নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

নাইস গাই!

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮


ওহ ড্যুড...
ওকে চেনো না? চিনবে কোত্থেকে? তুমি তো একটা খ্যাত!
ও হল রায়ান গসলিং, আমার রায়ান। ইয়ে, আমার রায়ান মানে আমার প্রিয় শিল্পী রায়ান! ;)

আমি তার ক্রেজি স্টুপিড লাভ এবং নাইস গাইস ছবি দুটো দেখে হাসতে হাসতে সব ভুলে গিয়েছিলাম। আবার লা লা ল্যান্ড ছবিটা দেখে ঠিক উল্টো ঘটেছিল। :(

মনে করো না ও খালি অভিনয় জানে, ও কিন্তু মিউজিশিয়ান। খুব ভালো গায়, পিয়ানো প্লে করে চমৎকার। সে যখন পিয়ানোর কি তে আঙুল চালায় তখন আমার ইচ্ছে করে তার সামনে আমার হাতের দশ আঙুল রেখে বলি, 'হেই স্মার্ট, মনে করো আমার হাতটাই আজ পিয়ানো। তুমি যেভাবে পিয়ানোর কি টিপে বাজাও সেভাবে আমার হাতের আঙুল টিপে বাজাও তো প্লিজ... '
এই, এই গাধা, তোমাকে আমার আঙুল টেপাটেপি করতে বলিনি, আমি বলেছি আমার রায়ানকে। ইয়ে, আমার রায়ানকে মানে আমার প্রিয় শিল্পী রায়ানকে। আগেও তো বলেছি!

পুরুষ মানুষের গায়ের রঙ সাদা হওয়া উচিৎ নয়, দেখতে এক্কেরে মর্দিনি মর্দিনি লাগে।
হ্যাঁ, সে যদি রায়ানের মত হয় তবে সাদা হওয়াতে আপত্তি নেই।

কি বললে?
আজ থেকে তোমার নাম রায়ান রেখে দিবে? গাধা কোথাকার! আর কখনো একথা বলবে না। ময়ুর এর পালক লাগিয়ে কাক কখনো ময়ুর হয় না, অদ্ভুত ক্রিয়েচার হয়ে যায়! বুঝলে? রায়ান তো ময়ুর, আর ওর তুলনায় তুমি একটা কাউয়া!

শোন, আমি সাফ সাফ বলে দিলাম, আমি যতদিন আমার রায়ানকে- মানে আমার প্রিয় শিল্পী রায়ানকে ভুলতে পারবো না ততদিন তোমার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়।
গুড বাই।

লাভ ইউ নাইস গাই রায়ান...

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: পড়বো পরে।

শুভকামনা রইল।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

অচেনা হৃদি বলেছেন: =p~

শুভকামনা রইল? রায়ানের জন্য নাকি?
আচ্ছা ঠিক আছে!

২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



এটাও কি একটা পোষ্ট?

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

অচেনা হৃদি বলেছেন: ওহ স্যাড...
আপনি কে? চিনলাম না তো! এনিওয়ে, অচেনা হৃদির বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।

আর হ্যাঁ, এটাও একটা পোস্ট। এটা পোস্ট হবে না কেন? এখানে অনেকে তো খালেদা জিয়াকে নিয়ে পোস্ট দেয়, আমি না হয় রায়ানকে নিয়ে দিলাম।

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: পোষ্ট বুখে কিছুই বুঝলাম না কি বোঝাতে চাচ্ছেন ?

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

অচেনা হৃদি বলেছেন: শোনেন ভাইয়া। আমেরিকা নামে একটা দেশ আছে, সেই দেশে হলিউড নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে সিনেমা বানানো হয়। আর সেই সিনেমাগুলতে রায়ান গসলিং নামের এক নায়ক আছে। আমি তার চেহারা দেখে, অভিনয় দেখে, এবং তার গাওয়া গান শুনে মাঝে মাঝে ফিদা হয়ে যাই। সে কথাটাই এই পোস্টে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। ;)

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

অচেনা হৃদি বলেছেন: ওহ দুঃখিত।
এটাই হল রায়ান গসলিং। এখানে দেখতে পারেন।

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

স্রাঞ্জি সে বলেছেন:


ব্লগের কারোর উদ্দেশ্যে কি পোস্ট। :D

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

অচেনা হৃদি বলেছেন: জি, এটা ব্লগার আবু হেনা, ব্লগার চাঁদগাজী, ব্লগার খায়রুল আহসান এর মত বয়োবৃদ্ধ ব্লগারদের উদ্দেশ্যে দেয়া হয়েছে। কোন যুবকের উদ্দেশ্যে দিইনি কিন্তু।
ওহ আচ্ছা, এখানে তো আসলে কোন যুবকই নেই। সবই ৪০প্লাস বয়সের লোক। হিহিহি... ;)

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

সনেট কবি বলেছেন: আপনার পছন্দ আছে বলতে হবে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

অচেনা হৃদি বলেছেন: ওয়াও, আপনার চোখেও ওকে ভালো লেগেছে। শুনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সনেট কবি!
জানেন? আমি যদি সনেট লিখতে পারতাম তাহলে ওকে নিয়ে নিশ্চয়ই একটা সনেট লিখতাম। কিন্তু আমি তো সনেট পারি না। যা পারি তাই করলাম। :(

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০০

বাকপ্রবাস বলেছেন: ডুবেডুবে খাও জল
যদি পাও তল
তবে প্রেমবল।
-
নাইস টু মিট ইউ রাইয়ান।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২২

অচেনা হৃদি বলেছেন: আহম...
শুনুন ভাইয়া। রাইয়ান বলে কেউ নেই। শব্দটা রায়ান হবে। :(

সুন্দর লোকদের নাম সুন্দর করে বলতে হয়। ইয়ে মানে বলছিলাম বিখ্যাত লোকদের নাম সুন্দর করে বলতে হয়। ;)

জি জি আমি জানি
ডুবে ডুবে পানি
খাওয়া ভালো নয়,
সব লোকে কয়!

যা খাওয়ার সবাইকে দেখিয়ে খাবো। তাই তো ব্লগে দিয়ে দিলাম!
=p~

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: ও আচ্ছা ,আপনি শুধু একাই হলিউড মুভি দেখেন ,তাই না :D

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

অচেনা হৃদি বলেছেন: আরে নাহ, আমি একা কেন দেখবো? আমার বন্ধুদের নিয়ে দেখি, কখনো বাবা মায়ের সাথে দেখি, আবার কখনো আপা-দুলাভাইয়ের সাথেও হলিউড মুভি দেখি। একা কখনো দেখি না।

=p~

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

লায়নহার্ট বলেছেন: {তুমি তো একটা খ্যাত! (মূলত ক্ষেত) এই কথাটা বলা উচিত না, নৈতিক কারণে, যেহেতু কৃষকদের মর্যাদা; এই পিছিয়ে পড়া সমাজে সবচেয়ে বেশি।
মধ্যবিত্ত ইংরেজির চক্রে আটকে গেছে, তবুও নাইস গাই! শিরোনাম দেখে কেউ কুরবানী ঈদে নতুন কোন স্থূলকায় পশু, হাটে এলো কিনা ভেবে ভুল করতে পারে। Nice Guys নামে কোন ছবি নাই The Nice Guys হবে
আর মহিষাসুরমর্দিনী থেকে কি মর্দিনি কথাটা লিখেছেন?}

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

অচেনা হৃদি বলেছেন: এহহে, আপনি কে? সামুতে নতুন নাকি? অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!
কি বললেন সবই তো মাথার উপর দিয়ে চলে গেছে। :(

৯| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: এখন থেকে একাই দেইখেন ;)

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

অচেনা হৃদি বলেছেন: ওয়াও, চমৎকার একটা টিপস দিলেন ভাইয়া।
একদম ঠিক বলেছেন, এখন থেকে আমি রায়ানের সব ছবি একা একাই দেখবো। =p~

১০| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:
বইনগো, ইতা কিতা হুনাইলায়!!! দুইটা বাইচ্ছার বাফরে তুমি খেমনে বালা ফাইলায়? খেমনে? "রায়ান গসলিং" বেটার স্বভাব তো বালা নায়! হেয় খালি মাইয়া মানসর ফ্রেমে ফড়ে ৷এখন যে বেটির লগে আছে তার ঘরো দুইটি ফুড়ি আছে!! বিয়া খরছে না, কিন্তু দুই ফুড়ির মালিক; ই বেটির নাম ইভা মেনডিজ ৷

যে বেটায় বিয়া ছাড়া দুই ফুড়ির বাফ অয়; আগে আরো খয়টার লগে ফসটি নস্টি খরছে হুনছি; এখন তোরে খেমনে ফটাইলো? আফনে দুনিয়াত আর কোন ফুয়া ফাইলা না নিা!! হুনচি, ১৫-১৯ বছরর ফুড়িন খুব ড্রিমি অইন; তারা সবে বয়ফ্রেন্ড আর জামাই হিসাবে তারার ছাইতে ডাবল বয়সের ছেলিবেটি বেটাইনতরে লাভ খরইন; কিন্তু সামনে তাখা ভালা ভালা ফুয়াইন ছউকে দেখইন না;

বইনরে ইতা ফুয়াইন বালা নায়; ইটায় তরে খানদাইয়া ফালাইয়া জাইবগি ৷

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৭

অচেনা হৃদি বলেছেন: আপনে খেমনে কিতা মাত দিলেন কিছু তো বুঝতায় পারতায় নায়! :(

আমাকে দেখলে আপনি বাংলা ভাষা ভুলে যান কেন বলেন তো? এটা তো ভালো লক্ষণ নয়। কখনো ইংরেজি, কখনো বাংরেজি, জাপানি, থাই, ফরাসি, ঢাকাইয়া, নোয়াখাইল্লা, সিলডি- ওহ গড! এতো ভাষা জানেন? ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহ আপনার কাছে ফেল। :(

ওর দুইটা ফুড়ি না চাইরটা ফুড়ি তা দিয়ে আমার কি? আর বয়সের কথা যদি বলেন তাহলে কি বলবো? আপনি লন্ডন থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছেন, আপনার তো জানা থাকার কথা, প্রেম মানে না জুনিয়র সিনিয়র। কখন যে কার প্রেমে কে পড়ে যায় বলা মুশকিল। এই ব্লগের চাঁদগাজী সাহেব তো ইমোটিকন বোঝেন না নয়তো আমি হয়তো তার প্রেমেও পড়ে যেতাম। কারণ ভালোবাসায় বয়স নাই!
;)

হেয় খালি মাইয়া মানসর ফ্রেমে ফড়ে! আরে মাইয়া মানসের ফ্রেমেই তো পড়বে, পুরুষের প্রেমে পড়লে তো আমি তাকে দুই পয়সার দামও দিতাম না। হলিউডের এক বিখ্যাত অভিনেতার প্রেমে একবার আমি পড়ে জানতে পেরেছিলাম সেই সালা একটা গে, তারপর তাকে ঝাটা দিয়ে পিটাতে ইচ্ছা করেছিল। কি খবিশ! পুরুষের প্রেমে পড়ে, ইডিয়ট।
হেয় (রায়ান) খালি ফ্রেমে ফড়ে? ভালো, ইহা একটি মহৎ গুণ। প্রেম স্বর্গ থেকে আসে। মানুষের মন থেকে আসে না, কাজেই আপনি ওকে, মানে আমার রায়ানকে, ওহ নো, মানে আমার প্রিয় শিল্পী রায়ানকে প্রেমে পড়ে বলে দোষ দিতে পারেন না। :(

আর হেই প্রফেসর, আমি তো পুরুষ মানুষদের চিনি। আপনি আজ রায়ানের অনেক দোষ খুঁজে বের করে ফেললেন। আমি যদি বলতাম আমি জাস্টিন বিবারকে পছন্দ করি তখন তার দোষ খুঁজে বের করতেন। যদি বলতাম ডয়েন জনসন দি রককে পছন্দ করি তখন তার বেল মাথা নিয়ে হাসাহাসি করতেন। জনি ডেপ এর কথা বললে বলতেন, ও তো একটা মেন্টাল। যদি বলতাম এলভিস প্রিসলিকে পছন্দ করি তখন বলতেন, আরে ও তো একটা ভূত। এককথায় আপনারা পুরুষ লোকেরা নিজেকে ছাড়া দুনিয়ার আর কাউকে ভালো এবং উপযুক্ত পাত্র মনে করেন না।
=p~

বইনরে ইতা ফুয়াইন বালা নায়; ইটায় তরে খানদাইয়া ফালাইয়া জাইবগি ৷ নাআআআ.... ওকে নিয়ে এভাবে বলবেন না। ও অন্যদের মত নয়, ও একটু অন্যরকম। ও এমন কাজ করতে পারে না। :(

১১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: এর লা লা ল্যান্ডই ভাল লেগেছে শুধু। শুনলাম নিল আর্মস্ট্রং এর চরিত্রে দেখা যাবে তাকে পরের সিনেমায়। আশা করি ভাল হবে।
আমার ক্রাশ জেনিফার লরেন্স । সেই সিলভার লাইনিং প্লেবুক থেকে। বয়সটাও সেইম আমাদের। শুধু ও সেলেব আর আমি ধইঞ্চা। পার্থক্য এই

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

অচেনা হৃদি বলেছেন: আমার ক্রাশ জেনিফার লরেন্স । ভালো, আপনার ক্রাশ জেনিফার রেড স্প্যারো মুভিতে এসব কি অভিনয় করেছে? ছিহ! :(

ও সেলেব আর আমি ধইঞ্চা। ইস, সে যদি আপনার মত ধইঞ্চা হত তাহলে তাকে আপনি আরণ্যক রাখালি বানাতে পারতেন। অথবা আপনিও যদি সেলেব হতেন তাহলে মিসেস জেনিফার রাখাল বানাতে পারতেন। কিন্তু এসব কিছুই হবে না। কারণ আপনি ধইঞ্চা সে সেলেব। আপনার জন্য হৃদিপুর্ন সহানুভূতি রইল ভাইয়া। :(

রায়ান পরের ছবিতে নভোচারী হচ্ছে জেনে আমি খুব এক্সাইটেড। যদি পারি এই ছবি প্রথম সুযোগে দেখার চেষ্টা করব।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
:)

১২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: কাওসার ভাইয়ে তো সবতা খইলাইছইন। আমি আর কিতা খইতাম?! কুন্তা খইয়ার না।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

অচেনা হৃদি বলেছেন: অয়, আফনার কুন্তা খইয়ার লাগতায় নায়! :(

কাওসার ভাই কি আপনার পীর নাকি? হাহ। শুনেন ভাইয়া, পছন্দ অপছন্দ নিয়ে কটু কথা বলতে নেই। আল্লাহ নারাজ হয়। ;)
=p~

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: হেতের মাতায় হানি ডালি দে..

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

অচেনা হৃদি বলেছেন: কিয়া? আন্নে হাগল নে কনো?
আন্নে ইয়ান কিয়া কইলেন? হেতের দোষ কিয়া অ্যাঁ? কন! :(

রায়ান ভালা হোলা, হেতেরে খাডাইসের মত কিচ্ছু কইয়েন না কইলাম।

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

অচেনা হৃদি বলেছেন: রাজীব ভাইয়া মনে হয় ছবি দেখেই খুশি। গুড! :)

আমার সাথে সহমত পোষণ করায় ভাইয়াকে দিলভরা শুভেচ্ছা। !

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: নিল আমস্ট্রং কে নিয়ে ওনার একটা ছবি আসছে। দেখতে হবে।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

অচেনা হৃদি বলেছেন: রায়ান আগেও সাইফিক মুভিতে অভিনয় করেছে। আমি আশা করি আর্মস্ট্রং এর ভুমিকায় সে ভালো কিছু দেখাতে পারবে। :)

অনেক দিন পর আমার ব্লগে এলেন ভাইয়া। আপনাকে অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে স্বাগতম!

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবি নিরব।।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

অচেনা হৃদি বলেছেন: কেন হে কবি? কেন নীরব আজি? কদম কি ফোটেনি শাখে? ;)

১৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কি তাজ্জব ব্যাপার, সবাই স্বাগতম জানিয়ে ভালো মন্দ খাবারের ছবি দেয়। ক্ষিদেতে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেলো যে!!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

অচেনা হৃদি বলেছেন: আরে এ কি বলেন? সবার ঘরে নাস্তা আপ্যাওয়ন পেয়ে তো আপনার পেট ভরে যাবার কথা ভাইয়া! তা হল না, আমি গরিব কি আপনাকে পেট ভরাতে পারবো? ;)

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

এ.এস বাশার বলেছেন: মাঝে মাঝে ম্যাও প্যাও আমার খুব ভালো লাগে। :D :D

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

অচেনা হৃদি বলেছেন: ওয়াও!
যাক, আমার ম্যাওপ্যাও পোস্টের একজন ভালো সমঝদার পাওয়া গেলো!
কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া।

অ-নে-ক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

১৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমি রায়ান গসলিং এর ফ্যান নই। তবে তার কয়েকটি মুভি আমার ভালো লেগেছে। বিশেষ করে তার লা লা ল্যান্ড যে আমি কতবার দেখেছি তার কোন হিসাব নেই।
যাই হোক, শুভকামনা রইলো হৃদি আপু। :)

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

অচেনা হৃদি বলেছেন: :)
অনেক পুরনো একটা পোস্ট পড়ে মন্তব্য দিলেন। বেশ ভালো লাগলো।
রায়ানের মুভি আপনার ভালো লেগেছে জেনে আরও ভালো লেগেছে।
শুভকামনার জন্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.