নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু, আমি তোমাকে ভালোবাসি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২



আমি যেদিন সামুতে প্রথম লগইন করি সেদিন শুধু ডিএক্টিভেশন বাটন খোঁজ করছিলাম। কারণ ভার্চুয়াল জগতে আমার ইতিহাস বেশি সুবিধার ছিল না। ফেসবুকে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিলাম। সেই ঝামেলার ঝাপটা হালকা করে আমার পরিবারের উপর দিয়েও গিয়েছিল। কাজেই ফেসবুক ডিএক্টিভ করি। সেই অভিজ্ঞতা থেকেই আমি সামুতে ঢুকে প্রথমেই ডিএক্টিভ বাটন কোথায় আছে তা বের করতে চাইলাম। এখানেও যদি ঝামেলা বেঁধে যায় তাহলে পালাবো- এমন পরিকল্পনা করছিলাম।
কেঁচো খুঁড়তে গিয়ে কত অজগর পেয়ে গেলাম, পেলাম না কেঁচোটিকে।

আমি প্রথম দিকে দিকভ্রান্তের মত কত কাজ করলাম সামুতে। ফেসবুকের সেই প্রো পিক সামুতেও প্রো পিক হিসেবে দিয়েছিলাম। তারপর কেউ কেউ বলল, একটা ভালো প্রো পিক দাও, ভালো প্রো পিক দিলে তাড়াতাড়ি সেফ হওয়া যায়। আমি ভাবলাম আমি যেহেতু মেয়ে তাই এনোনিমাস একটা মেয়ের ছবিকেই প্রো পিক দেবো। নেট থেকে খুঁজে একটা মেয়ের ছবি বের করলাম, সমস্যা হল সেই মেয়ে হিজাব পরা। হিজাবের ছবি দেবার ইচ্ছে ছিল না, কিন্তু সেই ছবিটা আমার এতো পছন্দ হয়েছিল, যে কারণে সেটাকেই ব্যবহার করলাম। দুসপ্তাহের মাথায় হঠাত সেফ হয়ে গেলাম, আমার সেফ হবার পেছনে ছবিটার আসলেই কোন ভূমিকা ছিল কি না তা জানি না। সেফ হবার পরেই সেই ছবি ফেলে আবার আমার প্রিয় পিকটাকে প্রো পিক বানাই।

প্রথম প্রথম সামুতে আরও পাগলামি ছিল, যেমন কেউ আমার পোস্টে অপ্রিয় কোন মন্তব্য করলে পুরো পোস্টটাই মুছে ফেলতাম।

আমি সেফ হলাম, আমার লেখা প্রথম পাতায় গেল, তারপর নির্বাচিত পাতায় গেলো, তারপর সামুর ফেসবুক পাতায় গেলো, এককথায়, ব্লগার হিসেবে আমি সামুতে সফল হলাম।
তারপরেও কোথায় যেন ঘাটতি ছিল। সামুতে লেখার আগ্রহটা হঠাত মরে যেতে লাগলো।

এমন দিনেই আমি ব্লগারদের কিশোরী ভাবনা নিয়ে পোস্ট দিই। সেখানে আমার ব্লগিং নিয়ে প্রশ্ন উঠলো। ব্লগারদের নিয়ে ট্রল করাকে বিরূপ দৃষ্টিতে দেখা হল। আমি মনে মনে ভাবছিলাম, কিরে বাবা! অন্যায় করে ফেললাম না তো? আমি কি তবে ব্লগারদের অংশ হতে পারিনি?
আবার মাথায় ডিএক্টিভেশন বাটনের চিন্তা ঘুরছিল। এমন সময় স্বয়ং সামুর মোডারেটর ভাইয়া আমার পোস্টে মন্তব্য করে আমাকে লেখালেখি চালিয়ে যেতে উৎসাহিত করলেন।
আমার আর কি চাই? এই স্বীকৃতির উপর আর কি বলার আছে?
এখন আমি ইস্পাতের মত দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি সামুর একটি অংশ, আমি এই সামুতেই থাকবো আজীবন।
মাত্র কয়েকদিন আগেও আমার সবচেয়ে প্রিয় ওয়েবসাইট ছিল উইকিপিডিয়া। আর এখন আমার সবচেয়ে প্রিয় সাইট একমাত্র সামু। গুগলে অচেনা হৃদি লিখে সার্চ দিলেই আমার সামু পেজ চলে আসে। ওল্ডম্যান এন্ড দ্যা সি উপন্যাসের বুক রিভিউ সার্চ দিলেই দেখি আমার লেখাটি চলে আসে। এমন তৃপ্তি আমি কোথায় পাই? এসব তো সামুর অবদান।

ব্লগার সনেট কবির সনেট নিয়ে কারো কারো কোন আগ্রহ নেই, কিন্তু সনেট কবি “ব্লগার অচেনা হৃদি” নামে এক সনেট লিখে কামনা করেছিলেন যেন আমার হাতে এই ব্লগের সম্ভ্রম বৃদ্ধি পায়। আল্লাহ সনেট কবির প্রার্থনা কবুল করুক। আমি এখন বিশ্বসেরা ব্লগারদের নিয়ে স্টাডি করছি। যদি পারি এই ব্লগকে আমি ব্লগিং জগতের সবচেয়ে সেরা অবস্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ।

সবাই আমার সাথে থাকুন প্লিজ, যদি সাথে থাকার ইচ্ছে না হয় তবে দূরে থাকুন, দোহাই লাগে, অযথা আমাকে বিব্রত করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না। এতে আপনার যেমন লাভ হবে না, আমার নিজের কোন ক্ষতিও হবে না।

[উৎসর্গঃ লায়নহার্টকে। এই লোক আমার পক্ষে কথা বলার কারণে একজন মনে করেছিল লায়নহার্ট স্বয়ং আমার মাল্টিনিক। আমি লায়নহার্টকে একদম চিনি না। মনে হয় পরিচিত কোন ব্লগারের মাল্টি হবে। এনিওয়ে, লায়নহার্টকে অনুরোধ করব চোরাগোপ্তা কমেন্ট বন্ধ করে তিনি যেন ভালো কিছু লিখে তাড়াতাড়ি সেফ হন।]

মন্তব্য ৭০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

ভুয়া মফিজ বলেছেন: আমি সেফ হলাম, আমার লেখা প্রথম পাতায় গেল, তারপর নির্বাচিত পাতায় গেলো, তারপর সামুর ফেসবুক পাতায় গেলো, এককথায়, ব্লগার হিসেবে আমি সামুতে সফল হলাম।
তারপরের গল্প তো শুধুই সামু জয়ের ইতিহাস, তাই না!!! ;)

আজীবন থাকবেন বলেছেন, কথাটা যেন মনে থাকে!!! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

অচেনা হৃদি বলেছেন: জি, সামু জয়ের ইতিহাস।
এই ইতিহাসের কয়েক পাতায় তিক্ততাও আছে। তবে এতো দ্রুত তিক্ততার শিকার হব ভাবিনি।

ধন্যবাদ মফিজ ভাইয়া!

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

মোস্তফা সোহেল বলেছেন: জীবনের শেষ দিন পর্যন্ত সামুতে থাকুন সে কামনায় করি।
অনেক শুভ কামনা আপনার জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য।
জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। এমনকি আমি জীবনের শেষ দিনে আমার মেয়ে বা নাতনীকে এই ব্লগের উত্তরাধিকারি বানিয়ে যাবো।
আমি মরে গেলেও এই ব্লগ চলবে। ;)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

অপ্‌সরা বলেছেন: গুড গুড এই তো খাঁটি ব্লগার হতে পেরেছো!

নো পাত্তা টু এনিথং.....

সোজা, বাঁকা, তেঁড়া, ভেড়া যাই আসুক নো পাত্তা নেভার এভার ! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

অচেনা হৃদি বলেছেন: সোজা, বাঁকা, তেঁড়া, ভেড়া যাই আসুক নো পাত্তা নেভার এভার !
অবশ্যই আপু, অবশ্যই। এই ব্লগে আপনি আমার অন্যতম মেন্টর। আপনার পরামর্শ আমার পথ চলার পাথেয়।
অনেক ধন্যবাদ আপুনি। :)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: সময় বাধি কি দিয়ে আজ
সামুই আপনার একটা আকাশ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

অচেনা হৃদি বলেছেন: জি না।
সামু আমার আকাশ না। সামু আমার পৃথিবী।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার ভাবনা। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ মামা! :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

বাকপ্রবাস বলেছেন: অচেনা হৃদি
সুপার দিদি
বেঁচে থাকো সামুতে
ফুল হয়ে ফোট
উর্ধ্বকাশে ছোট
জোর থাকুক বাহুতে।
লিখে লিখে
দিকে দিকে
ছড়িয়ে দাও আলো
ব্লগের পাতায়
স্মৃতির খাতায়
আলোক চমকালো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অচেনা হৃদি বলেছেন: ছড়ার ছন্দ মেলানো আমার কাছে বিশাল এক পরীক্ষার মত। নয়তো আপনার এই কমেন্টের জবাব ছড়ায় ছড়ায় জানিয়ে দিতাম। :)
আপনার মন্তব্যটি ভালো লেগেছে।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

সাাজ্জাাদ বলেছেন: দোয়া করি, আপনি একদিন সামুর মালিক হবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

অচেনা হৃদি বলেছেন: ওরে বাপরে বাপ...
কত বড় দোয়া!
জানা আপু ব্লগের মালিক হয়ে কি করলেন? পুরা উধাও। আমি উনাকে এখনো ভালো করে একদিনও অনলাইনে দেখিনি। এতো ব্যস্ত তিনি, এখানে লেখারই সুযোগ পান না!

না বাবু, আমি ব্লগিং করতে চাই, আস্ত ব্লগের মালিকানা চাই না! :)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

সাইন বোর্ড বলেছেন: এই ব্লগের প্রতি অাপনার তৃপ্তি অারো দীর্ঘ হোক...

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ। :)

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্! বাঁচা গেল।
শিরোনাম দেখে ভেবেছিলুমঃ সবার মত পিচ্চি হিরোইনও কি আমাকে ছ্যাঁকা দিয়ে চলে যাবে!!!! :P


@ সাাজ্জাাদবলেছেন: দোয়া করি, আপনি একদিন সামুর মালিক হবেন।
আমার জানা আপু থাকতে, এই পুচকে কেন মালিক হবে হে??X(
.. আমার কত দিনে শখ, বড় হলে একটা ব্লগ বানাবো। সামুর চেয়েও ভালো। ফ্লাগিং ও গিরগিটি মুক্ত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অচেনা হৃদি বলেছেন: ওহ, আপনিও তাহলে একটা ব্লগ বানাবেন! শুভেচ্ছা রইল।
আচ্ছা আপনার ব্লগের নাম সামহোয়ারইনমন্ডল রাখলে কেমন হয়? ;) নামটা খুব ক্লাসিক হবে।
ওহ হ্যাঁ, আপনার সেই ব্লগে কি আপনি সেফ হবেন? নাকি পাঠকের প্রতিক্রিয়াই থেকে যাবেন? জানলে ভালো হত।

পুনশ্চঃ আমাকে পুচকে পিচ্চি এসব বললে আমি কিন্তু ব্লগের মালিক হয়েই ছাড়বো! X((

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার শেষ পোস্টে আমারও একটি কমেন্ট ছিল। প্রতিমন্তব্য না পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম পোস্টটা উদাও। এনিওয়ে আজও অনেকটা একই সূরে কথা বলবো। উপলব্ধি ভালো , এটাকে ধরে রাখুন।
পাশাপাশি আমি কী অপরাধ করলাম? এখনও দর্শন পেলামনা।


শুভকামনা রইল।


০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

অচেনা হৃদি বলেছেন: আমার আগের পোস্ট উধাও হয়নি। সেটা ড্রাফটে নিয়ে নিয়েছি। সেই পোস্ট দেবার পর পাঁচ মিনিটের মাথায় একশোর উপরে পঠিত হয়েছে! অথচ তখন অনলাইনে ছিল ৭০-৭৫ জন। দেখে খুব অবাক হলাম। তবে আমার মনে হয়েছিল যাদের ঐ লেখা দেখা উচিৎ ছিল তারা ঠিকই দেখেছে। এজন্য ড্রাফটে নিয়ে রেখে দিলাম।

পাশাপাশি আমি কী অপরাধ করলাম? এখনও দর্শন পেলামনা। বুঝিনি, কার দর্শন পেলেন না? কিভাবে পেলেন না? :|

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

লায়নহার্ট বলেছেন: {চোরাগোপ্তা কমেন্ট}

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অচেনা হৃদি বলেছেন: হ্যাঁ, তাই তো!

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

লায়নহার্ট বলেছেন: {উপহার} https://roar.media/bangla/

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

অচেনা হৃদি বলেছেন: দুঃখিত, আপনার লিংকে আমি কিছুই পাইনি।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:


যুগ যুগ জিউক হৃদি :-0

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " জি, সামু জয়ের ইতিহাস। এই ইতিহাসের কয়েক পাতায় তিক্ততাও আছে। তবে এতো দ্রুত তিক্ততার শিকার হব ভাবিনি। "

-সামুতে লিখলে, পাঠকের মন্তব্য অনেক কিছু থাকবে, সেগুলো ব্লগিং'এর অংশ; তা হতে পারে, মিষ্টি, তেতো, ঝাল, হরেক রকম; এটা স্বাভাবিক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

অচেনা হৃদি বলেছেন: ভাগ্য ভালো যে, আমি আগেই এই ব্লগে আপনি, নতুন নকিব ভাইয়া এবং সোহানি আপুর উপর বদমায়েশি হতে দেখেছি। যদি আমি আপনাদের ঘটনা না দেখে নিজেই তোপের মুখে পড়তাম তাহলে ব্লগে ডিএক্টিভেশন বাটন আবিষ্কার করেই ছাড়তাম।

এখন মানসিকভাবে আমি তেতো ঝাল সব কিছুর প্রস্তুতি নিচ্ছি।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কয়েকদিন আগেই না বললেন ব্লগ একঘেয়ে লাগতে শুরু করেছে? আর আজ মৃত্যু পর্যন্ত থাকার অঙ্গীকার! ভালো। তাহলে আপনাকে যিনিই খোঁচাটা দিয়ে থাকুন না কেন পরোক্ষে তিনি আপনার উপকারই করেছেন। নাকি? :)

আপনি যে ভালো ব্লগার অলরেডি হয়ে গেছেন আর ভবিষ্যতেও ব্লগকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন এতে অন্তত আমার কোনই সন্দেহ নেই। আপনার এই দৃঢ় মানসিকতা শেষ পর্যন্ত বজায় থাকে কিনা এটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য শুভকামনা রইল। আপনি ব্লগের তারকাদের মধ্যে প্রথম সারিতে থেকে জ্বলজ্বল করে জ্বলতে থাকুন সেই কামনাই করি। উইশ ইউ বেস্ট অভ লাক!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

অচেনা হৃদি বলেছেন: তাহলে আপনাকে যিনিই খোঁচাটা দিয়ে থাকুন না কেন পরোক্ষে তিনি আপনার উপকারই করেছেন। নাকি?
অবশ্যই উপকার করেছে। দেখুন এর আগে আমার ব্লগের ভিউয়ার কতজন ছিল? আর এখন কতজন? একদম হু হু করে ভিউয়ার বেড়ে গেছে। এজন্য খোঁচাদাতা একটা ধন্যবাদ অবশ্যই ডিজার্ভ করে। ভাবছিলাম উনার পোস্টে গিয়ে ধন্যবাদ দিয়ে আসব। কিন্তু উনার তো নিক দুইটা, কোনটাতে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আর তাছাড়া উনার যে সাহস, আমার মন্তব্য উনার পোস্টে রাখা খুব রিস্কি মনে করেন! :P আমি কোন মন্তব্য করলেই তিনি সেটা পড়ে কোন রিপ্লাই না দিয়ে ডিলিট করে দেন। =p~ উনি নাকি আবার সেরা বিতার্কিক ছিলেন! =p~ দেশটাতে বিতার্কিকের বড্ড আকাল পড়ে গিয়েছিল মনে হয়। হিহিহি...
এনিওয়ে, আপনি তো উনার যুক্তিপুর্ন কথার মাঝে কোন ভুল খুঁজে পান না। আপনি একটু আমার পক্ষ থেকে উনাকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন।

আপনি যে ভালো ব্লগার অলরেডি হয়ে গেছেন আর ভবিষ্যতেও ব্লগকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন এতে অন্তত আমার কোনই সন্দেহ নেই। আপনার এই দৃঢ় মানসিকতা শেষ পর্যন্ত বজায় থাকে কিনা এটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য শুভকামনা রইল। আপনি ব্লগের তারকাদের মধ্যে প্রথম সারিতে থেকে জ্বলজ্বল করে জ্বলতে থাকুন সেই কামনাই করি। উইশ ইউ বেস্ট অভ লাক!
বিশ্বাস ও শুভেচ্ছার জন্য অশেষ ধন্যবাদ রইল।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

লায়নহার্ট বলেছেন: {দুঃখিত , ১২ নং কমেন্ট ডিলেট করে দিন https://roar.media/bangla/}

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা বুঝেছি, কষ্ট করে লিংক আর না দিলেই চলবে, ধন্যবাদ।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: আমার এই একাউন্ট নতুন, তবে আমি পুরাতনদের একজন। যা দেখলাম এই পর্যন্ত তাতে বলতে পারি, একটু কষ্ট করে তুমি তোমার সর্বাবস্থান থেকে সামুকে সঙ্গ দিতে না পারলে তুমি যেমন কষ্ট পাবে আমাদের অনেক ব্লগাররাও কষ্ট পাবে। তোমাকে কঠিন মুহূর্তগুলোতে সামুকে যদি বন্ধু হিসেবে ভাবতে পার তবেই তুমি হবে সফল আর আমরা তোমার সফলতায় হব পূর্ণ।

শুভকামনা নিরন্তর

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ।
একটু কষ্ট করে তুমি তোমার সর্বাবস্থান থেকে সামুকে সঙ্গ দিতে না পারলে তুমি যেমন কষ্ট পাবে আমাদের অনেক ব্লগাররাও কষ্ট পাবে। কথাটি একটু বেশি আবেগমাখা হয়ে গেছে। আমি সর্বাবস্থায় কিভাবে সঙ্গ দেব? ক্লাসে যাবার সময় কি সামুকে সাথে নিয়ে যাবো? পড়তে বসলে? পরীক্ষার সময়? সবকিছুর মাঝে অবশ্যই ব্যালেন্স মেইনটেইন করতে তো হবে। সামুতে আপনারা খুশি হয়ে আমাকে লাইক কমেন্ট দেবেন, ভালো। লাইক কমেন্ট দিয়ে তো জীবন চলবে না। চলবে কি?
:)

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



আমি তো এমন হৃদিকে দেখতে চাই; অকুতোভয়, লড়াকু, নির্ভিক আর সম্ভাবনাময়ী৷যে একদিন শুধু সামু কেন ব্লগিং করে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে৷তখন আর কেউ পিচ্চি হৃদি বলে ছোট করবে না৷আমি এই দিনটার অপেক্ষায় আছি৷শুভ কামনা সব সময়; আশীর্বাদ আন লিমিটেড ফরয়েভার৷

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ।
পাঠকের প্রতিক্রিয়া বলেছিলেন ব্লগে থাকলে নাকি গণ্ডার হয়ে যেতে পারবো। হয়তো সেটাই সঠিক! :)

তবে ঘটনা কি জানেন ভাইয়া? আমার মনটা বড় বেশি ঝোঁকওয়ালা। কখন যে কি করে ফেলি আমি নিজেও জানি না। নিজেকেই মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না। হয়তো এই কথাটা আগের পোস্ট বা ব্লগিং কর্মকান্ড দেখে কিছুটা আঁচ করতে পারবেন।
দোয়া করেন যেন আমার মনটা সুস্থির থাকে!
আশীর্বাদ আন লিমিটেড ফরয়েভার৷ সো মেনি ধন্যবাদ! =p~

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: হুম, থাকুন আমাদের সাথেই.......

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

অচেনা হৃদি বলেছেন: :)
সাথেই আছি ভাইয়া।
এমন আন্তরিক আহ্বানে ধন্যবাদ জানাই!

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঝাল,মিঠা,তেড়া-বেড়া, সিদা-মিদা রকমারি মন্তব্যগুলোই সামুর বৈশিষ্ট্য। এমন মন্তব্যের দেখা অন্যকোন সাইটে পাওয়া যায় না।
লক্ষণীয়: একটা পোস্ট পড়ার পর ভেতরে খুব ভালো বা খুব মন্দ যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ব্লগার'রা সেটা ঝেড়ে- কেশে প্রকাশ করেন। কেউকেউ ঠাণ্ডা মাথায় আবার কেউকেউ গরম মাথায়....!

এমন মাথায় নিলে সামুতে থাকা মুস্কিল। আপনি অনেকদিন থাকুন। শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

অচেনা হৃদি বলেছেন: আপনি অনেকদিন থাকুন। শুভকামনা। ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করব।

আমার পোস্টে মন্তব্য করলে তো সমস্যা ছিল না। কিন্তু আমাকে কেন্দ্র করে কেউ একজন দেখলাম নেতিবাচক পোস্ট করলেন, আবার তার ঘরানার লোকেরা সেখানে আমার বিষয়ে একের পর এক অযৌক্তিক বিদ্বেষপুর্ন মন্তব্য করছিলেন, এসব দেখলে কেমন লাগে বলুন? :(

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: এসব চোখে পড়লে খারাপ লাগাটা স্বাভাবিক। খারাপ লাগা প্রকাশ করাটাও স্বাভাবিক।
মন্তব্য পড়ে ব্লগার'রা আপনার অনুভূতি বুঝতে পারছেন এবং স্বাভাবিকভাবেই নিয়েছেন; বলেই মনে হচ্ছে। দুএকজন ব্যতিক্রম থাকবেন- এটাও স্বাভাবিক।

ইহা এক্কান স্বাভাবিকময় কমেন্ট! =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

অচেনা হৃদি বলেছেন: :)

আহ, সামু আমাকে কত কিছু যে শিক্ষা দিচ্ছে!
সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছে কৌশলী হতে। ;)

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? প্রিয় সামুকে আমিও ভালবাসি। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

অচেনা হৃদি বলেছেন: জানি ভাইয়া! :)
ছয় বছর যে লোক সামুতে কাটাতে পারেন তিনি তো অবশ্যই সামুকে ভালোবাসেন। নইলে কি এতদিন কেউ পাশে থাকে?
আপনার পথচলা মসৃণ ও সুন্দর হোক।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

সনেট কবি বলেছেন: অচেনা হৃদির ‘অ’ মনে হয় বাদ পড়তে শুরু করেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

অচেনা হৃদি বলেছেন: :)

নাহ কবি ফরিদ চৌধুরী ভাইয়া। এই অ বাদ দেবো না। এমনকি কখনো আপনাদের সাথে দেখা হয়ে গেলেও, পরিচিত হয়ে গেলেও বাদ দেবো না।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

সৈয়দ ইসলাম বলেছেন: লাইকে চাপ পরেনি! সো প্রতি মন্তব্যটি পুরোপুরিভাবে আমার উপর বর্তায়নি। পরকথা হল, আমার কথা দ্বারা ক্লাসে নিয়ে যাওয়া বা ক্লাসে যাওয়ার সময় রেখে যাওয়ার কথা আসেনি। আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে ভুলে যাই পরিচিত জন/মুহূর্তগুলোকে। দেখা যায় এই ভুলে থাকাটা দীর্ঘস্থায়ী হওয়ায় হারিয়ে যাই পুরনো সেই ভালোলাগা জায়গাগুলো থেকে। রেজাল্ট হয় জিরো। যেন এমনটা না হয় সেটাই বলছি।
ধন্যবাদ।
শুভ ব্লগিং....

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

অচেনা হৃদি বলেছেন: :)

শুভ ব্লগিং!

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



অগ্রযাত্রা অব্যহত থাকুক। +++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ নকিব ভাইয়া! :)

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

এস এম ইসমাঈল বলেছেন: কিস্যু ভেবো না অচেনা হৃদি। ধীরে ধীরে তুমি ও সবার চেনা হয়ে যাবে। গন্ডার হওয়া লাগবেনা। আর মালিক না হলেও অসুবিধা হবেনা। পিচ্চি নয় তুমি হলে ধেনে মরিচ। যার আকার ছোট হলেও ঝাল অনেক বেশি। চালিয়ে যাও তোমার শাণিত ব্লগিং।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

অচেনা হৃদি বলেছেন: =p~

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ দাদাভাই!

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: বেস্ট অফ লাক B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

অচেনা হৃদি বলেছেন: B-)

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: অনেক শুভকামনা আপনার জন্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

অচেনা হৃদি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া! :)

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

সামিয়া আক্তার শেহা বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
জ্ঞানের কথা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ! :)
এই শুভকামনা সত্যি হোক।

অচেনা হৃদির বাংলা ব্লগে আপনাকে স্বাগতম!

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

বিথী আক্তার বলেছেন: আমিও সামুকে ভালবাসি।
আমাদের দেশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ!
হৃদির ব্লগে আপনাকে স্বাগতম!

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

মোঃ শাওন কীপা বলেছেন: খুব ভাল লিখেছেন।
শিরনামহীন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ! :)
আপনার নামটা (কীপা) কেমন যেন অদ্ভুত লাগলো।

এনিওয়ে, হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

নীলসাধু বলেছেন: ব্লগের প্রতি এই ভালোবাসা অটুট থাকুক।
ভালো থাকুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

অচেনা হৃদি বলেছেন: আমার ব্লগে ভাইয়াকে স্বাগতম!

সুন্দর একটি শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। :)

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া!

ভালো থাকুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

অচেনা হৃদি বলেছেন: :) ধন্যবাদ ভাইয়া!

৩৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: পথচলা অটুট থাকুক। অনেক শুভ কামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

অচেনা হৃদি বলেছেন: :)
আপনাদের স্নেহময় সাহচর্য পেলে এই পথচলা অটুট থাকবে।
শুভকামনার জন্য ধন্যবাদ!

৩৫| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৩

রুদ্র সাইফুল্লাহ বলেছেন: ❤️❤️❤️

https://www.onulikhon.com

https://www.onulikhon.com

৩৬| ২২ শে মে, ২০২২ রাত ১০:৩৩

রুদ্র সাইফুল্লাহ বলেছেন: সামুর জন্যে ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.