নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

খুলে যাক বন্ধ জানালা

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৫

সামুতে ঢুকতে গিয়ে দেখি নোটিফিকেশন এলো, সামহোয়ারইনব্লগ নামের কোন ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না!
প্রথমে মনে করেছিলাম এটা আমার ইন্টারনেট সংযোগের ত্রুটি। পরে বুঝতে পারলাম কেন প্রিয় সামু আমার ল্যাপটপে ধরা দিচ্ছে না। এখনো সামু আমার ল্যাপটপে অধরাই রয়ে গেছে, মোবাইল ফোনে কোনমতে লগইন করে এই ব্লগ লিখছি।
আচ্ছা, কবে আবার আমি স্বাভাবিকভাবে ল্যাপটপে বসে ব্লগিং করতে পারবো? কেউ কি বলতে পারবেন প্লিজ?
সত্যি বলছি, সামুর ব্লগারদের খুব মিস করছি আমি। অনেকেই হয়তো আমার মত লগইন করতে পারছেন না। সবার জন্য আমার সহমর্মিতা আছে। সেই সাথে সবার প্রতি ভালোবাসাও রইল।
সমস্যা যতই থাকুক, প্রিয় সামুকে আমি আগের মতই ভালোবাসি।
অপেক্ষায় রইলাম আবার যেন সামুতে আগের মত ব্লগিং করতে পারি।

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

বাংলার মেলা বলেছেন: সামু যতদিন ঠিক না হবে, ততদিন এই অবস্থা চলবে। এখনও পর্যন্ত তারা জব্বার কাগুর মন যোগানোর মত কিছু করে দেখাতে পারেনি।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৫

অচেনা হৃদি বলেছেন: কি বলেছেন বুঝতে পারিনি ভাইয়া।
আমি যা বুঝি তা হল আমি লিখতে চাই, হৃদয়ে জমে থাকা অব্যক্ত গল্পগুলো শেয়ার করতে চাই।

২| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

করুণাধারা বলেছেন: ওয়েলকাম ব্যাক, অচেনা হৃদি। আমরাও অপেক্ষায় আছি, কবে আবার স্বাভাবিকভাবে ব্লগিং করতে পারব...........

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ম্যাম।
এই আকুল প্রার্থনাটুকু সত্যি হোক। প্রিয় সামুর উপর থেকে ঘৃণার খড়গ নেমে যাক।

৩| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৫

মনিরা সুলতানা বলেছেন: ইশ আমার ও প্রায় অনেকদিন পর ফেরা হল ব্লগে ; কবে যে আবার আগের মত আনন্দ নিয়ে ব্লগার রা ব্লগিং করতে পারবে :(
ফিরে আসায় শুভেচ্ছা।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৯

অচেনা হৃদি বলেছেন: আপনাকে অনেকদিন পর পেয়ে ভালো লেগেছে আপু।
শুভেচ্ছা আপনার জন্যেও।

৪| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাইয়া। এই শুভকামনা সত্য হোক।

৫| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৪

ভুয়া মফিজ বলেছেন: বহুদিন পরে আপনাকে দেখলাম, এটা কি ঠিক? সামু'র এই দূর্দিনে ব্লগে আমাদের একটু বেশী সময় দেয়া দরকার....অবশ্যই যতোটা সম্ভব। একেবারে হাওয়া হয়ে যাওয়া ঠিক না। :)

আপনাদেরকে ব্লগে দেখলে বুকে একটু সাহস পাই। B-))

আচ্ছা, একটা লিঙ্ক দিলাম। পোষ্টের নীচের দিকে কয়েকটা লিঙ্ক আছে। এগুলোর কোন একটা এপ্লাই করে ল্যাপটপে ব্লগিং করা শুরু করে দিন।

আবার হাওয়া হয়ে যায়েন না যেন! বাসার ঠিকানা জানলে ব্লগে যোগদানের আমন্ত্রণ জানিয়ে কার্ড পাঠাতাম! :P

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৯

অচেনা হৃদি বলেছেন: :) ঠিক আছে, আর হাওয়া হয়ে যাবো না।
আমি তো সামুর সাথে থাকতেই চাচ্ছি। কিন্তু মোবাইলে লগইন করলে ব্লগিং এর মজা পাওয়া যায় না। তাই আমি লগইন করতে গিয়েও অনেকদিন লগইন করিনি। এখন কমেন্টগুলোর রিপ্লাই দিতেও বেশ লেজেগোবরে অবস্থা হয়ে যাচ্ছে। তবুও রিপ্লাই দিতে ছাড়ছিনা কিন্তু।

৬| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

ভুয়া মফিজ বলেছেন: ওহ লিঙ্কটা দিতে ভূলে গিয়েছি। দিলামview this link

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫০

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ। ট্রাই করে দেখবো।

৭| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা যদি বদলে যাই দেশ বদলাবে।
আমরা যদি সেই অমানুষ হুজুরদের ঘৃণা করতে পারি তবে সেটাও একটা প্রতিবাদ।

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫১

অচেনা হৃদি বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
ধন্যবাদ।

৮| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: সামু বিরাট বিপদের মধ্যে আছে।
আশা করি বিপদ কেটে যাবে। অথবা বলা যায় কেটে যেতে শুরু করেছে।

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫২

অচেনা হৃদি বলেছেন: আশা করি এই বিপদ কাটতে দেরি হবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৯| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৮

বলেছেন: ওয়েলকাম ব্যাক

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৩

অচেনা হৃদি বলেছেন: :)


ধন্যবাদ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি,




ফিরে আসাতে আনলাইনে থাকা ব্লগারের সংখ্যা আরও একজন বাড়লো।
থাকুন সব সময়ের জন্যে, তা হলেই ধাক্কাধাক্কিতে বন্ধ দরজা হয়তো খুলে যেতে পারে!

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৫

অচেনা হৃদি বলেছেন: হিহিহ

আচ্ছা, আশা করি সবাই মিলে ধাক্কাধাক্কি করে এই বন্ধ জানালার কপাট খুলে দিতে পারবো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১০

মুক্তা নীল বলেছেন:
ফিরে আসুন আপনি। আপনার মজা করে লেখার হাত অসাধার। অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে।

১১ ই জুন, ২০১৯ সকাল ৮:১৬

অচেনা হৃদি বলেছেন: আপনি মনে হয় এই প্রথম আমার ব্লগে এসেছেন।
হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!
অনেকদিন পর মন্তব্যের উত্তর দিচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ। বুঝতেই পারছেন নিশ্চয়ই, এখন সামুতে মন্তব্য প্রতিমন্তব্য করাটা বেশ ঝক্কি ঝামেলার ব্যপার।
ভালো থাকুন সবসময়।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আশা করি এই বিপদ কাটতে দেরি হবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৭

বাংলার মেলা বলেছেন: আমি বলতে চেয়েছি যে সামুতে আওয়ামী বিরোধী লেখালেখি খুব বেশি হয়। জব্বার কাগু যিনি দেশনেত্রী না বলে প্রধানমন্ত্রীর নাম কোনদিন উচ্চারণ করেননি এবং সারা জীবন আওয়ামী লীগের প্রথম শ্রেণীর দালাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টার কোন ত্রুটি করেননি, মন্ত্রিত্ব পাওয়ার পর তিনি সামু কে সহ্য করবেন কোন দুঃখে ?

তাই সামু মডারেটরদের উচিত আওয়ামী বিরোধী সমস্ত ব্লগগুলো কঠোরভাবে মনিটরিং করে সেগুলো ব্লক করা এবং আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করবে - এরকম ব্লগার বেতন দিয়ে হলেও হায়ার করা। তাহলে যদি জব্বার কাগুর মন একটু গলে। নাহলে আমার ব্লগ এবং সোনার বাংলা ব্লগের যে পরিণতি হয়েছে - সেই একই পরিণতির জন্য রেডি থাকা।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় আঁধারের রাহুগ্রাসে সামু :((

আমজনতার গুম, খুন আর দমন-পীড়নে আমরা যখন গা ছেড়ে আনন্দে ভেসেছি
ওদের হয়েছে আমার কি?
আজ আমি আমরা আক্রান্ত, অন্য কেউ হয়তো তেমনি ভাবছে- সামু ব্লক তো আমার কি?

বিচ্ছিন্নতার সুবাতাসে শৈনে শৈনে বাড়ে স্বৈরাচার
যতই সাজো সুশিল
কাটবেনা মুস্কিল
বুনো ওলে চাই বাঘা তেতুল নইলে উপায় নাই আর।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

জুন বলেছেন: জানালা খুলে শেষ পর্যন্ত যে আসতে পারলেন তার জন্য খুব ভালোলাগলো অচেনা হৃদি।
এখন থেকে সব সময় সামুর সাথে থাকুন :)

১৬| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: এতদিনে সামু'র এ সমস্যা কেটে যাওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি, এটা অত্যন্ত হতাশাজনক। আপনার মত আমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কবে স্বাভাবিক পদ্ধতিতে আবারো লেখালেখি করতে পারবো। কন্ঠস্বর কিংবা লেখনি চেপে ধরার যে কোন প্রয়াস, সেটা যার দ্বারাই হয়ে থাক, নিন্দনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.