নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

কোন সুন্দরী কিশোরীকে দেখে সামুর ব্লগারগণ কি ভাবেন!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩



একেক মানুষের চিন্তা ধারা একেক রকম। কাজেই প্রিয় সামুর বিশিষ্ট ব্লগারদের চিন্তা চেতনা এবং কল্পনাতে অনেক হেরফের রয়েছে। প্রায়ই দেখা যায় কোন একটি সুনির্দিষ্ট বিষয়ে ব্লগারগণ আলাদা আলাদা ভিন্নমুখি প্রতিক্রিয়া দেখিয়ে থাকেন।
আচ্ছা, মনে করুন পাবলিক বাসে চড়ে সামুর কোন এক বিশিষ্ট ব্লগার কোথাও যাচ্ছেন। পরের স্টপেজে সেই বাসে উঠলো একজন কিশোরী যাত্রী, বাসে সিট খালি না থাকায় কিশোরীটি এসে দাঁড়ালো ব্লগারের সামনে। তখন উক্ত ব্লগার কি ভাববেন?
আসুন আমরা দেখে নিই এই পরিস্থিতিতে সামুর ব্লগারগণ কি ভাবতে পারেন!

উদাসী স্বপ্ন...
পৃথিবীতে থিউরির অভাব নেই। হেগেলিয় মতবাদ, প্লেটোনিক মতবাদ, কত যে খিচুড়ি। তবে মানবীয় প্রেমের ব্যপারে আমার কাছে ফ্রয়েডীয় মতবাদকেই সবচেয়ে ধারালো মনে হয়। আমার সামনে যেই মেয়ে হ্যাঙ্গার ধরে ঝুলে আছে, আমি নিশ্চিত একে দেখলে যুবকেরা ফ্রয়েডীয় থিউরি অনুযায়ী তার প্রেমে সিক্ত হতে বাধ্য!

আবু হেনা আশরাফুল...
এই মেয়ের নাকটা অবিকল মধুবালার মত। আর চোখগুলো ঠিক যেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। আমি নিশ্চিত এই মেয়ে প্রিয়া প্রকাশের মত চোখ টেপাটেপি শুরু করলে এই বাসের ড্রাইভার ক্রাশ খেয়ে গাড়িটাকে রাস্তার পাশের ইলেকট্রিকের পিলারে মেরে নিজে মরবে, আমাদেরও মারবে। তবে আমাদের হয়তো তখন মরার অনুভূতিটুকু থাকবে না। চোখ টেপাটেপি দেখে আমরা এমনিতেই হারিয়ে যাবো দূর দিগ্বলয়ে। আহ, আমরা যখন কিশোর ছিলাম তখন এমন কিশোরীরা কোথায় ছিল? কোথায় ছিল প্রিয়া প্রকাশ?

সেলিম আনোয়ার...
এই বালিকা কি কখনো
দাঁড়িয়েছিল ধরলার তীর ধরে ?
কখনো কি তার খোলাচুল নিয়ে খেলেছিল
ক্লান্ত বিকেলের গন্ধবহ,
আমি যদি মেঘ হতাম তবে-
নিশ্চিত ভিজিয়ে দিতাম বালিকার কমলায় মাখা অধরের দুই ধার।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন...
মাহাথির কখনো এরকম মেয়ের পাল্লায় পড়েননি। তাই তিনি আজ তুন মাহাথির হয়েছেন। আমাদের দেশের ছেলেরা অল্প বয়সেই এমন মেয়েদের দেখে সমস্যায় পড়ছে। এদেশে মাহাথিরের জন্ম নিতে অনেক দেরি আছে।

গড়ল...
এই খুকী। এভাবে তাকাবে না। আমার মেয়ে আছে, কয়দিন পরে সে তোমার চেয়েও লম্বা হয়ে যাবে। যেখানে যাচ্ছ চুপচাপ চলে যাও।


চাঁদগাজী...
এটা কিশোরী? আমি এই পথে এতদিন আসা যাওয়া করেছি, এই পথের সব মেয়ের মুখ আমি চিনি। কিন্তু এই কিশোরীকে কখনো দেখেছি টেকেছি কিনা মনে পড়ে না। চোখ দুটো খুব খারাপ যাচ্ছে, নয়তো এই মেয়েকে দেখার কথা মনে থাকতো। এই মেয়ে কি ব্লগিং টগিং করে? নতুন জেনারেশনের মেয়েরা ব্লগিং এ পিছিয়ে, তারা এগিয়ে এলে জাতি ভালো করতে পারে, আমার বিশ্বাস।
কত আমেরিকান কিশোরীর সাথে ঘটনা মটনা ঘটিয়ে সেগুলা ব্লগে পোস্ট টোস্ট করেছি। এই কিশোরীর সাথে কিছু টিছু ঘটলে ভালো হত, লিখতে টিকতে পারতাম।

রাজীব নূর...
আমার ক্যামেরা কই?
আমার ক্যামেরা নেই। আজ ভুলে ফেলে এসেছি।
মেয়েটা সুন্দর। সুরভী তার মত নয়।
ক্যামেরা থাকলে মেয়েটার ছবি তুলে ইনস্টাগ্রামে দিতাম।
দিনশেষে সুরভীই আমার সব।
মেয়েটা আমার কেউ নয়। কে এই মেয়েটি?

নতুন নকিব...
সুবহানআল্লাহ!
তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর।

সনেট কবি...
এই মেয়েকে নিয়ে কেউ কি কখনো সনেট লিখেছে? লেখেনি মনে হয়। আমি যদি তার নাম জানতে পারতাম তাহলে আজ নিশ্চিত পনেরো মিনিটে তিনটি সনেট লিখে নতুন রেকর্ড গড়তাম হয়ত।

নিজাম মন্ডল...
এই মেয়ে কি আমাকে চিনে? সে কি জানে আমি যে হিরো?
কি ব্যপার? সে বাঁকা চোখে আমার দিকে তাকাচ্ছে কেন? মাঝে মাঝে সামুর জান্টুস আপুরা আমাকে তাড়িয়ে বেড়ায়। এই মেয়েটা সামুতে থাকলে নিশ্চিত আমি তাকে টোয়েন্টি টোয়েন্টি খেলা দেখিয়ে ছাড়তাম।
পুনশ্চ বলি, এই মেয়ে ব্লগে গেলে শামা আপুর গিনিপিগ বাহিনী হত। আমাকে মোটেই সে ফলো করতো না। তবুও সে যদি ব্লগিং করতো তাহলে কথার ফুলঝুরি আর হিরিদির মত পিচ্চিকে সাইডে সরিয়ে সারাদিন তার পোস্টে কমেন্টের পর কমেন্ট করতাম।

বিজন রয়...
যেখানে আসেনি ভোর যাও সেথা হে বালিকা,
এনে দিও ঊষার পরশ।
যেথা স্বাদহীন জীবনের সব রঙ,
দিও তাতে রংধনুর সজীব আবেশ।
কস্তূরীর ঘ্রাণ দিও অবহেলে এই অসহায় তরে।

কাওসার চৌধুরী...
আমি যখন লন্ডন ছিলাম তখন এমন মেয়ে দেখেছি। কিন্তু ক্যারিয়ারের ক্ষতি হতে পারে জেনে কাউকে পাত্তা দিইনি। আজ পাত্তা দিতে, তাকে নিয়ে অনুবাদ গল্প লেখতে খুব ইচ্ছে হয়, তবে পারছি না। এমবিএ ক্লাস নিয়ে আমি ক্লান্ত। সেই ক্লাসে এমন কোন ছাত্রী নেই। আছে দুই তিন বাচ্চার মায়েরা।
আজ লন্ডন ফিরে যেতে খুব ইচ্ছা করে। কিন্তু সম্ভব নয়, স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ।

পদাতিক চৌধুরী...
এই আপু কি হাওড়া যাচ্ছে? নাকি সে বনগাঁও লোকাল ধরবে? জানি না। এই আপুর সাথে কথা বলতে মন চাচ্ছে, কিন্তু সারাজীবন পড়ালেখা করেছি বয়েজ স্কুল কলেজে। যাদবপুর ইউনিতে মেয়েদের সাথে মিশিনি। তাই আজ আমি লাজুক, নয়তো আপুটাকে ধরে জানতে চাইতাম সে কখনো গোয়া সৈকত দেখেছিল কি না।

ব্লগার প্রান্ত...
আরে, এই মেয়েটাও তো মনে হয় আমার মত ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। দেখে মনে হয় নতুন কলেজে ভর্তি হয়েছে। কোন কলেজে?
আচ্ছা, এটা কি স্রাঞ্জি সে?
নাহ, স্রাঞ্জি সে তো মাদ্রাসায় পড়ে। এই মেয়ে যদি ব্লগিং করে তাহলে তিনদিনের মাথায় সে সেফ হয়ে যাবে। আর আমি সেফ হতে এগারো মাস সময় লেগেছে।

সিগন্যাস...
জীনেরা মাঝে মাঝে মানুষের বেশে চলাফেরা করে, এটা একদম সত্য। আমি শিউর এই মেয়েটা আসলে মেয়ে নয়। সে একটা মহিলা জীন। কোন মানুষ এতো সুন্দর হতে পারে না।
আমার জীন বিয়ে করতে ইচ্ছে করে।



[ব্লগার ভাইয়াগণ, এটা জাস্ট একটা ফানপোস্ট। প্লিজ এটাকে ফান হিসেবে নিন।]

মন্তব্য ১৫৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৫৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন:


শিরোনাম পড়ে মনে হল অন্ততপক্ষে দার্শনিক কুঁড়ের বাদশা জাতে মাতাল তালে ঠিক আছে, পরে বিস্তারিত পোস্ট টি পড়ে নিব। ;) :P

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

অচেনা হৃদি বলেছেন: জে,
কুঁড়ের বাদশা কচু ঠিক আছে। আপনি তো এমন কুঁড়ে, কোন কিশোরীকে দেখলে হা করে তাকিয়ে রইবেন, কুঁড়েমির জন্য কিছু ভাবতেও চাইবেন না।
হিহিহ...

২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: হুমমমমম!!!

অনেক বুদ্ধি!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

অচেনা হৃদি বলেছেন: ইয়েস স্যার। আমার অনেক বুদ্ধি।
তবে সব অকাজের বুদ্ধি। :(

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

স্রাঞ্জি সে বলেছেন:

হা আহআ আহা হা হা =p~

যাই হবো হোক, চাঁদগাজীর টা কিন্তু দারুণ B:-/

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ স্রাঞ্জি সে ভাইয়া!

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা.. হা... ব্লগারদের বেশ অনুকরণ করেছেন। মজা পেয়েছি।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

অচেনা হৃদি বলেছেন: =p~
মজা নিতে পারায় ধন্যবাদ!

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

জোকস বলেছেন: আমি কোন মেয়ের দিকে ফিরেও দেখি না! :P

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

অচেনা হৃদি বলেছেন: =p~
চমৎকার বলেছেন।
আরে রাস্তাঘাটে মেয়েদের দিকে এতো ফিরে ফিরে তাকানোর কি আছে? এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলে ইন্টারনেটে ঢুকলেই হাজার হাজার সুন্দরী দেখা যায়... ;)

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

কাওসার চৌধুরী বলেছেন:
হুম.....
দারুন একটি লেখা৷যেসকল ব্লগার বাদ পড়েছেন আপনার লেখা থেকে উনারা নিশ্চিত মন খারাপ করবেন৷আপনার সেন্স অফ হিউমার তো দারুণ!! তারিফ করতেই হয়৷

এখন আমার ঘটনা বলি, বাস রুট ২৫ দিয়ে স্টার্টফোর্ড স্টেশন থেকে অক্সফোর্ড সার্কাস যাচ্ছিলাম৷হঠাৎ খেয়াল হলো সোনালী চুলের এক পরী সিট না পেয়ে আমার মাথার ঠিক উপরে ঝুলে আছে৷ডিওর ব্রান্ডের পারফিউমে মৌ মৌ করছে চারিপাশ৷মাথাটা একটু বাঁকা করে মেয়েটির দিকে থাকতেই সে একটি রুমান্টিক মুচকি হাসি দিল৷মাথাটি ভন ভন করে ঘুরতে লাগলো আমার৷

মেয়েটি এতো সুন্দরী ক্যান!!

যখন হুশ ফিরে পেলাম; সাথে সাথে এক্সকিউজ মি বলে নিজে দাঁড়িয়ে পরীটিকে আমার সিটে বসতে ইশারা করলাম৷ও মা!! মেয়েটিও বসে পড়লো!!! বাকি পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রূপ সৌন্দর্য্য উপভোগ করলাম৷অনেক কথা হলো৷মেয়েটির বাড়ি লিথুয়েনিয়া; কাজের সন্ধানে লন্ডনে এসেছে৷

এখান থেকেই শুরু৷বাকিটা ইতিহাস!! এজন্য আর বলা যাবে না৷এখনো সে আমার অস্তিত্বের সাথে মিশে আছে, মিশে থাকবে বাকি জীবন৷হয়তো চলার পথে কখনো দেখা হয়েও যেতে পারে৷

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২০

অচেনা হৃদি বলেছেন: হাহ! এই তাহলে ঘটনা।
আমি আন্দাজে যা লিখেছি তা ভুল নয় দেখছি। তবে আপনি লন্ডন ফিরে গিয়ে লিথুয়ানিয়ানকে খুঁজে পাবেন না, এটা নিশ্চিত। ;) বাংলাদেশে ট্রাই করে দেখুন। এদেশের বম ট্রাইবের লোকেরা নাকি একদম লিথুয়ানিয়ানদের মত। হিহিহি...

ইয়ে, আরেকটা কথা। আপনারা নাকি আমার যা তা পোস্টে লাইক ও কমেন্ট দিয়ে যাচ্ছেন! তো আমার লস এঞ্জেলস শহরের ভ্রমণকাহিনী নিয়ে যা লিখেছি সেখানে তো আপনি কিছুই বলেননি। আচ্ছা কিছু বলতে হবে না, জাস্ট পড়ে দেখুন কেমন লাগে।
আমার দেখা লস এঞ্জেলস সিটি

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের বাহাত্তুরের মনোভাব বুঝলে কি করে?
একবার আবহনী মহামেডানের খেলা দেখতে গিয়াছিলাম মাঠে
আবাহনী একটা গোল দিলেই আমরা উচ্চস্বরে বলতাম গোল...........
পামে এক বাহাত্তুরা ছিলো, দাঁত পড়ে গেছে তাতে কি সেও বলে গোল
কিন্তু বিধিবাম দাঁত না থাকার কারণে তার মুখ থেকে বের হতে থাকে ওল... ওল...

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৮

অচেনা হৃদি বলেছেন: জানি,
দাঁতহীন যে বুড়ো ওল ওল বলতে পারে সে যে দাঁতাল যুবকদের চেয়ে বেশি সাহসী হয়, এটা আমি বুঝি।

আমার মনে হয় দাঁতওয়ালা চ্যংরা যুবকেরা বাহাত্তুরে গেলে ওল বলে না লোল বলে তা ভেবে দেখা উচিৎ!

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪

টারজান০০০০৭ বলেছেন: আরে ! এ যে দেখি অচেনা হৃদি ! আসুন, আসুন ! এখানে বসুন ! বনের রাজা টারজান বসিয়া থাকিবে আর জেনের ভইন দাঁড়াইয়া যাইবে , ইহা হইতে পারে না !! :P
(আফটার অল জেনের ভইনরে বান্দরকুল হইতে রক্ষা করা টারজানের দায়িত্বের মধ্যে পরে !! :D )

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
বান্দরবনের বান্দরদের হইতে আমাকে রক্ষা করিতে হইবে না ভাইয়া, পারিলে সামুর বান্দরদের হইতে রক্ষা করুন। ;)

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

মোছাব্বিরুল হক বলেছেন: পড়লাম, হাসলাম, আনন্দে ভাসলাম।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

অচেনা হৃদি বলেছেন: আহ, মন্তব্যে একগুচ্ছ কাইকরীয় অনুপ্রেরণা! ;)

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা সুপার সুপার
এতো সুন্দর পরী
বেড়ে গেছে সুগার, সুগার।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

অচেনা হৃদি বলেছেন: সুপার থেকে সুগার...
ও মাই গড!
হিহিহি...
ঠিক আছে, খুশি হলাম। আপনার প্রো পিকের বাবুটা খুব কিউট! আদর রইল তার জন্য।

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বইন অচেনা হৃদির কাওসার চৌধুরী ভাইয়ের ইতিহাসের ভূমিকা জানলাম।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

অচেনা হৃদি বলেছেন: ঠিক ভাইয়া, উনি তো আবার ক্যারাটে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন, কাজেই উনার পাশে সুন্দরীরা নিরাপদ।
হিহিহি...

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

চাঙ্কু বলেছেন: কাওসার চৌধুরীার প্রান্তেরটা পড়ে হাসতে হাসতে শেষ। সেইরাম হইছে। পেলাচ লন!

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

অচেনা হৃদি বলেছেন: পেলাচ নিলাম হাঙ্কু ভাইয়া, থুক্কু চাঙ্কু ভাইয়া। ;)

এই দুই জনে আমারে ব্লগিং শিখাইছিল, তাই তাগো ঘটনা হালকা পাতলা আঁচ করবার পারি।
হিহিহি...

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা ------------

দুর্দান্ত।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: জি ভাইয়া,
পৃথিবীর সবচেয়ে বড় মরুভুমির নাম সাহারা।
এই নামে ইন্ডিয়াতে একটি চ্যানেল এবং বাংলাদেশে একজন পলিটিশিয়ান আছে।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি দেখছি, বয়স্ক ব্লগারদের কিশোর জীবন ফেরত দিতে চাচ্ছেন; খারাপ নয়, জীবনের আনন্দের দিনগুলো ফিরেফিরে আসে।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

অচেনা হৃদি বলেছেন: ওয়াও,
চোখে চশমা না পরেও অতীত স্পষ্ট দেখতে পেলেন।
আমি আনন্দিত, এই ব্লগারগণ চিরসুখী হোক!

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে এসে দেখি কথাপু ব্লগারদের নিয়ে একটা পোষ্ট দিয়েছেন, মন্তব্য করতেই হয়, তাই লগইন।
B-) এরমধ্যে স্রাঞ্জি ব্রো এসে একটা স্ক্রিন শট দিলো। আমি তখনো অফলাইনে যাইনি, এসে পড়ে যা বুঝলাম আগষ্ট মাসের শ্রেষ্ঠ ২ কীর্তি রচনা হয়ে গেছে, ১ম টা কথাপুর, দ্বিতীয়টা তোমার।
পড়তে খুব মজা পেয়েছি, সব্বাই মজা পাবে। সুন্দর রম্য হয়েছে।
লেখার স্টাইল দেখে কনফিউসড হয়ে গেলাম। এতো রীতি মতো স্কিল রিদি!! (আমি বানামটা টাইপ করতে পারি না =p~ )






২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

অচেনা হৃদি বলেছেন: রিদি?
এটা কি কোন গাধার নাম নাকি? হায় হায়, সামান্য বানাম বুলের ( ;) ) জন্য এতো বড় পার্থক্য হয়ে যায় নাকি? তাহলে তো দেখছি আমাকেও আপনার মত নিক চেঞ্জ করতে হবে। :)

১৬| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: একটা একটা করে আসি,
উদাসী স্বপ্ন ভাইয়ুর ব্যাপারে নো কমেন্টস। পরে উনি ক্ষেপে গেলে থিওরি টিওরি দিয়ে আমাকে পাগল করে ছাড়বেন :P

আবু হেনা আশরাফুল আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ প্রান্তর পাতা, আমি সুন্দরী হিরোইনদের খুব ভালোবাসি। তাই তাদের নিয়ে ভাবি। হে হে হে। =p~ (সামু আপুর আড্ডাঘরে)

সেলিম আনোয়ার কবি বুঝিবেন তার কবিতা কিভাবে অন্যদের প্রভাবিত করে "কবি" বানিয়ে ফেলিতেছে। আমি ভালো সমালোচক নই, তবে শেষ লাইনে ঘষামাজা হলে দূর্দান্তই হতো। :) আচ্ছা কবিতাটির নাম কি ঝুলনাময়ী নারী হতে পারে?

মোহাম্মদ সাজ্জাদ হোসেন B-)) মালয়েশিয়াতে ওনার চেয়ে বড় মাহাথির ফ্যান থাকা ইম্পসিবল!

গড়ল :-0

চাঁদগাজী পড়তে পড়তে দম বন্ধ হয়ে গেলো। উনি দেশে এলেও নির্ঘাত গন্ডগোল মন্ডগোল করে বসবেন! তোমার সাথেই দেখা হবে। আমার দিব্য দৃষ্টি বলছে :P

রাজীব নূর ভাইয়া নতুন মোবাইল কিনছেন। বাস থেকে নামার আগে ঠিকই ছবি তুলে ফেলবেন। ব্লগে আসবেনীলার বাস ভ্রমন!!

নতুন নকিব ভাই ইমোশনাল মানুষ, আসল হীরে চিনতে কি তার কষ্ট হবে?

সনেট কবি পনের মিনিটে তিন সনেট এবার তিনি লিখে ছাড়বেন, তবে ততক্ষনে মেয়েটি নেমে যাবে,... এবং সেই সনেট ব্লগে নাযিল হবে।

মো: নিজাম উদ্দিন মন্ডল আমার গুরু/ কমান্ডার/ অকুতভয় হিরো :P কে কষ্ট দিয়ে তোমারা কি মজা পাও। দাড়াও, আগামী মাসেই নিজু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করছি। তিনি ব্লগে পাত্রী খোঁজেন বলে এত অপমান X((

বিজন রয় দাদা আমি আপনার কবিতা পড়ে বুঝি, আর কেউ না বুঝুক! আধুনিক কবিতার কদর ক'জনে করে :#)

কাওসার চৌধুরী কাউসার ভাই, আগামী বই মেলায় আপনি ভুলেও যাবেন না!! ওদিকে শুধু পিজি হাসপাতাল। মেয়েরা আপনাকে দেখে গণহারে ফিট খাবে! আপনাকে রিদির কথায় লন্ডন যেতে হবে না ;)

পদাতিক চৌধুরী এইটা কি হইলো :P

সিগন্যাস জিনেরা ঘন্টায় দেড়শ পেজ পড়তে পারে?

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০

অচেনা হৃদি বলেছেন: =p~
এই মন্তব্য তো আমার পোস্টকে পেছনে ফেলে দিবে, আমি হাসতে হাসতে ফিট!
চালিয়ে যান।

সবার কথা লিখলেন, ব্লগার প্রান্তের কথা লিখলেন না কেন?

১৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগার প্রান্ত...
আরে, এই মেয়েটাও তো মনে হয় আমার মত ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী।
দেখে মনে হয় নতুন কলেজে ভর্তি হয়েছে। কোন কলেজে?
ধুর..সেদিন ব্লগে স্রাঞ্জি সে কে মেয়ে ভেবে কি কান্ডটাই না হলো। পরে মন্ডলবাড়িতে কত্ত গোয়েন্দাগিরি করতে হলো!
আমার এসবে কাজ নাই বাবা...বাসায় গিয়ে কার্টুন দেখবো।
আচ্ছা, বাসে এতগুলা লোক, এই মেয়েটা বাদুরঝোলা হয়ে যাবে? ও তো আর ব্যাটগার্ল না!!

-জ্বী, আপনি বসুন, আমি পেছনে যাই

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

অচেনা হৃদি বলেছেন: হুম্ম!
আমি দেখছি, আপনি খুবই উদার!

একটু সতর্ক হন প্রান্ত বাবু, সিট ছাড়িয়া দিতে পারিবেন, তবে এই মহৎ কাজ করে কারো মনের সিটে জায়গা করে নিতে পারবেন না। এর আগে কাওসার ভাইয়াজান কি বলে গেলেন দেখেননি? ;)
ইতিহাসের অংশ হয়ে থাকুন, হ্যাপি ব্লগিং!

১৮| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার ব্লগে সময়কাল: মাত্র ৩ মাস ৫ দিন এবং কোন সুন্দরী কিশোরীকে দেখে সামুর ব্লগারগণ কি ভাবেন! এই যদি হয় আপনার পোষ্ট তাহলে মনে করতে হবে মহিলা নিক আপনি যথাযথ ব্যাবহার করতে পারছেন এবং আপনি স্বার্থক !!!

আপনার একই লেখা বাংলার সবচেয়ে বড় কৌলিন উপাধি সৈয়দ, নবাব ইত্যাদিতে পুরুষ নিকে আসুন আপনি বোঝে যাবেন আপনার লেখার মান কতোটুকু ? ব্লগে তুখোড় ব্লগাররা জেনারেল এরশাদ হয়ে কাঁদছেন - কেউবা ব্লগ ছেড়ে দিয়েছে, আর আপনি সেফ হয়ে গেছেন এর অর্থ কি এখনো আপনার অজানা? আপনাকে ব্যাক্তিগত আক্রমন করা আমার উদ্যেশ্য নয়, আপনি আমার ছোট বোন হতে পারেন হয়তোবা আমার মেয়ের বয়ষিও তবে কথা থেকে যায় - সমান্য ব্লগে জেন্ডার বৈষম্য নিয়ে যেই কমেন্ট কালেকশান করছেন, বাস্তব জীবনে তাহলে কি করছেন - এটাই প্রশ্ন ???

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

অচেনা হৃদি বলেছেন: বাহঃ ভারি সুন্দর মন্তব্য করেছেন।
আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, ব্লগের এই বৈষম্য কি আমি সৃষ্টি করেছি? নাকি কোন নারী ব্লগার সৃষ্টি করেছে?
আমার পোস্টে তো দেখি ভাইয়া ব্লগারগণ এসে মজা করে থাকেন। এতে আমি কি দোষী?

আমি কিন্তু খুব যে মজা পেয়ে চলছি তা নয়, আপনার মত পাঁচজনে আমাকে মন্তব্য করলে আমি যে তৃপ্তি পাই, তার চেয়েও বেশি তৃপ্তি পাই করুণাধারা কিংবা সামুপাগলা যদি একটি মন্তব্য করেন। পুরনো রেকর্ড সবসময় বাজাতে ভালো লাগে না, তবুও আবার বাজাতে হচ্ছে। কেউ আমাকে লাইক কমেন্ট দিলে ভালো লাগে, তবে আমি লাইক কিংবা কমেন্টের কাঙ্গাল নই। আমি ফেসবুকে সেলিব্রিটি গোছের ফেসবুকার ছিলাম। সেখানে "আজ আমার খারাপ লাগছে" বা 'আজ আমার ভালো লাগছে' জাতীয় পোস্ট দিলেও সারে সারে কমেন্ট আসতো। সেসব আমি ছেড়ে এসেছি। তবুও আপনারা কি অদ্ভুত অভিযোগ করেন! আমি জেন্ডার বৈষম্যকে পুজি করে বেশ লাভবান হয়ে যাচ্ছি।
আমার এই পোস্ট নির্বাচিত পাতায় গেছে, এটাও কি আমার দোষ কি না বুঝতে পারছি না।
প্রথম দুমাস আমি বেশ মজা নিয়ে ব্লগ চালিয়েছি, এখন সত্যিই ব্লগিং জিনিসটা আমার কাছে পানসে হয়ে গেছে। আগে ব্লগে না ঢুকলে আমি থাকতে পারতাম না। আর গত প্রায় এক সপ্তাহ আমি ব্লগে একবারও লগইন করিনি। হয়তো হঠাত করে একদমই ব্লগ ছেড়ে দেব। তাহলে আপনাদের সব অভিযোগের অবসান ঘটবে।

আমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকতো তাহলে আমি আপনার চ্যালেঞ্জ নিতাম, পুরুষের নিক নিয়ে দেখিয়ে দিতাম, আমি পুরুষের বেশেও খুব ভালো ব্লগার হয়ে যেতে পারি। আমি আজ পর্যন্ত কোন বিষয়ে চ্যালেঞ্জ নিয়ে হারিনি।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের দুষ্ট সরকারগুলোর অন্যায় নীতির কারনে কোটী কিশোরীকে চাকরাণী হতে হয়েছে, এই রকম অন্যায় জাতি সহ্য করেছে, এই জাতির মগজ নেই; এরা নিজের মেয়েকে পড়ালেখা করায়, অন্যের মেয়েকে চাকরাণী বানায়ে পিটায়; এই জাতি অমানুষ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯

অচেনা হৃদি বলেছেন: এই জাতির মগজ আছে, তবে সেই মগজ মাথায় থাকে না, পায়ের নলাতে থাকে।

২০| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
মজার তো!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

অচেনা হৃদি বলেছেন: অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম।
:)
হৃদির সাথে থাকুন, আশা করা যায় সামনে আরও মজার দিন আসছে।

২১| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্যিস বিশিষ্ট ব্লগার হয়ে উঠিনি! নইলে হৃদি আমারে নিয়াও ট্রল করতো !! :P

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১২

অচেনা হৃদি বলেছেন: অইশশশশ...
:(
আপনার কথা আমি কিভাবে ভুলে গেলাম?
আপনাকে নিয়ে লিখলে সেটা সুপার ডুপার ট্রল হত। আমি অনলাইনে যাদের নাম পেয়েছি তাদের নিয়েই লিখে ফেলেছি। আপনি তখন কই ছিলেন, বলেন তো?

২২| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্যিস বিশিষ্ট ব্লগার হয়ে উঠিনি! নইলে হৃদি আমারে নিয়াও ট্রল করতো !! :P

মোক্ষম কয়েছো হে
আমারো সে ভাগ্য;
এই আছি বেশ আছি
হিট হয়া থাকগো।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

অচেনা হৃদি বলেছেন: :)
আমি আপনার কথাও বেমালুম ভুলে গেছি!
আচ্ছা আপনাকে ট্রল করতেও তো মুশকিল। আপনি তো আবার ছড়া ছাড়া কিছু বুঝেন না, আপনার ট্রল করলে সেটা করতে হবে ছড়ার মাধ্যমে, এটা বিরাট পরিশ্রমের ব্যপার।
আচ্ছা জান, হতাশ করবো না। আপনাকে নিয়েও ট্রল হবে, দেখি পারি কি না!

২৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ন্যায়দন্ড বলেছেন: সুন্দরী কই? সব দেখি সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

অচেনা হৃদি বলেছেন: আপনি বলুন...
তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এই কি মোর অপরাধ... ;)

২৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: জাক্কাস একখান পোষ্ট, মন্তব্যগুলোই ভাইটামিনে ভরপুর, চা খাইলে আওয়াজ দিয়েন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

অচেনা হৃদি বলেছেন: চা হলে তো মন্দ হত না, কিন্তু আপনি তো নিজেই অফলাইনে গিয়ে মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছেন!
;)

২৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আরে ভারি ইন্টারেস্টিং। কী করে আমার চোখের আড়ালে গেল? পরে আবার আসছি।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা। ধন্যবাদ, আবার আসবেন!

২৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা। অসাধারন! ভীষণ মজার হয়েছে। তবে আমারটি আমার তেমন পছন্দ হয়নি। সবচেয়ে বেস্ট লেগেছে সাজ্জাদভায়েরটি। এবার একটু বলি। গ্রামথেকে সবে শহরে যাতায়াত শুরু করেছি। ট্রেন বাসে ঠিক আমার সামনে কোনও না কোনও মহিলা উঠে দাঁড়িয়ে আছেন। প্রথম দিকে সিট ওনাদের অফার করতাম। ফলে গোটা রাস্তাটা আমাকে দাঁড়িয়ে যেতে হত। এমনকি মেট্রোতে উঠলেও দেখতাম পরে কোনও মহিলা সামনে দাঁড়িয়ে আছেন। একটা সময় আমার এই দুর্বলতা কমতে লাগলো। সামনে কে দাঁড়ালো আর দেখতাম না। চোখ বন্ধ করে থাকতাম। এক অজানা লড়াই মনের মধ্যে শুরু হত। কোনও দিন আমি জিততাম, সেদিন সিট অফার করতামনা। আবার কখনওবা আমার অন্তরাত্মা জিততো, সেদিন সিট অফার করতাম।

এখন অবশ্য আমি এই প্রবনতা কাটিয়ে উঠেছি। বাস ট্রেন মেট্রো যেখানেই উঠি ঘুমিয়ে যাই। অবশ্য সজ্ঞানে। তবে সামনে ব্লগার থাকলে অবশ্যই অগ্রাধিকার।


শুভকামনা প্রিয় বোনকে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২২

অচেনা হৃদি বলেছেন: আমার দুর্বলতা ভাইয়া, সুন্দর ট্রল করতে পারিনি। আসলে আপনার সম্পর্কে ডিটেইলস জানিও না। কিভাবে মোক্ষম ট্রল করতে পারি বলুন।
এই পোস্টের কোন সিরিজ বা সেকেন্ড পার্ট লেখার ইচ্ছে ছিল না। এখন দেখছি সেকেন্ড পার্ট করতে হবে হয়তো। যদি সেকেন্ড পার্ট করি তাহলে সেখানে আপনি আবার আসতে পারেন! :)

ইয়ে, কোমরে সমস্যা নিয়ে সিট ছেড়ে দেবার উদারতা দেখানোর প্র্যাক্টিস ভালো নহে। ;)

২৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

সনেট কবি বলেছেন: আমার উনিও খুব উপভোগ করেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

অচেনা হৃদি বলেছেন: হায় হায়, আপনি উনাকেও দেখাবেন জানলে আরেকটু ডিটেইলস লিখতাম, :(

সামনে থেকে আপনাকে ট্রল করতে আরেকটু মনোযোগ দেবো ইনশাল্লাহ!

২৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

অচেনা হৃদি বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগে স্বাগতম!

২৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিস্মিত হবোনা 'কিছু না বলে চলে গেলেও'
মুখোশ কিংবা রঙিন চশমায় 'কিবা দিন কিবা রাত'!

................................................................................................................................................................
অচেনা হৃদি , হা হা হা আমি জানি ওটা ছিল তোমার ছোট বেলার ছল
পথিক, পথের মাঝে পথ হারিয়েছ ? ভয় কি তোমার!!!
আমরা আছি তোমার বাহুবল।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

অচেনা হৃদি বলেছেন: ওরে বাবারে...
কি গুরুগম্ভীর কমেন্ট, ইয়ে আমি আসলে এতো ভারি কমেন্টের অর্থটা করে নিতে পারছি না!
তবে বুঝতে পারছি সুন্দর একটি মন্তব্য করেছেন।
আপনি কি এই প্রথম কমেন্ট করলেন আমাকে?
স্বাগতম। :)

৩০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

হয়ত তোমারই জন্য বলেছেন: খুভ ভাল লাগলো লেখাটা,তবে এখন কার দিনে কিশোরীর দিকে তাকানোও অনেক সময় লজ্জার কারন হতে পারে ,বুড়া,গুড়ারা সবাই যখন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিশোরীর দিকে,তাতে লজ্জিত হোই অনেক সময়!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

অচেনা হৃদি বলেছেন: ওয়াও!
আপনার নিক দেখেই তো আমি পুরা ফিদা মকবুল হোসেন হয়ে গেছি! :)
আমার ব্লগে স্বাগতম!

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

হয়ত তোমারই জন্য বলেছেন: খুভ ভাল লাগলো লেখাটা,তবে এখন কার দিনে কিশোরীর দিকে তাকানোও অনেক সময় লজ্জার কারন হতে পারে ,বুড়া,গুড়ারা সবাই যখন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিশোরীর দিকে,তাতে লজ্জিত হোই অনেক সময়!

৩২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

হয়ত তোমারই জন্য বলেছেন: খুভ ভাল লাগলো লেখাটা,তবে এখন কার দিনে কিশোরীর দিকে তাকানোও অনেক সময় লজ্জার কারন হতে পারে ,বুড়া,গুড়ারা সবাই যখন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিশোরীর দিকে,তাতে লজ্জিত হোই অনেক সময়!

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

লায়নহার্ট বলেছেন: {সরল রম্য,
আমি ইতিহাসের কথা বলতে পারবো না, কার লেখার মান কেমন, সে নিয়েও কথা বলার কেহ নই।
ব্লগে জেন্ডার বৈষম্য চলছে....বিষয়টা আমার জানা ছিলো না, হয়তো এদেশের সমাজ বাস্তবতা, কোনটা কি, কেন, আমার সেই প্রশ্ন করার ক্ষমতাকে ঘুম পাড়িয়ে দিয়েছে।
লিখুন, আপনি এখনো ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ নিয়ে লেখার সময়ে পৌছাননি। আপনার যা মন চায় লিখুন, তবে যেটা লিখতে মনের ইচ্ছার বিরুদ্ধে যেতে হয় তা লিখবেন না। আমি আপনাকে চিনিনা, জানিনা, তাই অনুরোধ করার ও কেহ নই। যেটা বলা লজ্যিকাল মনে হলো তা লিখলাম। আমি সব কিছুতে যৌনতা খুঁজি না, খুঁজে পাইও না, লেখাটি ভালো লেগেছে, ব্লগারদের নিয়ে মজা করে লিখেছেন বলে}

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

অচেনা হৃদি বলেছেন: :)
সুন্দর একটা মন্তব্যের জন্য হৃদিপুর্ন ভালোবাসা রইল!
যা মন চায় তাই লেখার চেষ্টা করব। অতি পরিশ্রম করে অত্যাশ্চর্য লিখা তৈরি করার ইচ্ছেটা দমে গেছে। এখন থেকে আমি কেবল সস্তা রসিকতার লেখাগুলো লিখব। জানি কেউ কেউ এতে অসন্তুষ্ট হবেন। তবুও সেগুলোই লিখব।
জেন্ডার বৈষম্য থাকবেই। কখনো সেই বৈষম্য আমাদের অনুকূলে থাকে, কখনো প্রতিকুলে থাকে। এই বৈষম্য কারো পক্ষে নির্মুল করা সম্ভব নয়। স্বয়ং প্রকৃতিই জেন্ডার বৈষম্য সৃষ্টি করে দিয়েছে। এখন তা বদলে দেয়া সম্ভব নয়।
আমি সব কিছুতে যৌনতা খুঁজি না, খুঁজে পাইও না, লেখাটি ভালো লেগেছে, ব্লগারদের নিয়ে মজা করে লিখেছেন বলে!
বুঝলাম না, আমার এই লেখায় কি যৌনতা আছে? এখানে তো চাইলেও মনে হয় কেউ এটা খুঁজে পাবে না, কথাটার হেতু বুঝতে পারছি না।

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পরিস্থিতি কেমন ঘোলাটে মনে হচ্ছে...:(

তোমরা চন্দ্রাবতীর চাঁচাছোলা কথার সাপোর্ট করো, আর অন্যকেউ(১৮) এসব করলে দোষ!!!(এজন্য বলি শামার প্রতিউত্তর পড়ো)



পোস্টটি পড়েছি। ভালোলাগা জানিয়ে গেলাম....




ব্লগে থাকো। সেলিব্রেটি হতে না পারলেও, নিশ্চিত গন্ডার হয়ে যাবে...:D

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

অচেনা হৃদি বলেছেন: কি রহস্যপুর্ন মন্তব্যরে বাবা!
আমার পক্ষে লিখলেন নাকি বিপক্ষে লিখলেন, উৎসাহ দিলেন নাকি খোঁচা মেরে দিলেন, ভালো লাগা জানালেন নাকি স্যটায়ার করলেন কিছুই বুঝলাম না! আমি এতো বোকা কেন??? :((

খালি শামার প্রতিউত্তর পড়তে বলেন কেন? আমি উনার অনেক প্রতিউত্তর পড়েছি। উনি তো খুব সফট রিপ্লাই দেন, ঝগড়াঝাটিও কখনো পাকান না! আমি তো এরকম উত্তর দেবারই চেষ্টা করি!

সেলিব্রেটি হতে না পারলেও, নিশ্চিত গন্ডার হয়ে যাবে ইয়ে, আমি কি নিক চেঞ্জ করে কোন এক সময় 'চঞ্চল গন্ডারনি' হয়ে যাবো বলে মনে করছে? :(

পোস্টটি পড়েছি। ভালোলাগা জানিয়ে গেলাম আফটার অল, ভালো লেগেছে জেনে কিঞ্চিত সুখ অনুভব করিলাম, হৃদয়ে বাজিল সুখের মত ব্যথা! =p~

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

বলেছেন: মজা পেলাম

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ লতিফ ভাইয়া!

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদগাজী ভাইয়েরটা পড়ে অনেক মজা পেলাম =p~ । রাজীব ভাইয়েরটাও দারুণ। তোমার স্কিলের প্রশংসা করতেই হয়। খুব সুন্দর লিখতে পারো। সেলিম ভাইয়েরটা পড়ে মনে হল কবিতাও সুন্দর লিখতে পারবে। আমি তোমার কাছে সুন্দর গল্প ও সাবজেক্টিভ কিছু পড়তে চাই হৃদি।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ। আপনার প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো।

আপনি তো আমার প্রায় সব লেখাই পড়েছেন। মনে হয় তেমন কোন লেখা আর অবশিষ্ট নেই। বিশেষ করে সাবজেক্টিভ লেখা একটু কম পোস্ট করেছি। ব্লগের লোকজন সাব্জেক্টিভ লেখার প্রতি খুব একটা আগ্রহী নন, তাই। তবে সামনে ভালো কিছু লিখার চেষ্টা করব।
আপাতত আমার লস এঞ্জেলস ডায়েরী গল্পটি পড়তে পারেন, আশা করি এটা আপনার ভালো লাগবে।

আবারো ধন্যবাদ। :)

৩৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালোই।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ!

৩৮| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮

অক্পটে বলেছেন: খুব ভালো লাগল লেখাটি পড়ে। ব্লগ পানসে লাগছিল ক'দিন ধরে।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
আশা করি পানসে ব্লগের মাঝে আপনি লবণ মরিচ মসলা ঠিক মত পেয়েছেন।
:)
হ্যাপি ব্লগিং!

৩৯| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩

অচেনা হৃদি বলেছেন: ওমাইগড!
এতো চা!!
কেমনে সম্ভব!!!
এতো চা খেলে তো আমার শরীরে আর কোন রক্ত বা পানি থাকবে না। শিরা ধমনিতে রক্তের বদলে চা প্রবাহিত হবে!

৪০| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



প্রয়োজন আছে বৈকি জুড়াতে তপ্ত-রিক্ত প্রান,
মাঝে-সাঁঝে কৌতুক নির্মল কিছু হাসি-গান।
শুধুই দারুন নয়, এ তো দেখি নিদারুন রম্য,
হাসবে না পোস্টে- কার সাধ্য করে এই কম্ম!
ব্লগার_প্রান্তর এককাঠি এগিয়ে বুদ্ধিতে হৃদ্ধ,
কমেন্টস তো নয়, যেন তীর, হয় তাতে বিদ্ধ।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

অচেনা হৃদি বলেছেন: ওমাগো!
নকিব ভাইয়া দেখি চমৎকার কবিতা লিখতে পারেন। আপনার কবিতাময় মন্তব্য আমার এই পোস্টে নতুন মাত্রা দেবে। ধন্যবাদ!

৪১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮

রাফা বলেছেন: ব্লগারদের স্টাডি করেই লিখেছেন ।তারমানে প্রচুর সময় নিশ্চিত ব্যায় করেন এখানে।এটা ভালো লক্ষন।আরো লিখুন।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

অচেনা হৃদি বলেছেন: :)
হৃদির ব্লগে আপনাকে স্বাগতম!

না ভাইয়া, সময় তত বেশি ব্যয় করিনি তো। গতকাল দুপুরে বসেছি, লিখে বিকেলে পোস্ট করে দিয়েছি। এর মাঝে আভার দুপুরের খাবারও খেয়েছি। তাহলে কি খুব সময় ব্যয় হয়েছে? মনে হয় না।
লেখার সময় ব্লগারেরা কে কেমন লিখে তা অল্প করে ভেবে ভেবে দেখেছি। এর বেশি স্টাডি হয়নি, বেশি করে স্টাডি করে লিখলে মনে হয় আরও ভালো মানের পোস্ট হত।
ধন্যবাদ ভাইয়া!

৪২| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর অচেনা হৃদি কি ভাববে ? সবারা ভাবনাগুলেই যে তার মনে উঁকি দিয়ে গেল।

বেশ সুন্দর হয়েছে।

++++

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

অচেনা হৃদি বলেছেন: আর অচেনা হৃদি কি ভাববে ? সবারা ভাবনাগুলেই যে তার মনে উঁকি দিয়ে গেল।[/sbআপনার মন্তব্যের মাঝেই উত্তর এসে গেল। :)
ধন্যবাদ সরকার ভাইয়া।

৪৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

বাকপ্রবাস বলেছেন: আপনার প্রো পিকের বাবুটা খুব কিউট! আদর রইল তার জন্য।

আমার দুই কন্যা, উমামা আর উমায়রা। দুটোই দিয়ে দিলাম আপনাকে। এই নিন।
আপনার প্রো পিকের বাবুটা খুব কিউট! আদর রইল তার জন্য।

আমার দুই কন্যা, উমামা আর উমায়রা। দুটোই দিয়ে দিলাম আপনাকে। এই নিন।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

অচেনা হৃদি বলেছেন: ওয়াও!
আপনার রাজকন্যাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি এই পৃথিবী তাদের জন্য উপভোগ্য জায়গা হবে।
ধন্যবাদ ভাইয়া!

৪৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: সবই বয়সের দোষ =p~

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

অচেনা হৃদি বলেছেন: :P
আপু বুঝতে পারলাম না তো! কার বয়সের দোষ? আমার? নাকি ব্লগারদের?

হিহিহি....

৪৫| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:


আমারটা লিখলে খুশি হইতুম ! ;)

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

অচেনা হৃদি বলেছেন: তাই নাকি? জেনেশুনে ট্রলিং এর শিকার হতে চান নাকি?
আচ্ছা ঠিক আছে।
:)

৪৬| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

এস এম ইসমাঈল বলেছেন: এই যে মেয়ে নিয়ে এখানে কি হচচঃে?এই যে হ্যাঁ, তোমাকেই বলছি। এখানে হচ্ছে টা কি?
মেয়েটার পাশে কিন্তু আমিও আছি, ওর দাদাভাইয়া, বুঝলে? মামলা করে এদেব কিন্তু।
যাক একটা দারুণ পোষ্ট দিয়েছো। সে জন্য অভিনন্দন, চালিয়ে যাও হে।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

অচেনা হৃদি বলেছেন: =p~
সবাই শুধু কম বয়সীদের দিকে তাকায়, তাই তো আপনাকে দেখতেই পায়নি।
যাক, সবাই সতর্ক হয়ে গেলো, মেয়েটাকে ঘাঁটানোর মত দুঃসাহস কেউ দেখাবে না! ধন্যবাদ দাদাভাই!

৪৭| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

লায়নহার্ট বলেছেন: {না, লেখায় আমি যৌনতা খুঁজে পাইনি। তবে বুদ্ধিজীবি শ্রেণির মনের কথা জানিনা,,,,এডিটর রা নিশ্চয়ই ঘাস খায় না, লেখাটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে}

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

অচেনা হৃদি বলেছেন: :)
ভালো বলেছেন।
আবার মন্তব্যে আসায় আপনাকে ধন্যবাদ।

৪৮| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

এ.এস বাশার বলেছেন: পৃথিবীর সব সুন্দরীরাই এক, নিজের ভালোবাসার মানুষের মধ্যে একটু দূর্বলতা দেখলেই অন্য সু-পূরুষদের পটানোর চেষ্টা করে। আচ্ছা এই মেয়েটির কি বিয়ে হয়েছে? না বাবা আর গভীরে যাওয়ার দরকার নাই।। ঘরে এখনো বউটা টিকে আছে।।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
তবুও ট্রাই করে দেখতে দোষ কি? বিয়ে তো চারটা করা যায়।
আপনার ভাবনা জেনে গেলাম, ভেরী গুড। এরকমও কেউ কেউ ভাবে তাহলে।

৪৯| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন সৌভাগ্য কখনও হয়নি তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে পারলাম না। তবে হৃদিকে দেখলে যে সীট ছেড়ে দিতাম সে ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট শিওর। :P আফটার অল হৃদিও তো একজন কিশোরী, নাকি? আর তারপর বলতাম- ... আরে ধ্যেৎ, কিছুই বলতে পারতাম না। :P =p~ জাস্ট ফান।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

অচেনা হৃদি বলেছেন: আর তারপর বলতাম- ... আরে ধ্যেৎ, কিছুই বলতে পারতাম না।
কবি এখানেই নীরব,

দূর থেকে তারে আমি সাধিব
গোপনে তারে ভালবাসিব...

=p~

লাভ নাই, সিট পেয়ে যাবার পর সে আর কারো দিকে তাকাবে না। জানালা দিয়ে একদৃষ্টে বাইরে তাকিয়ে থাকবে! ;)
হ্যাপি স্ট্যান্ডিং জার্নি!

৫০| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: :P
আপু বুঝতে পারলাম না তো! কার বয়সের দোষ? আমার? নাকি ব্লগারদের?
-- আজকে আমি খুব বেশী কিছু ডিটেইল না বলে যা বলার তা ওই এক কথাতেই বুঝিয়ে দিয়েছি :P যে বা যারা বুঝবে ভালো আর না বুঝলেও আমি কিন্তু বুঝিয়ে দিবনা =p~

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

অচেনা হৃদি বলেছেন: :((
মানতে পারলাম না, এই মন্তব্য আপনার নামের সাথে (মানে নিকের সাথে) যাচ্ছে না। আপনি তো কথার ফুলঝুরি ছোটানো মানুষ, আপনি এভাবে নীরব থাকতে পারেন না!
:(

৫১| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

কাজী ফররুখ আহমেদ বলেছেন:

লায়নহার্ট বলেছেন: {না, লেখায় আমি যৌনতা খুঁজে পাইনি। তবে বুদ্ধিজীবি শ্রেণির মনের কথা জানিনা,,,,এডিটর রা নিশ্চয়ই ঘাস খায় না, লেখাটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে}

- আপনারা সবাই মহিলা নিক দেখে উল্টাইয়া পড়িবেন আর এই লেখা নির্বাচিত পাতায় স্থাস পাবেনা, তাও কি সম্ভব ? ফেসবুকে মেয়ে আইডি দেখলে সমাজের তথাকথিত ফেসবুকার পুরুষগন হামলা করে পরেন, অরিজিনাল আইডিধারী মহিলাগণ তাদের ফেসবুক নিরাপত্তার খাতিরে সার্বিকভাবে লক করে রাখেন, একমাত্র সেলিব্রেটি আর উম্মাদনী ফেসবুকার নেট উথাল পাথাল করে ছাড়ে পরবর্তিতে আরো কতো কিছুই হচ্ছে - সমাজ অবক্ষয় এখান থেকেই শুরু ।

ব্লগার নুর মোহাম্মদ নুরু আজকে মহিলা আইডি নিয়ে লেখা শুরু করুক - ব্লগ এক সাইড করে রেখে দেবেন ১০০% গ্যারান্টি !

এখানে ভুলটা তুলে ধরেছেন শুধু একজন ব্যাক্তি আর আমি দ্বিতীয় ! বাকি সবাই উল্টে পাল্টে হুমড়ি খেয়ে পরে যাচ্ছেন - হাস্যকর ও ভাবনার বিষয় কোনোদিন যদি ব্লগারগণ জানেন “অচেনা হৃদি” একজন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে! - নির্ঘাত কয়েকজন ব্লগার বাসায় হারপিক খাবেন !

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

অচেনা হৃদি বলেছেন: যদি ব্লগারগণ জানেন “অচেনা হৃদি” একজন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে!
হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না।
এনিওয়ে, অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

আপনারা সবাই মহিলা নিক দেখে উল্টাইয়া পড়িবেন আর এই লেখা নির্বাচিত পাতায় স্থাস পাবেনা, তাও কি সম্ভব?
যখন এই লেখাটা আমি প্রথমবার নির্বাচিত পাতায় দেখেছি তখন এখানে মাত্র দুটি/তিনটি মন্তব্য ছিল। আপনি তখন কোথায় ছিলেন, হারপিকের কাছে নাকি?

এখানে ভুলটা তুলে ধরেছেন শুধু একজন ব্যাক্তি আর আমি দ্বিতীয় ! জি না সচেতন সাহেব। আপনিই এই পোস্টে প্রথম। আর একজন যিনি প্রটেস্ট করার জন্য দাঁড়িয়েছিলেন তাঁর মন্তব্যটা আবার পড়ুন! হয়তো উপকার হতে পারে, প্রতিমন্তব্যটাও পড়ুন!

ব্লগার নুর মোহাম্মদ নুরু আজকে মহিলা আইডি নিয়ে লেখা শুরু করুক - ব্লগ এক সাইড করে রেখে দেবেন ১০০% গ্যারান্টি ! তো নিষেধ করেছে কে? উনাকে বলুন আজ থেকেই শুরু করতে!
=p~
নূর মোহাম্মদ আপুনি!
=p~

ক্যারি অন ব্রো। জাস্ট ক্যারি অন!

৫২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আগে একটা সময় ব্লগে প্রচুর ফান পোষ্ট আসত। কেউ লিখতেন ব্লগারদের কেন্দ্র করে আবার কেউ নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে। উদ্দেশ্য ছিলো একটাই - সবাইকে নির্মল আনন্দ দেয়া।

এমন কিছু পোষ্ট সকলের সাথে শেয়ার করতে চাইঃ
♣♣ সামু বিশ্বকাপ ফুটবল রঙ্গ ২০১৪ ♣♣ জাফরুল্লাহ শরাফত ফিচারিং লিখেছেন জনপ্রিয় গল্পকার মামুন রশিদ ভাই। উনার লেখা আরো একটি ফান পোষ্ট হচ্ছে - ব্লগ-ডে স্যাটেয়ার ড্রামাঃ 'দ্য প্রপোজাল'

অনবদ্য এই পোষ্ট পড়ে অনেকেই গলা ফাটিয়ে হা হা করে হেসেছেন। অবশ্য, এই পোষ্টগুলো সমসাময়িক ব্লগারদের কেন্দ্র করে। আমার বেশ অনেকগুলো ফান পোষ্ট আছে। এর মধ্যে ব্লগারদের কেন্দ্র করে একটি ফান পোষ্ট নিয়ে প্রথমে সবাই বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলো। সেই পোষ্ট পড়ে ব্লগার সেলিম আনোয়ার ভাই প্রথমে আমার উপর প্রচন্ড ক্ষেপেছিলেন। তিনি ঘটনা সত্য ভেবে অনেকের সাথে ফেসবুকের ইনবক্সে আলাপ আলোচনাও করেছিলেন। আসলে প্র্যাকটিক্যাল জোকসকে যদি কেউ সিরিয়াস না ভাবে, তাহলে মজা কিসের। এটা হচ্ছে সেই পোষ্টঃ
ঈদ স্পেশাল গোপন তথ্যের মেগা সংকলন পোষ্টঃ ফাঁস হয়ে গেল বিভিন্ন ব্লগারদের দুর্লভ সব স্ক্রীন শর্ট।

যাইহোক, বর্তমানে যে সকল ফান পোষ্ট আসে, অধিকাংশ ফান পোষ্ট পড়ে, পেটে হাত দিয়ে কাতুকুতু দিয়ে হাসতে হয়। সেই তুলনায় আপনার পোষ্টটি যথেষ্ঠ মানসম্মত হয়েছে। ব্লগে সিরিয়াস আলোচনা, ঠাট্টা, গল্প, কবিতা সবই হবে। সারাদিন সবাই গোমড়া মুখে বসে কথা বলবে, সেটা ভালো দেখায় না।

অনেকেই আছে, ব্লগে নারী ব্লগার বা পুরুষ ব্লগার ব্যাপারটাকে পুঁজি করে আনন্দ পান। এই গুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কারন সবার তার নিজের লেভেল অনুযায়ীই ভাবে। আপনি ভালো লিখেছেন, তাই আপনার পোষ্ট নির্বাচিত পাতায় গেছে। খারাপ লিখেছেন পোষ্ট যায় নি। এই গুলো স্বাভাবিক ব্যাপার। এই সব নিয়ে যারা অপ্রয়োজনীয় কথা বলে, তারা দ্রুত হারিয়ে যায়, সেটা ব্লগ হোক আর সমাজ হোক। এটাই কঠিন বাস্তবতা।






২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অচেনা হৃদি বলেছেন: =p~
দুর্লভ স্ক্রীনশটের পোস্ট পড়লাম অফলাইনে বসে। হাসতে হাসতে কাশি জমে গেছে একদম। বাকিগুলো আস্তে আস্তে পড়ব। এতো হাসির চাপ অল্পটাইমে নেয়া সম্ভব নয়। আপনি তো চমৎকার ফান করতে পারেন, কিন্তু এখন তো অনলাইনে চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করেন না। মোডারেটরের কাজ করতে করতে দিন চলে যায়? কোন পোস্ট দেন না।
:)

এনিওয়ে, কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনার এই কমেন্ট আমার জন্য অনেক দরকার ছিল।

অনেক ভালো লাগলো, আমার সাহস অনেক বেড়ে গেছে। এখন আমি ব্লগের সবাইকে থোড়াই কেয়ার করি। কারো অপ্রিয় কমেন্ট আমাকে এক ইঞ্চিও পেছনে নিতে পারবে না।
:)
ধন্যবাদ এবং মুল্যবান মন্তব্যের জন্য হৃদিপুর্ণ কৃতজ্ঞতা জানাই।

৫৩| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্! বেশ মজাদার হয়েছেতো :)

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অচেনা হৃদি বলেছেন: :)

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম।
মজা নিতে পারায় ধন্যবাদ!

৫৪| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! বেশ ভালো হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

অচেনা হৃদি বলেছেন: :)

ধন্যবাদ ভাইয়া। ছোট মন্তব্য, অনেক প্রেরনার আধার!

৫৫| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে আমার অংশটাই বেশি ভালো হয়েছে। ব্লগের হিরো আমি সেই ১৯৫৩ সাল!!! থেকে।সুপ্রিয় অচেনা হৃদি আমাকে ঠেকায় কে?? ;) ;)
আমার ব্যাপারটি পোস্টে আসাতে দারুন ভালো লাগছে।
দীর্ঘ সময় ধরে ব্লগে আমার রাজত্ব। ডালপালা ছড়িয়ে শুধু বাড়ছে আর বাড়ছে। :)

সুপ্রিয় ব্লগার আপনার জন্য লালগুলাপ শুভেচ্ছা ।যৌক্তিক কারণে নির্বাচিত পাতায় স্থান পেয়েছে।

দারুন লিখেছেন। ইচ্ছে করেই পরে কমেন্ট দেয়া। আগে সবার কমেন্ট পড়ে নিলাম। কাওসার চৌধুরী ভাইয়ের কমেন্টে চাঁদগাজী ভাইয়ের কমেন্ট নুরু ভাইয়ের কমেন্ট, অনেকের কমেন্টে বেশ মজা পেলাম।


কিশোরী, তুমি নদীর মতই প্রাণবন্ত
তোমার আছে অনন্ত ছুটে চলা,
তোমার নেই অবসর—
তুমি ঘুরে বেড়াও প্রজাপতির মত
তুমি নির্ভয়ে খুঁজে বেড়াও
ভালোবাসার দ্বীপ অবনীর উপর
মনের অজান্তে তুমি জ্বালিয়ে দাও মঙ্গলদীপ
সব অশুভ শক্তি তোমার জৌলুসে পরাস্ত সৈনিক
তুমি আনন্দে ভাসাতে পারো পরিশ্রান্ত নাগরিক জীবন
তুমি সাজাতে পারো প্রকৃতি—তুমিই প্রকৃতি
একদিন তুমিও হবে পরিণত— একদিন তুমিই হবে প্রেরণা
একজন সফল পুরুষের —তুমি রাঙিয়ে দিতে পারবে
সারাবিশ্ব তুমি ছুটে চলো নদীর মতো
তুমি হাসি ফোটাও বিষাদী হৃদয়ে-তুমি অনন্যা.....

একটু লেখার চেষ্টা করলাম ।



২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

অচেনা হৃদি বলেছেন: :)
মন্তব্যে চমৎকার ভাবনাগুলো কবিতার ভাষা হিসেবে চলে এলো।

সুপ্রিয় অচেনা হৃদি আমাকে ঠেকায় কে? =p~ তাই তো ভাবছিলাম। সুন্দর একটি কথা বললেন।

আপনিই একমাত্র ব্যক্তি যিনি সরাসরি বলে দিলেন আপনার অংশটুকু ভালো লেগেছে। অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৫৬| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি ভাইয়া,
পৃথিবীর সবচেয়ে বড় মরুভুমির নাম সাহারা।
এই নামে ইন্ডিয়াতে একটি চ্যানেল এবং বাংলাদেশে একজন পলিটিশিয়ান আছে।

খুব ভালো।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

অচেনা হৃদি বলেছেন: =p~


ধন্যবাদ ভাইয়া।

৫৭| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

জাহিদ অনিক বলেছেন: কত ভুবন
কত ভবনা

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১

অচেনা হৃদি বলেছেন: :(


ভাবনার শেষ নেই- কবি জাহিদ অনিক ভাইয়ার প্রো পিক দেখলেই তো মনে পড়ে যায়!

ট্রল থেকে জাহিদ অনিক ভাইয়াও বাদ পড়ে গিয়েছিলেন, হায় খোদা, আমার কেন যে কিছু মনে থাকে না! :(

৫৮| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

লায়নহার্ট বলেছেন: {কাজী ফররুখ আহমেদ হারপিক খাওয়ার আগে অবশ্যই একটা ডেকচিতে নিয়ে গরম করে পরে খাবেন (অবশ্য মনে হয়, আগে তিন চার বার খেয়ে দেখেছেন)। সম্মানিত মডুসাহেব যা বলেছেন, তার সারমর্ম বুঝার জন্য কোন বুদ্ধিজীবি ব্লগারের শরণাপন্ন হোন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর হারপিক খাওয়ার আগে মেয়াদ টেয়াদ আছে নাকি দেখে নিবেন। শুভকামনা}

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

অচেনা হৃদি বলেছেন: হায় হায়, হারপিক গরম করে খেতে হয় নাকি? জানতাম না তো!

বাদ দেন, ফররুখ সাহেব তো জবাব পেয়ে গেছেন আশা করি। উনার মত লোকেরা বিনোদনের মাত্রাটাকে আরেকটু বাড়াতে সহায়তা করে থাকেন।
কাজেই, মন্তব্যে মারামারি নিষেধ! ;)

৫৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

অব্যক্ত কাব্য বলেছেন: কাব্যের ছোট্ট জগতে ন্বাগতম। ঘুরে আসবেন। কিছু জানাশোনা হবে

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

অচেনা হৃদি বলেছেন: :)
আপনার জগত থেকে ঘুরে আসলাম। মন্তব্য রেখে এসেছি একটি।
ধন্যবাদ ভাইয়া।

৬০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

কাজী ফররুখ আহমেদ বলেছেন: ভাই/বোন লায়নহার্ট, আপনার কোনো পোষ্ট নেই কেনো ? নাকি আপনি এই একই ব্লগারের কনসার্ন ??? আশ্চর্য্য হওয়ার কিছু নেই, ব্যাকআপ আইডি - তাছাড়া আইডি ওপেন হওয়ার সময় সিমা তাই বলে !!!

আমার ছোট্ট একটি পোষ্ট নির্বচিত ব্লগে পরে আছে, ব্লগে আমার ব্যাবসা না, আমার ব্যাবসা আড়ংয়ে - আড়ং বোঝেন ? আমার পোষ্ট পড়ে দেখতে পারেন এক জীবেন এই সব চালের নাম আপনি শুনেননি গ্যারান্টি ১০০% । আপনি হারপিক খেয়ে আমাকে জানাবেন । আমি ভাত খাই ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

অচেনা হৃদি বলেছেন: আপনি কি মনে করেছেন? আপনি নিজেই তো ঠাকুরের মাল্টি!
=p~
ভাবছেন লায়নহার্ট আমার আরেক নিক, ভালো, যে নিজে যেমন, সে অন্যকেও তেমনি মনে করে। চালিয়ে যান। আর মন চাইলে মেয়েলি নিক নিয়ে কিছুদিন ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাকে হেল্প করবো!
;)

৬১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিশোর জীবন কি আর এ জীবনে ফিরে পাবো রে আপু?
যদি পেতাম তাহলে প্রচুর পড়াশোনা করতাম।
জ্ঞানের জগতকে বৃদ্ধি করতাম।
এক টি সেকেন্ড সময়ও বিনা কাজে নষ্ট করতাম না।
সময়ের মূল্য দিতাম।
আমার কিশোর জীব্ন কেউই ফিরিয়ে দিতে পারবে না।
এমন কি বিধাতা নিজেও না।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

অচেনা হৃদি বলেছেন: :)

কবির ভাষায়-
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। :(

ধন্যবাদ ভাইয়া, নিজের আবেগভরা বক্তব্যটুকু রেখে গেলেন।

৬২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

মৌরি হক দোলা বলেছেন: চাঁদগাজী সাহেব আর রাজিব ভাইয়েরটা পড়ে সবচেয়ে মজা পেয়েছি :) হাহাহা........

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...

সুইট মৌরি আপুকে হৃদির ভালোবাসা রইল। আপু, আপনি নিয়মিত হন না প্লিজ! আপনাকে সবসময় প্রিয় সামুতে পেতে চাই।

৬৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

মিখু হোসাইন তিতু বলেছেন: পরে যখন কোন পোষ্ট করবেন তখন বাস বাদ দিয়ে লঞ্চ অথবা অন্য কিছুতে তুলবেন তবে মজার পরিমানটাও বাড়বে :)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১২

অচেনা হৃদি বলেছেন: ওয়াও!

ধন্যবাদ ভাইয়া, দারুণ একটা আইডিয়া দিয়েছেন। এটা কাজে লাগানোর চেষ্টা করবো।

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!
:)

৬৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

লায়নহার্ট বলেছেন: {কাজী ফররুখ আহমেদ "আড়ং" এ চাল বেঁচে এজিনিসটা আজকে জানলাম....}

৬৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

হয়ত তোমারই জন্য বলেছেন: লেখক, আপনার লেখাটা ডিলেট করলেন কেন বুজতে পারছিনা,আরে ভাই দাপিয়ে বেড়ান, কে কি বল্ল আর কে কি করলো তা দিয়ে কি হবে?
এখানে বিভিন্ন মতবাদের ইউজার আছেন, একেক জনের ভাবনা একেক রকম, চাঁদ গাজী ভাইকে নিয়েও তো কত কি হলো
ধের্য ধোরুন সবঠিক হয়ে যাবে ☺
সত্যিকথা বলতে গেলে আপনারা কয়েক জন ব্লগার এই ব্লগটাকে বাচিয়ে রেখেছেন, চাদগাজী, সেলিম আনোয়ার, সনেট কবি, রাজীব নুর,সামুপাগলা০০০৭, শাহরিয়ার কবির এরকম আরো কিছু ভাল ব্লগার আছেন যাদের জন্যই ব্লগে আসি, অনেক সময়েই মনে হয়েছে এদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করি, তাই লেখক সহ যারা আগ্রহি আপনাদের এফ,বি আইডি বা টুইটার আইডি থাকলে এখেনে আইডি লিংক দিতে পারেন! আমি এ্যড করে নেব! ধন্যাবাদ!!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

অচেনা হৃদি বলেছেন: জি, ফেসবুকে আমি ভালোই ছিলাম। ঠাকুরমাহমুদের মত কিছু ছ্যাঁচড়া ফেসবুকারের কারণে ফেসবুক আইডি ডিএক্টিভ করে দিয়ে ব্লগে এসেছিলাম। এখন আপনাকে আমার ফেসবুক আইডি দেবার কোন উপায় নেই।
আমি টুইটারে আছি, তবে ছয়মাসে নয়মাসে একবার ঢুকি। কাজেই আমার টুইটার আইডি দিয়ে আপনার কোন লাভই হবে না।

৬৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: ৩৪. ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮ ০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পরিস্থিতি কেমন ঘোলাটে মনে হচ্ছে...:(

তোমরা চন্দ্রাবতীর চাঁচাছোলা কথার সাপোর্ট করো, আর অন্যকেউ(১৮) এসব করলে দোষ!!!(এজন্য বলি শামার প্রতিউত্তর পড়ো)



পোস্টটি পড়েছি। ভালোলাগা জানিয়ে গেলাম....




ব্লগে থাকো। সেলিব্রেটি হতে না পারলেও, নিশ্চিত গন্ডার হয়ে যাবে...:D
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫ ০

লেখক বলেছেন: কি রহস্যপুর্ন মন্তব্যরে বাবা!
আমার পক্ষে লিখলেন নাকি বিপক্ষে লিখলেন, উৎসাহ দিলেন নাকি খোঁচা মেরে দিলেন, ভালো লাগা জানালেন নাকি স্যটায়ার করলেন কিছুই বুঝলাম না! আমি এতো বোকা কেন??? :((

খালি শামার প্রতিউত্তর পড়তে বলেন কেন? আমি উনার অনেক প্রতিউত্তর পড়েছি। উনি তো খুব সফট রিপ্লাই দেন, ঝগড়াঝাটিও কখনো পাকান না! আমি তো এরকম উত্তর দেবারই চেষ্টা করি!

সেলিব্রেটি হতে না পারলেও, নিশ্চিত গন্ডার হয়ে যাবে ইয়ে, আমি কি নিক চেঞ্জ করে কোন এক সময় 'চঞ্চল গন্ডারনি' হয়ে যাবো বলে মনে করছে? :(

পোস্টটি পড়েছি। ভালোলাগা জানিয়ে গেলাম আফটার অল, ভালো লেগেছে জেনে কিঞ্চিত সুখ অনুভব করিলাম, হৃদয়ে বাজিল সুখের মত ব্যথা! =p~



ঐ তোমরা কি আমার কথা বলছো!!!!!!!!! শামা কে!!!!!! আমি না অন্য কেউ!!!

আর যদি আমিই হই তবে বুঝিলাম আমার বাৎলে দেওয়া বুদ্ধিতে চটপটি খেয়ে পাঠকভায়া বড়ই খুশি! তাই তো তার আমার প্রতিত্তর ভালো লাগে! :)

আর হৃদিমনি-
খালি শামার প্রতিউত্তর পড়তে বলেন কেন? আমি উনার অনেক প্রতিউত্তর পড়েছি। উনি তো খুব সফট রিপ্লাই দেন, ঝগড়াঝাটিও কখনো পাকান না! আমি তো এরকম উত্তর দেবারই চেষ্টা করি!

এই কথা বলার জন্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!! :) আমি আসলেই কত ভালো তা শুধু ভালোরাই বুঝে!:) তুমি ভালো তাই বুঝলে শুধু শত্তুরেরা নিন্দা মন্দ করে পিছে পিছে! সামনে করলে তো কি করি ভাইয়ার ছড়ার সত্যতা প্রমান করে দেবো! :)

তবে হ্যাঁ যদিও এটা ফান পোস্ট। আমি হলে কখনও এমন টপিকে লিখতাম না। কেনো লিখতাম না জানিনা! :(

আমি মনে হয় কিছুটা আদিযুগ টাইপে আছি! বা আমার চির সাবধানী মন আমাকে সদা ও সর্বদা পা ফেলার আগে সাবধান করে দেয়।:)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

অচেনা হৃদি বলেছেন: তবে হ্যাঁ যদিও এটা ফান পোস্ট। আমি হলে কখনও এমন টপিকে লিখতাম না। কেনো লিখতাম না জানিনা! আমার শিক্ষা হয়েছে। ব্লগারদের নাম মেনশন করে কোন পোস্ট দিলে তারা সামান্য খুশি হন, আর অন্য অনেকে কেন যেন অখুশি হন।
এটা কেন দিয়েছি জানেন? একদিন আপনাকে বলেছি না, আমি সামুপাগলা আপুকে লেখালেখির ক্ষেত্রে ফলো করি। সামুপাগলা একদিন এরকম একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের শিরোনাম ছিল কোন ব্লগারের প্রপোজ কেমন হবে, আমি সেটার অনুকরনে এটা লিখেছি। এবং লিখে ভালো একটা শিক্ষা পেলাম।

ঐ তোমরা কি আমার কথা বলছো!!!!!!!!! শামা কে!!!!!! আমি না অন্য কেউ!!!
শামা বলে পাঠকের প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনাকে মেনশন করেছে। আমি তো আপনাকেই বুঝেছি।

৬৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আজকের পোস্ট কি আপনি ডিলেট করেছেন? মন্তব্যর প্রতি উত্তর দেখতে এসে দেখি পোস্ট নাই! ;)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: ডিলিট করিনি, ড্রাফটে নিয়ে নিয়েছি। পোস্টে তো বলে দিয়েছি সেটা সাময়িক পোস্ট, খেয়াল করেননি?

৬৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খেয়াল করেছিলাম পোস্টটি ছিল সামরিক কিন্তু আপনি যে কারেন্টের বেগে পোস্ট ড্রাফটে নিবেন, তা কখনো ভাবি নি ভেবেছিলাম আরো কিছুক্ষণ হয়তো থাকতে পারে। ধন্যবাদ ভালো থাকুন।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

অচেনা হৃদি বলেছেন: স্বাগতম!
কারেন্টের বেগে সেই পোস্ট একশো দশ জনে পড়ে ফেলেছে। তার মানে উপস্থিত অনলাইনের সবাই সেটা পড়ে ফেলেছে, তো সেটা আর ঝুলিয়ে রাখার দরকার কি বলুন?

আমি ভেবেছিলাম সেই পোস্টে কোনই প্রতিমন্তব্য করবো না। কিন্তু দুই জনের মন্তব্যের উত্তর দিতেই হল।
আমার পোস্টের প্রতিমন্তব্যের প্রতি আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। ভালো থাকুন, শুভ রাত্রি।

৬৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

রোকনুজ্জামান খান বলেছেন: সময় এখন বর্ষা কাল,
হরিণ খামছায় বাঘের গাল।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: মানে কি?

৭০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

শায়মা বলেছেন: ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯ ০

লেখক বলেছেন: তবে হ্যাঁ যদিও এটা ফান পোস্ট। আমি হলে কখনও এমন টপিকে লিখতাম না। কেনো লিখতাম না জানিনা! আমার শিক্ষা হয়েছে। ব্লগারদের নাম মেনশন করে কোন পোস্ট দিলে তারা সামান্য খুশি হন, আর অন্য অনেকে কেন যেন অখুশি হন।
বোল্ড করা অংশটুকু পড়ে হাসছি! হা হা হা তুমি মনে হয় আসলেই পিচ্চি! আমার মত বুড্ডি হলে জীবনেও এইভাবে স্বীকার করে নিতে না বা অভিমানও করতে না। :P মানে নো নতি স্বীকার! হতে পারে ভুল, হতে পারে ভাল তবে নতি স্বীকারের কিছু নাই আমার কাছে। আমি হলাম পোলাইট গোঁয়ার! :P দরকার পড়লে খুব দু এক সময় অপোলাইটও। তবে কখনই সীমা অতিক্রমকারী নই।


এটা কেন দিয়েছি জানেন? একদিন আপনাকে বলেছি না, আমি সামুপাগলা আপুকে লেখালেখির ক্ষেত্রে ফলো করি। সামুপাগলা একদিন এরকম একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের শিরোনাম ছিল কোন ব্লগারের প্রপোজ কেমন হবে, আমি সেটার অনুকরনে এটা লিখেছি। এবং লিখে ভালো একটা শিক্ষা পেলাম।

কোন ব্লগারের প্রপোজ কেমন হবে, কোন ব্লগার বাসর রাতে কি করবে এমন অনেক পোস্টই এখানে অনেকেই লিখেছে। সেসব পড়ে মানুষ হাসতে হাসতে মারা গেছে। কোনো প্রবলেম হয়নি। তবে তোমার লেখার ভেতরের অংশ আমি পড়িনি কিন্তু আমার চোখে শিরোনাম "কোন সুন্দরী কিশোরীকে দেখে সামুর ব্লগারগণ কি ভাবেন!" এটা অন্যগুলার থেকে একটু আলাদা। মানে একটু কেমন কেমন।


যদিও কাকে কি প্রপোজ করবেন বা বাসররাতে কি করবেন এসবও আমি জীবনেও লিখবো না কারণ আগেই বলেছি আমি একটু আদ্দিকালের বদ্যিবুড়ি টাইপ মনোভাবের মানুষ। তবুও তোমার শিরোনাম "কোন সুন্দরী কিশোরীকে দেখে সামুর ব্লগারগণ কি ভাবেন!" এটা পড়ে যদিও আমার একমাত্র চাঁদগাজী ভাইয়া কি করে সেটাই মনে পড়েছিলো। কারণ চাঁদগাজী ভাইয়ার কিছু পোস্টে দেখেছি শপিংমলে ট্টেইনে বা রাস্তায় ভাইয়া আজকাল শুধু কিশোরীদের মজার মজার কান্ডগুলি দেখেই পোস্ট লিখেন। তবে সবাই তো আর চাঁদগাজী ভাইয়া না বা কিশোরীদের সাথে ঘটা কান্ডগুলি নিয়ে পোস্টও লিখেন না বা পছন্দও করেন না তাই কেউ কেউ মাইন্ড করতেও পারে।



ঐ তোমরা কি আমার কথা বলছো!!!!!!!!! শামা কে!!!!!! আমি না অন্য কেউ!!!
শামা বলে পাঠকের প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনাকে মেনশন করেছে। আমি তো আপনাকেই বুঝেছি।

হা হা আমিও আমাকে বুঝেছি। :)


আর নো রাগারাগি। নো মন খারাপ। এবার নিজের মত করে একখানা রম্য লিখে ফেলো হৃদিমনি। সেই বাঁদুড় জ্বীনের মত। :)

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

অচেনা হৃদি বলেছেন: আমার পোস্টে কেউ প্রশংসা করে মন্তব্য করলে আমি অনুরোধ করে থাকি লেখায় অড কিছু থাকলে তাও যেন উনারা অকপটে বলে দেন। আমি তো লেখক হিসেবে একদম নতুন। আমি চাই সবার পরামর্শ ও সমালোচনার ভিত্তিতে লেখার মান ভালো করতে। এমনকি পাঠকের প্রতিক্রিয়া দাঁড়ি কমার ভুল ব্যবহার করা নিয়ে আমাকে সতর্ক করেছিলেন, আমি বিনা বাক্যে উনার সংশোধনী মেনে নিয়েছিলাম। আমার এই লেখাটা যদি কারো কাছে দৃষ্টিকটু লাগে তিনি সরাসরি বলেননি কেন? আমি অবশ্যই সংশোধন করে নিতাম।

এই লোকটা গত পরশুর আগেরদিন আমার পুরনো এক পোস্টে গিয়ে বললেন আমি জেন্ডার বৈষম্য কাজে লাগিয়ে কমেন্ট পাচ্ছি। পরশু এই পোস্টে একই মন্তব্য করলেন। আবার অন্য একটা নিকে ঢুকে তিনি মন্তব্য করলেন আমি নাকি আসলে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে, কমেন্ট পাবার জন্য মহিলাদের নাম ব্যবহার করছি। আর গতকাল এটা নিয়ে পোস্ট দিয়ে ফেললেন। সেই পোস্টের মন্তব্যে পরোক্ষভাবে ট্রল পোস্টের লেখক নিয়ে কয়েকবার কটাক্ষ করলেন, ট্রল পোস্ট তো এই মাসে আমি ছাড়া আর কেউ করেনি। আমি যখন বুক রিভিউ পোস্ট করি, রসকষহীন দুঃখের অনুভূতি নিয়ে পোস্ট করি, যখন সাধারণ কোন রম্য লিখি, তখন ভালো লেখার সমঝদার এসব ব্লগার কোথায় থাকেন? উনারা সেসব দেখেন না। ট্রল করলে ঠিকই দেখে ফেলেন। তখন তাঁদের কাছে এটাকে মহা অন্যায় মনে হয়।

আমি আসলে পাঠকপ্রিয় ইস্যুতে পোস্ট করছি, কারণ ব্লগের বেশিরভাগ পাঠক রসালো পোস্ট খুঁজছেন, আমার আগের পোস্টগুলোতে সবার লাইক কমেন্টের উঠানামা দেখে এমনটাই মনে হয়েছে। আমি চাচ্ছিলাম লেখালেখির মাধ্যমে ব্লগের পাঠকদের আনন্দ দিতে। এখানে লিখে বড় সাহিত্যিক হয়ে যাবার মত কোন ইচ্ছে আমার নেই। তাই গুরুগম্ভীর লেখনী লিখতে আমার কোন আগ্রহ লাগে না। সস্তা রসিকতা নিয়ে পোস্ট করলে সেটার ক্লিক বেশি হয়, খুব আশ্চর্যের বিষয়, দেখুন আমার সব পোস্টের মাঝে এই ট্রল পোস্টে সবচেয়ে বেশি ক্লিক হয়েছে। এখন বলুন তো, ব্লগে ভালো লিখে আমি যদি পাঠক না পাই, যদি এসব সস্তা লেখাতেই পাঠক হুমড়ি খেয়ে পড়ে, তাহলে আমি কিভাবে ‘মূল্যবান’ লেখা পোস্ট করব? ল্যাপটপে আমার লেখা অনেক বুক রিভিউ আছে, সাধারণ বিষয় নিয়েও অনেক আর্টিকেল আছে, এসব আমি পোস্ট করি না কারণ সম্মানিত ব্লগারগণ এসব পড়ে কোন মজাই পান না। অল্প দুই একজন হয়তো আমার জ্ঞানের বহর দেখে বাহবা দিবে, কিন্তু বেশিরভাগ ব্লগার তো ফিরেও তাকাবেন না।

মনের ভেতর কোন কথা জমিয়ে না রেখে সত্যটুকু বলে ফেলেছি।

৭১| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৬

অক্পটে বলেছেন: ব্লগ মাতিয়ে রাখার গুন সবার থাকেনা। আপনার আছে। এটাকে কাজে লাগান। কে কি বললো সেটা ভাববার বোধহয় দরকার নেই। কত মানুষ কত মন, আপনাদের মতো ভালো লিখিয়েরা যদি হারিয়ে যায় তাহলে মনে শূন্যতা থেকে যায়। এক ব্লগার ছিলেন খেয়াঘাট তাকে আমি অনেক মিস করি। কি যে ভালো লাগতো লেখা।

ভালো থাকুন এগিয়ে যান।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

অচেনা হৃদি বলেছেন: ব্লগ মাতিয়ে রাখার গুন সবার থাকেনা। আপনার আছে। এটাকে কাজে লাগান।
ধন্যবাদ। আমি যদি ব্লগার খায়রুল আহসান কিংবা চাঁদগাজীর মত রিটায়ার্ড পার্সন হতাম তাহলে তাঁদের মত সারাদিন ব্লগে পড়ে থাকতাম। সারাদিন ব্লগ মাতিয়ে রাখতাম। সত্য কথা হল এই তিন মাসে আমি ভালভাবেই বুঝেছি এই ব্লগ কিভাবে মাতিয়ে রাখতে হয়, কিভাবে সবচেয়ে জনপ্রিয় ব্লগারে পরিণত হতে হয়। কিন্তু আমার তো ব্লগের বাইরে একটা জীবন আছে, একারণে আমাকে ব্লগে সময় কম দিতে হবে।

কে কি বললো সেটা ভাববার বোধহয় দরকার নেই। জানি, কিন্তু আসলে কে কি বলল তা পুরোপুরি এড়িয়ে যাওয়া সহজ নয়। সমস্যা হল, কাপুরুষ মনের মানুষ সব জায়গাতেই আছে, তারা পরজীবীর মত আপনাকে আমাকে বিরক্ত করতেই থাকবে।

৭২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫১

মৌরি হক দোলা বলেছেন: আপনাকেও ভালোবাসা, আপু।

আমি তো নিয়মিত হতেই চাই, কিন্তু কি করব বলুন পড়াশোনার জন্য থাকতে হয় হোস্টেলে। সেখানে তো আর চাইলেই সব পাওয়া যায় না :( নয় তো সপ্তাহে একদিন তো আসতেই পারতাম :) তবে ছুটিতে যখন আসি, তখন বাড়ির পাশাপাশি এটা আমার আরেকটা বাড়ি :) এই এখন যেমন হঠাৎ পাওয়া ছুটিতে চলে এলাম :) :)

অনেক ভালো থাকবেন, আপু :)

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭

অচেনা হৃদি বলেছেন: আশা করি আমি আপনি কোন এক সময় চাঁদগাজী এবং শায়মাপুদের মত অফুরন্ত অবসর পাবো। সেদিন আমরা মনের মত ব্লগিং চালিয়ে যাবো।
আশা থাকা ভালো আপু। :)

৭৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

কাইকর বলেছেন: আমার কথা কইলো না আপু।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

অচেনা হৃদি বলেছেন: =p~

৭৪| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

মিখু হোসাইন তিতু বলেছেন: ওয়াও!
ধন্যবাদ ভাইয়া, দারুণ একটা আইডিয়া দিয়েছেন। এটা কাজে লাগানোর চেষ্টা করবো।

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!
:)


আপনাকেও স্বাগতম- যখন আমার পেজে আসবেন :-B

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা ঠিক আছে। :)

৭৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্য নিয়ে হই চই
আমার মন্তব্যটি গেলো কই!!

না আমি আমার নামেই থিত হয়ে থাকতে চাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

অচেনা হৃদি বলেছেন: :)
আপনার মন্তব্য জায়গামতই আছে জনাব!

(নুরু আপু!!! =p~ )

৭৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

অপ্‌সরা বলেছেন: আজকে পোস্টটা পড়লাম!!!


গিনিপিগ বাহিনী! হা হা হা ..... :P

আসল সত্য ধরিয়া ফালাইয়াছো। :D

আর হাসান মাহবুবের পোস্ট পড়ো..... যার যত কাজ তার তত অবসর...... হেন কাজ তেন কাজ বলে কাজ থেকে পালানোর অজুহাত দিয়ে লাভ নাই .... :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

অচেনা হৃদি বলেছেন: গিনিপিগ বাহিনী! হা হা হা

আপু, পোস্টে গিনিপিগ বাহিনী নিয়ে যা লিখেছি পুরোই কপি পেস্ট। কয়েকদিন আগে পাঠকের প্রতিক্রিয়া বলেছিলেন আমি নাকি আপনার গিনিপিগ বাহিনীর সদস্য, তাই আমি কাউকে ফলো করি না।
=p~

আর হাসান মাহবুবের পোস্ট পড়ো এই লাইনটা আমাকে খুব অবাক করলো। আপু কেন উনাকে রেফার করলেন বুঝিনি। এনিওয়ে, উনার পোস্ট পড়ব।
:)

হেন কাজ তেন কাজ বলে কাজ থেকে পালানোর অজুহাত দিয়ে লাভ নাই! যাই বলেন না কেন, মাঝে মধ্যে কিন্তু আমি পালিয়ে থাকবো। হিহিহি...

৭৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

অপ্‌সরা বলেছেন: হাসান মাহবুবের সেই পোস্ট পড়তে বলেছি- যার যত কাজ তার তত অবসর! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

অচেনা হৃদি বলেছেন: ওহ আচ্ছা আচ্ছা। :)

অবশ্যই সুযোগ মত পড়ে নেব সেটা।

৭৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারটা :((

৭৯| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৭

গরল বলেছেন: অনেক বছর পর ব্লগে এসে পুরাতনদের ব্লগবারি গুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কে কে এখনও সচল আছে। এই পোষ্টে আমার কথা উল্লেখ আছে অথচ আমার চোখেই পড়েনি!. তবে আমার সম্বন্ধে যা লিখেছ তা তো হুবহুব মিলে গেছে, মিলে গেলেতো ফান হল না। তুমার পর্যবেক্ষন খুব ভালো, লেখালেখিও ভাল, চর্চা রাখলে ভালোই করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.