নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

পাথরে ফুটুক ফুল

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭


[এক]
এক মাসের অঘোষিত বিরতির পর ব্লগে এসে দেখি কেমন যেন একটা নির্জনতা খেলা করছে। চৌকস ব্লগারদের দেখা নেই। আলোচিত ব্লগে তাদের নাম নেই। অনলাইন লিস্টেও তাঁরা নেই।
বুঝলাম না, একমাসে কি এক যুগ পেরিয়ে গেল নাকি? যে যুগে আমি ধুন্ধুমার ব্লগ ফাটিয়ে চললাম সেটা কি খুব পুরনো?
কোথায় তাঁরা?
সুযোগ পেলে আমাকে বিব্রত করতেন উনারা কই? আমাকে যারা সাপোর্ট দেবার চেষ্টা করতো তারাই বা গেলো কোথায়?
শীতে কি জবুথবু হয়ে আছে নাকি সব?
হতেও পারে।

[দুই]
পৃথিবী অনেক বড়। তবে আমার কাছে আমার পৃথিবী খুবই ক্ষুদ্রকায়। মাঝে মাঝে তো মনে হয় আমার পরিবারের বাইরে পৃথিবী বলে কিছুই নেই। আমার পরিবারই আমার পৃথিবী। রাস্তায় রাস্তায়, সমাজে, পাড়ায় মহল্লায় কিংবা সারাদেশে যত ঝামেলা চলুক না কেন, যদি আমার বাসায় বাবা মা উপস্থিত থাকেন তাহলে মনে হয় যেন- 'যাহ, পুরো দুনিয়া গোল্লায় যাক। আমার পরিবারের সবাই তো নিরাপদেই আছে, সো নো টেনশন!'
এই ক্ষুদ্র পৃথিবী বেচে থাক, তারপর সুন্দর হোক বিশ্বব্রহ্মাণ্ড!

[তিন]
চাওক পাল্লা মুচ নাকু সিরা মাচ কুব্দি ভোক লউম!

[চার]
এমন যদি হত।
আমাদের দেশের সবকিছু চলছে খুব সুন্দরভাবে। কোন সমস্যা নেই, ঝামেলা নেই, রাজনীতি কিংবা ফুটবল খেলা নিয়ে কোন বিভেদ কিংবা হানাহানি নেই, না পাওয়ার বেদনা নেই, সবাই শুধু সুখে আছে, তাহলে কতই না সুন্দর হত।
এই জীবনে এমন একটি বাংলাদেশ দেখব কি না কে জানে।
হয়তো অসম্ভব, তবুও আশা রেখে দিলাম মনের গভীর প্রদেশে।

(এটা নিছক একটি ব্লগ। এর কোন বক্তব্য কেউ না বুঝে থাকলে এড়িয়ে যান প্লিজ।)

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফুলটা সুন্দর!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

অচেনা হৃদি বলেছেন: যাক, আপনার এই নিক হতে প্রথম পাতায় লিখতে পারছেন দেখে খুশি লাগলো।
আশা করি আগের মতই ভালো আছেন।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগাররা শিত নিদ্রায় আছেন! =p~
নিউ ইয়ারের শুভেচ্ছা নিন।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

অচেনা হৃদি বলেছেন: :)
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
শীতনিদ্রা ভেঙে আপনি যে মন্তব্য করলেন এজন্য কৃতজ্ঞ!

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: কতদিন পর পোস্ট দিলেন বলুন তো!!!

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

অচেনা হৃদি বলেছেন: ডিসেম্বরে আমার ব্লগ পুরা ফাঁকা ছিল।
কাজেই অনেকদিন পর লেখা দিলাম। :)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: আরে এই তো আমরা!!

তিন নম্বরে ওগুলো কি বললেন??

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

অচেনা হৃদি বলেছেন: আরে আপনি নিজেও তো মাঝে মাঝে হাওয়া হয়ে যান! :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক, পাথরে ফুল ফুটতে দেখে ভালো লাগছে। :)
যে যুগে আপনি ধুন্ধুমার ব্লগ ফাটিয়ে চললেন সে যুগ মনে হয় কিছুটা পরিবর্তিত হয়ে গেছে। আপনি আবার ধুন্ধুমার ব্লগ ফাটিয়ে চলতে থাকুন দেখবেন আবার সবাই চলে এসেছে। ;)

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

অচেনা হৃদি বলেছেন: আমি থাকি বা না থাকি, সবাই এই ব্লগে আগের মত এক্টিভ থাকুক। সবাইকে এক্টিভ দেখলে আমার কাছে ভালো লাগবে। এমনকি আমার বিরোধীরাও এক্টিভ থাকুক।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

পবিত্র হোসাইন বলেছেন: আপনার আশা পূরণ হোক।
আর হ্যাঁ !!! ৩নং টা বুঝি নাই , কারণ আমি একটু বেকুব টাইপের ।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

অচেনা হৃদি বলেছেন: স্বাগতম!
শুভকামনার জন্য ধন্যবাদ!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

বলেছেন:
শুভ নববর্ষ।


চাওক পাল্লা মুচ নাকু সিরা মাচ কুব্দি ভোক লউম! -- অনুবাদ করে দিলে কি এমন হতো!!

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

অচেনা হৃদি বলেছেন: শুভ নববর্ষ!
মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

নয়া পাঠক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৯। নিজের নিকটা অচেনা, অথচ এক মাস পরে খুজছেন চেনা মানুষদের, বিষয়টা কেমন যেন। হুম সবাই যদি চেনা মানুষদেরই শুধু খুজে ফেরেন, তাহলে নতুনদের স্থান কি করে হবে বিকশিত। নতুনরা কি তবে থেকে যাবে আপনাদের মত পুরোনো চেনা আর গ্রেট গ্রেট ব্লগারদের বৃত্তের বাইরে। আপনার (চার) নম্বরটা আমারও অনেক অনেক প্রত্যাশা, কিন্তু স্বপ্নের মত, তা কেবল স্বপ্নই থেকে যাবে, আর যতদিন বাঁচবো স্বপ্নই দেখে যাবো।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

অচেনা হৃদি বলেছেন: অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!
নতুন যে কেউ স্বাগত হবার দাবি রাখে, আমি কখনোই শুধু পুরনোদের পক্ষে ছিলাম না। সিনিয়রদের সবসময় শ্রদ্ধা করি, তবে গ্রেট ব্লগার বলে আমার কাছে কিছু নেই। যিনি ভালো লিখতে পারেন তিনিই গ্রেট, নতুন নাকি পুরনো তা বিবেচ্য নয়।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমরা হাইবারনেশনে আপি B-))

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

অচেনা হৃদি বলেছেন: হা হা হা!

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওহ HNY B:-/

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

অচেনা হৃদি বলেছেন: :)
হ্যাপি নিউ ইয়ার!

১১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কাউসার ভাই, এখন রাত্রে বেলা ব্লগে আসেন |-)
নিজু ভাই, রহস্যজনক আচরণ করতেছেন
স্রান্জি ভাপু, খালি লাইক দেয়, কমেন্ট কম করে।
আমি আমি মাঝসাঝে বিকেলগুলো ব্লগে নষ্ট করি

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

অচেনা হৃদি বলেছেন: কাওসার ভাই কি বিয়ে শাদি করবেন নাকি সারাজীবন এভাবে রাতে ব্লগিং করতে থাকবেন???
:)
নিজু ভাই র‍্যাবের হাতে ধরা টরা খেয়েছিলেন নাকি বুঝলাম না!
;)
হুম, স্রাঞ্জি ভাই আমার এই পোস্টেও লাইক মেরে দিয়েছেন।
:)
ভালো, পড়ালেখা ছেড়ে ব্লগিং করুন, বিরাট উপকার পাবেন! =p~

১২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তিন নম্বর বুঝি নাই

সুন্দর কাটুক আগামী দিনগুলো

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ আপু।
আপনার দিনগুলোও সুন্দর কাটুক।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগবাড়িতে আমন্ত্রণ রইলো B-))

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

অচেনা হৃদি বলেছেন: ওকে, আমন্ত্রণ রক্ষা করা হল!

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

নজসু বলেছেন:



বছরের শুরুতে ব্যস্ত সবাই।
ব্লগে নিস্ক্রিয় হয়ে আছেন অনেকেই।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।
বুঝতে পারছি নতুন বছর নিয়ে সবাই ব্যস্ত!

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: বুঝিনি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

অচেনা হৃদি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

কাওসার চৌধুরী বলেছেন:



পাক্কা দুই মাস পর তিনি আসিলেন। আসিয়া দার্শনিকের মত কিছু বিষয় লিখিলেন; যার পুরোটা বুঝিবার ক্ষমতা এই বান্দার হয় নাই। তবুও ভাল লাগিছে তাহার আগমন দেখে। অভিনন্দন গ্রহণ করুন, ম্যাডাম।

একমাসের নয় আপনি ঠিক দুই মাস পরে ব্লগে আসিয়া দেখিলেন নিজের মতো সবাই অচেনা হইয়া গিয়াছে। ইহাতে বিচলিত হইবার কোন কারণ নেই। সবাই ঠিকই আপন পরিচয়ে ব্লগে বিচরণ করিতছে। দুই চাইর দিন ব্লগে ঘুরাঘুরি করিলে ইহাদের পাইবেন, নিশ্চিত।

এই মাসে এটাই কি আপনার প্রথম ও শেষ পোস্ট!! (শুভ রাত্রি)

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

অচেনা হৃদি বলেছেন: বাপরে বাপ!
রাত বারোটা চল্লিশ মিনিটে এই মন্তব্য লিখেছিলেন! এতো রাতে তো আমি ঘুমের মধ্যে এলিস ইন দ্যা ওন্ডারল্যান্ড এর সেই ওন্ডারল্যান্ড ঘুরে বেড়াচ্ছিলাম। এনিওয়ে, মন্তব্যের জন্য ধন্যবাদ।

এটাই এই মাসে আমার প্রথম পোস্ট, তবে শেষ পোস্ট কিনা বুঝতে পারছি না। বাসার ওয়াইফাই এর গতি খুব বাজে হয়ে গেছে। এখন সামুতে ঢুকতে হলে মোবাইল এর ডাটা ব্যবহার করতে হয়। যা খুবই বিরক্তিকর। ওয়াইফাই এর গতি ভালো না হলে পোস্ট দেয়া অনিশ্চিত।

ঠিক দুই মাস পরে ব্লগে আসিয়া দেখিলেন নিজের মতো সবাই অচেনা হইয়া গিয়াছে। ইহাতে বিচলিত হইবার কোন কারণ নেই। সবাই ঠিকই আপন পরিচয়ে ব্লগে বিচরণ করিতছে। একদম ঠিক। আসলে সবাই ব্লগে আছেন। এই পোস্টে সবার উপস্থিতি দেখে বুঝে গেছি, অনিয়মিত ছিলাম বলেই হয়তো আমার কাছে অচেনা অচেনা লাগছে। আসলে সবাই আগের মতই আছেন। আশা করব সবাই এভাবেই ব্লগে রেগুলার থাকবেন।

দার্শনিকের মত কিছু বিষয় লিখিলেন; যার পুরোটা বুঝিবার ক্ষমতা এই বান্দার হয় নাই। ডিজিটাল ডায়েরিতে মনের খেয়ালে এমন কিছু অবশ্যই লিখতে পারি যা আসলে সকলের বোধগম্য হবার প্রয়োজন পড়বে না। :) এটা আমার জন্য স্বাভাবিক মনে করুন।

ভাল লাগিছে তাহার আগমন দেখে। অভিনন্দন গ্রহণ করুন, ম্যাডাম। ওকে জনাব! ধন্যবাদের সহিত অভিনন্দন গৃহীত হইল।

আমার পোস্টে আপনার মন্তব্য দেখতে পেয়ে যথারীতি ভালো লেগেছে।
ভালো থাকুন সবসময়।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু!

হ্যাপি নিউ ইয়ার ২০১৯!

১) নানা ছুটিছাটা গেল, অনেকে ছুটিতে গ্রামের বাড়িতে যান, এবং নেটের আওতার বাইরে থাকেন। অনেকে নিউ ইয়ার উপলক্ষ্যে পরিবারের সাথে পুরো সময়টা কাটান, এবং নেটের ধারেকাছে যান না। এসব কারণে একটু ঝিমিয়ে যেতে পারে ব্লগ। আর আপনি নিজে অনুপস্থিত থাকার কারণেও নিজের কাছে ব্লগকে একটু পর পর লাগছে। তবে এটি কোন বড় ঝড়ের পূর্বাভাস নয়, মনোরম, সজীব বৃষ্টিমুখর বেলার পূর্বের কালো মেঘ! :)

২) সহমত আপু! সেম অনুভূতি! সবারই মনে হয় এমন। ধরুন টিভিতে দেখছেন কোন রাস্তায় ব্যাপক সংঘর্ষ চলছে, কিন্তু আপনার সকল আপনজন - মা বাবা, ভাই বোন যদি সেই মূহুর্তে বাড়িতে থাকে বা নিরাপদ জায়গায় থাকে, তবে আপনার খারাপ লাগলেও কষ্ট লাগবে না। এটাই সত্য!

৩) নো আইডিয়া।

৪) সুন্দর নয়, বোরিং হতো!

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?

আল্লাহ পরীক্ষা নিক, কিন্তু পরীক্ষায় উতরে যাবার শক্তি, সাহস ও সহনক্ষমতা সবাইকে দিক।

ভালো থাকবেন আপু, অসাধারণ কাটুক আপনার বছরটি।
পোস্টে প্লাস।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

অচেনা হৃদি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৯ :)
বছরের প্রথম পোস্টে আপনার মন্তব্য পেয়ে সত্যিই আমি আনন্দিত আপু।

আপনার মন্তব্যগুলো এমনই হয় আপুনি। মন্তব্য দেখে বোঝা যায় মন্তব্যদাতা মন্তব্য করার আগে ঠিকই মনোযোগ দিয়ে ব্লগটা পড়েছেন। অন্যদের মত তাড়াহুড়ো করে পড়ে মন্তব্য করে দেননি।

মন্তব্যের উপর দ্বিমত কিংবা এডিট করে প্রতিমন্তব্যে বলার মত কিছুই নেই। সুচিন্তিত এই অভিমত অবশ্য গ্রহণীয়।

আপুর কাছে অনুরোধ থাকবে, আপনিও নিয়মিত লিখুন আপু।

অনেক ধন্যবাদ, নতুন বছরে আপনার চমৎকার কিছু হোক, এই শুভকামনা করছি।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

জাহিদ অনিক বলেছেন:
ব্লগা আবার মুখরিত হোক। পাথরের বুকের আবার ফুল ফুটুক !

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাইয়া!
সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই!

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই আছে আপনিই অনেক দিন ছিলেন না।

অনেক কিছু মিস করেছেন। বিশেষ করে ব্লগ ডে পালন।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

অচেনা হৃদি বলেছেন: সরকার ভাইয়া একদম ঠিক বলেছেন। আসলেই আমি অনেক জিনিস মিস করেছি। ব্লগ ডে কবে পালন করেছেন সেটাই বুঝতে পারছি না।
সামনে আর কিছুই আশা করি মিস করব না।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর দেখলাম আপনাকে।
পূর্বের ন্যায় সুন্দর সুন্দর গল্প পাবো আশা করি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া, গল্প লিখতে ইচ্ছে করে না। একটা গল্প সাজানো অনেক অনেক সময় ও চেষ্টাসাধ্য ব্যপার। আমার আসলেই এমন বিস্তৃত সময় নেই। তবে হ্যাঁ, ব্লগের জন্য সুন্দর কিছু ফিচার লেখার ইচ্ছে আছে।
ইনশাল্লাহ সামনে আমার ব্লগ সচল দেখতে পাবেন।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: সবাই হয়তো নির্বাচনের আমেজে ছিলেন।
আমি তো সময় পেলেই সামুতে ঢু মারি।
আশা করি ভাল আছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

অচেনা হৃদি বলেছেন: এই নির্বাচনের ভয়ে দেশেই ছিলাম না, কাজেই সবাই নির্বাচন উপলক্ষ্যে যদি ব্লগ থেকে যদি সাময়িকভাবে অবসর নেয় তাহলে দোষের কিছু নয়। ;)

আমি খুব ভালো আছি,
আশা করি আপনিও...

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

পদাতিক চৌধুরি বলেছেন: 1 নম্বর দিদিমণি আমি হাজির।
দুই নম্বর- বিপদ সঙ্কুল পৃথিবীর মধ্যেও ছোট চারাগাছটির মতো আমরাও বেঁচে থাকার স্বপ্ন দেখি।
তিন নম্বর- মাথার উপর দিয়ে বেরিয়ে গেল।
চার নম্বর-হা হা হা হা হা হা....
অফটপিকঃ এই আগমন কি কেবল নববর্ষের আগমন নাকি নিয়মিত??
নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রিয় বোনকে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

অচেনা হৃদি বলেছেন: অনেকদিন পর স্বভাবসিদ্ধ সুন্দর মন্তব্য দেখতে পেয়ে ভালো লাগলো ভাইয়া।

এই আগমন কি কেবল নববর্ষের আগমন নাকি নিয়মিত?
উত্তরটা নিশ্চিত করে বলতে পারছি না বলে দুঃখিত। তবে চেষ্টা করব নিয়মিত আগমন ঘটাতে।

আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

মৌরি হক দোলা বলেছেন: কি অবস্থা, আপু? কেমন আছেন?

নতুন বছরের শুভেচ্ছা :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

অচেনা হৃদি বলেছেন: আপু, আমি ভালো আছি। আন্তরিকভাবে আশা করছি আপনিও ভালো আছেন।

প্রিয় দোলা আপুকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



তাহলে আমার অনুমান সঠিক :(!! এই মাসে অচেনা হার্টের কোন পোস্ট আর পাওয়া যাবে না!?! ব্লগেই তো একদম দেখি না। কি এতো বিজি বুঝি না? ব্লগে নিয়মিত হতে হবে; এটা পাবলিকের এক দাবী। :(

০৯ ই জুন, ২০১৯ রাত ১১:২৩

অচেনা হৃদি বলেছেন: আপনি কই???

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: একেবারে শেষে এসে ব্রাকেটে "এড়িয়ে যাবার" কথা বলেছেন। কিন্তু 'তিন' এ উল্লেখিত ভিন ভাষায় লিখিত বাক্যটিকে বাংলায় অনুবাদ করে না দিলে বুঝবো কি করে কী বলে গেলেন? :)
যাক, অনেকদিন পরে হলেও, সরস এ লেখাটি পড়ে খুব ভাল লাগলো। + +

১০ ই জুন, ২০১৯ রাত ১২:০৫

অচেনা হৃদি বলেছেন: সবসময়ের মতই, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
:)

২৬| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই পেটের দায়ে কামে ব্যস্ত।

১০ ই জুন, ২০১৯ রাত ১২:২০

অচেনা হৃদি বলেছেন: হা হা হা
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.