নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

আমার একজন ভালো শত্রু চাই!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০২



সবসময় ভালো মানুষগুলো শুধু আমার বন্ধু হয়ে গেলো। আজ পর্যন্ত এমন কোন ভালো মানুষ দেখলাম না যিনি আমাকে তাঁর শত্রু মনে করেছেন। সিস্টেম লস টাইপের লোকগুলাই কেবল শত্রু হয়, কেন?
আমি জানি আপনি বলবেন, যে নিজে ভালো তার বন্ধুরা তো ভালো হবেই! তার শত্রু হবে ভালোর বিপরীত লোকেরা!
আচ্ছা, ভালো মানুষেরা কি ভালো মানুষের শত্রু হতে পারে না? এটা কি পৃথিবীর অলিখিত নিয়ম? ভালোর শত্রু খারাপ, খারাপের শত্রু ভালো। ভালোর বন্ধু ভালো, খারাপের বন্ধু আরও খারাপ।

নাহ, এই ট্র্যাডিশন থেকে আমার বের হয়ে আসতে ইচ্ছে করছে।

আমার একজন ভালো মনের শত্রু চাই! যে লোক হবে আমার চরম শত্রু, কিন্তু সে খারাপ কিছুই করবে না। তার চরিত্রে কোন ছ্যাঁচড়ামি থাকবে না। এটা কি সম্ভব হতে পারে না?
খারাপ মানুষগুলো শত্রু হয়ে আমাকে ভুগিয়েছে, আমার আর খারাপ লোকের সাথে শত্রুতা করতে মন চাইছে না। আমার এখন একজন ভালো শত্রুর চেহারা দেখতে ইচ্ছে করছে। এটা কি সম্ভব?

শত্রুটা আমাকে ঘৃণা করবে, তবে ঘৃণা করবে মানে আমাকে নিয়ে তার কোন মাথা ব্যথা থাকবে না এমন নয়। উপরে উপরে তিনি ভাব নিবেন যেন আমাকে নিয়ে ভেবে নষ্ট করার মত সময় তার নেই, কিন্তু সেই শত্রুটা তার অবচেতন মনে আমাকে নিয়ে কেবলই চিন্তা করবে, মনে ঘৃণা থাকা সত্ত্বেও আমার কথা কল্পনা করতে বেচারা বাধ্য হবে! আমার কথা সে মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু সে আমার কথাকে কেবল ঘৃণাই করবে। আমার কথার মাঝে যে ভুল আছে তা সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইবে। আমি যে মানুষ হিসেবে স্ক্র্যাপ তা সে বুঝতে চাইবে। আমার চরিত্রের ভালো দিকগুলো তিনি খুব বিরক্তির সাথে অনুভব করবেন। আমি যে আসলে ভালো নই, কেবলই ভণ্ডের অবতার, তা তিনি বিশ্বাস করতে চাইবেন। এমন একজন শত্রু কি পাওয়া যাবে? ভালো বন্ধু পাওয়া অসম্ভব নয়, তাহলে ভালো শত্রু কেন পাওয়া যায় না?

আমি চাই এবার কোন ভালো লোক আমার শত্রু হোক। তিনি আমার কথা একদম কানেই তুলবেন না। কিন্তু দিনশেষে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার শত্রুটা ফেসবুক-টুইটারে লগইন করে আমার নাম লিখে সার্চ দিয়ে দেখবেন, তিনি প্রতিদিন দেখতে চাইবেন আমি ফেসবুকে এসেছি কি না! আমার ফেসবুক প্রোফাইলটা একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে পড়বেন। তিনি ব্লগে ঢুকে অফলাইনে বসে আমার ব্লগ ঘেঁটে ঘেঁটে দেখবেন। আমার প্রতিটি লেখা পড়ে কেবল ঘৃণায় মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য করবেন। কিন্তু আমার ব্লগ না পড়লে শান্তিতে ঘুমাতেও পারবেন না। আসলে কি এমন কোন শত্রু থাকতে পারে?

আমার এখন এরকম একজন মানুষের সাথে শত্রুতা করতে মন চাইছে। দেখতে মন চাইছে ভালো মনের মানুষেরা শত্রু হিসেবে কেমন হয়।

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: হা হা হা হা ....... হবে!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

অচেনা হৃদি বলেছেন: ও মাই গড! আপনি এতো শিউর হচ্ছেন কিভাবে? মনে হচ্ছে যেন আপনি এমন কাউকে চিনেন যে আমার শত্রু হতে যাচ্ছে! :(

২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

ক্লে ডল বলেছেন: আমি বুঝতে পেরেছি আপনি ঠিক শত্রু চান না। ;)

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
তো আমি কেমন শত্রু চাইতাম? যে আমাকে মেরে কেটে চপস বানাবে এমন শত্রু? ;)

৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়েলকাম B-))

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

অচেনা হৃদি বলেছেন: :) আপনাকে ধন্যবাদ!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

ভ্রমরের ডানা বলেছেন:

আয়নায় তাকান পেয়ে যাবেন!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

অচেনা হৃদি বলেছেন: আপনাকে বলছে।

আমি নিজে নিজের শত্রু হব? আজব!

(আয়নায় তাকালে বানর জাতির উত্তরসূরিকে দেখতে পাই! :( )

৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে, আমার বোনের আজ অন্য আবদার!!

আমি অপারগতার কথা জানিয়ে গেলাম। তবে আমার মনে পড়লো,

" সেই সাপ জ্যান্ত, গোটাদুই আনতো । " গোছের শত্রুতা পেলে মন্দ হয়না ।

আজকে আর শুভকামনা জানাবো না। কারন, হাজার হোক কী করে এমন সম্পর্কের কামনা করি।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
আমি একটা নখদন্তহীন বাঘ পুষতে চাইছিলাম। শুভকামনা জানালে মন্দ হত না মনে হয়।

এনিওয়ে, আমার কোন শত্রু হোক তা মনেপ্রাণে চাইছেন না। এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩

অপ্‌সরা বলেছেন: আমার থেকে কয়েকটা নিয়ে নিতে পারো.....

দেবো নাকি??? :P

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

অচেনা হৃদি বলেছেন: ওয়াও, আপু সুযোগ থাকলে অবশ্যই দেবেন। উপহার হিসেবে নিয়ে নেবো! ;)

তবে আপু, বেশি চালাক শত্রু দিয়েন না, আমি তো এখনো আপনার মত শক্ত ডিফেন্ডার হতে পারিনি! যেদিন আমাকে আপনি আপনার সমকক্ষ ভাবতে পারবেন সেদিন সবচেয়ে কঠিনগুলোকে দিয়েন। :)

৭| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৮

হযবরলঃ বলেছেন: আপনার খুব ভয়ঙ্কর রোগ হয়েছে................. :D

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

অচেনা হৃদি বলেছেন: হুম, দেখি শত্রুর পবিত্র মুখখানা দেখে যদি কিছুটা উন্নতি হয়। বন্ধুরা তো কিছু করতে পারলো না! :)

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

ওমেরা বলেছেন: আপু এককাজ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে । শত্রু ,বন্ধু বিপরীদ করে নেন। শত্রকে বন্ধু বলবেন বন্ধুকে শত্রু বলবেন তাহলেই হবে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

অচেনা হৃদি বলেছেন: ওএমজি!
ইহা আপনি কি বলিলেন! তাহলে তো বন্ধুর ছুরিকাঘাতে মরে আমিও স্কুলছাত্রী তাসফিয়ার মত সংবাদের শিরোনাম হয়ে যাবো।
=p~
অবশ্য ভালোই হবে। এক মাসের জন্য জাতীয় হিরোইন হয়ে যাবো। আপনারা আমাকে নিয়ে ব্লগে তখন কত সুন্দর সুন্দর শোকগাঁথা লিখবেন! বেশ মজা হত! ;)

৯| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: হৃদি আপু, যে সকল বর্ণনা দিয়েছেন তাকেতো ঠিক শত্রু বলা যাচ্ছেনা :P তাকে শত্রু নামের নীরব বন্ধু বলা যেতে পারে :D কিংবা হিংসুটে বন্ধু =p~

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

অচেনা হৃদি বলেছেন: হিহিহি....

আপু আপনি তো বয়সে আমার চেয়ে কিছুটা সিনিয়র, গানটা মনে হয় শুনেছেন...

বন্ধু তুমি, শত্রু তুমি... ;)

জানি এমন অথর্ব শত্রু হয় না, তবে কল্পনা করলে মন্দ কি? :)

১০| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ভালো লোক তো ভালোই, সে আর শত্রু হবে কি করে? তবে হ্যা, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও ভালো

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

অচেনা হৃদি বলেছেন: কে বলছে আপনাকে, শিক্ষিত শত্রুদের কোপ খেয়েছেন কোনদিন?
=p~
মুর্খ বন্ধু আর শিক্ষিত শত্রু খালি প্রবাদবাক্যেই পাওয়া যায়, বাস্তবে এই দুই প্রজাতির বন্ধু পুরা হাওয়া ! ;)

১১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: একটা প্রেম করেন ভালো মন দেখে তারপর কোনো কারন ছাড়াই ব্রেক আপে যান। দেখবেন তেমন শত্রু পেয়ে গেছেন। ছেলেরা তার সব এক্সদের ব্যাপারে এটা করে একটা নির্দিস্ট সময় পর্যন্ত।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

অচেনা হৃদি বলেছেন: ওয়াও! সেরকম একটা একটা আইডিয়া তো!
ধন্যবাদ। কিন্তু এই আইডিয়াটা আমার জন্য বুমেরাং হবে। আমার মত গাধার পক্ষে এই বিপজ্জনক এক্সপেরিমেন্ট চালানো পসিবল না।
একবার যাকে বন্ধু মনে করি তাঁকে আর শত্রু মনে করতে পারি না, শত্রুকে সহজে আর মেনে নিতে পারি না! :(

কে জানে, হয়তো ভবিষ্যতে এরকম করেও ফেলতে পারি। কখন যে কি করব তা তো আগাম বলা যায় না! ;)

১২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


কারো বেলায়, হঠাৎ করে সেই শত্রুর উদ্ভব ঘটে, সে সমস্ত সত্বাকে দখল করে; কারো বেলায় সে অংকুর হয়ে দেখা দেয়, ক্রমেই বিশাল বৃক্ষে পরিণত হয়

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

অচেনা হৃদি বলেছেন: একজন মানুষের যে হান্ড্রেড পার্সেন্ট রসকষবিহীন হওয়া সম্ভব নয় তার উদাহরণ দিলেন আপনি। কখনো তো আপনাকে কবিতা টবিতা লিখতে দেখিনি, কিন্তু মন্তব্য করলেন পুরো কবিতার মত। চমৎকার বলেছেন। অনেক কবি বিশ লাইন লিখে যা বলতে চায় আপনি এক লাইনে তা বর্ণনা করে ফেললেন। ধন্যবাদ।

১৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: আমাকে কি শক্র ভাবা যায়?

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

অচেনা হৃদি বলেছেন: আরে নাহ, একদম ভাবা যায় না।

আমি বলেছি সেই শত্রুটা এমন হবে যে অফলাইনে বসে মনোযোগ দিয়ে আমার ব্লগ পড়বে।
আপনি তো মে বি কখনো ভালো করে মনোযোগ দিয়ে আমার ব্লগ পড়েনই না। মাঝে মধ্যে দুম করে এমন কমেন্ট করে বসেন যেটার মর্মার্থ বুঝতে ডিকশনারি নিয়ে বসতে হয়। ;)

আপনি শত্রু হলে কোন মজাই নেই। আপনি বরং বন্ধু থেকে যান। =p~

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১. বালিকা, তুমি কি প্রেমে পড়িয়াছো?? কোন সে অর্বাচীন কবি??X(

২. কি এসব তারছিঁড়া চিন্তা-ভাবনা হে? মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেল? রেন্স নিয়ে আসবো??:P

৩. @ দিন শেষে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার শত্রুটা ফেসবুক-টুইটারে লগইন করে আমার নাম লিখে সার্চ দিয়ে দেখবেন, তিনি প্রতিদিন দেখতে চাইবেন আমি ফেসবুকে এসেছি কি না!!
... তোমার ফেসবুকের দেবদাসরা লুকিয়ে তোমাকে খুঁজতেই পারে। ব্লগেও হয়তো আসে, বাঁশডলা খাবার ভয়ে কমেন্ট করে না।


পুনশ্চঃ
আমি ছুঁচোদের মত ফেসবুক-মেসবুকে লুকিয়ে চ্যাট-ম্যাট করি না। আগে একজনের টাইমলাইন চেক করতাম, এখন ওসব বাদ। ব্লগে এলে প্রথমেই দেখি, কোন কোন জান্টুস আপু/ভাইয়া লগইন করে আছে!!:P নিজের পেজেই যাই বা, না যাই, তাদের পেজে একটা কমেন্ট করেই আসি...:D

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০০

অচেনা হৃদি বলেছেন: বালিকা, তুমি কি প্রেমে পড়িয়াছো?
নাহ। প্রেমে পড়লে শত্রু খুঁজব কোন আক্কলে!

কোন সে অর্বাচীন কবি?
স্যরি বালক, আমি কোন কবির প্রেমে আশা করি পড়ব না। অর্বাচিন কবি দূরে থাক, অনেক প্রবীণ কবিদের কবিতাও আমার ভালো লাগে না। কাজেই টেনশন নিয়েন না। ;)

কি এসব তারছিঁড়া চিন্তা-ভাবনা হে? মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেল? রেন্স নিয়ে আসবো?
আপনাকে কষ্ট করতে হপে না, রেন্স আমার ঘরেও আছে। আপনার রেন্স কোন সাইজের? আমার রেন্স দেখলে মনে হয় নিজেরটা লুকিয়ে ফেলবেন। =p~

ব্লগেও হয়তো আসে, বাঁশডলা খাবার ভয়ে কমেন্ট করে না। কি বলেন, কই আমি তো কখনো কাউকে ওভাবে ডলা দেবার কথা ভাবিনি। আমার ব্লগে (ভদ্রলোকদের) সবাইকে স্বাগতম জানাই রাখছি।

পুনশ্চের জবাবঃ আমার কি ধারণা জানেন? একটা সময় আপনার কমেন্টের গতি কমে আসবে। আপনার গতিও কমে আসবে। দৌড়ে অন্যের ব্লগে গিয়ে কমেন্ট দেবার মত শক্তি আর পাবেন না। সেদিন নিজের ব্লগে আস্তে আস্তে লিখতে শুরু করবেন। কবিতা গল্প স্মৃতিকথা সব লিখবেন।
এটা আমার ধারণা, কতটুকু সত্য হবে কেবল উপরের উনি জানেন! ;)

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১. @আমার ব্লগ না পড়লে শান্তিতে ঘুমাতেও পারবেন না।
... হিরোইন, দারুন একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে। গতরাতে ব্লগিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম......
সকাল বেলা স্বপ্নে দেখি, "আমি ব্লগ পড়ছি। সেই পোস্টে কেক ও চিনির ছবি ছিল(সম্ভবত)। স্বপ্নের মধ্যেই আমি ভাবছি কমেন্ট কি করবো? নাকি করবো না? কমেন্ট করলে এভাবে করবোঃ জান, আমি কি কেকটা খেতে পারি? নাকি তুমি পিঠা বানিয়ে খাওয়াবে??:P" (বুঝো অবস্থা! স্বপ্নের মধ্যেও কেমন লুলামি করি!!:P)

২। উপায় একটা আছে, আমার সাথে প্রেম করবে, তারপর ছ্যাঁক দিবে। দু-তিনবার কমেন্টে বলবে, "আমার পোস্টে আর কমেন্ট করবেন না!" তাহলে তোমার ইচ্ছেটা পুরণ হলে হতেও পারে। :P

৩। কমেন্ট করতে গেলে তোমার আম্মুর চিন্তা মাথায় আসে কেন? তোমার হাতে কি কোন তাবিজ আছে নাকি??:P (লাইফটা সিনেমার মত হলে, একটু ট্রাই করে দেখতুম, জামাই শাশুড়ির লড়াইটা কেমন জমে??:P)


সাবধানতাঃ
১. আমাকে ফাঁদে ফেলতে গিয়ে তুমি নিজেই ফাঁদে পড়তে পারো।
২. মানুষের সাথে শত্রুতা করা/মানুষকে ঠকানো খুব খারাপ জিনিষ।।
৩। সৎ মানুষদের শত্রুর অভাব হয় না।

পুনশ্চঃ
কমেন্টটা আমি উদাসী স্বপ্নের আগে লিখেছিলাম। তুমি লগইন না থাকায় দেয়া হয় নি। বুদ্ধি আছে ব্যাটার।।:D

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

অচেনা হৃদি বলেছেন: আমি ব্লগ পড়ছি। সেই পোস্টে কেক ও চিনির ছবি ছিল(সম্ভবত)। স্বপ্নের মধ্যেই আমি ভাবছি কমেন্ট কি করবো? নাকি করবো না? কমেন্ট করলে এভাবে করবোঃ জান, আমি কি কেকটা খেতে পারি? নাকি তুমি পিঠা বানিয়ে খাওয়াবে?
এটা স্বপ্ন হলেও অবাস্তব নয়, কেক তো শায়মাপুর ব্লগে বেশি দেখা যায়। মনে হয় স্বপ্নে শায়মাপুর ব্লগ দেখছিলেন! কনিষ্ঠ প্রেমিক স্বপ্নেও প্রেমিকাকে দেখে! ;) ওয়াও, শায়মাপু জানে নাকি! হিহিহি... শায়মাপু বললেন তিনি নাকি আমাকে শত্রু দিবেন, আল্লাহগো, শায়মাপু কি আমাকে আপনার কথাই বলছিল নাকি কে জানে!

২. আমি যতদূর জানি, ব্লগারেরা প্রেম করা সম্ভব না। এটা তো আর ফেসবুক না যে চ্যাট করতে করতে ইমোটিকন আদান প্রদান করতে করতে মনটাও বদলাবদলি হয়ে যাবে! আর এসবের জ্বালায় ফেসবুক ছেড়ে বাংলা ব্লগে আসলাম, একই বিষ এইখানে গিলবো না। ;)

৩. জানেন? আমার আপার উনি, মানে দুলাভাই বাবার চেয়েও মাকে বেশি শ্রদ্ধা করে। আমার মা তাঁর জামাইবাবুর প্রতি খুব উদার। আপা দুলাভাই আসলে সেদিন মায়ের গলার ভয়েস খুব কিউট হয়ে যায়। মনে হয় যেন মা জোরে কথা বলতেই পারেন না। কাজেই আপনার অমুলক ভয় থেকে ধারণা পাওয়া যায়, এধরনের মহিলাকে যিনি হুদাই ভয় পান তাঁর শাশুড়ি না হলেই ভালো। ;) আপনি এখনি শাশুড়ি স্থানীয় মহিলাদের ভয় পাচ্ছেন, বিয়ের পর তো মনে হয় শ্বশুরবাড়ি যাবার আগে ডায়াপর পরে যাবেন। =p~

সাবধানতার জবাবঃ এসব নীতিকথা জীবনে বহু শুনিয়াছি। ব্লগে এসব কথা বলিয়েন না তো প্লিজ। :( আর আপনাকে ফাদে ফেলবো কেন? আপনাকে ফাদে ফেলার কি আছে? আপনি নিজেই তো সারাক্ষণ ফাঁদের আশেপাশে ঘোরাঘুরি করেন! মনে হয় যেন ফাদে পড়তে পারলে আপনার নিজের কাছেই মজা লাগবে। =p~

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



আ-পু-নি,
"দিন শেষে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার শত্রুটা ফেসবুক-টুইটারে লগইন করে আমার নাম লিখে সার্চ দিয়ে দেখবেন, তিনি প্রতিদিন দেখতে চাইবেন আমি ফেসবুকে এসেছি কি না"!!

এ কাজটি কে করে জানো...... B-), একজন আবেগী প্রেমিক; যে জানে সুন্দরী হৃদি কোন দিন তাকে পাত্তা দেবে না, ফিরে থাকাবে না, সে নিজেও বীরপুরুষের মত সামনে গিয়ে বলতে পারবে না; এই মেয়ে শুন আমার সাথে পিরিত না করলে একদম তুইলা নিমু.... আর সে অলরেডি জানে তিনার হৃদয় " সামওিয়ান অলরেডি বুকড".......!! নো চান্স +++

চাইলে ফেইসবুকের লিংকটা ভাইয়াকে দিয়েন; দেখি মুই কাজটি পারি কিনা....!!!

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

অচেনা হৃদি বলেছেন: চাইলে ফেইসবুকের লিংকটা ভাইয়াকে দিয়েন; দেখি মুই কাজটি পারি কিনা.... আমি তো ফেসবুকের লিংক জাকারবার্গকেই দিয়ে দিছি। এখন আর আমার আইডি নেই। গতকাল ব্লগার অর্ক যেভাবে সামুকে বিদায় দিয়ে চলে গেছেন আমিও সেভাবে ফেসবুকে বিরাট এক আবেগময় স্ট্যাটাস দিয়ে ফেসবুককে বিদায় জানিয়ে আইডি ডিএক্টিভ করে ফেলেছি। এখন যদি আবার আইডিটা ওপেন করি তাহলে কি সেখানে কেউ আমাকে সম্মান দিবে? আত্মসম্মান বলে কিছুই থাকবে না। :( তাই আর ফেসবুকে যাচ্ছি না। যদি ভবিষ্যতে ফেসবুকে ফিরি তবে নিজের অরিজিনাল চেহারা এবং নাম ঠিকানা দিয়ে নতুন আইডি খুলবো। তবে আপনি নিশ্চিত থাকুন সেদিন হয়ত আমি ব্লগেও চেহারা প্রকাশ করে দেবো। ;)

আর আপনি তো মাশাল্লাহ ব্লগে খুব একটিভ, ফেসবুকে আমার আইডি চেক করার মত সময় নিশ্চয়ই আপনি পাবেন না। ;)

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

লায়নহার্ট বলেছেন: {শত্রুতা করা সহজ না}

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

অচেনা হৃদি বলেছেন: এই শত্রুতা তো সেই শত্রুতা নয় ভাইয়া, বুঝেন নাই কেন? :(

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

করুণাধারা বলেছেন: একজন ভালো মনের, বন্ধুভাবাপন্ন শত্রু চাই তো? আমি খুঁজে দিতে পারব তেমন শত্রু, শুধু কদিন সময় দরকার। আমসত্বটা শুকিয়ে গেলেই আমি খুঁজতে বেরিয়ে পড়বো। সোনার পাথর বাটিতে কাঁঠালের আমসত্ত্ব শুকাতে দিয়েছি কিনা!!

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১১

অচেনা হৃদি বলেছেন: :(
কাঁঠালের আমসত্ত্ব? একজন ভালো মনের, বন্ধুভাবাপন্ন শত্রু!
দুটোর মাঝে কেমন যেন মিল খুঁজে পাচ্ছি!

তাহলে কি হবে না? :((

১৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: একজন আছে যে আমাদের আজন্ম শত্রু।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

অচেনা হৃদি বলেছেন: আমাদের আজন্ম শত্রু! মন্তব্য শুনে বোঝা যাচ্ছে এটা কোন এক কমন শত্রুর কথা বলছেন। আমি তো ভাইয়া কমন শত্রুর জন্য এই পোস্ট লিখিনি, আমি একটা আনকমন শত্রুর খোঁজ করছি! :)

২০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: দোয়া করি, শীঘ্রই যেন আপনি একটি ভালো মানের শত্রু খুঁজে পান। নতুন ব্লগার হিসেবে আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: আপনার ব্লগ ঘুরে এলাম, ভালো লেগেছে। সেখানে মন্তব্য রেখে এসেছি। আশা করি দেখেছেন।

২১| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৬

চাঙ্কু বলেছেন: আন্নে হাগলনি কুন? শত্রু চাইতেছেন!! :-/

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

অচেনা হৃদি বলেছেন: জে ভাইয়ু, মাঝে মইধ্যে আঁর ডর লাগে, আঁই কনো হাঁচাই হাগল ঐ যাইয়ের নে! :( দোয়া করিয়েন খাছ করি।

২২| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষের সব শখই পূরণ হয় (যদি আকাশ কুসুম না হয়) আমার মনে হয় আপনার এই শখ ও পূরণ হবে বাকী জীবন নিজেকে নিজে কষাঘাত করবেন, ভয়ংকর শত্রু যদি হয় সে হবে আপনার শেষ দিন পর্যন্ত শত্রু !!! আপনাকে শাপ লুডু খেলিয়ে ছাড়বে ।।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া, কারো কারো কথায় বিশেষ করে করুণা আপুর মন্তব্যে বুঝলাম আমার এই শখ পুরোই এক আকাশ কুসুম কল্পনা। :(
আমি তো ভাইয়া ভয়ংকর শত্রুর মুখে পড়তে চাইনি যে সাপ লুডু খেলিয়ে ছাড়বে। ভালো মনের শত্রু চেয়েছিলাম। যে শত্রু হলেও আমাকে সাপের মুখে ছুঁড়ে দেবেনা।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। :)

২৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৬

সনেট কবি বলেছেন: শত্রু আবার ভাল হয় নাকি? শত্রুর কাজ জীবন অতিষ্ট করে তোলা।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

অচেনা হৃদি বলেছেন: এই শত্রু সেই শত্রু নয়, এটা হল নখ দন্ত বিহীন বাঘের কল্পনা। ;)

২৪| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৯

সামিয়া বলেছেন: আশা পূর্ণ হোক

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

অচেনা হৃদি বলেছেন: মন্তব্য ও প্লাসে অনেক ধন্যবাদ সামিয়া আপু। শুভেচ্ছা রইল! +

২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

জেন রসি বলেছেন: নিজেই নিজের শত্রু হয়ে যান।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

অচেনা হৃদি বলেছেন: অদ্ভুত কথা বললেন, নিজে নিজের বন্ধু হওয়া যায় জানি, শত্রু হয় কিভাবে? 8-|

২৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

রঞ্জন রয় বলেছেন:

শত্রু থাইকা মন্দ না, জীবনে মজা লন যাই।

আহা জীবন টারে নিয়া উপভোগ্য করে তোল।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

অচেনা হৃদি বলেছেন: হুম, শত্রু থাকলে তো চরম মজা হয়। কেউ কেউ জীবন দিয়ে মজাটা টের পায়। আমার লেখাটা বুঝে মন্তব্য করলে একটু ভালো লাগতো। :)

২৭| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

উদাসী স্বপ্ন বলেছেন: কারন প্রথমটা। লেখাগুলো পড়লে মনে হয় আমি মনে হয় স্বচক্ষে আপনাকে দেখছি। তারা ভালো লিখতো যদিও তাদের নামে অনেক মিথ চালু ছিলো। আপনি যদিও স্বতন্ত্র কিন্তু সাবলিল লেখনি আপনার

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

অচেনা হৃদি বলেছেন: হয়তো আমার লেখা উনাদের মত চমৎকার, অথবা উনাদের মত তেনা প্যাঁচানো। একারণে আপনি উনাদের কথা এক ঝলক ভেবে নিলেন।
এটাই ভেবেছেন তাহলে! ভালো তো।

এক জায়গার কমেন্টের উত্তর আরেক জায়গাতে পেয়ে ব্যপক টেনশনে পড়ে গিয়েছিলাম। প্রথমে তো বুঝিইনি কি বলতে চেয়েছেন। পরে বুঝেছি। :)
উনাদের নামে কেমন মিথ চালু ছিল জানতে পারলে ভালো লাগতো।

ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। :)

২৮| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শত্রু চান? ভয়ানক চাওয়া।

তবে উদাসী স্বপ্নের কমেন্টের কথাটার তাৎপর্য্য আছে।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

অচেনা হৃদি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম আপু!

শত্রু চাওয়া ভয়ানক তা জানি, কিন্তু আপু উদাসী স্বপ্ন যে আইডিয়া দিয়েছেন তাও বিপজ্জনক। আমি সহজে কাউকে গ্রহণ করতে পাড়ি না। আবার কাছের লোককে শত্রু বানিয়ে ফেলার মত কাঠিন্যটা দেখাতে পারি না। কাউকে যদি এমন ফাঁদে ফেলেই দেই, পড়ে দেখা যাবে আমি ওর সাথেই এক রশিতে ঝুলছি!

পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

২৯| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষ মাত্রই তার মিত্র থাকবে শত্রুও থাকবে, আমি জানি না আপনার শত্রু কেমন ও কি পরিমান আছে ? তবে আপনার খুব ঘনিষ্ট একজন বন্ধু আছে - যে আপনাকে বোঝে, আপনার মনের ভাষা বোঝে, আপনার চলার প্রতিটি পা সে চেনে ? আপনি কি তাঁকে চেনেন ? জানাবেন, আমি অপেক্ষায় আছি আপনার উত্তরের !!!

আমার মিত্রদের চেয়ে শত্রুর সংখ্যা অনেক বেশী তারপরও আমি আমার সবচেয়ে ঘনিষ্ট মিত্র আমি চিনি আমার সৌভাগ্য আমি তাঁকে চিনেছি আজ থেকে ২১ বছর আগে !!!

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অচেনা হৃদি বলেছেন: আপনি খুব সম্ভবত মায়ের কথা বলছেন। যে বর্ননা দিয়েছেন তা কেবল আমার মায়ের সাথেই যাচ্ছে। যদি মায়ের কথা না বলে থাকেন, তাহলে সেই বন্ধু আমার বাবা।

যদি মা বাবা না হয়ে থাকে, আমার এমন কোন বন্ধু নেই। আমি আশা করব আপনি মায়ের পক্ষেই সায় দেবেন। ধন্যবাদ ঠাকুরজী।

৩০| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

আবদুল হান্নান সাজিদ বলেছেন: ফেবু আইডি ডিলিট করে দিলে প্রোফাইল দেখবে কি করে। টুইটার আইডির কথা কিছু বলেননি তাই জানি না। বাকি থাকল শুধু ব্লগ। আপনার ভাল মনের শত্রুকে বেশি সুযোগ দিতে হলে সব সোস্যাল নেটওয়ার্কের আইডি এক্টিভ রাখা দরকার না?

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

অচেনা হৃদি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি আপনার ব্লগে গেলাম। তারপর একটা ধাক্কা খেলাম। আপনি দুই বছর ৪ মাস ব্লগিং করছেন! অথচ কোন পোস্ট নেই, এমনকি মন্তব্য করেছেন মাত্র একটি, এই মন্তব্যটাই আপনার ব্লগিং! খুব আশ্চর্য হলাম। আপনার কি আর কোন নিক আছে?

৩১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: বোন অচেনা হৃদি,

আমি আমার মিত্র কে চিনেছি জীবনের ২৫ বছর পার করে, আপনি বোন না হয় তিন দিন আরো অপেক্ষা করলেন প্লিজ। তার মধ্যে আমি একটা সমসায়িক পোষ্ট দিয়ে আসি কারণ আমার আর বিচার মানি তালগাছ ব্লগারের গতরাতের কথামালা মন্তব্য কাট টু কাট করে একজন মুল পোষ্ট দিয়ে দিয়েছে !!! - যাকে বলে ব্লগ মিসগাইড এন্ড পাইরেসি ।।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

অচেনা হৃদি বলেছেন: ইনফ্যাক্ট, আপনার কথা কিছুই বুঝিনি ভাইয়া। :P

তবুও মন্তব্যে আপনাকে আবার পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ!

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১২

জেন রসি বলেছেন: সহজ।

নিজের ভেতর মাল্টি পারসোনালিটি ক্রিয়েট করবেন। তারপর এক সত্বাকে আরেক সত্বার শত্রু বানিয়ে ফেলবেন। ;)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

অচেনা হৃদি বলেছেন: =p~
অদ্ভুত কথা বললেন। আর কখনো কাউকে এরকম কিছু বলতে শুনিনি।

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

জেন রসি বলেছেন: আপনি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন। একজন ভালো শত্রু বানাতে চেয়েছেন সখ করে। এক্সপেরিমেন্টাই কিছুটা অদ্ভুত। সুতারাং তার সমাধানও কিছুটা অদ্ভুত হতেই পারে। ;)

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

অচেনা হৃদি বলেছেন: :)

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: হাহাহাহা............ভালোই। আপনার আশা পূরণ হয়ে যাবে !! সামুতেই পেয়ে যাবেন এমন একজন ভালো শত্রু !!!

অপেক্ষায় থাকুন..........

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

অচেনা হৃদি বলেছেন: :) আচ্ছা!

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: তবে হলে হারাতে হবে!

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

অচেনা হৃদি বলেছেন: দুঃখজনক! :(

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আবু হাসান লাবলু বলেছেন: কেন জানি তোমার শত্রু হইতে মন চাইতাছে, না থাক :-P =p~ =p~ =p~

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

অচেনা হৃদি বলেছেন: B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.