়ে যা লিখছি তা আমাকে নিয়ে লেখা সনেটের প্রতিউত্তর বা ফিরতি সৌজন্য মনে করে কেউ ভুল বুঝবেন না । এই লেখাটা সনেট কবিকে নিয়ে আমার একটি সাধারণ রিভিউ হিসেবে গণ্য করতে পারেন ।

মূল কথায় ফিরে আসি ।
উনার ব্লগিয় নাম সনেট কবি । পিতৃপ্রদত্ত পারিবারিক নাম ফরিদ আহমদ চৌধুরী । বয়সটা জানা যায়নি, হৃদির ধারণা উনি ৫৭ বছর বয়সের একজন প্রবীণ লোক । ব্যক্তিগত জীবনে তিনি খুব ধার্মিক এবং একজন বিখ্যাত পীরের অনুসারি ।
নির্ভেজাল একজন মানুষ তিনি । ব্লগে একেক জনের একেক প্রতিপক্ষ বা শত্রু রয়েছে । সনেট কবির কোন শত্রু নেই । বয়সে প্রবীণ হলেও এই ব্লগের অন্য বৃদ্ধদের মত তিনি ঋজু মানসিকতার লোক নন । তাঁকে কখনো কেউ কটাক্ষ করে কোন মন্তব্য করলে তিনি নীরবে এড়িয়ে যান । এজন্যই হয়ত সনেট কবির কোন শত্রু জন্মায়নি ।
উনি মূলত ব্লগে সনেট রচনার জন্য বিখ্যাত । ব্লগে আমার বয়স মাত্র দেড় মাস, এই বয়সে ব্লগে এমন কোন দিন আমি পার করিনি যেদিন সনেট কবির কোন সনেট আসেনি । কখনো সহব্লগারদের নিয়ে, কখনো মহান সৃষ্টিকর্তার নামে সনেট লিখে নিবেদন করাই সনেট কবির কাজ । একটা সনেট মাত্র চৌদ্দ লাইনের, কিন্তু এই একটা সনেট লিখতে তাঁকে কত মেধা খাটাতে হয় তা কেবল উপরওয়ালা জানেন । এই প্রসঙ্গে প্রিয় সামুপাগলা আপুর একটা মন্তব্য তুলে ধরছি- ‘আপনি একেক ব্লগারকে নিয়ে কবিতা লেখেন । দেখলে হয়ত মনে হয় কয়েকটি লাইন, কিন্তু তা লিখতে আপনাকে সেই ব্লগারের সম্পর্কে অনেককিছু জানতে হয়, পড়তে হয় ।’


অথচ লেখালেখি নিয়ে তাঁর কোন অহংকার নেই । খুব স্বাভাবিকভাবে স্বীকার করে ফেলেন তিনি সখের বসে লিখেন, নিজেকে কবি ভাবতে তাঁর নিজেরই দ্বিধা লাগে !


চৌদ্দ অক্ষর দিয়ে চৌদ্দ লাইন মিলিয়ে সনেট লেখা অত সোজা ব্যপার নয় । এই কাজটা করতে একটু কষ্ট অবশ্যই করতে হয় । কষ্ট করে লেখা সনেটকে কে কিভাবে মূল্যায়ন করে তা হৃদি জানে না । তবে হৃদি সনেট কবির প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে দেখে ।
মজার একটা কথা না লিখে পারছি না, হৃদির ধারণা অনেকেই মনে মনে চান সনেট কবি তাঁকে নিয়ে একটা সনেট লিখুক । কিন্তু মুখ ফুটে বলার সাহস পায় না । ;)

ইংল্যান্ডে কবিদের জন্য একটি রাষ্ট্রীয় পদ আছে । প্রতি চার বছর পর পর সেদেশের একজন কবিকে রাজদরবারের কবি হিসেবে মনোনীত করা হয় । সেই কবিকে বলা হয় পোয়েট লরিয়েট । পোয়েট লরিয়েটের কাজ হল রাজা/রানী এবং রাজপরিবারের জন্য কবিতা লেখা । সেই কবি অনেক উচ্চমুল্যের সম্মানী লাভ করে থাকেন । ইংল্যান্ডের পোয়েট লরিয়েট যেভাবে রাজপরিবারের সদস্যদের নিয়ে লেখেন সনেট কবি সেভাবে এই ব্লগের সদস্যদের নিয়ে লিখেন । আমাদের সনেট কবি হলেন এই ব্লগের অঘোষিত পোয়েট লরিয়েট । আমরা তাঁকে সম্মানী দিতে না পারলেও সম্মান তো দিতে পারি ।

ট্রিবিউট টু- সনেট কবি

মন্তব্য ৯৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার ধারনা উনি লোক হিসেবে অনেক ভালো মানুষ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

অচেনা হৃদি বলেছেন: :)
ঠিকই ধরেছেন ভাইয়া, ধন্যবাদ ।

২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আমাকে নিয়ে জীবনে কেউ কোনদিন একটা লাইনও লেখেনি ,সনেট কবি আমাকে নিয়ে চমৎকার একটি সনেট লিখেছেন ।ধন্যবাদ প্রিয় কবি ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

অচেনা হৃদি বলেছেন: :)


ধন্যবাদ ভাইয়া । এভাবে লিখেন বলেই তিনি সবার শ্রদ্ধার পাত্র ।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন হৃদি :)

পোয়েট লরিয়েট

আমাদের সনেট কবি ভায়ার জন্য ভালবাসার এ উপমা ব্লগারদের পক্ষ থেকে কবির জন্য
ভালবাসার সেরা উপহার হয়ে থাকবে।

ধন্যবাদ হৃদি :)
অভিনন্দন সনেট কবি :)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

অচেনা হৃদি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । বিশেষ করে পোয়েট লরিয়েট শব্দটি আপনার পছন্দ হওয়ায় একটি এক্সট্রা ধন্যবাদ ।
ভালো থাকুন ভাইয়া ।
:)

৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

সিগন্যাস বলেছেন: নবম লাইনে বানানে ভূল আছে।একটু খেয়াল করুন।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

অচেনা হৃদি বলেছেন: ভুলটা নজরে পড়ছে না !

৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ!

সনেট লেখা চারটি খানি কথা না। একটি লেখা লেখার জন্য অনেক কষ্ট করতে হয়, আর সেই কষ্ট টা আরও বেড়ে যায় যখন লেখাটি বিশেষ কাউকে নিয়ে লেখা হয় এবং সেটি যখন সবার সামনে থাকবে এমন কিছু। সনেট কবি একজন ব্লগারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করছেন তার লেখা সনেটের মাধ্যমে। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়।

সনেট কবি অনেক ব্লগার কে নিয়েই সনেট লিখেছেন, লিখছেন এবং লিখে যাবেন আশা করি। তবে আজ পর্যন্ত আমি আপনার মত করে কাউকে দেখিনি এত সুন্দর, আন্তরিক আর চমৎকার ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে। সনেট কবির ব্লগারদের নিয়ে সনেট লেখার মত আমাদের অচেনা হৃদি আপুর সনেট কবির প্রতি কৃতজ্ঞতা জানানোর বিষয়টি ও প্রশংসনীয় ।

ভালোবাসা দুইজনের জন্যই ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

অচেনা হৃদি বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য প্রাণভরা ভালোবাসা আপু ! :)
আসলে সনেট কবিকে নিয়ে এভাবে আর কেউ লিখেছিলেন কি না আমি একদমই জানি না । আমি নিজেই এখানে দেড় মাস কাটালাম, তাই আগের বকথা তো বলতে পারি না । এভাবে লিখার ক্ষেত্রে যদি আমিই প্রথম হই তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্যের ব্যপার ।
ভাবছি এভাবে মাঝে মাঝে গুণী ব্লগারদের প্রতি স্মমান জানাবো ।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপু ।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবির জন্য শুভকামনা রইলো। তিনি তার সনেট কবি নিকে আমাকে নিয়ে কবিতা লিখে সনেট কবি নিকের পদচারণা শুরু করেন। আমি যখন এই নিকে কোন কবিতা দেখি আমার সৈই কথাই মনে হয়। আর মনে মনে কবির জন্য শুভকামনা করি।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

অচেনা হৃদি বলেছেন: চমৎকার একটি তথ্য তুলে ধরলেন ভাইয়া । আগে জানলে এটা লেখাতে আসতে পারতো ।
আপনাদের উভয় কবির জন্য হৃদির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা । :)

৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

সাইন বোর্ড বলেছেন: যথাযথ মূল্যায়ন ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ ভাইয়া !

৮| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

সিগন্যাস বলেছেন: আমি এখন সনেট কবিকে নিয়ে যা লিখছি তা আমাকে নিয়ে লেখা সনেটের প্রতিউত্তর বা ফিরতি সৌজন্য মনে করে কেউ ভুল বুঝবেন বা
এবার নজরে পড়েছে?

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

অচেনা হৃদি বলেছেন: :P


আজব তো, এটা নবম লাইন ?
=p~
মনোযোগের সাথে লেখাটি পড়ে ভুল সংশোধন করে দেয়ায় ধন্যবাদ ।

৯| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ ট্রিবিউট ++

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

অচেনা হৃদি বলেছেন: :)


ধন্যবাদ সৌরভ ভাইয়া । আমার সাধারণ একটি লেখাকে আপনার কাছে অসাধারণ মনে হওয়াতে আন্তরিক অভিনন্দন ।

১০| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! সুন্দর উপস্থাপন এবং যথার্থ নিবেদন। মনভরে গেল ছোটো বোনের উপহারে। অনেক অনেক অভিনন্দন শ্রদ্ধেয় সনেট কবি ভাইকে। আর বোনকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদদের প্রিয় ব্লগের পোয়েট লরিয়েটকে জানাই অন্তরের কুর্নিশ ।

দুজনের জন্য নিরন্তর শুভকামনা।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

অচেনা হৃদি বলেছেন: :)
মন্তব্যে প্রবীণ ব্লগার সনেট কবির সাথেই 'ছোট বোন'কে সম্মানিত করলেন । আমারও মনটা ভরে গেল ভাইয়া । অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনার জন্য ভাইয়াকে আরও একটি ধন্যবাদ । আপনার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে ভীষণ ভালো থাকুন ।

১১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

সিগন্যাস বলেছেন: আমিতো চোখে টেলিস্কোপ লাগিয়ে লেখা পড়ি

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

অচেনা হৃদি বলেছেন: =p~
আমার ধারণা আপনার টেলিস্কোপ খুবই শক্তিশালী ! হাবল টেলিস্কোপের কাছাকাছি ।
হিহিহি...
ধন্যবাদ ।

১২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়কে নিয়ে লিখার আমারও ইচ্ছে ছিলো কিন্তু সে মগজ এখনো প্রস্তুত হয়নি।

আমালে জেনারেল থেকে পদোন্নতী পাইয়ে দেওয়ার উনার অনেক প্রেরণা আছে।

ধন্যবাদ লেখককে প্রিয় কবিকে নিয়ে লিখার জন্য।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

অচেনা হৃদি বলেছেন: আপনার 'ধন্যবাদ'টুকু ধন্যবাদের সহিত গৃহীত হইল । :)

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যতে একটু টাইপো আছে, সুন্দর দৃষ্টিতে দেখবেন।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া টাইপো মানে কি আমি তো জানি না । ব্লগের অনেক ছোটখাটো শব্দ আমার এখনো বোঝা হয়নি । যেমন সেদিন সামু থেকে একটা শব্দ শিখলাম -'ম্যাওপ্যাও' । =p~
টাইপো মানে কি বুঝিনি । তবে মনে হয় এই শব্দটি দিয়ে 'টাইপিং মিস্টেক' বোঝাতে চেয়েছেন ।
টাইপিং মিস্টেক তো সবার হবে ভাইয়া । এটা কেউ ইচ্ছে করে করে না । যেমন আমার এই পোস্টেও টাইপিং মিস্টেক ছিল (হয়ত এখনো আছে) । এসব ছোটোখাটো মিস্টেক তো সবার ক্ষমাসুন্দর দৃষ্টিতে কবুল হয়ে যায় । এটা কোন ব্যপারই না ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর বলেছেন সনেট লরিয়েট,
সনেট কবি সত্যিই একজন নিরহংকার
মিশুক টাইপের মানুষ। তাকে শ্রদ্ধা করার
যথেষ্ট কারণ আছে। আমি তাকে শ্রদ্ধা করি।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

অচেনা হৃদি বলেছেন: :)

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

আমি আগেই বুঝেছিলাম। তাই সন্মানীয় কবিবরের প্রতি অর্ঘ্য প্রদান করি! আপনিও বেশ ভালই দৃষ্টান্ত রেখে গেলেন!

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অচেনা হৃদি বলেছেন: =p~
মান্যবর, ভালো দৃষ্টান্ত আমাকে রাখতে হল কেন ? ব্লগের সিনিয়র হিসেবে এই দৃষ্টান্ত তো আপনাদেরই রাখা উচিৎ ছিল ।
এনিওয়ে, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল !

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: উনি একজন যথার্থ ভদ্রলোক এবং কবিতো বটেই । শ্রদ্ধা রইলো ওনার প্রতি যিনি নির্মোহ দৃষ্টিতে সবাইকে নিয়ে একটি জটিল কাব্য রচনা ধারা চতুর্দশপদী কবিতা লিখে চলেছে কোন কিছুর প্রত্যাশা ছাড়াই। তাকে আমার সশ্রদ্ধ সালাম অচেনা হৃদি ।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

অচেনা হৃদি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
এখানে আপনাকে একটা মজার কথা বলি । উনি কিছুদিন আগে আপনাকে নিয়েও একটি সনেট লিখেছিল, সেই সনেট হতেই আমি আপনাকে খুঁজে পেয়েছি । এর আগে ব্লগের 'জুন আপু'কে আমি মোটেই চিনতাম না । উনার সনেটের কাড়নেই আমি আপনার মত নির্ভেজাল মনের একজন আপুর পরিচয় পেয়েছিলাম । :)

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বোন,
আসলে কয়েকদিন আগে একজনব্লগারকে আপুমনি বলাতে উনি আমার বয়স, জ্ঞান,বুদ্ধি প্রভৃতি নিয়ে কটাক্ষ করাতে পরে ভয়ে ভয়ে আপি / বোন বলার পথ নিয়েছিলাম। পুং ব্লগারদের ভাই আর স্ত্রী ব্লগারদের আপু বলার চল ব্লগে থাকলেও হয়তো সকলে ভালো ভাবে বিষয়টা নেন না।

আর আমার কন্য নয়, একমাত্র পুত্র বর্তমান।

শুভকামনা রইল।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অচেনা হৃদি বলেছেন: =p~
আমাকে যা খুশি বলতে পারেন । এটা নিয়ে এতো ভাবার কি আছে ? কয়দিন আগে তো একজন আমাকে বেশ খেদের সঙ্গে বলেছিলেন আমি নাকি "মেয়েও নই ভদ্রলোকও নই" ! =p~

আপনার পরিবারের ব্যপারে তাহলে আমি যা জানি মনে করেছিলাম তা ভুল !!! :P

কথাটা কারেকশন করে নিচ্ছি, আপনার স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে ভীষণ ভালো থাকুন ।

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: অনেক শ্রদ্ধা।
উনাকে আমি চাচা বলে ডাকি।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

অচেনা হৃদি বলেছেন: =p~


আপনার চাচার প্রতি আমার স্যালুট !

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



সময়ের কাজ সময়ে করতে হয়। নইলে সমিস্যা ম্যাম! এখন এটা মানানসই! উনি অনেক দূর এগিয়েছেন। আমি আগে কিছু বলার পরিবেশ ছিল না। আমাকে বেশি কথা বলতে বাধ্য করবেন না। ইতিহাস, ইতিহাস থাক না।


এঞ্জয়। এনি ওয়ে, কবিতা কবে পাচ্ছি? =p~

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অচেনা হৃদি বলেছেন: হিহিহি....
ইতিহাস এবং পলিটিকাল সায়েন্স এর গন্ধ পাচ্ছি। ;)

আচ্ছা আমি তো কবিতা আমার ব্লগে অনেক আগে দিয়ে দিয়েছি, আপনি দেখেননি?
কোথায় ছিলেন? :)

২০| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: আমার বাস্তব জন্ম তারিখ ১২ মার্চ ১৯৬৮ ইং। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রাজ বাড়ীতে আমার জন্ম।
হাজারের বেশী সনেট লেখার ইচ্ছে আছে আমার। আর ১৬০ জন ব্লগারের প্রত্যেককে নিয়ে ৩ টি করে সনেট রচনা করে তার মধ্য থেকে সেরাটা নিয়ে ১৬০ সনেটের ‘সনেট কাব্যে সামু ব্লগার’ নামে একটা কাব্য গ্রন্থ ছাপানোর ইচ্ছা আছে। বর্তমানে ব্লগারদের নিয়ে সনেট পোষ্ট করা সেই প্রচেষ্টার অংশ। আমি ব্লগারদেরকে একটা পুস্তকের ফ্রেমে আবদ্ধ করে রাখতে চাই। কবিতার সাথে ব্লগারদের নিয়ে গদ্যে একটু বর্ণনাও দিতে চাই।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

অচেনা হৃদি বলেছেন: :)
চালিয়ে যান সম্মানিত কবি । আমাদের আন্তরিক শুভকামনা রইল, সামু পরিবার আপনার পাশে থাকবে ।

২১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নীলপরি বলেছেন: উনি শুধু ভালো লেখেনই না , সকলের জন্য খুব আন্তরিকতার সাথে লেখেন । আমার জন্যও লিখেছেন । ওনার কাছ থেকে এই সম্মান পেয়ে আমি আপ্লুত ।

ওনার জন্য শ্রদ্ধা রইলো ।

পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

অচেনা হৃদি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপু ।
আমি ব্লগে নতুন, আপনার জন্য লেখা সনেট দেখার সৌভাগ্য আমার হয়নি । সম্ভবত আমি আসার আগে লিখেছিলেন ।
পোস্ট পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা ।
:)

২২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০

সামিয়া বলেছেন: সনেট কবির জন্য রইলো অনেক অনেক শুভকামনা

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

অচেনা হৃদি বলেছেন: :)

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট কবি বলেছেন: আমার বাস্তব জন্ম তারিখ ১২ মার্চ ১৯৬৮ ইং।
যা হোক অবাস্তব বা পরাবাস্তব জন্ম তারিখের দোটানায় পড়তে হয় নি।
বয়সে প্রবিণ হলেও কার্যে নবীন!! এত উদ্যমী হবার গোপন রহস্য জানতে চাই।
অনেক বছর বাঁচুন এমন উদ্দীপনা নিয়ে সেই প্রার্থনা বিধাতার কাছে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

অচেনা হৃদি বলেছেন: :)

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''একটা সনেট মাত্র চৌদ্দ লাইনের, কিন্তু এই একটা সনেট লিখতে তাঁকে কত মেধা খাটাতে হয় তা কেবল উপরওয়ালা জানেন '
শুধু চৌদ্দ লাইনের নয়, প্রতিটা লাইনও চৌদ্দ অক্ষরের।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

অচেনা হৃদি বলেছেন: =p~




জানি ভাইয়া । তা তো উল্লেখও করেছি ।
পাঠ ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।

২৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:



আমাকে নিয়েও তিনি সনেট লিখেছেন!
উনি ভাল থাকুক। উনার জন্য রইলো শুভ কামনা।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

অচেনা হৃদি বলেছেন: :) আমার ব্লগে স্বাগতম ।
আপনার নামে লেখা সনেট দেখেছিলাম মনে হয় ।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ।

২৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ভালো করেছেন উনাকে নিয়ে লিখে; আমাদের রাজ দরবার "সামু", উনি সামুর সনেট-কবি!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

অচেনা হৃদি বলেছেন: =p~




ধন্যবাদ জনাব চাঁদগাজী সাহেব ।
আপনার মন্তব্য দেখে প্রথমে তো রীতিমত ভয় পেয়ে গিয়েছিলাম । ভাবলাম না জানি আবার কি ভুল ধরে ধমক দিয়ে মন্তব্য করে বসেন । ;)

সনেট কবি সম্ভবত সামুর ব্লগারদের মাঝে আপনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধার চোখে দেখে থাকেন ।

পাঠ ও প্রিয় মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

অর্ক বলেছেন: গতকালকে আপনাকে নিয়ে লিখলো, আজ আপনি লিখলেন। আহ কী শ্রদ্ধা, কী সংযোগ! মুগ্ধ হলাম। ঝুটুক তারও স্বীকৃতি ঝুটুক। নোবেল, গিনেস, রিপ্লিস, লিমকা সবখানে স্বীকৃতি পাক তাঁর সনেট কীর্তি।

২৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৫

নতুন নকিব বলেছেন:



Thanks for this excellent writing! Have given like.

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

অচেনা হৃদি বলেছেন: =p~



ভাইয়া, ইংরেজি পড়তে আর লিখতে লিখতে আমি ক্লান্ত । সামুতে বাংলা ভাষাকে একটু শান দিতে আসি, এখানেও যদি আমাকে ইংরেজি থেকে মুক্তি না দেন কই যাবো বলেন ? :(

যাক, পোস্ট পড়ে একটি মন্তব্য দেবার জন্য আপনাকে ধন্যবাদ । :)

২৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: আপনার গদ্যলেখা বেশ সাবলিল।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৩

অচেনা হৃদি বলেছেন: =p~


আমার লেখা কতটুকু ব্যাকরণসম্মত হয় তা আজও জানতে পারিনি । আমি আসলে হিসেব নিকেশ করে লিখতে পারি না । বেশিরভাগ সময়ে নিজের মনের কথাগুলোকে ল্যাপটপে টাইপ করে ব্লগে পোস্ট করে দিই । দুঃখজনক হল ঠাণ্ডামাথায় লিখে এডিট করে তা পোস্ট করার মত যথেষ্ট সময় হাতেই থাকে না । তবুও আপন্দের কাছে আমার লেখাটাকে ভালো এবং সাবলীল মনে হয় জেনে অনুপ্রাণিত হই ।
মন্তব্যে আবার আসার জন্য ধন্যবাদ সম্মানিত কবি । :)

৩০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭

অর্থনীতিবিদ বলেছেন: সনেট কবি একজন সম্মানিত ব্লগার। মানুষ হিসেবেও তিনি অনেক ভালো। তাকে সুন্দর ও পরিশীলিত উপায়ে সম্মানিত করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ অর্থনীতিবিদ । :)
আপনার ধন্যবাদটুকু শ্রদ্ধা ও ভালোবাসার সাথে গৃহীত হল ।

৩১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
খাইছে! আমি পলিটিক্স বুঝি না ম্যাম। ক্ষমা দেন!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৮

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
ক্ষমা দিতাম ক্যামনে ? যেই ভাবগম্ভীর মন্তব্য দিয়েছিলেন তাতে রাজনীতির ভাব স্পষ্ট !

যাহোক, না বুঝেও সবকিছু বুঝার ভান করলাম । ধন্যবাদ ! ;)

৩২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:



খাইছে! কিচ্ছু কমু না থাক! রহস্য রহস্য থাকাই ভাল!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৪

অচেনা হৃদি বলেছেন: :(
দুঃখ পাইলাম !
আর কত রহইস্যের মইধ্যে থাকবার চান ভাই ?
ঠিক আছে, মাইনা লইলাম !

(আচ্ছা আপনার অরিজিনাল নিক নেই ? মেয়েদের মত নিক নিলেন কেন ? =p~ )

৩৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

এই তো আসল মাথার পরিচয় দিলেন। ভ্রমরের ডানার রোটেশন পার সেকেন্ড দেইখেন। এই ডানার ওজন তার বডির তুলনায় কত হালকা আর সেটা দিয়া সে পুরো বডি নিয়ে উড়ে বেড়ায়। এই নিক হল একটা রুপক আই মিন মেটাফোর।

এই নিকের মাধ্যমে এই অধমের ভারী ভারী ওজনদার কথা বাইর হয়। এটা মোটেও মেয়ের নিক না।


মেয়ের হত যদি বলতাম ভ্রমরের গোলাপ, ভ্রমরের শর্ষে, ভ্রমরের জুই, বেলি বকুল!!


আপ্নে একটা হি হি হি হা হা হু হু হু....

=p~

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

অচেনা হৃদি বলেছেন: ভাইজান প্লিজ আস্তে হাসেন । এই বয়সে বেশি হাসলে ফুসফুসের উপর চাপ পড়বে, হার্ট এটাকের ঝুঁকি আছে । ;)

৩৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবিকে নিয়ে এতো এমসাইক্লোপেডিয়ার কোনো এক পাতার অংশ মনে হলো I যদিও অনেকটা ব্যক্তিগত কিন্তু এসব তথ্যতো সনেট কবি অসম্পর্কে আমি কখনো শুনিই নি ! যাক এই ব্লগের দ্বিতীয় শ্রেষ্ঠ সনেট কবির (ব্লগে কবির সনেট ৭০০< আমার ২<(৩) ! সেকেন্ড হাইয়েস্ট সো দ্যাট সেকেন্ড বেস্ট !!!) পক্ষ থেকে অচেনা হৃদি ও সনেট কবিকে শুভেচ্ছা ....

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: 8-|



:)
ধন্যবাদ দ্বিতীয় সনেট কবি । ভালো থাকবেন ।

৩৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


আমার বয়স কত কন তো? আইডিয়া দেখি!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪১

অচেনা হৃদি বলেছেন: বলে লাভ নাই । আমার আইডিয়া যদি একদম কাঁটায় কাঁটায় মিলেও যায় তবুও আপনি স্বীকার করবেন না । মানুষ একমাত্র প্রাণী যে নিজের বয়স কমিয়ে বলতে পছন্দ করে ! ;)

৩৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সাংবিধানিক সংশোধন দেওয়া হলো :
স্যরি, ভুল হয়ে গেছে বিলকুল ! ৭০০ < আর ২< হবে
ম্যান ইজ মরটাল -মানুষ মাত্রই ভুল |

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

অচেনা হৃদি বলেছেন: =p~
ব্যপারস না ।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



মেয়েরা কমায় জানি আজ দেখছি ছেলেরাও কমায় বলে সন্দেহ করে....... :((

ইয়া আল্লাহ্‌! তোমার কাছে বিচার দিলাম.....

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

অচেনা হৃদি বলেছেন: জী, যার কাছে বিচার দিলেন উনার কাছে বয়সের একদম সঠিক হিসেব আছে । দুনিয়ায় কমিয়ে বলে লাভ নেই, ঠিক সময়ে উনি আপনার ঘাড়ের পেছনে আজরাইল সাহেবকে পাঠিয়ে দিবেন ।
=p~

৩৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০

সনেট কবি বলেছেন: মন্তব্য প্রতিমন্তব্য বেশ উপভোগ্য মনে হয়।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ, আমি আসলে এরকম মন্তব্য প্রতিমন্তব্য আমার সামুপাগলা আপির কাছে শিখেছি ! উনার মন্তব্যের চেয়ে এই সামুতে আর কারো মন্তব্য উপভোগ্য নেই ! উনার মত এতো যত্ন করে কেউ মন্তব্য প্রতিমন্তব্য করে বলেও আমার মনে হয় না । উনার স্টাইল অনুকরণীয় ।
মন্তব্য করার স্টাইলে আমি এমনভাবে উনাকে কপি করছি, ভবিষ্যতে হয়ত আমাকে কেউ কেউ সামুপাগলা আপির নিক মনে করবে !
=p~

৩৯| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল কবিকে নিয়ে আপনার মূল্যায়ন।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, গুণী মানুষকে নিয়ে আলোচনা করতে ভালো লাগে ।
তবে আমার দৃষ্টিতে সনেট কবিই শেষ আলোচ্য ব্যক্তি নন । আমার কাছে যখন যাকে শ্রদ্ধাযোগ্য মনে হবে তাকেই সম্মানিত করার চেষ্টা করব ।

৪০| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

নাজিম সৌরভ বলেছেন: সহব্লগারকে সম্মান জানানো দেখে ভালো লাগলো ! :)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ ভাইয়া ।

৪১| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি আমাকে নিয়েও লিখেছেন। অনেককে নিয়েই লিখেছেন।

ওনার মূল্যায়ন চাই।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ ভাইয়া ।
পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা ।

৪২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

আখেনাটেন বলেছেন: ভালো মূল্যায়ন সনেট কবিকে নিয়ে। উনি ব্লগারদের সনেটের ফ্রেমে বন্দি করে বেশ প্রশংসাযোগ্য একটি কাজ করছেন। কমিউনিটি ব্লগিংএ এটি একটি ভালো দিক। চেনা জানা না থাকা সত্ত্বেও একে অপরের সাথে বেশ অান্তরিক একটি সম্পর্ক তৈরি হচ্ছে।

তোমার এই ট্রিবিউট উনাকে ব্লগিংএ অারো উৎসাহ দিবে এ কথা নিঃসন্দেহে বলা যায়। গুণী এ মানুষটির জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। সুস্থ থাকুন সনেট কবি।

এদিকে পিচ্চি অচেনা হৃদিও তো কয়েকদিনেই বেশ বুড়ো চেনা হৃদিতে পরিণত হয়েছে মনে হচ্ছে। :P যতদূর মনে পড়ে অনেক দিন আগে তোমাকে আমি একটি মন্তব্য করেছিলাম 'তোমার লেখা ও মন্তব্যের পরিপক্বতা'র উপর-- এই বয়সে এত বুদ্ধিদীপ্ত লেখা যার সে অনেক দূর যাবে। আমার ধারণা মিথ্যে ছিল না। সেজন্য এক গামলা(আরএফএল) শুভকামনা তোমার উদ্দেশ্যে। :D

*কাউকে অনুকরণ করার চেয়ে নিজের একটা স্টাইল তৈরি করাই বুদ্ধিমানের কাজ। তোমার সে বু্দ্ধি আছে মনে কয়।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

অচেনা হৃদি বলেছেন: :)
এই পোস্টের সবচেয়ে সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ।

শুধু উনিই নন, যেন অন্য ব্লগারগণও উনার মত হৃত্যতাপুর্ন পরিবেশ তৈরিতে উৎসাহ পান, সেজন্য আমি এই ব্যতিক্রমধর্মি ট্রিবিউটের আয়োজন করলাম । সবার পক্ষ থেকে অভুতপুর্ব সাড়া পেয়ে আমি যারপরনাই আনন্দিত ।

এদিকে পিচ্চি অচেনা হৃদিও তো কয়েকদিনেই বেশ বুড়ো চেনা হৃদিতে পরিণত হয়েছে মনে হচ্ছে ওহ নো, আমি বুড়ো হতে চাই না ! আমি চিরকাল শিশু হতে চাই । বুড়ো মানুষের তো অল্পেই মেজাজ খারাপ হয়ে যায় < আমি এমন হব নাআআআ ! :(

শেষে একটা ভালো পরামর্শ দিয়েছেন ভাইয়া । চেষ্টা করব নিজের একটা স্টাইল আনার, যেন ভবিষ্যতে সবাই আমার স্টাইলকে অনুকরণ করতে চায় । B-)

৪৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাইয়ের জন্য অনেক শুভ কামনা রইল।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ সোহেল ভাইয়া । ভালো থাকবেন ।

৪৪| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বলেছেন: দারুন বলেছেন -----পোয়েট লরিয়েট
অপার মুগ্ধতা লেখনীতে
ভালো লাগলো

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: :)


প্রিয় লতিফ ভাইয়া, অল্প কথায় কত সুন্দর একটি মন্তব্য করলেন !
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

৪৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু, প্রথমেই আন্তরিক ধন্যবাদ আমার মন্তব্যটিকে আপনার লেখায় জায়গা দেবার জন্যে।

ওনাকে নিয়ে অন্য এক ব্লগারের লেখার লিংক: view this link
আমিও ভেবেছি যে ব্লগের সবাইকে নিয়ে যিনি আন্তরিক ভাবে লেখেন, তাকে নিয়ে কিছু লেখা উচিৎ। কিন্তু মনে হতো কবির জন্যে কবিতা দিয়েই কিছু করলে ভালো হবে, আর আমি কবিতা লিখিনা। সবমিলে হয়ে ওঠেনি। কিন্তু আজকে আপনাকে কাজটি করতে দেখে খুব ভালো লাগল। সম্মানিত মানুষকে সম্মান দেখানোর জন্যে আপনাকে স্পেশালি থ্যাংকস।

প্রতিমন্তব্যেও আমাকে অনেক সম্মান দেবার জন্যে কৃতজ্ঞতা। তবে আপনার নিজের একটি স্টাইল অলরেডী আছে, এবং সেটা ব্লগের সবার কাছে উপভোগ্য। আরো কিছু বলতাম তবে....
চেষ্টা করব নিজের একটা স্টাইল আনার, যেন ভবিষ্যতে সবাই আমার স্টাইলকে অনুকরণ করতে চায় ।
কথাটির পরে আমার আর কিছু বলার লাগল না! :)

পোস্ট ও মন্তব্য প্রতিমন্তব্য দুটোই মজা করে পড়লাম, এমন পোস্টে একটা লাইক কম পরে যায়, কিন্তু কিছু করার নেই। সামুর ব্যবস্থাই এমন! :)

ভীষন ভালো থাকুন, অচেনা থেকে ব্লগের চেনা, পরিচিত মুখ হয়ে ওঠা আপুটি!

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

অচেনা হৃদি বলেছেন: অচেনা থেকে ব্লগের চেনা, পরিচিত মুখ হয়ে ওঠা আপুটি! কত সুন্দর একটি কথা, এমন কথা বারবার পড়তে ভালো লাগে । ব্লগিং করে এমন কতগুলো আন্তরিক বাক্য লাভ করতে পারছি, এটাই তো অনেক বড় অর্জন ।

আপুকে যে কোন লেখায় পেলে অনেক ভালো লাগে । এই ভালো লাগা প্রকাশের কোন ওয়ে প্রিয় সামুতে নেই । অনেক শ্রদ্ধা রইল, শ্রদ্ধা পোস্টটি পড়েছেন এজন্য নয়, প্রতিমন্তব্য পড়ে সেগুলোকে মার্ক দিয়েছেন এজন্য । নিজের স্টাইলের কথা বলেছি তা ঠিক, তবে আমি তো জানি আপু, আমার লেখাতে বিশেষ করে মন্তব্য করার সময় আমি প্রথমে ভাবি এখানে সামুপাগলা হলে কি লিখতেন । তারপর আমি নিজের কথাটুকু লিখতে শুরু করি । আপনি চান বা না চান, এভাবে আপনি কিন্তু আমার অঘোষিত পথ প্রদর্শক হয়ে গেলেন । নিজের সুন্দর একটা স্টাইল হয়ত আছে, হয়ত এটা আরও সুন্দর হবে । হয়ত সেই স্টাইলের সাথে সবাই সামুপাগলার স্টাইলের পার্থক্য খুঁজে পাবে, কিন্তু আমি এই স্টাইলের ভেতর সামুপাগলার ছাপটা ঠিকই অনুভব করব ।

আপনার মন্তব্যটা এই পোস্টে জায়গা দিয়েছিলাম পোস্টের সৌন্দর্য বাড়াতে । কারণ আপনি একটা মন্তব্যে সনেট কবির কবিতাকে সংক্ষেপে যেভাবে মূল্যায়ন করেছেন তা অতুলনীয় ।

শুভকামনা রইল ।

৪৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি একজন নবীশ কবি সনেট কবি আমাকে আকাশে তুলেছেন। আমি এই ঋণ কি করে শোধ করি।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১২

অচেনা হৃদি বলেছেন: =p~


হাসালেন ভাইয়া । আপনি নবীশ কবি ?
এই ব্লগে আরও কত যে কবিতা দেখি ! তাঁদের সাথে তুলনা করলে আপনার কবিতা উচ্চমান বোঝা যায় । আপনি যদি নবীশ কবি হন তাহলে 'ওরা' তো খবিশ কবি ! :)
আপনার সব লেখা পড়ি ভাইয়া । ভালো লাগে । সময়ের অভাবে আমি মন্তব্য করতে পারি না । :(

৪৭| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার বস্তাপঁচা কবিতা। কবিতা হয় কী না লাজে মরি।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৯

অচেনা হৃদি বলেছেন: প্রথম আলোর সহ সম্পাদক আনিসুল হক একবার কিশোর আলোর প্রোগ্রামে কিশোর কবিদের বলেছিলেন, "কখনো বোলো না- আমার কবিতা হয় না, এই কোনোমতে লেখি আর কি তাহলে তোমার কবিতা যত ভালো হোক না কেন অন্যরা বলবে- আরে ও তো নিজেই স্বীকার করে ওর কবিতা যে ভালো নয় ! "
কি বুঝলেন প্রিয় সেলিম ভাইয়া ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.